Class 8 science book 2024 || চিত্রের মাধ্যমে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ঋতুপরিক্রমা ব্যাখ্যা করো | Class 8-2024. প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর অষ্টম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই ২০২৪ কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নে উত্তর নিয়ে।
যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
ষষ্ঠ সেশন
চিত্রের মাধ্যমে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ঋতুপরিক্রমা ব্যাখ্যা করো ।
উত্তর : পৃথিবীর নিরক্ষরেখার উপরের দিককে অর্থাৎ উত্তরদিকের অর্ধাংশকে বলা হয় উত্তর গোলার্ধ এবং নিরক্ষরেখার দক্ষিণের অর্ধাংশকে বলা হয় দক্ষিণ গোলার্ধ ।
পৃথিবী সূর্যের চতুর্দিকে অবিরত ঘুরছে। পৃথিবীর এই ঘূর্ণন গতিকে বলা হয় বার্ষিক গতি। বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়। সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবী খানিকটা হেলে থাকে, ফলে কখনো দক্ষিণ গোলার্ধ এবং কখনো উত্তর গোলার্ধ সূর্যের কাছে চলে যায়।
যে অংশ সূর্যের দিকে হেলে পড়ে সে অংশে খাড়াভাবে সূর্যালোক পড়ে। সেই অংশে তখন বেশি গরম পড়ে অর্থাৎ তখন গ্রীষ্মকাল বিরাজ করে। একটা অংশ সূর্যের কাছে থাকা মানে উল্টোদিকে তখন সূর্য থেকে দূরে অবস্থান করে। সেই অঞ্চল তখন কম সূর্যালোক পায় অর্থাৎ শীতকাল বিরাজ করে ।
এভাবেই সূর্যালোকের তারতম্যের কারণে বছরের বিভিন্ন সময় উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভিন্ন ঋতু পরিলক্ষিত হয়। উত্তর গোলার্ধে যখন শীতকাল তখন দক্ষিণ গোলার্ধে খাড়াভাবে সূর্যকিরণ আপতিত হওয়ায় গ্রীষ্মকাল বিরাজ করে ।
Class 8 science book 2024 || চিত্রের মাধ্যমে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ঋতুপরিক্রমা ব্যাখ্যা করো
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
সপ্তম ও অষ্টম সেশন
কাজ-৭] বিক্ষিপ্তভাবে কতগুলো বস্তুকে চৌম্বকের সংস্পর্শে নাও। পর্যবেক্ষণ কর বস্তুটি চৌম্বক দ্বারা আকৃষ্ট হয় কিনা। নিরীক্ষণকৃত ফলাফলের সাপেক্ষে সংক্ষেপে কারণ ব্যাখ্যা কর ।
উঃ গোলার্ধ গ্রীষ্মকাল
দঃ গোলার্ধ শীতকাল
উত্তর গোলার্ধে বসন্তকাল
উঃ গোলার্ধ বসন্তকাল
২১শে মার্চ দঃ গোলার্ধ শরৎকাল
উঃ গোলার্ধ
শীতকাল
২২ ডিসেম্বর
২১ জুন,
দঃ গোলার্ধ
উঃ গোলার্ধ শরৎকাল
গ্রীষ্মকাল
২৩ সেপ্টেম্বর
দঃ গোলার্ধ বসন্তকাল
চিত্র : ঋতু পরিক্রমা
প্রয়োজনীয় উপকরণ : কাগজ, কলম, একখণ্ড চুম্বক, কয়েকটি চুম্বক ও অচৌম্বক পদার্থ, অনুসন্ধানী পাঠ ।
উদ্দেশ্য : চৌম্বক পদার্থ ও অচৌম্বক পদার্থ শনাক্ত করা।
কাজের ধারা :
- একখন্ড চুম্বক সংগ্রহ করি।
- কয়েকটি চৌম্বক পদার্থ ও অচৌম্বক পদার্থ সংগ্রহ করি ।
বস্তুগুলোকে চুম্বকের সংস্পর্শে আনি ।
পর্যবেক্ষণকৃত ফলাফল ছকে লিখে রাখি।
বস্তুর নাম | চৌম্বক আকর্ষণ করে (হ্যা/না) |
ব্যাট | না |
স্পিকার | হ্যা |
বহ | না |
কয়েন | হ্যা |
ব্যাটারি | হ্যা |
ছকের বস্তুগুলোর মধ্যে ব্যাট, বইকে চুম্বক আকর্ষণ করে না। কারণ এই বস্তুগুলো কাঠ, সেলুলোজ দ্বারা তৈরি, যাদের চৌম্বক শক্তি নেই । অপরদিকে স্পিকার, কয়েন, ব্যাটারি এদেরকে চৌম্বক আকর্ষণ করে। কারণ— বস্তুগুলো যথাক্রমে টাইটানিয়াম, নিকেল ও কোবাল্টের তৈরি। এই ধাতুগুলোর চৌম্বককে আকর্ষণ-বিকর্ষণ করার ক্ষমতা রয়েছে ।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।