Complaint letter about damaged road (বাংলাসহ)
To,
The Mayor,
Barisal City Corporation, Barisal.
Subject: Complaints about damaged roads
Sir,
I respectfully state that, I am a local resident of Ward No. 1 of Barisal City Corporation. Our ward is one of the most important areas of the city. As a result, a large number of pedestrians and vehicles move from the road in this area every day. But the sad thing is that the roads in this area are not being renovated for a long time. As a result the roads have become impassable. Due to this, various types of accidents are happening on the road every day. Besides, the roads are filled with various potholes and water accumulates in them during the rainy season. As a result, it becomes impossible to move from the road.
In such a situation, you are urgently requested to take appropriate measures to repair the roads of ward No. 1 as soon as possible.
Your obidient,
Rabiul Islam
For the residents of Ward No. 1, Barisal City Corporation.
বাংলা ও ইরেজিতে 304টি পাখির নাম
বাংলা অনুবাদ
Complaint letter about damaged road (বাংলাসহ)
বরাবর,
মাননীয় মেয়র,
বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল।
বিষয়: ভাঙা সড়কের বিষয়ে অভিযোগ।
জনাব,
যথাযথ সম্মানপূর্বক নিবেদন করছি যে, আমি বরিশাল সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের একজন স্থানীয় বাসিন্দা।আমাদের এই ওয়ার্ডটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি এলাকা। যার ফলে প্রতিদিন এই এলাকায় প্রচুর পরিমাণে পথচারী ও যানবাহন রাস্তাথেকে চলাচল করে। তবে দুঃখের বিষয় এই যে, দীর্ঘদিন যাবৎ এই এলাকার রাস্তাগুলো সংস্কার করা হচ্ছে না। ফলে রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে প্রতিদিনই রাস্তায় বিভিন্ন প্রকার দুর্ঘটনা ঘটেই চলছে। পাশাপাশি রাস্তাগুলো বিভিন্ন খানা-খন্দে ভরে যাওয়ায় বর্ষকালে এতে পানি জমে থাকে। ফলে রাস্তা থেকে তখন চলাচল করা অসম্ভব হয়ে পড়ে।
এমতাবস্থায়, আপনার নিকট জোড়াল আহ্বান, অতিদ্রুত ১ নম্বর ওয়ার্ডের রাস্তাগুলো সংস্কার করার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
আপনার অনুগত
রবিউল ইসলাম
১ নম্বর ওয়ার্ড, বরিশাল সিটি কর্পোরেশনের বাসীন্দাদের পক্ষে।
- আরো পড়ুন: আন্তর্জাতিক সংস্থা, সদর দপ্তর এবং সংগঠন যুক্ত জোটসমুহ
- আরো পড়ুন: বিখ্যাত সীমারেখা-ভৌগোলিক উপনাম, সাধারণ জ্ঞান প্রশ্নত্তো
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।