Class 8 Digital-2024 || গুগল ড্রাইভ ও কাজের নমুনা সহ প্রশ্নের উত্তর || ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি 2024।। ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই ২০২৪ || Class 8 Digital Technology book Solution || প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই ২০২৪ বই কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নের উত্তর নিয়ে।
যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট জাগোরিক সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
কার্যক্রম ০২] আমাদের পরিচিত জনের কাছ থেকে জানতে চাইব কোন কোন তথ্য যাচাই করা প্রয়োজন। এর জন্য আমরা [এককযোগ্যতা ৬.৮.১]) পাঠ্যবই, পৃষ্ঠা ০৪ গুগল ফর্ম ব্যবহার করব।
প্রয়োজনীয় উপকরণ : খাতা, কলম, ইন্টারনেট
কাজের ধারা :
১. গুগল ড্রাইভে যেয়ে New এ ক্লিক করব।
২. অনেকগুলো ফিচারের নাম থেকে Google Form সিলেক্ট করব।
৩. তারপর Blank Form সিলেক্ট করব।
৪. চাহিদা অনুযায়ী প্রশ্নযুক্ত করব এবং কাঙ্ক্ষিত উত্তরের ধরন নির্বাচন করব।
৫. ফর্ম তৈরি শেষে Send বাটনে ক্লিক করে পরিচিতজনদের ই-মেইল ঠিকানাতে পাঠাবো।
নমুনা উত্তর
ধাপ-১ : গুগল ড্রাইভ থেকে New বাটনে ক্লিক করে Google Form সিলেক্ট করে ডান পাশে ফিচারগুলোর মধ্যে থেকে Blank Form সিলেক্ট করি।
Image Link: https://prnt.sc/auALJIS6Ms0u
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
ধাপ-২ : ফর্মের নাম নির্বাচন করি।
Image Link:https://prnt.sc/bzCxWhlCrBZp
ধাপ-৩: তথ্য সংগ্রহের জন্য কয়েকটি প্রশ্ন সংযোজন করি এবং কাঙ্ক্ষিত উত্তরের ধরন নির্বাচন করে দেই ।
Image Link: https://prnt.sc/E-5pWUf-SKgg
Image Link: https://prnt.sc/WW74_2M2kD5y
Image Link: https://prnt.sc/gTc3gDxZkJh9
Image Link: https://prnt.sc/oN7oIH3YAUYE
ধাপ-৪: এবার Send বাটনে ক্লিক করে Form টির লিংক কপি করে নিই এবং লিংকটি পরিচিতজনদের পাঠিয়ে দিই। আমরা এই কাজটি পরিচিতজনদের জিমেইল এড্রেস ব্যবহার করেও করতে পারি ।
Image Link:https://prnt.sc/7ErrxVpo6siE
Image Link:https://prnt.sc/iU1sKwnZIlEy
দ্বিতীয় সেশন কনটেন্ট এর ভিন্নতা
কার্যক্রম ০৩] নিচের ছকে কিছু নির্দিষ্ট কনটেন্ট এবং এগুলোর উদ্দেশ্য দেওয়া আছে। ডানপাশের খালি ঘরে আমার দেখা এই ধরনের একটি কনটেন্ট এর নাম লিখব ।
প্রয়োজনীয় উপকরণ : খাতা, কলম, স্কেল, ইন্টারনেট ।
কাজের ধারা :
১. কনটেন্ট এবং উদ্দেশ্যগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করব ।
২. ইন্টারনেটের মাধ্যমে তথ্য অনুসন্ধানের চেষ্টা করব ।
৩. খুঁজে পাওয়া তথ্য তালিকাভুক্ত করে সংরক্ষণ করে রাখব ।
নমুনা উত্তর
কনটেন্ট | উদ্দেশ্য | এরকম একটি কনটেন্ট এর উদাহরণ লিখি |
নাটক/ ফিকশান | বিনোদন | সংশপ্তক |
চলচ্চিত্র | বিনোদন | গেরিলা |
জনসচেতনামূলক ঘোষণা (পাবলিক সার্ভিস এনাউন্সমেন্ট) | সাধারণ জনগণকে সচেতন করা | পোলিও টিকা |
সংবাদ প্রতিবেদন | তথ্য প্রচার এবং সচেতন করা | যানজট সমস্যা ও প্রতিকার |
পত্রিকার সম্পাদকীয় | তথ্যসমৃদ্ধ বিশেষজ্ঞ মতামত প্রদান/ প্রচার | দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি (দৈনিক ইত্তেফাক) |
টেলিভিশন টক শো | কোনো বিষয়ে বিশেষজ্ঞ ও
অভিজ্ঞদের আলোচনা এবং বিতর্ক |
তৃতীয় মাত্ৰা |
গান | বিনোদন | কফি হাউজের সেই আড্ডাটা |
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত
অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস, ভিডিও, ছবি |
ব্যক্তিগত মতামত প্ৰদান | কোনো ব্যক্তির ভ্রমণ অভিজ্ঞতা |
ব্লগ/ ভুগ | ব্যক্তিগত মতামত, অভিজ্ঞতা বিনিময় | কোনো ব্যক্তির রান্নার রেসিপি |
ঐতিহাসিক ঘটনা নিয়ে বই | ঐতিহাসিক তথ্য প্রচার | একাত্তরের দিনগুলি (জাহানারা ইমাম) |
কাজ-৩ এর পারদর্শিতার মাত্রা নির্ণয়
পারদর্শিতা সূচক | পারদর্শিতার মাত্রা | ||
D | O | Δ | |
৬.৮.৪.২ কনটেন্ট উপস্থাপনে প্রেক্ষাপটের ভিন্নতা অনুযায়ী ভিন্ন ভিন্ন মাধ্যম বিবেচনা করতে পারছে | কনটেন্ট উপস্থাপনে নিজেস্ব প্রেক্ষাপটের চাহিদা বিবেচনা করে একটি কার্যকর মাধ্যম চিহ্নিত করে ব্যবহার করতে পারছে | কনটেন্ট উপস্থাপনে নিজেস্ব প্রেক্ষাপটের চাহিদা বিবেচনা করে একাধিক কার্যকর মাধ্যম চিহ্নিত করে ব্যবহার করতে পারছে | কনটেন্ট উপস্থাপনে নিজেস্ব প্রেক্ষাপটের চাহিদা বিবেচনা করে নতুন মাধ্যম অনুসন্ধান করে ব্যবহার করতে পারছে |
কার্যক্রম ০৪ তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে ভুল উৎস ও সঠিক উৎস কী তা নিজেরা আলোচনা করে বের করি। সবাই মিলে পয়েন্টগুলো বইতে নিচের ছকে লিখে নিতে পার। শিক্ষককে নিজেদের মতামত বলব। তোমাদের মধ্যে একজন এই পয়েন্টগুলো বোর্ডে লেখার দায়িত্ব নিতে পার।
প্রয়োজনীয় উপকরণ : খাতা, কলম, পাঠ্যবই।
কাজের ধারা :
১. তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে সঠিক উৎস সম্পর্কে জামা ।
২. তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে ভুল উৎস সম্পর্কে জানা।
৩. প্রয়োজনীয় তথ্যগুলোর জন্য ভুল ও সঠিক উৎসগুলো নিচের ছকে লিখি ।
নমুনা উত্তর : ছক ১.৩
প্রয়োজনীয় তথ্য | সম্ভাব্য ভুল উৎস (একটি বা দুটি উত্তর লিখব) | সম্ভাব্য সঠিক উৎস (একটি বা দুটি উত্তর লিখব) |
বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত? | ১. নাটক
২. সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মতামত |
১. বাংলাদেশ ব্যাংক এর ওয়েবসাইট
২. বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম |
পুঁইশাকে কী পুষ্টিগুণ রয়েছে? | ১. কোনো বিজ্ঞাপন
২. পাশের বাড়ীর একজন যার পুষ্টি বিজ্ঞান সম্পর্কে কোনো পড়াশোনা নেই |
১. পুষ্টিবিজ্ঞানের উপর কোনো বই
২. পুষ্টি বিজ্ঞানীর বক্তব্য |
সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কোনো শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে কি না? | ১. সহপাঠী
২. অ-স্বীকৃত সংবাদ মাধ্যম, বা ওয়েব পেইজ |
১. শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট
২. বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম |
কোন কনফিগারেশানের কম্পিউটার কিনলে আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারব ? | ১. শুধু কম্পিউটার চালাতে পারে এমন ব্যক্তির মতামত
২. অপারদর্শী কোনো ব্যক্তির ব্লগ বা ভুগ |
১. প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট
২. বিশ্বাসযোগ্য প্রযুক্তি বিষয়ক ইউটিউব চ্যানেল |
কাজ-৩ এর পারদর্শিতার মাত্রা নির্ণয়
পারদর্শিতা সূচক | পারদর্শিতার মাত্রা | ||
D | O | Δ | |
৬.৮.১.২ তথ্যের উৎস কীভাবে নিরপেক্ষতা হারাতে পারে তা বিশ্লেষণ করতে পারছে | তথ্য প্রদানকারী গণমাধ্যমের উৎসের পক্ষপাতিত্বের কারণ চিহ্নিত করতে পারছে। | তথ্য প্রদানকারী গনমাধ্যমের পক্ষপাতিত্বের কারণ চিহ্নিত করতে পারছে। | তথ্যের ডিজিটাল ও নন ডিজিটাল উৎসের পক্ষপাতিত্বের কারণ চিহ্নিত করতে পারছে। |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।