HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | চট্টগ্রাম বোর্ড ২০১৭ | বহুনির্বাচনি

HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | চট্টগ্রাম বোর্ড ২০১৭ | বহুনির্বাচনি: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের চট্টগ্রাম বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।

প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের চট্টগ্রাম বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।

সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি– HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।

৫০. চট্টগ্রাম বোর্ড-২০১৭

সময় ৩০ মিনিট পূর্ণমান ৩০ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-প্রথম পত্র: বহুনির্বাচনি অভীক্ষা বিষয় কোড : ২ ৭ ৭
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি
বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১।]

উদ্দীপকটি পড়ো এবং ১ নং প্রশ্নের উত্তর দাও।
কবীর যথাযথ আইনগত পন্থা অবলম্বন করে ‘সুগন্ধা’ নাম দিয়ে তার কারখানার মসলা বাজারজাত করেন।
১. কবীর মসলা বাজারজাতকরণের কোন আইনে সুরক্ষা পাবেন?
ক. পেটেন্ট   খ. কপিরাইট
গ. ট্রেডমার্ক. ঘ. আই.এস.ও

২. একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব। কারণ
I. মালিকের দক্ষতা
II. মালিক সর্বেসর্বা
III. মালিকের বিচক্ষণতা
নিচের কোনটি সঠিক?
ক. I ও II   খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III

৩. বাংলাদেশের ইউরিয়া সার কারখানাগুলো সরকারি কোন সংস্থার অধীন?
ক. বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা
খ. বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা
গ. ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা
ঘ. ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ

উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।
মি. শফিক গ্রাম থেকে সবজি কিনে রাসায়নিক দ্রব্য ব্যবহার ছাড়াই বিক্রি করেন। অন্যদিকে মি. মাসুদ ভৈরব থেকে মাছ কিনে ফরমালিন যুক্ত করে একই এলাকায় বিক্রি করে। এতে মি. শফিক আপত্তি জানায়।
৪. মি. শফিকের আচরণে যা প্রকাশ পায় তা হলো
I. সামাজিক মূল্যবোধ
II. ধর্মীয় মূল্যবোধ
III. ব্যক্তিগত মূল্যবোধ
নিচের কোনটি সঠিক?
ক. I ও II   খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III

৫. মাসুদের ব্যবসায়টি কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. স্থানগত খ. কালগত
গ. রূপগত  ঘ. ঝুঁকিগত

৬. ট্রেড কোন ধরনের বাধা দূর করে?
ক. অর্থগত খ. ব্যক্তিগত
গ. স্থানগত ঘ. তথ্যগত

৭. ব্যবসায়ের সহায়ক কার্য কোনটি?
ক. উৎপাদন             খ. ক্রয়-বিক্রয়
গ. আমদানি-রপ্তানি ঘ. বিজ্ঞাপন

৮. পণ্যের সময়গত উপযোগ সৃষ্টিতে কোন কার্যটি সম্পাদন করতে হয়?
ক. ক্রয়        খ. বিক্রয়
গ. পরিবহন ঘ. গুদামজাতকরণ

৯. কোন ব্যবসায়ের আয়কর মালিককে বহন করতে হয়?
ক. একমালিকানা খ. অংশীদারি
গ. যৌথ মূলধনী    ঘ. সমবায় সমিতি

১০. সরকারকে ব্যবসায় যে সহায়তা করতে পারে তা হলো
I. শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা
II. আর্থিক সহায়তা দান
III. কর্মসংস্থান সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. I ও II   খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III

১১. সমবায় সমিতির মুনাফার শতকরা কত ভাগ সংরক্ষিত তহবিলে জমা রাখতে হয়?
ক. ১০% খ. ১৫%
গ. ১৮% ঘ. ২০%

১২. এস.এম.ই ঋণ প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কাদের অগ্রাধিকার দেয়?
ক. নতুন উদ্যোক্তাদের
খ. ক্ষুদ্র উদ্যোক্তাদের
গ. নারী উদ্যোক্তাদের
ঘ. কুটির শিল্পের উদ্যোক্তাদের

১৩. ওঝঙ-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক. সুইজারল্যান্ড খ. নিউজিল্যান্ড
গ. যুক্তরাষ্ট্র          ঘ. জার্মানি

১৪. রপ্তানি উন্নয়ন ব্যুরো সরকারের কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. অর্থ      খ. শিল্প
গ. বাণিজ্য ঘ. পররাষ্ট্র

১৫. অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে হবে
I. সাবালক
II. সুস্থ মস্তিষ্কসম্পন্ন
III. শিক্ষিত
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III

 

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | চট্টগ্রাম বোর্ড ২০১৭ | বহুনির্বাচনি
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

 

উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।
খুলনা শহরের একটি মহল­ার ৫০ জন বাসিন্দা তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে পাওয়ার জন্য সমিতি গঠন করে একটি মুদির দোকান দেন। সেখানে সমিতির সদস্য ছাড়াও বাহিরের লোক পণ্য ক্রয় করে। এ বছর বিধি অনুযায়ী সংরক্ষিত তহবিলে মুনাফার অংশ রেখে অবশিষ্ট মুনাফা ৪২,৫০০ টাকা সমিতির সদস্যরা বণ্টন করে নেয়।
১৬. উদ্দীপকের সমবায় সমিতিটি কোন ধরনের?
ক. উৎপাদক. খ. বহুমুখী
গ. ভোক্তা        ঘ. বিক্রয়

১৭. উদ্দীপকের সমিতি এ বছর কত মুনাফা করে?
ক. ৪৫,০০০ খ. ৬০,০০০
গ. ৫০,০০০ ঘ. ৫৫,০০০

১৮. ব্যবসায় উদ্যোগের জনক কে?
ক. জোসেফ এ. সুমপিটার
খ. রিচার্ড ক্যান্টিলন
গ. এডাম স্মিথ
ঘ. রবার্ট ওয়েন

২০. অসীম দায় সম্পৃক্ত ব্যবসায় হলো
I. একমালিকানা
II. সমবায় সমিতি
III. অংশীদারি
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. II ও III
গ. I ও III ঘ. I, II ও III

উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও।
১০ জন বন্ধু মূলধন সংগ্রহ করে একটি কোম্পানি গঠনে উদ্যোগ নেয়। পরবর্তীতে কোম্পানিটি নিবন্ধন করেন। কিন্তু একটি গুরুত্বপূর্ণ দলিল সংগ্রহ না করায় কোম্পানি কাজ শুরু করতে পারছে না।
২১. কোন গুরুত্বপূর্ণ দলিলের অভাবে কোম্পানি কাজ শুরু করতে পারছে না?
ক. নিবন্ধনপত্র
খ. বিবরণপত্র
গ. প্রত্যয়নপত্র
ঘ. কার্যারম্ভের অনুমতিপত্র

২২. উদ্দীপকে প্রতিষ্ঠানটি কোন ধরনের?
ক. একমালিকানা
খ. অংশীদারি
গ. পাবলিক লি. কোম্পানি
ঘ. প্রাইভেট লি. কোম্পানি

২৩. স্মারকলিপিতে কয়টি ধারা উলে­খ থাকে?
ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৭

২৪. জীবন বিমা কোন ধরনের চুক্তি?
I. আর্থিক সহায়তার
II. নিশ্চয়তার
III. ক্ষতিপূরণের
নিচের কোনটি সঠিক?
ক. I ও II    খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III

২৫. শেয়ারহোল্ডারদের কোম্পানির মালিকানার জন্য প্রদান করা হয়
ক. শেয়ার সনদ খ. শেয়ার পরোয়ানা
গ. বিবরণীপত্র   ঘ. ঋণপত্র

২৬. রাষ্ট্রীয় ব্যবসায়ে নিয়ন্ত্রণে সরকারের ন্যূনতম মালিকানা কত?
ক. ৫০% খ. ৫১% গ. ৬১% ঘ. ৭১%

উদ্দীপকটি পড়ো এবং ২৭ নং প্রশ্নের উত্তর দাও।
করিমের প্রতিষ্ঠান ঢাকায় অবস্থিত একটি বিদেশি সংস্থায় ২০ জন নিরাপত্তাকর্মী সরবরাহ কাজে নির্দিষ্ট ফি’র বিনিময়ে চুক্তিবদ্ধ হলো।
২৭. করিমের কাজটি কোন ব্যবসায়ের সাথে মিল রয়েছে?
ক. ডাটা এন্ট্রি
খ. মার্চেন্ডাইজিং
গ. সফটওয়্যার ডেভেলপমেন্ট
ঘ. আউট সোর্সিং

 

 

উদ্দীপকটি পড়ো এবং ২৮ নং প্রশ্নের উত্তর দাও।
ফাহিম মূলধন সরবরাহ না করে একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য হিসেবে ব্যবসায় পরিচালনা করছে।
২৮. ফাহিম কোন ধরনের অংশীদার?
ক. সক্রিয় খ. নামমাত্র
গ. ঘুমন্ত    ঘ. প্রতিবন্ধি

* সঠিক উত্তর: কর্মী অংশীদার।
২৯. পেটেন্ট কোন ধরনের সম্পদ?
ক. তরল খ. স্থায়ী
গ. চলতি ঘ. চলতি ও স্থায়ী

৩০. যে শেয়ার পুরাতন শেয়ার মালিকদের নিকট বিক্রয় করা হয়, তাকে বলে
ক. বোনাস খ. অগ্রাধিকার
গ. বিলম্বিত ঘ. রাইট শেয়ার

 

PDF Download

 

উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

Check Also

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম অধ্যায় ৭ সৃজনশীল প্রশ্নোত্তর ১৬-২০

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | অধ্যায় ৭ | সৃজনশীল প্রশ্নোত্তর ১৬-২০

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | অধ্যায় ৭ | সৃজনশীল প্রশ্নোত্তর ১৬-২০ : ব্যবসায় সংগঠন ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *