HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | চট্টগ্রাম বোর্ড ২০১৬ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
১৪. চট্টগ্রাম বোর্ড-২০১৬
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রবিষয় কোড :২৫৪
সময় ⎯ ২ ঘণ্টা ১০ মিনিটসৃজনশীল প্রশ্নপূর্ণমান ⎯ ৬০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।
ক বিভাগ থেকে দুইটি এবং খ বিভাগ থেকে যে কোনো চারটি প্রশ্ন নিয়ে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও।]
ক বিভাগ
১.▶ কর্ণফুলী কোম্পানি লিমিটেড-এর রেওয়ামিল নিম্নে দেয়া হলো
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৫
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
অফিস সাপ্লাইজ২৫,০০০
অগ্রিম বিমা১৪,০০০
বেতন১২,০০০
শেয়ার মূলধন ৫,০০০ শেয়ার প্রতিটি ১০ টাকা ৫০,০০০
প্রদেয় মজুরি ১২,০০০
অফিস যন্ত্রপাতি৮০,০০০
লভ্যাংশ৪,০০০
সুনাম২০,০০০
বিজ্ঞাপন১৭,০০০
পুঞ্জীভূত অবচয় ৮,০০০
সেবা আয় ৭২,০০০
অনুপার্জিত সেবা আয় ৬,০০০
কমিশন ৪,০০০
রক্ষিত আয় ২০,০০০
১,৭২,০০০১,৭২,০০০
সমন্বয়সমূহ : ১. সাপ্লাইজ ব্যয় ১৬,০০০ টাকা এবং অগ্রিম প্রদত্ত বিজ্ঞাপন ৮,০০০ টাকা। ২. অনুপার্জিত সেবা আয় উপার্জিত হয়েছে ৩,০০০ টাকা। ৩. লভ্যাংশ ঘোষণা করা হয়েছে ১০%। ৪. নিট আয়ের ২০% সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। ৫. অফিস যন্ত্রপাতির অবচয় ধার্য করতে হবে ৮,০০০ টাকা।
ক. প্রস্তাবিত লভ্যাংশ ও অনুপার্জিত সেবা আয় নির্ণয় করো। ২
খ. আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
২.▶ মুক্তা কো. লি.-এর রেজিস্ট্রিকৃত মূলধন ছিল ৬,০০,০০০ টাকা, যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ৬,০০০ শেয়ারে বিভক্ত। ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে কোম্পানির রেওয়ামিল ছিল নিæরূপ
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৫
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
যন্ত্রপাতি (১-৭-১৫ তারিখে ক্রয়কৃত ৫০,০০০ টাকার যন্ত্রপাতিসহ)২,৫০,০০০
প্রারম্ভিক মজুদ৩০,৫০০
ক্রয়২,২২,৫০০
বিক্রয় ৪,৪২,৫০০
ক্রয় ফেরত ১৫,৫০০
শেয়ার মূলধন পূর্ণ পরিশোধিত ৪,০০,০০০
রক্ষিত আয় ৪৫,০০০
বিক্রয় ফেরত৮,৫০০
বিনিয়োগ১,৫০,০০০
প্রদেয় নোট ১২,০০০
প্রদেয় হিসাব ৮৮,৫০০
আমদানি শুল্ক১২,৫০০
আন্তঃপরিবহন১৮,৫০০
মজুরি২০,৫০০
বেতন৯০,০০০
মনিহারি২০,০০০
ভাড়া খরচ৩২,৫০০
প্রাপ্য হিসাব৪০,০০০
সুনাম৩০,০০০
নগদ৭৮,০০০
১০,০৩,৫০০১০,০৩,৫০০
সমন্বয়সমূহ : ১. সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয় ১,২০,৫০০ টাকা। ২. মনিহারি মজুদের পরিমাণ ৯,৫০০ টাকা। ৩. যন্ত্রপাতির ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে। ৪. শেয়ারপ্রতি ১০ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ৫. বোনাস তহবিলে ১০,০০০ টাকা স্থানান্তর করতে হবে।
ক. যন্ত্রপাতির খরচ নির্ণয় করো। ২
খ. ৩১-১২-২০১৫ তারিখের আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত ৭৫,৩৯১ টাকা ধরে ৩১-১২-২০১৫ তারিখের আর্থিক অবস্থার বিবরণীর দায় ও মালিকানা স্বত্ব পার্শ্ব ছক আকারে প্রদর্শন করো। ৪
খ বিভাগ
৩.▶ গুলশান ক্লাব-এর প্রাপ্তি ও প্রদানসমূহ নিম্নে দেয়া হলো
প্রাপ্তি ও প্রদান হিসাব
প্রাপ্তিসমূহ টাকা পরিশোধসমূহ টাকা
উদ্বৃত্ত (১-১-১৫) বেতন ও ভাতা ২৮,০০০
নগদ ৪,৫০০ অফিস খরচ ১৫,০০০
ব্যাংক ৫,৫০০ ১০,০০০ উপযোগ খরচ ৭,৫০০
চাঁদা: রক্ষণাবেক্ষণ খরচ ৪,৫০০
২০১৪ ৩,০০০ ভোগ্য পণ্য ক্রয় ১২,০০০
২০১৫ ৪৫,০০০ ১০% বিনিএয়াগ (১-৭-১৫) ১৮,০০০
২০১৬ ২,০০০ ৫০,০০০ উদ্বৃত্ত (৩১-১২-১৫) ৮৫,০০০
অনুদান (৫০% মুনাফা জাতীয়)২০,০০০নগদ৬,৮০০
লকার ভাড়া ৫,০০০ ব্যাংক ৮,২০০ ১৫,০০০
ভোগ্য পণ্য বিক্রয়১৫,০০০
১,০০,০০০১,০০,০০০
১ জানুয়ারি ২০১৫ তারিখে সম্পদসমূহ ছিল: ক্লাব প্রাঙ্গণ ১,২০,০০০ টাকা, আসবাবপত্র ২০,০০০ টাকা এবং ভোগ্য পণ্য ২,০০০ টাকা।
অন্যান্য তথ্য : ১. ৩১-১২-২০১৫ তারিখে ভোগ্য পণ্যের মজুদ ছিল ২,৫০০ টাকা। ২. ক্লাবের সদস্য সংখ্যা ৫০০ জন এবং তারা প্রত্যেকে বার্ষিক ১০০ টাকা করে চাঁদা প্রদান করে। ৩. অফিস খরচ বকেয়া আছে ১,০০০ টাকা, ভোগ্য পণ্য ধারে ক্রয় করা হয়েছে ৫০০ টাকা। ৪. ১-১-২০১৫ তারিখে চাঁদা বকেয়া ছিল ৪,৫০০ টাকা।
ক. ভোগ্য পণ্য হতে আয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. আয়-ব্যয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. মূলধন তহবিল নির্ণয় করো। ৪
৪.▶ রনি, জনি ও মনি একটি অংশীদারি কারবারের অংশীদার। ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৮০,০০০ টাকা, ৫০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকা। তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল
রনি ১০,০০০ টাকা (ক্রেডিট)
জনি ৪,০০০ টাকা (ডেবিট)
মনি ৬,০০০ টাকা (ক্রেডিট)
তাদের অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধন ও চলতি হিসাবের উদ্বৃত্তের ওপর ৬% হারে সুদ ধার্য করতে হবে। ১ জুলাই ২০১৫ তারিখে মনি ১০,০০০ টাকা ঋণ প্রদান করে। রনি তার বেতন বাবদ ৫,০০০ টাকা পাবে। ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে কারবারের নিট আয় ছিল ২৭,৬২০ টাকা।
ক. অংশীদারগণের চলতি হিসাবের উদ্বৃত্তের ওপর সুদ নির্ণয় করো। ২
খ. লাভ-লোকসান আবণ্টন বিবরণী প্রস্তুত করো। ৪
গ. অংশীদারগণের চলতি হিসাব বিবরণী প্রস্তুত করো। ৪
৫.▶ বাটা কোম্পানি লিমিটেড-এর অনুমোদিত মূলধন ১০,০০,০০০ টাকা, যার প্রতিটি ১০০ টাকা মূল্যের শেয়ার। একটি জমি ক্রয়ের জন্য ১,০০০ শেয়ার ইস্যু করা হয়। ১০% বাট্টায় ৬,৫০০ শেয়ার জনসাধারণের উদ্দেশ্যে ইস্যু করা হয়। ৮,০০০ শেয়ারের জন্য আবেদন পাওয়া যায়। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেয়া হয়।
ক. শেয়ার বাট্টার পরিমাণ নির্ণয় করো। ২
খ. প্রয়োজনীয় জাবেদা লেখো। (ব্যাখ্যার প্রয়োজন নাই) ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৬.▶ পদ্মা লিমিটেড-এর উৎপাদন খরচ সংক্রান্ত তথ্যাবলি নিম্নে সংগৃহীত হয়েছে
হিসাবের নাম টাকা
প্রারম্ভিক মজুদ:
কাঁচামাল১,৫০,০০০
তৈরি পণ্য৫০,০০০
সমাপনী মজুদ:
কাঁচামাল৮০,০০০
তৈরি পণ্য৪০,০০০
মজুরি ২,৪০,০০০
বেতন ১,৬০,০০০
কাঁচামাল ক্রয় ৫,৬০,০০০
আন্তঃপরিবহন ৪৮,০০০
বহিঃপরিবহন ৩৬,০০০
ভাড়া (২৫% অফিস) ৪০,০০০
গ্যাস (৭৫% কারখানা) ৬০,০০০
যন্ত্রপাতির মেরামত ৩০,০০০
ক. প্রশাসনিক উপরিব্যয় নির্ণয় করো। ২
খ. একটি উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করে কারখানা ব্যয় দেখাও। ৪
গ. কোম্পানি বিক্রয়ের ওপর ২৫% মুনাফা অর্জন করতে হলে, বিক্রয়মূল্য কত হবে নির্ণয় করো। ৪
৭.▶ মেঘনা লিমিটেড-এর তথ্যাবলি নিæরূপ
হিসাবের নাম টাকা
বিক্রয় (২৫% নগদ) ৮,০০,০০০
ক্রয় (৫০% বাকিতে) ৫,০০,০০০
স্থায়ী সম্পদ ১,৪০,০০০
চলতি সম্পদ ২,০০,০০০
করপূর্ব নিট আয় ২,২৫,০০০
পরিচালন ব্যয় ১,০০,০০০
চলদি দায় ৭৫,০০০
গড় মজুদ ৪৮,০০০
ক. বিনিয়োজিত মূলধন নির্ণয় করো। ২
খ. চলতি অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। ৪
গ. পরিচালন অনুপাত এবং বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৮.▶ ২০১৫ সালের ৩১ মার্চের রূপসা কোম্পানি লিমিটেড-এর তথ্যাবলি নিম্নে দেয়া হলো
হিসাবের নাম টাকা
নিট আয় ৩,৭৫,০০০
প্রদেয় হিসাবকে দেয়া হলো ৪,০০,০০০
বন্ড পরিশোধ ২,০০,০০০
সুনাম অবলোপন ৩০,০০০
সরঞ্জাম বিক্রয়জনিত লাভ ১৫,০০০
বন্ড বিক্রয় ৩,০০,০০০
ভ‚মি ক্রয় ৫,০০,০০০
ভ‚মি বিক্রয় ৬,০০,০০০
সরঞ্জাম ক্রয় ৩,০০,০০০
অগ্রাধিকার শেয়ার ইস্যু ৫,০০,০০০
সাধারণ শেয়ার ইস্যু ১০,০০,০০০
প্রাপ্য হিসাব থেকে আদায় ৭,০০,০০০
আসবাবপত্র বিক্রয় ১,০০,০০০
ক. পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। ২
খ. বিনিয়োগ কার্যক্রমের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। ৪
গ. অর্থায়ন কার্যক্রমের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। ৪
৯.▶ স্বর্ণা ট্রেডার্স-এর তথ্যাবলি নিæরূপ
হিসাবের নাম টাকা
বিক্রয় (প্রতি একক) ২৮
প্রত্যক্ষ মাল ক্রয় (প্রতি একক) ৯
প্রত্যক্ষ মজুরি (প্রতি একক) ৬
একক প্রতি কারখানা উপরিব্যয় ৫
স্থায়ী ব্যয় ১,২০,০০০
প্রকৃত বিক্রয় ২০,০০০ একক
ক. একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করো। ২
খ. একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন এবং সমচ্ছেদ বিক্রয় একক নির্ণয় করো। ৪
গ. নিরাপত্তা প্রান্ত একক এবং মোট মুনাফা নির্ণয় করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।