HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় নবম | বহুনির্বাচনি প্রশ্ন | PDF : জীব বিজ্ঞান ১ম পত্রের ৯তম অধ্যায়ের সব বহুনির্বাচনি প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
নবম অধ্যায় – উদ্ভিদ শারীরতত্ত
১. উদ্ভিদের জীবনধারণের জন্য অত্যাবশ্যকীয় মৌল উপাদান কতটি?
ক. ১৫টি
খ. ১৬টি
গ. ১৭টি
ঘ. ১৮টি
২. কোন আয়ন সবচেয়ে দ্রæতগতিতে শোষিত হয়?
ক. ক+
খ. ঈধ++
গ. ঝঙ৪–
ঘ. ঘধ+
৩. কোনটি সক্রিয় পরিশোষণ মতবাদ?
ক. ঈঙ২ মতবাদ
খ. কন্ট্যাকট একচেঞ্জ মতবাদ
গ. ডোন্যান সাম্যাবস্থা
ঘ. লেসিথিন মতবাদ
৫. শসনের অভ্যন্তরীণ প্রভাবক. কোনটি?
ক. তাপমাত্রা
খ. পানি
গ. ঈঙ২ এর ঘনত্ব
ঘ. এনজাইম
৬. রক্ষীকোষে ঈঙ২ এর ঘনত্ব বৃদ্ধি পেলে
i) পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়
ii) প্রস্বেদনের হার কমে যায়
iii) পত্ররন্ধ্র খুলে যায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭. সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ের বিক্রিয়াসমূহ
i) আলোর অনুপস্থিতিতে ঘটে
ii) অঞচ ও ঘঅউচঐ+ঐ+ উৎপন্ন করে
iii) ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৮. আখ, ভুট্টা উদ্ভিদের পাতায়
i) বলয় আকারের বান্ডলসীথ ক্লোরোপ্লাস্ট থাকে
ii) শুধুমাত্র মেসোফিল ক্লোরোপ্লাস্ট থাকে
iii) কৎধহু অহধঃড়সু দেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯. সবাত শসনের গাইকোলাইসিস ধাপে-
i) ২টি অঞচ খরচ হয়
ii) ২ঘঅউঐ + ঐ+ বিজারিত হয়
iii) ২ঋঅউঐ + ঐ+ বিজারিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০. পরিবেশে ঈঙ২ এর ঘনত্ব বৃদ্ধি পেলে-
i) পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়
ii) শ^সনের হার কমে যায়
iii) গ্যাস বিনিময় বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের তথ্যের ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও
১১. অ চিহ্নিত স্থানটির নাম কী?
ক. মূলরোম
খ. স্থায়ীঅঞ্চল
গ. বর্ধিষ্ণু অঞ্চল
ঘ. মূলত্র
১২. ই চিহ্নিত স্থানটি
i) মূল শীর্ষের ১-২ মি.মি. পশ্চাতবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত
ii) পানি শোষণ করে
iii) খনিজ লবণ শোষণের জন্য বিশেষ উপযোগী
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৪. ই চিহ্নিত স্থানটি
i) অসমভাবে পুরু
ii) পটাসিয়াম আয়নের সক্রিয় শোষণ ঘটায়
iii) পানি গ্রহণ করে সংকুচিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও
উচ্চ ও নিশ্রেণির উভয় জীবেরা খাদ্য ভেঙ্গে শক্তি উৎপাদন করে। তাদের শক্তি উৎপাদনের প্রক্রিয়ার মধ্যে ভিন্নতা থাকলেও উভয়কেই একটি অভিন্ন পথ অতিক্রম করতে হয়।
১৫. উদ্দীপকের অভিন্ন পথ কোনটি?
ক. গাইকোলাইসিস
খ. অ্যাসিটাইল ঈড়অ
গ. ক্রেবস চক্র
ঘ. ঊঞঝ
১৬. উদ্দীপকের বর্ণিত প্রক্রিয়াটি-
i) ঙ২ এর ঘনমাত্রার সাথে সম্পর্কিত
ii) এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত
iii) সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২. বিপকক্রিয়ার (সবঃধনড়ষরংস) কতটি প্রধান অধ্যায় রয়েছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৩. ভৌত-রাসায়নিক. কার্যকলাপের ফল নিচের কোনটি?
ক. জৈবনিক. ক্রিয়া
খ. অজৈবনিক. ক্রিয়া
গ. ভৌত ক্রিয়া
ঘ. রাসানিক. ক্রিয়া
৪. উদ্ভিদের স্বাভাবিক. বৃদ্ধি ও বিকাশের জন্য কতটি মৌলিক. পদার্থের প্রয়োজন হবে?
ক. ১৫টি
খ. ১৬টি
গ. ১৭টি
ঘ. ১৮টি
৫. নিচের কোনটি উদ্ভিদের জন্য প্রয়োজনীয় মৌলিক. পদার্থ?
ক. নিকেল
খ. বোরণ
গ. আর্সেনিক
ঘ. বিসমাথ
৬. উদ্ভিদের জন্য সরাসরি গ্রহণযোগ্য উপাদান কোনটি?
ক. ম্যাঙ্গানিজ
খ. পটাশিয়াম
গ. কার্বন
ঘ. দস্তা
৭. কয়টি মৌলিক. উপাদান উদ্ভিদ সরাসরি গ্রহণ করে থাকে?
ক. ২টি
খ. ৫টি
গ. ৪টি
ঘ. ৩টি
৮. উদ্ভিদ কর্তৃক. মাটি থেকে পোশণকৃত উপাদান কয়টি?
ক. ১৭টি
খ. ১৪টি
গ. ১৮টি
ঘ. ২০টি
৯. উদ্ভিদের ১৭টি পুষ্টি উপাদানের মধ্যে বৃহৎপুষ্টি উপাদান কয়টি?
ক. ১০টি
খ. ১২টি
গ. ৯টি
ঘ. ৮টি
১০. ক্ষুদ্রতর পুষ্টি উপাদানের সংখ্যা কয়টি?
ক. ৮টি
খ. ৯টি
গ. ১০টি
ঘ. ১১টি
১১. নিচের কোনটি ক্ষুদ্রতর পুষ্টি উপাদান?
ক. কার্বন
খ. লোহা
গ. হাইড্রোজেন
ঘ. অক্সিজেন
১২. নিমজ্জিত জলজ উদ্ভিদে খনিজ লবণ শোষণে কার্যকরী ভূমিকা রাখে
ক. পাতা
খ. কান্ড
গ. মূল
ঘ. সর্বাঙ্গ
১৩. উদ্ভিদের মূলাগ্রের কোষবিভাজনের কোন কোষগুলো লবণ শোষণে কার্যক্ষম?
ক. বয়স্ক. কোষ
খ. শুষ্ক. কোষ
গ. তরুণ কোষ
ঘ. মৃত কোষ
১৪. বিভিন্ন উদ্ভিদেহ থেকে কতটি উপাদান শনাক্ত করা হয়েছে?
ক. ১৭টি
খ. ৬০টি
গ. ৯টি
ঘ. ৮টি
১৫. কতটি উপাদানকে সমষ্টিগতভাবে খনিজ পুষ্টিদ্রব্য বলা হয়?
ক. ৬০টি
খ. ১৭টি
গ. ১৪টি
ঘ. ৯টি
১৬. অত্যাবশ্যকীয় উপাদানগুলোকে কতটি ভাগে ভাগ. করা যায়?
ক. ২
খ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১৭. ঈ৯ঐ ও ঙ ব্যতীত সকল উপাদানকে কী বলে?
ক. খনিজ উপাদান
খ. আমিষ উপাদান
গ. স্নেহ উপাদান
ঘ. তৈল উপাদান
১৮. উদ্ভিদ মাটি থেকে সকল খনিজ উপাদান কিভাবে মোষণ করে?
ক. যৌগ. হিসেবে
খ. মৌল হিসেবে
গ. আয়ন হিসেবে
ঘ. পানি হিসেবে
১৯. উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস কোনটি?
ক. পুকুরে পানি
খ. মাটিস্থ পানি
গ. সাগরের পানি
ঘ. নদীর পানি
২০. মাটিস্থ পানিতে খনিজ লবণ কী অবস্থায় থাকে?
ক. অদ্রবণীয় অবস্থায়
খ. কঠিন অবস্থায়
গ. দ্রবীভূত অবস্থায়
ঘ. গ্যাসীয় অবস্থায়
২১. উদ্ভিদ কখনোই কোন লবণের সম্পূর্ণ অণু শোষন-
ক. করতে পারে না
খ. পারে
গ. আংশিক. পারে
ঘ. মাঝে মাঝে পারে
২২. উদ্ভিদ কোন অবস্থায় লবণ শোষণ করে থাকে?
ক. কঠিন
খ. তরল
গ. আয়ন
ঘ. গ্যাসীয়
২৩. উদ্ভিদ কত প্রকারের ধনাত্মক. আয়ন শোষণ করে থাকে?
ক. ৮
খ. ১০
গ. ১৫
ঘ. ১৬
২৪. উদ্ভিদ কত প্রকারের ঋনাত্ম আয়তন শোষণ করে থাকে?
ক. ৭
খ. ৮
গ. ৯
ঘ. ১০
২৫. মাটিতে কোন আয়নটি ক্যাটায়ন হিসেবে থাকে?
ক. ঝউ৪-
খ. গম++
গ. ঈষ-
ঘ. ঙঐ-
২৬. নিচের কোনটি অ্যানায়ন?
ক. ঈধ++
খ. ঝঙ–৪
গ. ঘঙ৩+
ঘ. ক+
২৭. ধনাত্মক. আয়নগুলোর মধ্যে কোনটি দ্রæত শোষিত হয়?
ক. ঈধ++
খ. গহ২+
গ. ঘধ+
ঘ. ক+
২৮. ধনাত্মক. আয়নগুলোর মধ্যে কোনটি দ্রæত শোষিত হয়?
ক. গম++
খ. ঘঙ৩-
গ. ঙঐ-
ঘ. ঈষ-
২৯. শোষণের হার সবচেয়ে মন্থর গতিতে চলে এমন আয়ন কোনটি?
ক. ঝঙ৪-
খ. ক+
গ. ঘধ+
ঘ. ঐঈঙ-৩
৩০. ঈধ++ আয়নের শোষণ হার কোন প্রকৃতির?
ক. সবচেয়ে গতি সম্পন্ন
খ. সবচেয়ে মন্থর
গ. নিষ্ক্রিয়
ঘ. সক্রিয়
৩১. মাটিস্থ দ্রবণে খনিজ লবণ কোন অবস্থায় থাকে?
ক. কঠিন অবস্থায়
খ. গ্যাসীয় অবস্থায়
গ. অদ্রবণীয় অবস্থায়
ঘ. দ্রবণীয় অবস্থায়
৩২. উদ্ভিদে খনিজ লবণ শোষণের পূর্বে কী ঘটে?
ক. গ্যাস এক্সচেঞ্জ প্রক্রিয়া
খ. আয়ন এক্সচেঞ্জ প্রক্রিয়া
গ. তরল এক্সচেঞ্জ প্রক্রিয়া
ঘ. লবণ এক্সচেঞ্জ প্রক্রিয়া
৩৫. কোন মতবাদে আয়নগুলো স্থির অবস্থায় থাকে না?
ক. কনটাকট এক্সচেঞ্জ
খ. কার্বনডাই অক্সাইড মতবাদে
গ. ভেনডার ওয়ালস মতবাদে
ঘ. ডাল্টন মতবাদে
৩৬. আয়ন এক্সচেঞ্জ প্রক্রিয়ায় কতটুকু শক্তির প্রয়োজন?
ক. ২ল
খ. ২শল
গ. ৫শল
ঘ. ০
৩৭. আয়ন এক্সচেঞ্জ এর জন্য কতটি মতবাদ প্রচলিত রয়েছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. কোনো মতবাদ নেই
৩৮. উদ্ভিদের খনিজ লবণ কয়টি পদ্ধতিতে শোষিত হয়?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
৩৯. নিচের কোনটি উদ্ভিদ কর্তৃক. খনিজ লবণ শোষণ পদ্ধতি?
ক. সালোকসংশ্লেষণ
খ. সক্রিয় শোষণ
গ. শ্বসন
ঘ. প্রস্বেদন
৪১. ব্যাপক. তত্তের প্রবক্তাগণ কারা?
ক. ওয়াটসন ও ক্রিক
খ. হাইলমো ও হোপ
গ. পান্ডে ও সিনহা
ঘ. ভেডলিন ও পান্ডে
৪৩. আয়ন বিনিময় তত্তে¡র প্রবক্তা কে?
ক. ভেডলিন
খ. হাইলমো
গ. হোপ
ঘ. নিউটন
৪৪. লুন্ডেগার্ডের মতবাদের অপর নাম কী?
ক. আয়ন বাহক. মতবাদ
খ. সাইটোপ্রোম পাম্প মতবাদ
গ. বেনেট-ক্লার্ক. মতবাদ
ঘ. প্রোটন অ্যানায়ন মতবাদ
৪৫. সাইটোক্রোম সিস্টেমের মধ্যে কোনটি ঘটে?
ক. ক্যাটায়ন শোষণ
খ. প্রোটন শোষণ
গ. অ্যানায়ন শোষণ
ঘ. নিষ্ক্রিয় শোষণ
৪৬. বেনেট-ক্লার্ক. কতসালে লেসিথিন মতবাদ প্রকাশ করেন?
ক. ১৮৫৬
খ. ১৯৫৬
গ. ১৯৫৭
ঘ. ১৮৬৯
৪৭. নিচের কোনটি লেসিথিনের বিশ্লেষণ ও সংশ্লেষণে কার্যকরী ভূমিকা পালন করে?
ক. কলিন এস্টারেজ
খ. গাইসিন
গ. এলানিন
ঘ. সেরিন
৪৮. আধুনিক. ধারণা অনুযায়ী-
ক. প্রোটন নির্দিষ্ট
খ. অ্যানায়ন নির্দিষ্ট
গ. আয়ন নির্দিষ্ট
ঘ. ক্যাটায়ন নির্দিষ্ট
৪৯. সোডিয়াম পটাশিয়াম পাম্প কোন ধরনের পদ্ধতি?
ক. নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি
খ. সক্রিয় পরিবহন পদ্ধতি
গ. নিষ্ক্রিয় শ্বসন পদ্ধতি
ঘ. সক্রিয় শ্বসন পদ্ধতি
৫০. জীবকোষে বিভিন্ন পদার্থের শোষন তাদের কিসের পার্থক্যের উপর নির্ভরশীল?
ক. আয়তনের
খ. ভরের
গ. ওজনের
ঘ. ঘনত্বের
৫১. নিচের কোন শোষণে বিপাকীয় শক্তির ব্যয় হয় না?
ক. সক্রিয় শোষণ
খ. নিষ্ক্রিয় শোষণ
গ. প্রত্যক্ষ শোষণ
ঘ. পরিবর্তিত শোষণ
৫২. নিচের কোনটি ভৌত প্রক্রিয়া?
ক. সক্রিয় শোষণ
খ. প্রত্যক্ষ শোষন
গ. নিষ্ক্রিয় শোষন
ঘ. পরিবর্তিত শোষণ
৫৪. লুন্ডেগার্ডের মতবাদে বাহক. হিসেবে কোনটিকে বর্ণনা করা হয়?
ক. সাইটোপ্লাজম
খ. সাইটোক্রোম
গ. সাইটোসল
ঘ. সাইটোকাইনিন
৫৫. কোষঝিল্লির ভিতরে কোন বিক্রিয়ার কারণে প্রোটন ও ইলেকট্রন সৃষ্টি হয়?
ক. হাইড্রোলাইসিস
খ. হাইড্রোজিনেজ
গ. ডিহাইড্রোজিনেজ
ঘ. ট্রান্সফিউশন
৫৬. বেনেট ক্লার্ক. এর মতবাদে ফসফোলিপিড অ্যানায়ন ও ক্যাটায়ন হিসেবে কাজ করে কোনটি?
ক. লেসিথিন
খ. প্রোটন পাম্প
গ. প্রোটন মোটিভ ফোর্স
ঘ. সেমিলেসিথিন
৫৭. সক্রিয়শোষণে কিসের বিরুদ্ধে আয়নের শোষণ ঘটে?
ক. অ্যানায়নের
খ. ক্যাটায়নের
গ. মৌলের ভরের
ঘ. ঘনত্ব ক্রমের
৫৮. উদ্ভিদের দেহের বৃদ্ধির সাথে লবণ শোষণের হার কিরূপ হয়?
ক. বৃদ্ধি ঘটে
খ. হ্রাস ঘটে
গ. অপরিবর্তিত থাকে
ঘ. সামান্য হ্রাস ঘটে
৫৯. বিষমপৃষ্ঠ পাতার কোন ত্বকে পত্ররন্ধ্র পাওয়া যায়?
ক. উর্ধ্বত্বকে
খ. নিœত্বকে
গ. বহিঃত্বকে
ঘ. অন্তঃত্বকে
৬০. পত্ররন্ধ্রের কেন্দ্রে কী থাকে?
ক. একটি নালী
খ. একটি পথ
গ. একটি ছিদ্র
ঘ. পানি গহর
৬১. পত্ররন্ধ্রের নিচে কী থাকে?
ক. পানিপূর্ণ স্থান
খ. বায়ুপূর্ণ স্থান
গ. বায়ুবিহীন স্থান
ঘ. ক্লোরোফিলপূর্ণ স্থান
৬২. পত্ররন্ধ্রের নিচের বায়ুপূর্ণ স্থানকে কী বলে?
ক. পত্ররন্ধ্রীয় গহর
খ. পত্ররন্ধ্র কমপ্লেক্স
গ. উপপত্ররন্ধ্রীয় গহর
ঘ. পানিপূর্ণ গহর
৬৩. নিচের কোনটি উদ্ভিদের গ্যাস বিনিময় অঙ্গ?
ক. মূল
খ. বাকল
গ. মুকুল
ঘ. পত্ররন্ধ্র
৬৪. কতটি রক্ষীকোষ দ্বারা পত্ররন্ধ্র পরিবেষ্টিত থাকে?
ক. দুটি
খ. তিনটি
গ. একটি
ঘ. চারটি
৬৫. রক্ষীকোষগুলো ঘিরে যে কোষ থাকে তাদেরকে কী বলে?
ক. সহযোগী কোষ
খ. সহকারী কোষ
গ. নিরাপত্তা কোষ
ঘ. পার্শ্ববর্তী কোষ
৬৬. নিচের কোনটিতে পত্ররন্ধ্র নিষ্ক্রিয়-
ক. ভাসমান জলজ উদ্ভিদ
খ. স্থলজ উদ্ভিদ
গ. নিমজ্জিত জলজ উদ্ভিদ
ঘ. মরুজ উদ্ভিদ
৬৭. লুকায়িত পত্ররন্ধ্র কোথায় দেখতে পাওয়া যায়?
ক. ভাসমান জলজ উদ্ভিদ
খ. স্থলজ উদ্ভিদ
গ. নিমজ্জিত জলজ উদ্ভিদ
ঘ. মরুজ উদ্ভিদ
৬৮. অবস্থানের ভিত্তিতে পত্ররন্ধ্র কত প্রকার?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
৬৯. কোন উদ্ভিদে পত্ররন্ধ্র শুধু পাতার নিœতলে অবস্থান কর?
ক. আপেল
খ. গোলআলু
গ. যব
ঘ. পোটামোগেইন
৭০. পাতার উভয়পৃষ্ঠে সমভাবে পত্ররন্ধ্র অবস্থানকারী উদ্ভিদের উদাহরণ কোনটি?
ক. আপেল
খ. গোলআলু
গ. যব
ঘ. পোটামোগেইন
৭১. নিচের কোনটিতে পত্ররন্ধ্র কেবল পাতার উপরিতলে অবস্থান করে?
ক. আপেল
খ. গোলআলু
গ. যব
ঘ. পোটামোগেইন
৭২. নিচের কোন উদ্ভিদের পাতায় পত্ররন্ধ্র রাতে খোলা থাকে ও দিনে বন্ধ থাকে?
ক. ঈ৩ উদ্ভিদ
খ. ঈঅগ. উদ্ভিদ
গ. ঈ৪ উদ্ভিদ
ঘ. ঈ৫ উদ্ভিদ
৭৩. কোন প্রক্রিয়ায় রক্ষীকোষ পানি শোষণ করে?
ক. বহিঃঅভি¯্রবণ
খ. অন্তঃশ্বসন
গ. অন্তঃঅভিশ্রবণ
ঘ. ইমবাইবিশন
৭৪. অন্তঃঅভিশ্রবনের ফলে রক্ষী কোষ পানি শোষণ করলে কোনটি ঘটে?
ক. রক্ষীকোষ স্ফীত হয়
খ. রক্ষী কোষ সংকুচিত হয়
গ. রক্ষীকোষ সরু হয়ে যায়
ঘ. রক্ষী কোষ বন্ধ হয়ে যায়
৭৫. যদি পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ অবস্থা অণুবীক্ষণযন্ত্রের নিচে দেখা হয় তাহলে কী দেখা যাবে?
ক. খোলা অবস্থায় রক্ষীকোষ বন্ধ হয়
খ. খোলা অবস্থায় রক্ষীকোষ স্ফীত হয়
গ. বন্ধ অবস্থায় রক্ষীকোষ স্ফীত হয়
ঘ. খোলা অবস্থায় রক্ষীকোষ শীতল হয়
৭৬. রক্ষীকোষ স্ফীত হলে কোনটি ঘটে?
ক. পত্ররন্ধ্র খুলে যাবে
খ. পত্ররন্ধ্র স্বাভাবিক. থাকবে
গ. পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে
ঘ. পত্ররন্ধ্র নষ্ট হয়ে যাবে
৭৭. রক্ষীকোষ শিথিল অবস্থা হলে কী ঘটবে?
ক. পত্ররন্ধ্র খুলে যাবে
খ. পত্ররন্ধ্র স্বাভাবিক. থাকবে
গ. পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে
ঘ. পত্ররন্ধ্র নষ্ট হয়ে যাবে
৭৮. পত্ররন্ধ্রগুলো দিনে খোলে এবং রাতে বন্ধ হয়ে যায়-এটি কোন বিজ্ঞানী পর্যবেক্ষণ করেন?
ক. ফ্রিক
খ. নিউটন
গ. ডাল্টন
ঘ. ভন মোহ্ল
৭৯. ঠড়হ গড়যষ এর মতে রক্ষীকোষগুলোতে ক্লোরোপ্লাস্টের মাধ্যমে কী ঘটে?
ক. শ্বসন
খ. শোষণ
গ. সালোকসংশ্লেষণ
ঘ. ব্যাপন
৮৩. পত্ররন্ধ্রগুলো দিনের বেলায় কোন অবস্থায় থাকে?
ক. পরিবর্তন হয় না
খ. বন্ধ থাকে
গ. খোলা থাকে
ঘ. ধ্বংস হয়ে যায়
৮৪. পত্ররন্ধ্রগুলো রাতের বেলা কোন অবস্থায় থাকে?
ক. খোলা থাকে
খ. বন্ধ থাকে
গ. পরিবর্তন হয় না
ঘ. ধ্বংস হয়ে যায়
৮৫. পত্ররন্ধ্রের মাধ্যমে যে প্রস্বেদন হয় তাকে কী বলে?
ক. ব্যাপন
খ. মূলীয় প্রস্বেদন
গ. পত্ররন্ধ্রীয় প্রস্বেদন
ঘ. প্রস্বেদন
৮৬. পত্ররন্ধ্রীয় প্রস্বেদন প্রক্রিয়ায় অতিরিক্ত পানি কীভাবে মেসোফিল কোষের বাইরে থেকে ভেতরে আসে?
ক. ব্যাপন
খ. মূলীয় প্রস্বেদন
গ. পত্ররন্ধ্রীয় প্রস্বেদন
ঘ. ইমবাইবিশন
৮৭. পত্ররন্ধ্র কেবল আলোর উপস্থিতিতেই-
ক. বন্ধ থাকে
খ. খোলা থাকে
গ. পরিবর্তন হয় না
ঘ. আটকে যায়
৮৮. কোষ বিজ্ঞানীর মতে পত্ররন্ধ্র রক্ষীকোষের অভ্যন্তরে কোষরসের অভি¯্রাবণিক. চাপের পার্থক্যের কারণে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হয়?
ক. ফ্রিক
খ. লয়েড
গ. ডাল্টন
ঘ. ভন মোহ্ল
৮৯. ম্যালিক. এসিড ঈঙ২ ত্যাগ. করে কিসে পরিণত হয়?
ক. ফিউমারিক. এসিড
খ. কার্বনিক. এসিড
গ. পাইরুভিক. এসিড
ঘ. মিথানয়িক. এসিড
৯০. ঘবপবংংধৎু বারষ কোন প্রক্রিয়াকে বলা হয়?
ক. সালোকসংশ্লেষণ
খ. প্রস্বেদন
গ. অভিশ্রবণ
ঘ. রসোত্তলন
৯১. মোট প্রস্বেদনের কত ভাগ. পত্ররন্ধ্রের মাধ্যমে হয়?
ক. ৬০-৭০%
খ. ৭০-৮০%
গ. ৮০-৯০%
ঘ. ৯০-৯৫%
৯২. প্রস্বেদনের প্রভাবক. কত প্রকার?
ক. দুই
খ. তিন
গ. এক
ঘ. চার
৯৩. সূর্যালোক. থেকে সংগৃহীত তাপের কি পরিমাণ উদ্ভিদ প্রস্বেদনের মাধ্যমে নির্গমন করে?
ক. ৭০%
খ. ৮০%
গ. ৯৫%
ঘ. ৯৯%
৯৪. নিচের কোনটি প্রস্বেদনের অপকারিতা?
ক. পানি শোষণ
খ. লবণ শোষন
গ. উইলটিং
ঘ. তাপমাত্রা নিয়ন্ত্রণ
৯৫. সবুজ উদ্ভিদ কোনটির উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে?
ক. ঐ২
খ. চন্দ্রালোক
গ. সূর্যালোক
ঘ. জলীয় বাষ্প
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৫ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৭ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৯ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১০ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১২ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
৯৬. উদ্ভিদ কোন প্রক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে?
ক. শ্বসন
খ. শোষণ
গ. সালোকসংশ্লেষণ
ঘ. ব্যাপন
৯৭. কোন বিজ্ঞানী চযড়ঃড়ংুহঃযবংরং শব্দটি প্রচলন করেন?
ক. বার্নেস
খ. নিউটন
গ. ডাল্টন
ঘ. ভন মোহ্ল
৯৮. বিজ্ঞানী বার্নেস কত সালে চযড়ঃড়ংুহঃযবংরং শব্দটি প্রচলন করেন?
ক. ১৮৯৮
খ. ১৭৯৮
গ. ১৯৯৮
ঘ. ১৮৯৯
৯৯. সালোকসংশ্লেষণ কোন ধরনের প্রক্রিয়া?
ক. সরল জৈবনিক
খ. জটিল জৈবনিক
গ. রসস্ফীতি
খ. প্রস্বেদন
১০০. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ঈঙ২ বিজারিত হয়ে কী তৈরি হয়?
ক. ভিটামিন
খ. শর্করা
গ. চর্বি
ঘ. তেল
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।