Complaint letter about traffic system (বাংলাসহ)
To,
The Commissioner of Police,
Rajshahi Metropolitan Police, Rajshahi
Subject: Complaints about unbearable traffic congestion across the city.
Sir,
On behalf of the residents of Rajshahi resident, I would like to inform you that recently the level of unbearable traffic congestion is increasing throughout the city. More vehicles than demand, unpaved roads and haphazard parking lead to daily traffic jams on the major roads of the day. As a result people cannot go to their workplace on time. School-college going students cannot attend classes on time. Also, sick patients are not able to reach the hospital quickly. The trend of car parking can be observed everywhere on the side of every road in the city. As a result, there is not enough space for movement on narrow roads. People’s precious time is wasted by getting stuck in traffic for hours every day. Which is by no means desirable.
Therefore, appeal to you, to take appropriate measures to decongest the city roads. So that everyone can be saved from this indescribable daily suffering.
Yours faithfully,
Shamsul Arefin,
For the residents of Rajshahi resident.
(বাংলাসহ) Complaint letter about bad/dammaged product
Complaint letter about traffic system (বাংলাসহ)
বাংলা অনুবাদ
বরাবর,
পুলিশ কমিশনার,
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী
বিষয়: নগরীজুড়ে অসহনীয় যানজটের বিষয়ে অভিযোগ।
জনাব,
রাজশাহী মহানগরীর বাসিন্দাদের পক্ষ থেকে জানাচ্ছি যে, সম্প্রতি নগরীজুড়ে অসহনীয় যানজটের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। চাহিদার তুলনায় অধিক যানবাহন, অপ্রশস্ত রাস্তা এবং যত্রযত্র গাড়ি পার্কিংয়ের ফলে দিনের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রতিদিনই যানযট লেগেই থাকে। এর ফলে মানুষ সঠিক সময়ে তাদের কর্মস্থলে যেতে পারেন না। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা যথা সময়ে ক্লাসে উপস্থিত হতে পারে না। পাশাপাশি অসুস্থ্য রোগীরাও দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারছে না। নগরীর প্রতিটি সড়কের পাশেই যত্রতত্র গাড়ি পার্কিংয়ের প্রবণতা লক্ষ্য করা যায়। এর ফলে সরু রাস্তাগুলোতে চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা থাকে না। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে পরে মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। যা কোনভাবেই কাম্য নয়।
অতএব, জনাবের কাছে আহ্বান, নগরীর সড়গুলোকে যানযটমুক্ত করার উদ্দেশ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। যাতে করে সবাই দৈনন্দিন এ অবর্ণনীয় কষ্ট থেকে রক্ষা পাই।
শামসুল আরেফিন,
আপনার একান্ত অনুগত,
রাজশাহী মহানগরীর বাসিন্দাদের পক্ষে।
- আরো পড়ুন: আন্তর্জাতিক সংস্থা, সদর দপ্তর এবং সংগঠন যুক্ত জোটসমুহ
- আরো পড়ুন: বিখ্যাত সীমারেখা-ভৌগোলিক উপনাম, সাধারণ জ্ঞান প্রশ্নত্তো
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।