Class 8 science-2024 || আন্তর্জাতিক তারিখ রেখা বর্ণনা করে প্রতিবেদন লিখ | Class 8-2024. প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর অষ্টম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই ২০২৪ কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নে উত্তর নিয়ে।
যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
প্রতিবেদন-২ : আন্তর্জাতিক তারিখ রেখা বর্ণনা করে প্রতিবেদন লিখ।
প্রতিবেদনের শিরোনাম : আন্তর্জাতিক তারিখ রেখা
প্রতিবেদকের নাম : সাফিন মাহমুদ; শ্রেণি : অষ্টম; শাখা : ক; রোল : ২
প্রতিবেদনের তারিখ : ০৭-০৩-২০২৪
বর্ণনা : দ্রাঘিমারেখার নিয়মানুসারে মূল মধ্যরেখা থেকে পূর্ব ও পশ্চিমে অগ্রসর হলে প্রতি ১° দ্রাঘিমার পার্থক্যের জন্য ৪ মিনিট সময়ের ব্যবধান হয়। আমরা জানি ০° দ্রাঘিমার ঠিক উল্টো দিকে ১৮০° পূর্ব ও পশ্চিম দ্রাঘিমারেখা। যেহেতু প্রতি ১০-এর জন্য ৪ মিনিট সেহেতু ১৮০°-এর জন্য ১৮০ x ৪ = ৭২০ মিনিট অর্থাৎ ১২ ঘন্টার পার্থক্য হয়।
এভাবে দুই দিকে, পূর্ব ও পশ্চিম দিকে ১২ ঘণ্টা করে ২৪ ঘণ্টার ব্যবধান হয়। পূর্ব দিকে গেলে ১২ ঘণ্টা বাড়ে আর পশ্চিম দিকে গেলে ১২ ঘণ্টা কমে অর্থাৎ একই দ্রাঘিমায় ১৮০° তে সময়ের ব্যবধান দেখা দেয় ২৪ ঘণ্টা। এর জন্য তারিখ ও বারের যে সমস্যা হয় তার সমাধানকল্পে ১৮০° দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে স্থির করা হয় ।
আমরা জানি ১৮০° পূর্ব ও ১৮০° পশ্চিম একই স্থান। তবে এখানে সময়ের পার্থক্য হয়ে যাচ্ছে ২৪ ঘণ্টা এবং তারিখও হয়ে যাচ্ছে দুই রকম। এই অসুবিধা দূর করার জন্য পৃথিবীর মানচিত্রে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ১৮০° দ্রাঘিমা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা প্রবর্তন করা হয়েছে। পশ্চিমগামী জাহাজ আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রমকালে ঘড়ির সময় একদিন বাড়িয়ে অর্থাৎ সেদিন সোমবার থাকলে তাকে মঙ্গলবার করা হয়।
আর জাহাজ যদি পূর্ব দিকে যায় তাহলে একদিন বিয়োগ করতে হবে। সেদিন মঙ্গলবার হলে একদিন কমিয়ে সোমবার করা হয়। তাই আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করার সূত্র হলো : ‘পশ্চিমগামী যানের জন্য একদিন যোগ করতে হবে এবং পূর্বগামী যানের ক্ষেত্রে একদিন বিয়োগ করতে হবে।
Class 8 science-2024 || আন্তর্জাতিক তারিখ রেখা বর্ণনা করে প্রতিবেদন লিখ
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
১৮০° দ্রাঘিমারেখা পৃথিবী পশ্চিম বা পূর্ব গোলার্ধের তারিখ বিভাজিকারর কাজ করে। এজন্যই ১৮০° দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে । আন্তর্জাতিক তারিখ রেখাকে কোথাও কোথায় বাঁকিয়ে দেওয়া হয়েছে।
কারণ এ রেখাকে ১৮০° দ্রাঘিমারেখা অনুসরণ করে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে টানা হলেও সাইবেরিয়ায় উত্তর-পূর্বাংশ এবং অ্যালিউসিয়ান, ফিজি এবং ২৩ চ্যাথাম দ্বীপপুঞ্জের স্থলভাগে এড়িয়ে চলার জন্য এই রেখাটিকে অ্যালিউসয়ান দ্বীপপুঞ্জের কাছে এবং ফিজি ও চ্যাথাম দ্বীপপুঞ্জের ১১° পূর্ব দিকে বেঁকে এবং বেরিং প্রণালিতে ১২° পূর্বে বেঁকে শুধু পানির উপর দিয়ে টানা হয়েছে । তা না হলে স্থানীয় অধিবাসীদের বার নির্ণয় করতে অসুবিধা হতো। কারণ একই স্থানের মধ্যেই সময় এবং বার দুই রকম হতো। তথ্য সূত্র : অনুসন্ধানী পাঠ (অষ্টম শ্রেণি),
http://en.wikipedia.org/wiki/internationaldateline
প্রজেক্ট/মডেল উপস্থাপন
মডেল-১] দিক নির্ণায়ক কম্পাস তৈরি
উত্তর : প্রয়োজনীয় উপকরণ :
১. স্থায়ী চুম্বক
২: সুচ বা ইস্পাতের টুকরো
৩. বাটি এবং পানি
৪. এক টুকরো ছোট কাগজ
৫. লোহা বা নিকেল
কাজের ধারা
- শুরুতে ইস্পাত বা সুচের এক মাথায় স্থায়ী চুম্বক স্পর্শ করাই ।
- সুচটিকে টেনে শেষ পর্যন্ত নিয়ে যাই।
- টেনে নেয়ার বিষয়টি কমপক্ষে বিশ বার করি।
- খেয়াল রাখি যেন ঘর্ষণটি সবসময় একই দিক বরাবর বা একমুখী হয়।
- সুচটিকে কোনো লোহা বা নিকেলের কাছে নিই।
- লোহা বা নিকেলের পদার্থটিকে সুচ আকর্ষণ করছে কিনা পর্যবেক্ষণ করি
- পর্যবেক্ষণকৃত ফলাফল নিচে লিখে রাখি।
এই পরীক্ষার জন্য লাগবে একটি স্থায়ী চুম্বক, আর একটা ইস্পাতের টুকরা বা সুচ জাতীয় জিনিস। ইস্পাতের টুকরা বা সুচের মাথায় স্থায়ী চুম্বকের এক মাথা স্পর্শ করে টেনে শেষ পর্যন্ত নিয়ে যাও। তারপর স্থায়ী চুম্বকটি উপরে তুলে আবার আগের জায়গায় স্পর্শ করে টেনে নিতে হবে, অর্থাৎ ঘর্ষণটি সবসময়ই হতে হবে একমুখী । এভাবে কমপক্ষে বিশবার একই দিকে চুম্বকের একই মাথা
ব্যবহার করে ঘর্ষণ চালিয়ে যাও। এবার সুচটিকে কোনো লোহা বা নিকেলের পদার্থের কাছে নিয়ে দেখো, আকর্ষণ করছে তোমাদের পর্যবেক্ষণ নিচে লিখে রাখো।
————————————————————————————————————————————————————————————————————————————————————।
লোহা বা নিকেলের চৌম্বক পদার্থকে আকৃষ্ট করার ক্ষমতা রয়েছে। সুচটিকে লোহা বা নিকেলের পদার্থের কাছে নেয়ার পর পদার্থটিকে আকর্ষণ করেছে। অর্থাৎ সুচটি চুম্বকায়িত হয়েছে।
আমরা জানি, কম্পাসের মূল উপাদান চৌম্বক। এবার এই সুচটিকে কম্পাস হিসেবে ব্যবহার করা যায় কিনা দেখি।
কাজের ধারা
- সুচটিকে খুব আলতো করে পানিতে ভাসিয়ে দিই।
- খাড়াভাবে ফেলার চেষ্টা করলে সুচটি ডুবে যাওয়ার সম্ভাবনা আছে তাই কাগজে সুচটিকে গাঁথি ।
- এরপর বাটিতে সুচটিকে কাগজশুদ্ধ ভাসিয়ে দিই।
- সুচটি উত্তর দক্ষিণে মুখ করে আছে কিনা পর্যবেক্ষণ করি।
- পর্যবেক্ষণ নিচে লিখে রাখি।
তোমাদের পর্যবেক্ষণ নিচে লিখে রাখো।
————————————————————————————————————————————————————————————————————————————————————।
পর্যবেক্ষণ : চুম্বকটি নিজ থেকেই উত্তর-দক্ষিণ বরাবর ঘুরে যায়। খুব কম পরিমাণ বাধার সম্মুখীন হলে চুম্বকটি আপনা আপনি দুই মেরু বরাবর ঘুরতে পারে।
সিদ্ধান্ত : যেহেতু সুচটি উত্তর-দক্ষিণ বরাবর ঘুরে যাচ্ছে সেহেতু বলাই যায় এটি একটি কম্পাসের ন্যায় আচরণ করছে। অর্থাৎ আমরা কাজ চালানোর মতো একটা কম্পাস ইতিমধ্যে তৈরি করে ফেলেছি।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।