HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৬৬ | PDF – হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. প্রাপ্তি ও প্রদান হিসাবে কোন জাতীয় লেনদেন লিপিবদ্ধ করা হয়?
ক.মূলধন ও মুনাফা জাতীয় আয়-ব্যয়
খ.মুনাফা জাতীয় ব্যয়
গ.মুনাফা জাতীয় আয়
ঘ.মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়
উদ্দীপকটি পড়ো এবং ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও।
বনানী ক্লাবের ২০১৬ সালের ৩১ ডিসেম্বর প্রাপ্তি ও প্রদান হিসাবে বেতন বাবদ প্রদান ৬৪,০০০ টাকা, যার মধ্যে ৪,০০০ টাকা অগ্রিম বেতন অন্তর্ভুক্ত রয়েছে এবং মোট বেতনের ১/৩ অংশ বকেয়া রয়েছে।
২. বকেয়া বেতনের পরিমাণ কত?
ক.১৬,০০০ টাকা
খ.২০,০০০ টাকা
গ.২৪,০০০ টাকা
ঘ.৩০,০০০ টাকা
৩. সংশ্লিষ্ট বৎসরে মোট বেতনের পরিমাণ কত?
ক.৪০,০০০ টাকা
খ.৯০,০০০ টাকা
গ.৮০,০০০ টাকা
ঘ.১,০০,০০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে জনাব কামালের ঋণ হিসাবের উদ্বৃত্ত ছিল ৫০,০০০ টাকা। ঐ বছর ১ জুলাই ১০,০০০ টাকার ঋণ পরিশোধ করা হয়েছে। সুদের হার ১০%।
৪. বছর শেষে ঋণের সুদের পরিমাণ কত?
ক.৪,০০০ টাকা
খ.৪,৫০০ টাকা
গ.৫,০০০ টাকা
ঘ.৫,৫০০ টাকা
৫. ১ জুলাই ২০১৬ তারিখে তিনি আরও ২০,০০০ টাকা নতুন ঋণ গ্রহণ করলে সমাপনী ঋণের পরিমাণ কত হবে?
ক.৬০,০০০ টাকা
খ.৬৫,৫০০ টাকা
গ.৭০,০০০ টাকা
ঘ.৮০,০০০ টাকা
৬. শেয়ার অধিহার হলো
ক.মূলধন জাতীয় আয়
খ.মুনাফা জাতীয় ব্যয়
গ.মুনাফা জাতীয় আয়
ঘ.মূলধন জাতীয় ব্যয়
৭. বিন কার্ডে অন্তর্ভুক্ত থাকে
I.মালের আগমন
II.মালের নির্গমন
III.মালের মূল্য
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৮. কারখানার উপরিব্যয় কোনটি?
ক.প্রত্যক্ষ মজুরি
খ.পরোক্ষ মজুরি
গ.প্রত্যক্ষ কাঁচামাল
ঘ.বেতন
৯. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয়-এর উদ্বৃত্ত নির্ণয়ের কোন হিসাব প্রস্তুত করা হয়?
ক.লাভ-ক্ষতি হিসাব
খ.আয়-ব্যয় হিসাব
গ.মূলধন তহবিল
ঘ.আর্থিক অব্যস্থার বিবরণী
উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও।
মি. জসিম ২০১৬ সালের জানুয়ারি ১ তারিখে ২০০ একক পণ্য ২০ টাকা দরে, জানুয়ারি ৭ তারিখে ৩০০ একক পণ্য ৩০ টাকা দরে ক্রয় করে এবং জানুয়ারি ৩১ তারিখে ২৫০ একক পণ্য ইস্যু করে।
১০. সরল গড় পদ্ধতিতে এককপ্রতি পণ্যের মূল্য কত?
ক.২০ টাকা
খ.২৫ টাকা
গ.২৬ টাকা
ঘ.৩০ টাকা
১১. ঋওঋঙ পদ্ধতিতে ইস্যুকৃত পণ্যের মূল্য কত?
ক.৫,০০০ টাকা
খ.৫,৫০০ টাকা
গ.৬,২০০ টাকা
ঘ.৭,৫০০ টাকা
১২. রূপান্তরিত ব্যয় কী?
ক.প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় ও কারখানার উপরিব্যয়
খ.উৎপাদন ব্যয় ও কারখানা ব্যয়
গ.উৎপাদন ব্যয় ও বিক্রয় ব্যয়
ঘ. প্রত্যক্ষ মজুরি ও কারখানা উপরিব্যয়
১৩. কোনটি পরিচালনা কার্যক্রমের অংশ নয়?
ক.পণ্য বিক্রয় ও সেবা হতে নগদ প্রাপ্তি
খ.কর্মচারীদের নগদ প্রদান
গ.শেয়ার ও ঋণপত্র ক্রয় বাবদ নগদ প্রদান
ঘ.বিমা দাবির বিপক্ষে নগদ প্রাপ্তি
১৪. শেয়ার ও ঋণপত্র দেখানো হয়
ক.আয় বিবরণীতে
খ.আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে
গ.আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে
ঘ.রক্ষিত আয় বিবরণীতে
১৫. মুখ্য ব্যয় হলো
ক.প্রত্যক্ষ কাঁচামাল + পরোক্ষ শ্রম + প্রত্যক্ষ খরচ
খ.প্রত্যক্ষ কাঁচামাল + প্রত্যক্ষ শ্রম + প্রত্যক্ষ খরচ
গ.পণ্ঠতঞ্ঝপ্ট কাঁচামাল + পণ্ঠতঞ্ঝপ্ট শণ্ঠম + কারখানার উপরিবঞ্ঝয়
ঘ.প্রত্যক্ষ কাঁচামাল + প্রত্যক্ষ শ্রম + পরোক্ষ খরচ
১৬. মিশ্র ব্যয়ের উপাদান কোনটি?
ক.স্থায়ী ব্যয়
খ.পরিবর্তনশীল ব্যয়
গ.কারখানা ব্যয়
ঘ. স্থায়ী ও পরিবর্তনশীল ব্যয়
১৭. চলতি অনুপাতের আদর্শমান কত?
ক.১ ঃ ১
খ.১ ঃ ২
গ.১ ঃ ৩
ঘ.২ ঃ ১
উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও।
আর.এফ.এল কোম্পানির ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে খরিদ্দারের নিকট থেকে নগদ প্রাপ্তি ১২,০০,০০০ টাকা সরবরাহকারীকে নগদ প্রদান ৬,০০,০০০ টাকা, আয়কর প্রদান ৬০,০০০ টাকা, পরিচালনা খরচ প্রদান ১,৬০,০০০ টাকা, যন্ত্রপাতি ক্রয় ২,০০,০০০ টাকা, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় ১,০০,০০০ টাকা, সিকিউরিটি বিক্রয় ৪০,০০০ টাকা।
১৮. পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহের পরিমাণ কত?
ক.৩,৮০,০০০ টাকা
খ.৪,৮০,০০০ টাকা
গ.৫,৮০,০০০ টাকা
ঘ.৬,০০,০০০ টাকা
১৯. বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহের পরিমাণ কত?
ক.৬০,০০০ টাকা
খ.১,০০,০০০ টাকা
গ.৩,০০,০০০ টাকা
ঘ.৪,৬০,০০০ টাকা
২০. রাহুল এন্ড কোম্পানির ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে কর পরবর্তী মুনাফা (নিট মুনাফা) ১,০০,০০০ টাকা, করের হার ৫০% হলে কর পরবর্তী মুনাফা কত?
ক.২,০০,০০০ টাকা
খ.১,৫০,০০০ টাকা
গ.৭৫,০০০ টাকা
ঘ.৫০,০০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও।
আর কে ফ্যান লিমিটেডের ডিসেম্বর ৩১, ২০১৫ সালের হিসাব বইতে নিলিখিত তথ্যগুলো পাওয়া গেল:
নগদ ২০,০০০ টাকা, বিবিধ দেনাদার ১,০০,০০০ টাকা, মজুদ পণ্য ৪০,০০০ টাকা, বিবিধ পাওনাদার ৭৬,০০০ টাকা, যন্ত্রপাতি ৬০,০০০ টাকা, সুনাম ৫০,০০০ টাকা, বকেয়া বেতন ৪,০০০ টাকা, অগ্রিম প্রদত্ত বাড়ি ভাড়া ১০,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ৫,০০০ টাকা।
২১. চলতি সম্পত্তির পরিমাণ কত?
ক.১,৩০,০০০ টাকা
খ.১,৫০,০০০ টাকা
গ.১,৭০,০০০ টাকা
ঘ.১,৯০,০০০ টাকা
২২. তড়িৎ অনুপাত হবে
ক.২.৫ ঃ ১
খ.২ ঃ ১
গ.১.৫ ঃ ১
ঘ.১ ঃ ১
উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও।
মান্নান ম্যানুফ্যাকচারিং কোম্পানির হিসাব বইতে ২০১৪ সালের ১ জানুয়ারি তারিখে মালের প্রারম্ভিক মজুদ ৬০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৪০,০০০ টাকা, কারখানা উপরিব্যয় ২০,০০০ টাকা, কাঁচামাল ক্রয় ৪০,০০০ টাকা এবং কাঁচামালের সমাপনী মজুদ ২০,০০০ টাকা ছিল।
২৩. মুখ্য ব্যয়ের পরিমাণ কত?
ক.৬০,০০০ টাকা
খ.৮০,০০০ টাকা
গ.১,০০,০০০ টাকা
ঘ.১,২০,০০০ টাকা
২৪. প্রত্যক্ষ মজুরির ওপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার কত?
ক.৮০%
খ.৭৫%
গ.৫০%
ঘ.২৫%
২৫. ক, খ ও গ একটি অংশীদারি কারবারের ৩ জন অংশীদার। ক ও খ এর বাৎসরিক বেতন যথাক্রমে ২০,০০০ টাকা ও ১০,০০০ টাকা। বেতন চার্জ কারবার পূর্বে নিট লাভের পরিমাণ ১,৪০,০০০ টাকা এবং তারা ৩ ঃ ২ ঃ ১ অনুপাতে লাভ-লোকসান বণ্টন করে নেয়। বণ্টনযোগ্য লাভের পরিমাণ কত?
ক.১,১০,০০০ টাকা
খ.১,২০,০০০ টাকা
গ.১,৩০,০০০ টাকা
ঘ.১,৪০,০০০ টাকা
২৬. আহম্মেদ এন্ড কোং ২০১৩ সালের বিজ্ঞাপন খরচ বাবদ ৫ বছরের জন্য ১,২০,০০০ টাকা ব্যয় করে। বছর শেষে উক্ত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণীতে বিলম্বিত বিজ্ঞাপন বাবদ কত টাকা প্রদর্শন করতে হবে?
ক.২৪,০০০ টাকা
খ.৬০,০০০ টাকা
গ.৯৬,০০০ টাকা
ঘ.১,২০,০০০ টাকা
২৭. কোনটি পরিবর্তনশীল ব্যয় নির্ণয়ের সূত্র?
ক.বিক্রয় স্থায়ী ব্যয় + মুনাফা
খ.বিক্রয় স্থায়ী ব্যয় মুনাফা
গ.বিক্রয় দত্তাংশ স্থায়ী ব্যয়
ঘ.বিক্রয় মুনাফা + স্থায়ী ব্যয়
২৮. যারা কোম্পানির শেয়ার বা ঋনপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদের বলে
ক.নিবন্ধক
খ.দালাল
গ.কমিশন এজেন্ট
ঘ.অবলেখক
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৯. কোনটি কারবারের মোট বিক্রয়ের পরিমাণ ২০,০০০ একক, সমাপনী মজুদ পণ্যের পরিমাণ ৪,০০০ একক এবং প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ ২,০০০ একক হলে উৎপাদনের পরিমাণ কত একক?
ক.১৬,০০০ একক
খ.১৮,০০০ একক
গ.২০,০০০ একক
ঘ.২২,০০০ একক
৩০. বিক্রয় সমচ্ছেদ বিন্দুর নিচে নেমে গেলে
ক.ক্ষতি হয়
খ.লাভ হয়
গ.ব্যয় হয়
ঘ.লাভ-ক্ষতি কিছুই হয় না
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।