HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | দিনাজপুর বোর্ড ২০১৫ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
৯. দিনাজপুর বোর্ড-২০১৫
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রবিষয় কোড :২৫৪
সময় ⎯ ২ঘণ্টা ১০ মিনিটসৃজনশীল প্রশ্নপূর্ণমান ⎯ ৬০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।
ক বিভাগ থেকে দুইটি এবং খ বিভাগ থেকে যে কোনো চারটি প্রশ্ন নিয়ে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও।]
ক বিভাগ
১.▶ ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে সোনার বাংলা কোম্পানির রেওয়ামিল নিম্নে দেয়া হলো :
সোনার বাংলা কোম্পানি লি.
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৩
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
অফিস সরঞ্জাম৪০,০০০
অগ্রিম বিমা১২,০০০
অফিস সাপ্লাইজ১২,৫০০
পুঞ্জিভ‚ত অবচয় ৪,০০০
প্রদেয় মজুরি ৬,০০০
অগ্রিম পরিবহন খরচ৮,৫০০
সেবা আয় ৩৫,০০০
অগ্রিম সেবা আয় ৩,০০০
শেয়ার মূলধন ২৫,০০০
৭৩,০০০৭৩,০০০
অন্যান্য তথ্য: (র) অব্যবহৃত অফিস সাপ্লাইজের পরিমাণ ৪,৫০০ টাকা। (রর) অফিস সরঞ্জামের উপর ৫% অবচয় ধার্য করো। (ররর) অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে ৫০০ টাকা। (রা) অগ্রিম সেবা আয়ে ৪০% এর সেবা পাওয়া গেছে। (া) অগ্রিম পরিবহন খরচের ৪,০০০ টাকার সেবা পাওয়া গেছে।
ক. মোট সেবা আয়ের পরিমাণ কত? ২
খ. যথোপযুক্ত ছকে সোনার বাংলা কোম্পানি লি.-এর নিট মুনাফা নির্ণয় করো। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
২.▶ সাদ কোম্পানি লি.-এর অনুমোদিত মূলধন ১,০০,০০,০০০ টাকা। উক্ত মূলধন প্রতি শেয়ার ১০০ টাকা মূল্যের ১,০০,০০০ সাধারণ শেয়ারে বিভক্ত। উক্ত কোম্পানির রেওয়ামিল নিচে দেওয়া হলো :
সাদ কোম্পানি লি.
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৩
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
মূলধন ঃ ইস্যুকৃত ও বিলিকৃত মূলধন
৬৪,০০০ শেয়ার প্রতিটি ১০০ টাকা মূল্যের ৬৪,০০,০০০
পণ্য ক্রয় ও বিক্রয় ২৫,২৫,০০০ ৫০,৩৫,০০০
যন্ত্রপাতি৮,০০,০০০
প্রারম্ভিক মজুদ পণ্য১৫,০০,০০০
প্রদেয় হিসাব ৬,০০,০০০
সাধারণ সঞ্চিতি তহবিল ৭,০০,০০০
নগদ তহবিল৫৩,০০,০০০
বিজ্ঞাপন৬,০০,০০০
প্রাপ্য হিসাব১২,৫৫,০০০
ব্যবসায় গঠন খরচ২,৫৫,০০০
খুচরা যন্ত্রাংশ৫,০০,০০০
সংরক্ষিত আয় বিবরণী (০১.০১.২০১৩) ৪,০০,০০০
অবলেখকের কমিশন৪,০০,০০০
১,৩১,৩৫,০০০১,৩১,৩৫,০০০
অন্যান্য তথ্য: ১. ২০১৩ সালের ৩১ ডিসেম্বর মজুদ পণ্যের ক্রয়মূল্য ১৬,০০,০০০ টাকা এবং বাজারমূল্য ১৭,৫০,০০০ টাকা। ২. বিনামূল্যে পণ্য বিতরণ ৫০,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি এবং মোট বিজ্ঞাপন খরচ পাঁচটি হিসাব বছরে সমন্বয় হবে। ৩. বিবিধ দেনাদারের ৫০,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট দেনাদারের উপর ১০% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করো। ৪. নিট লাভের ৫০,০০০ টাকা সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর কর এবং ৪০,০০০ টাকা দিয়ে ত্রাণ তহবিল তৈরি করো। ৫. যন্ত্রপাতির ওপর ১০% হারে অবচয় ধার্য করো।
ক. বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. নিট লাভ ২১,৬৫,০০০ টাকা হলে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। ৪
গ. ৩১ ডিসেম্বর ২০১৩ সালের কোম্পানির মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। ৪
খ বিভাগ
৩.▶ নিম্নে তরুণ ক্লাবের ৩১ ডিসেম্বর, ২০০৭ সালের প্রাপ্তি ও প্রদান হিসাব দেওয়া হলো :
তরুণ ক্লাব
প্রাপ্তি ও প্রদান হিসাব
৩১ ডিসেম্বর, ২০০৭
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
প্রারম্ভিক উদ্বৃত্ত ১৫,০০০ বেতন (২/৩) ৬,০০০
চাঁদা- ২০০৬ ৮০০ সাধারণ খরচ ৮,০০০
২০০৭২০,০০০পৌরকর৬০০
২০০৮৯০০দান খয়রাত২,৫০০
অনুদান ৫,০০০ ৬% সিকিউরিটি ক্রয় ২০,০০০
টিকিট বিক্রয় ১০,০০০ বিদ্যুৎ খরচ ১,৫০০
পুরাতন কাগজ বিক্রয় ৫০০ সমাপনী উদ্বৃত্ত ১৩,৬০০
৫২,২০০৫২,২০০
অন্যান্য তথ্য: ১. ক্লাবের মোট সদস্য ৫০০ জন যাদের প্রত্যেকে বাৎসরিক চাঁদা দেয় ৫০ টাকা করে। ২. পৌরকর বাৎসরিক ৬০০ টাকা যা পরিশোধ করা হয়েছে ৩১ মার্চ ২০০৮ সাল পর্যন্ত। ৩. দালানের মূল্য ৫০,০০০ টাকা অবচয়ের হার ৫%। ৪. সিকিউরিটির ৬ মাসের সুদ বকেয়া রয়েছে।
ক. মোট বেতনের পরিমাণ কত? ২
খ. তরুণ ক্লাবের প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ৪
গ. উদ্বর্তপত্রের সম্পদ পাশের দফাসমূহের যোগফল নির্ণয় করো। ৪
৪.▶ আজাদ কোম্পানি লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ৫,০০,০০০ শেয়ারে বিভক্ত ৫০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধনসহ নিবন্ধিত হলো। কোম্পানি ৯০,০০০ শেয়ার ১০ টাকা অধিহারসহ আবণ্টনের উদ্দেশ্যে প্রসপেকটাস প্রকাশ করল। সর্বমোট ৩,০০,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল। কোম্পানি ৯০,০০০ শেয়ার যথারীতি বণ্টন করল এবং অতিরিক্ত আবেদনের ২,১০,০০০ শেয়ারের টাকা ফেরত দেয়া হলো। শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ ১০,০০০ টাকা এবং অবলেখকের দস্তুরি ৭,০০০ টাকা চেকের মাধ্যমে প্রদান করা হলো। অবলেখকের দস্তুরি বাদে শেয়ার ইস্যু সংক্রান্ত খরচকে কোম্পানি প্রাথমিক খরচাবলি হিসাবে বিবেচনা করতে হবে।
ক. শেয়ার অধিহারের পরিমাণ কত? ২
খ. আজাদ কোম্পানি লিমিটেডের হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। ৪
গ. আজাদ কোম্পানি লিমিটেডের উদ্বর্তপত্র তৈরি করো। ৪
৫.▶ সালেক লিমিটেড এর ৩১ ডিসেম্বর ২০১৩ সালের উদ্বর্তপত্র ও অন্যান্য তথ্যাবলি নিম্নে প্রদত্ত হলো :
সালেক লিমিটেড
উদ্বর্তপত্র
৩১ ডিসেম্বর, ২০১৩
দায়সমূহ টাকা সম্পত্তিসমূহ টাকা
সাধারণ শৈয়ার মলধন ৬,০০,০০০ ভ‚মি ও দালানকোঠা ৬,০০,০০০
১০% অগণ্ঠাধিকার শৈয়ার মলধন ৩,০০,০০০ কলকব্জা ৪,৫০,০০০
সাধারণ সঞ্চিতি ৩,৭৫,০০০ আসবাবপত্র ১,৫০,০০০
লাভ-ক্ষতি হিসাব ২,২৫,০০০ মজুদ পণ্য ৩,৭৫,০০০
১২% ঋণপত্র ২,২৫,০০০ বিবিধ দেনাদার ৫,২৫,০০০
ব্যাংক জমাতিরিক্ত ১,৫০,০০০ প্রাপ্য বিল ১,২০,০০০
বিবিধ পাওনাদার ৩,৭৫,০০০ নগদ তহবিল ৩০,০০০
২২,৫০,০০০২২,৫০,০০০
অন্যান্য তথ্য: প্রারম্ভিক মজুদ পণ্য ৩,২৫,০০০ টাকা, নিট ক্রয় (ধারে) ১৫,০০,০০০ টাকা, নিট বিক্রয় (ধারে) ৩০,০০,০০০ টাকা, মোট লাভ ৫,০০,০০০ টাকা এবং করবাদ নিট লাভ ৩,০০,০০০ টাকা।
ক. মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। ২
খ. দেনাদার আবর্তন অনুপাত ও পাওনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
গ. মোট সম্পত্তি আবর্তন ও কার্যকরী মূলধন আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
৬.▶ ফুয়াদ কোম্পানি লি.-এর ২০১৪ সালের উৎপাদন সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ :
বিবরণ টাকা
তৈরি মজুদ পণ্য (০১-০১-২০১৩) ৪,০০০ একক ২০,০০০
ব্যবহৃত কাঁচামাল ১,২০,০০০
মজুরি ৭২,০০০
কারখানা উপরিখরচ ২৪,০০০
প্রশাসনিক খরচ ৪৮,০০০
বিক্রয় ও বিতরণ খরচ ২০,০০০
২০,০০০ একক দ্রব্য বিক্রয় করা হয়। ব্যবসায়ের অর্জিত লাভ বিক্রয়ের উপর ২০%। তৈরি পণ্যের সমাপনী মজুদ (৩১-১২-২০১৩) ৮,০০০ একক।
ক. উৎপাদিত পণ্যের একক নির্ণয় করো। ২
খ. বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। ৪
গ. আয় বিবরণী প্রস্তুত করো। ৪
৭.▶ ঢ, ণ এবং ত এর মজুরি সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ :
ঘণ্টাপ্রতি স্বাভাবিক উৎপাদন ২০ একক, ঘণ্টাপ্রতি স্বাভাবিক মজুরি ৫ টাকা, প্রমাণ উৎপাদনের নিচে কার্যহারের ৬০% প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে কার্যহারের ১১০% সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ হয়।
শ্রমিক কর্তৃক প্রকৃত উৎপাদন :
ঢ৮০০ একক
ণ৯০০ একক
ত৭০০ একক
ক. সাপ্তাহিক প্রমাণ উৎপাদন নির্ণয় করো। ২
খ. এককপ্রতি মজুরির হার, প্রমাণ উৎপাদনের সাথে প্রকৃত উৎপাদনের পার্থক্য নির্ণয়ের মাধ্যমে শ্রমিকদের দক্ষতা পরিমাণ করো। ৪
গ. মোট মজুরি নির্ণয় করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৮.▶ সেতু ট্রেডার্সের নিকট বছরের শুরুতে ৮ টাকা দরে ৪০০ একক পণ্য মজুদ ছিল। সারা বছর সেতু ট্রেডার্সের ক্রয়ের পরিমাণ ছিল নিæরূপ :
ফেব্র“. ২৫ ৯ টাকা দরে ৬০০ একক।
মে ১০ ১০ টাকা দরে ৫০০ একক।
জুলাই ২০ ১১ টাকা দরে ৩০০ একক।
নভে. ১৫ ১২ টাকা দরে ২০০ একক।
সারা বছর বিক্রয়ের পরিমাণ প্রতি একক ২০ টাকা করে ১,৫০০ একক।
ক. সেতু ট্রেডার্সের সমাপনী মজুদ পণ্যের পরিমাণ (একক) নির্ণয় করো। ২
খ. ভারযুক্ত গড় পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয় করো। ৪
গ. আয় বিবরণী তৈরি করে মোট মুনাফা নির্ণয় করো। ৪
৯.▶ হাবিব কোম্পানির আয় বিবরণী নিচে দেওয়া হলো :
বিবরণ টাকা
বিক্রয় (৫,০০০ একক ৬ টাকা) ৩০,০০০
বাদ ঃ পরিবর্তনশীল ব্যয় (৫,০০০ একক ৪ টাকা) ২০,০০০
কন্ট্রিবিউশন মার্জিন(দত্তাংশ) ১০,০০০
বাদ ঃ স্থির খরচ ৮,০০০
নিট মুনাফা ২,০০০
ক. কন্ট্রিবিউশন মার্জিন (দত্তাংশ) অনুপাত নির্ণয় করো। ২
খ. সমচ্ছেদ বিন্দু বিক্রয় টাকায় ও এককে নির্ণয় করো। ৪
গ. সমচ্ছেদ বিন্দুর সত্যতা যাচাই করো আয় বিবরণীর মাধ্যমে। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।