HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | বহুনির্বাচনি সাজেশন | অধ্যায় ৩ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
অধ্যায়-৩ : নগদ প্রবাহ বিবরণী
৬৩. চলতি দায় বৃদ্ধি-নগদ প্রবাহ বিবরণীতে কোন কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে? (জ্ঞান)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. অনগদ
খ. বিনিয়োগ
গ.অর্থায়ন
ঘ.পরিচালন
৬৪. ওঅঝ-৭ অনুযায়ী নগদ প্রবাহ বিবরণীর কোথায় ব্যাংক জমাতিরিক্ত পাওয়া যায়? (জ্ঞান) [ঢাকা কলেজ]
ক. পরিচালন কার্যাবলিতে
খ.বিনিয়োগ কার্যাবলিতে
গ.বাণিজ্যিক কার্যাবলিতে
ঘ.অর্থায়ন কার্যাবলিতে
৬৫. স্বাভাবিকভাবে নগদ অর্থের আগমন ঘটে কখন?
(অনুধাবন) [মাইলস্টোন কলেজ, ঢাকা]
ক. সম্পত্তি বিক্রয় করে
খ.নগদ ক্রয়ের ফলে
গ.নগদ পণ্য বিক্রয় করে
ঘ.আয় বিবরণীর মাধ্যমে
৬৬. ‘ক’ কোম্পানি লি.-এর ২০১৩ সালের নিট আয় ২,০০,০০০ টাকা। অবচয় ২০,০০০ টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি ৩০,০০০ টাকা এবং প্রদেয় হিসাব বৃদ্ধি ২০,০০০ টাকা হলে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ কত? (প্রয়োগ)
[বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
ক. ২,১০,০০০ টাকা
খ. ২,২০,০০০ টাকা
গ.২,৩০,০০০ টাকা
ঘ.২,৭০,০০০ টাকা
৬৭. লভ্যাংশ প্রদান, শেয়ার ইস্যু, ঋণপত্র ইস্যু ও ঋণপত্র পরিশোধ ইত্যাদি নগদ প্রবাহ বিবরণীর কোন কার্যাবলিতে অন্তর্ভুক্ত হয়? (জ্ঞান)
[উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা]
ক. পরিচালন সংক্রান্ত কার্যক্রম
খ.বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম
গ.আর্থিক কার্যক্রম
ঘ.আয়-ব্যয় সংক্রান্ত কার্যক্রম
৬৮. বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ কোনটি?
(অনুধাবন) [উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা]
ক. শেয়ার ক্রয়
খ.চলতি সম্পত্তি হ্রাস
গ.স্থায়ী সম্পত্তি ক্রয় ও বিক্রয়
ঘ.চলতি দায় হ্রাস
৬৯. অর্থায়ন কার্যাবলি কোনটির সাথে সম্পর্কিত?
(অনুধাবন) [দনিয়া কলেজ, ঢাকা]
ক. ঋণ প্রদান
খ. বিনিয়োগ
গ.ঋণপত্র বিলি
ঘ.সম্পত্তি বিক্রয়
৭০. সানি কোম্পানি ২০১৪ সালে ২,০০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করে; ১৫,০০,০০০ টাকায় একখণ্ড ভ‚মি বিক্রয় করে এবং ১০,০০,০০০ টাকার শেয়ার ইস্যু করে। সানি কোম্পানির বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহের পরিমাণ কত? (প্রয়োগ)
[সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, গাজীপুর]
ক. ১৩,০০,০০০ টাকা
খ. ১৫,০০,০০০ টাকা
গ.২৩,০০,০০০ টাকা
ঘ.২৫,০০,০০০ টাকা
৭১. সাকিব লি. ২০১৩ সালের সরঞ্জাম ক্রয় ৫০,০০০ টাকা, আসবাবপত্র বিক্রয় ১০,০০০ টাকা, কলকব্জা ক্রয় ৬০,০০০ টাকা এবং ভ‚মি বিক্রয় ৩০,০০০ টাকা হলে বিনিয়োগ কার্যক্রমে ব্যবহৃত নিট নগদ প্রবাহের পরিমাণ কত?
(প্রয়োগ) [গাজীপুর মেট্রোপলিটন কলেজ]
ক. ৭০,০০০ টাকা
খ. ৯০,০০০ টাকা
গ.১,৩০,০০০ টাকা
ঘ.১,৫০,০০০ টাকা
৭২. ঋণ পরিশোধ নগদ প্রবাহ বিবরণীর কোন কার্যক্রমের অন্তর্ভুক্ত? (জ্ঞান)
[আবদুল কাদির মোলা সিটি কলেজ, নরসিংদী]
ক. পরিচালন
খ. বিনিয়োগ
গ.আয়-ব্যয়
ঘ.আর্থিক
৭৩. নিট ক্রয় ২,০০,০০০ টাকা, প্রারম্ভিক ও সমাপনী পাওনাদার যথাক্রমে ৩০,০০০ টাকা ও ৪০,০০০ টাকা হলে পরিচালন কার্যক্রমে পাওনাদারের নগদ প্রদানের পরিমাণ কত? (প্রয়োগ)
[রফিকুল ইসলাম মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ]
ক. ১,৯০,০০০ টাকা
খ. ২,০০,০০০ টাকা
গ.২,৩০,০০০ টাকা
ঘ.২,৪০,০০০ টাকা
৭৪. নিট লাভ প্রথমে না নিয়ে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় কোন পদ্ধতিতে? (জ্ঞান)
[মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়, টাঙ্গাইল]
ক. প্রত্যক্ষ পদ্ধতিতে
খ.পরোক্ষ পদ্ধতিতে
গ.প্রত্যক্ষ ও পরোক্ষ পদ্ধতিতে
ঘ.কোনো পদ্ধতিতে না
৭৫. নগদ প্রবাহ বিবরণী দ্বারা কী নির্ণয় করা যায়? (জ্ঞান)
[অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রাজশাহী]
ক. নগদ লভ্যাংশ গ্রহণের সামর্থ্য
খ.সম্পদ বিক্রয়ের সামর্থ্য
গ.নগদ লভ্যাংশ প্রদানের সামর্থ্য
ঘ.দায় গ্রহণের ক্ষমতা
৭৬. নগদ প্রবাহ বিবরণীর শেষ ধাপ কোনটি? (জ্ঞান)
[অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রাজশাহী]
ক. পরিচালনা কার্যক্রম
খ. বিনিয়োগ কার্যক্রম
গ.অর্থায়ন কার্যক্রম
ঘ.ক্রয়-বিক্রয়
৭৭. চলতি সম্পদ বৃদ্ধি পেলে নগদ প্রবাহ বিবরণীতে কীভাবে দেখানো হয়? (জ্ঞান)
[লায়ন্স স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর, নীলফামারী]
ক. পরিচালন কার্যাবলিতে যোগ করতে হয়
খ.পরিচালন কার্যাবলিতে বিয়োগ করতে হয়
গ.অর্থায়ন কার্যাবলিতে যোগ করতে হয়
ঘ.বিনিয়োগ কার্যাবলিতে বিয়োগ করতে হয়
৭৮. শেয়ারের মাধ্যমে সম্পত্তি ক্রয় নিচের কোন ধরনের কার্যাবলির মধ্যে পড়ে? (জ্ঞান)
[কুড়িগ্রাম সরকারি কলেজ]
ক. পরিচালন কার্যাবলি
খ. বিনিয়োগ কার্যাবলি
গ.অর্থায়ন কার্যাবলি
ঘ.অ-নগদি কার্যাবলি
৭৯. কোনটি বিনিয়োগ কার্যাবলি সম্পর্কিত নগদ প্রবাহের উদাহরণ? (অনুধাবন)
[কুমিলা রেসিডেন্সিয়াল কলেজ]
ক. ইস্যুকৃত বন্ড হতে নগদ প্রাপ্তি
খ.লভ্যাংশ প্রদান
গ.আসবাবপত্র বিক্রয়জনিত নগদ প্রাপ্তি
ঘ.সরবরাহকারীদের নগদ প্রদান
৮০. অর্থায়ন কার্যাবলির উদাহরণ কোনটি? (অনুধাবন)
[আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম]
ক. জমি বিক্রি হতে নগদ প্রাপ্তি
খ.ঋণপত্র বিক্রি হতে নগদ প্রাপ্তি
গ.বিনিয়োগ বিক্রয় হতে নগদ প্রাপ্তি
ঘ.পণ্য ও সেবা বিক্রয় হতে নগদ প্রাপ্তি
৮১. অর্থায়ন কার্যাবলি হাতে নগদ প্রাপ্তি হলো
(অনুধাবন) [নটর ডেম কলেজ, ঢাকা]
i. শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি
ii. বন্ড ইস্যুর মাধ্যমে নগদ প্রাপ্তি
iii. লভ্যাংশ প্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
৮২. নগদ প্রবাহ বিবরণীতে অনগদ লেনদেনের উদাহরণ (অনুধাবন) [ঢাকা সিটি কলেজ]
i. নগদ লভ্যাংশ
ii. স্টক লভ্যাংশ
iii. বন্ডের মাধ্যমে যন্ত্রাংশ ক্রয়
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
৮৩. নগদ হলো (অনুধাবন) [নারায়ণগঞ্জ কমার্স কলেজ]
i. অতি তরল বা স্বল্পমেয়াদি বিনিয়োগ
ii. তারল্যের সর্বোচ্চ অবস্থা
iii. হাতে নগদ বা চাহিবামাত্র প্রদেয় আমানত
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
৮৪. নগদ প্রবাহ সৃষ্টি করে না (অনুধাবন)
[হলি ক্রস কলেজ, ঢাকা]
i. অবলোপন খরচii. বিমা খরচ
iii. অবচয় খরচ
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. ii ও iii
গ.i ও iii
ঘ. i, ii ও iii
৮৫. পরিচালন কার্যক্রমের উদাহরণ হচ্ছে (অনুধাবন)
[সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ]
i. অবচয় ধার্যii. প্রাপ্য হিসাব বৃদ্ধি
iii. যন্ত্রপাতি ক্রয়
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
৮৬. নগদ আন্তঃ প্রবাহের উৎস হলো (অনুধাবন)
[ফেনী সরকারি কলেজ]
i. যেকোনো দায়ের বৃদ্ধি
ii. যেকোনো সম্পদের হ্রাস
iii. অবচয়
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
৮৭. পরোক্ষ পদ্ধতির জনপ্রিয়তার কারণ (অনুধাবন)
[মৌলভীবাজার সরকারি কলেজ]
i. এটি প্রয়োগ করা অপেক্ষাকৃত সহজ
ii. অধিকাংশ কোম্পানিই এই পদ্ধতি ব্যবহার করে
iii. এটি নিট মুনাফা ও পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহের পার্থক্যকে মিলকরণ করে
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ৮৮ ও ৮৯ নং প্রশ্নের উত্তর দাও।
নিট লাভ ১,৩২,০০০ টাকা, বিবিধ পাওনাদার ও দেনাদার বৃদ্ধি পেল যথাক্রমে ১০,০০০ টাকা ও ১২,০০০ টাকা এবং মজুদ পণ্য হ্রাস পেল ৬,০০০ টাকা। [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
৮৮. পরোক্ষ পদ্ধতিতে পরিচালনা হতে নগদ প্রবাহ কত হবে? (প্রয়োগ)
ক. ১,০২,০০০ টাকা
খ. ১,১২,০০০ টাকা
গ.১,২৪,০০০ টাকা
ঘ.১,৩৬,০০০ টাকা
৮৯. বিবিধ পাওনাদার ও দেনাদার বাড়ায় নগদ প্রবাহের ক্ষেত্রে নিচের কোনটি হলো? (প্রয়োগ)
ক. আগমন ও নির্গমন
খ. নির্গমন ও আগমন
গ.আগমন ও আগমন
ঘ.নির্গমন ও নির্গমন
উদ্দীপকটি পড়ো এবং ৯০ ও ৯১ নং প্রশ্নের উত্তর দাও।
মীম কোম্পানির ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিট লাভ ৫,০০,০০০ টাকা; অবচয় ৫০,০০০ টাকা; আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি ৫০,০০০ টাকা। [সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, গাজীপুর]
৯০. পরোক্ষ পদ্ধতিতে মীম কোম্পানির পরিচালন কার্যক্রমের নিট নগদ প্রবাহের পরিমাণ কত? (প্রয়োগ)
ক. ৪,০০,০০০ টাকা
খ. ৪,৫০,০০০ টাকা
গ.৫,০০,০০০ টাকা
ঘ.৬,০০,০০০ টাকা
৯১. আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতির পরিবর্তে লাভ হলে এর প্রভাবে মীম কোম্পানির (উচ্চতর দক্ষতা)
i. ব্যবসায়ের সম্পদের পরিমাণ বৃদ্ধি পেত
ii. পরিচালন কার্যক্রমের নিট নগদ প্রবাহ হ্রাস পেত
iii. পরিচালন কার্যক্রমের নিট নগদ প্রবাহ বৃদ্ধি পেত
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
উদ্দীপকটি পড়ো এবং ৯২ ও ৯৩ নং প্রশ্নের উত্তর দাও।
উজির আলীর সারা বছরের বিক্রয়ের পরিমাণ ছিল ৫,০০,০০০ টাকা; প্রাপ্য হিসাবের বৃদ্ধি ৩০,০০০ টাকা; ক্রয়ের পরিমাণ ছিল ১,৯৬,০০০ টাকা, প্রদেয় হিসাবের বৃদ্ধি ২০,০০০ টাকা। [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
৯২. প্রাপ্য হিসাবের নিকট থেকে নগদ প্রাপ্তির পরিমাণ কত? (প্রয়োগ)
ক. ৫,৩০,০০০ টাকা
খ. ৫,০০,০০০ টাকা
গ.৪,৭০,০০০ টাকা
ঘ.৪,৩০,০০০ টাকা
৯৩. সরবরাহকারীদের নগদ পরিশোধের পরিমাণ কত? (প্রয়োগ)
ক. ২,১৬,০০০ টাকা
খ. ১,৭৬,০০০ টাকা
গ.১,৬৬,০০০ টাকা
ঘ.১,০০,০০০ টাকা
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।