Complaint letter about anti-social activities (বাংলাসহ)
To,
The Commissioner of Police,
Khulna Metropolitan Police, Khulna
Subject: Complaints about anti-social activities in our town.
Sir,
I hereby submit that our Bagerhat district headquarter is very well known to the people. But recently various anti-social activities, terrorist activities, thefts and robberies are increasing in the city. As the main town of the district, various educational institutions, office courts, hospitals and other important institutions, there is high traffic here. But people are afraid to go on the streets at night. Pedestrians lose everything to robbers. Girls are not able to go to school and college for fear of being molested by naughty boys. In addition, in the evening, drug sessions are held all over the city. Which is driving our youth towards destruction.
Therefore, I request you to take necessary measures to prevent all kinds of anti-social and terrorist activities in order to make Bagerhat district living-friendly for all.
Your faithful
Sabina Yasmin
For the residents of Bagerhat district.
Complaint letter about anti-social activities (বাংলাসহ)
বাংলা অনুবাদ
বরাবর,
পুলিশ কমিশনার,
খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা
বিষয়: শহরজুরে অসমাজিক কর্মকা-ের বিষয়ে অভিযোগ।
জনাব,
সবিনয় নিবেদন করছি যে, আমাদের বাগেরহাট জেলাটি সদরটি খুবই সুনামের সাথে মানুষের কাছে পরিচিক। কিন্তু সম্প্রতি শহরজুড়ে ঘটা বিভিন্ন অসমাজিক কার্যকলাপ, সন্ত্রাসী কর্মকা-, চুরি-ডাকাতি বেড়েই চলছে। জেলার প্রধান শহরটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস আদালত, হাসপাতাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হওয়ায় এখানে মানুষের আনাগোনা বেশি। কিন্তু রাত হলেই মানুষ রাস্তায় নামতে ভয় পাচ্ছে। ছিনতাইকারীদের আক্রমণে পথচারী তার সর্বস্ব হারাচ্ছে। বখাটে ছেলেদের দ্বারা লাঞ্ছিত ও উত্ত্যক্ত হওয়ার ভয়ে মেয়েরা স্কুল-কলেজে যেতে পারছে না। এছাড়াও সন্ধ্যা হলেই শহরের আনাচে-কানাচে মাদকের আসর বসে। যা আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে।
সুতরাং আপনার নিকট আকুল আবেদন, বাগেরহাট জেলাটি সকলের জন্য বাস উপযোগী করার স্বার্থে সকল প্রকার অসমাজিক ও সন্ত্রাসী কর্মকা- রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
আপনার বিশ্বস্ত
সাবিনা ইয়াসমিন
বাগেরহাট জেলার বাসীন্দাদের পক্ষে।
- আরো পড়ুন: আন্তর্জাতিক সংস্থা, সদর দপ্তর এবং সংগঠন যুক্ত জোটসমুহ
- আরো পড়ুন: বিখ্যাত সীমারেখা-ভৌগোলিক উপনাম, সাধারণ জ্ঞান প্রশ্নত্তো
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।