Class 8 Digital-2024 || ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব’ বিষয়ে একটি নাটকের স্ক্রিপ্ট লিখব || ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি 2024।। ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই ২০২৪ || Class 8 Digital Technology book Solution || প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই ২০২৪ বই কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নের উত্তর নিয়ে।
যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট জাগোরিক সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
কার্যক্রম ০৫] আগামী দিনের প্রস্তুতি : আমরা বাড়িতে গিয়ে দুটি নাটক দেখবো এবং দুটি সংবাদ প্রতিবেদন দেখব/পড়ব । আমাদের যাদের রোল নং অথবা আইডি জোড় সংখ্যা দিয়ে তারা ‘ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব’ বিষয়ে একটি নাটকের স্ক্রিপ্ট লিখব।
- শ্রেণিকক্ষের আমাদের যাদের রোল নং অথবা আইডি বিজোড় সংখ্যা দিয়ে তারা ‘ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব’ বিষয়ে একটি → পাঠ্যবই, পৃষ্ঠা ০৯ সংবাদ প্রতিবেদন লিখব।
প্রয়োজনীয় উপকরণ : খাতা, কলম, ইন্টারনেট, সংবাদ প্রতিবেদন, পাঠ্যবই, ইউটিউব ।
কাজের ধারা
১. বাড়িতে গিয়ে দুটি নাটক দেখবো এবং দুটি সংবাদ প্রতিবেদন দেখব/পড়বো।
২. জোড় রোল নং এর বন্ধুদের সাথে নাটকের স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব।
৩. ইউটিউব থেকে এ ধরনের নাটক পর্যবেক্ষণ করে পূর্বে গৃহীত ধারণার ভিত্তিতে নাটকের খসড়া স্ক্রিপ্ট তৈরি করব।
৪. বিজোড় রোল নং এর বন্ধুদের সাথে প্রতিবেদন নিয়ে আলোচনা করব ।
৫. দলের সবাই মিলে প্রতিবেদন লিখব ।
নমুনা উত্তর : যাদের রোল নং জোড় সংখ্যা দিয়ে তাদের ‘ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব’ বিষয়ে নাটকের স্ক্রিপ্ট নিম্নরূপ নাটকের নাম : ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব
চরিত্র :
মিতু : নাটকের মূল চরিত্র, একজন কলেজ ছাত্রী
- মিতুর মা : মিতু’র মা
- ডাক্তার : মিতু’র চিকিৎসক
দৃশ্য : মিতু তার ঘরে বসে ফেসবুকে ব্রাউজ করছে। হঠাৎ তার চোখে পড়ে একটি পোস্ট। পোস্টে লেখা আছে, “মাত্র তিন দিনে ১০ কেজি ওজন কমাতে চান? তাহলে এই টিপসটি অবশ্যই ফলো করুন!”
মিতু : (পোস্টটি পড়ে) ওহ! এত সহজেই ওজন কমানো যায়! আমি তো এটাই খুঁজছিলাম ।
(মিতু পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে। পোস্টে লেখা আছে, তিন দিনব্যাপী পানি ছাড়া অন্য কিছু গ্রহণ না করার মাধ্যমে সহজেই ওজন কমানো সম্ভব।)
Class 8 Digital-2024 || ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব’ বিষয়ে একটি নাটকের স্ক্রিপ্ট লিখব
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
মিতু : ওহ! এটা তো খুবই সহজ । আমি আজ থেকেই এই টিপসটি ফলো করব। (মিতু পোস্টটি পড়ে শেষ করে। সে সিদ্ধান্ত নেয় যে সে তিন দিনব্যাপী পানি ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না।)
(পরের দিন)
মিতু : মা, আমি আজ থেকে তিন দিনব্যাপী পানি ছাড়া অন্য কিছু খাব না। আমি ওজন কমাতে চাই ।
মিতুর মা : কিন্তু মেয়ে, এটা ঠিক হবে না। তিন দিনব্যাপী পানি ছাড়া অন্য কিছু না খেলে তোমার শরীরের ক্ষতি হতে পারে ।
মিতু : না মা, কিছু হবে না। আমি ফেসবুকে একটা পোস্ট দেখেছি, সেখানে লেখা আছে যে এইভাবে ওজন কমানো যায়।
মিতুর মা : কিন্তু সে পোস্টটি কি সঠিক? তুমি কি এই পোস্টটি সঠিক কিনা যাচাই করেছ?
মিতু : না মা, আমি জানি না । কিন্তু আমি তো ভালোর জন্যই এটা করছি।
মিতুর মা : ঠিক আছে, তাহলে তুমি কর। কিন্তু যদি তোমার শরীরের কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবে । মিতু : ঠিক আছে মা ।
(পরের দুদিন )
মিতু : ওহ! আমার শরীর খুব দুর্বল লাগছে । মাথা ঘুরছে।
মিতুর মা : কি হয়েছে তোমার?
মিতু : আমার শরীর খুব দুর্বল লাগছে। মাথা ঘুরছে।
মিতুর মা : আমি তো তোমাকে বলেছিলাম যে এইভাবে ওজন কমানো ঠিক হবে না ।
মিতু : কিন্তু মা, আমি তো ফেসবুকে একটা পোস্ট দেখেছি। সেখানে লেখা ছিল যে এইভাবে ওজন কমানো যায় ।
মিতুর মা : সে পোস্টটি কি সঠিক ছিল?
মিতু : আমি জানি না মা ।
মিতুর মা : ঠিক আছে, তাহলে এখন হাসপাতালে যাই ।
মিতু এবং মিতুর মা হাসপাতালে যায় ।
ডাক্তার : ডাক্তার মিতুকে পরীক্ষা করে দেখেন এবং বলেন যে মিতু’র শরীরে পুষ্টির অভাব দেখা দিয়েছে। ডাক্তার মিতুকে তিন দিনের জন্য বিশ্রাম করতে বলেন এবং পুষ্টিকর খাবার খেতে বলেন। তাকে পরামর্শ দেন যে সে যেন ভবিষ্যতে এমন কোনো কাজ না করে যা তার শরীরের ক্ষতি করতে পারে।
নাটকের শেষ
উপসংহার : এই নাটকের মাধ্যমে আমরা বুঝতে পারি যে, ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব হতে পারে। যেকোনো তথ্য গ্রহণ করার আগে আমাদের তার সত্যতা যাচাই করে নেওয়া উচিত। বিশেষ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত তথ্যগুলোর ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হওয়া উচিত ।
যাদের রোল নং বিজোড় সংখ্যা দিয়ে তাদের ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব’ বিষয়ে একটি সংবাদ প্রতিবেদন নিম্নরূপ- প্রতিবেদনের শিরোনাম : ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব
প্রতিবেদনের ধরন : সংবাদ প্রতিবেদন
প্রতিবেদকের নাম : এহসান রহমান
প্রতিবেদকের ঠিকানা : ধানমন্ডি, ঢাকা ।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।