Class 8 Digital-2024 || তৃতীয় সেশন ভুল তথ্য যাচাইয়ে প্রযুক্তির ব্যবহার || ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি 2024।। Class 8 Digital Technology book Solution || প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই ২০২৪ বই কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নের উত্তর নিয়ে।
প্রিয় শিক্ষার্থীরা যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট জাগোরিক সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
তৃতীয় সেশন ভুল তথ্য যাচাইয়ে প্রযুক্তির ব্যবহার
কার্যক্রম ০৪] ভিডিও এর সত্যতা যাচাই করার জন্য একটি ফ্রি প্রোগ্রাম হচ্ছে InVID। এখন তোমরা খুঁজে বের করো প্রোগ্রামটি দ্বারা আর কী কী কাজ করা যায়। প্রোগ্রামটির ব্যবহার ক্ষেত্র নিয়ে তোমার মতামত দাও ৷
প্রয়োজনীয় উপকরণ : খাতা ও কলম, InVID প্রোগ্রাম, ইন্টারনেট। কাজের ধারা :
১. নিজস্ব ডিভাইস থেকে InVID প্রোগ্রামটি ওপেন করি।
২. প্রোগ্রামটির বিভিন্ন ফাংশনালিটি পরিদর্শন করি
৩. পরিদর্শনকৃত বিষয়গুলো তালিকাভুক্ত করি।
৪. শিক্ষকের সাথে আলোচনা করে প্রোগ্রামটির ব্যবহার ক্ষেত্র সম্পর্কে ধারণা অর্জন করি।
৫. এই বিষয়ে নিজের মতামত লিপিবদ্ধ করি ।
Class 8 Digital-2024 || তৃতীয় সেশন ভুল তথ্য যাচাইয়ে প্রযুক্তির ব্যবহার
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
নমুনা উত্তর : InVID হলো একটি ওয়েব-ভিত্তিক ভিডিও সত্যতা যাচাই অ্যাপ্লিকেশন যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভিডিওতে সম্পাদনা, বিকৃতি এবং মিশ্রণ শনাক্ত করতে পারে। এটি ভিডিওর বিভিন্ন বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সম্পাদনা শনাক্ত করে, যেমন: ফ্রেম রেট, লাইটিং, রং, পোস্ট-প্রোডাকশন ইফেক্টস ইত্যাদি ।
InVID এর মাধ্যমে নিম্নলিখিত কাজগুলো করা যায় :
- ভিডিওতে সম্পাদনা শনাক্ত করা
- ভিডিওর সত্যতা যাচাই করা
- ভিডিওর উৎস খুঁজে বের করা
- ভিডিওর মেটাডেটা প্রদান করা
InVID একটি শক্তিশালী ভিডিও সত্যতা যাচাই অ্যাপ্লিকেশন যা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। এটি নিউজ, সাংবাদিক, ফরেনসিক, বিশ্লেষক এবং অন্যান্য ব্যক্তিদের জন্য একটি মূল্যবান হাতিয়ার হতে পারে ।
InVID এর মাধ্যমে সম্পাদনা শনাক্ত করার জন্য, কেবল একটি ভিডিও আপলোড করাই যথেষ্ট হবে এবং InVID অ্যাপ্লিকেশনটি সম্পাদনার সম্ভাব্য অঞ্চলগুলো চিহ্নিত করবে। যে কেউ এই অঞ্চলগুলো পরীক্ষা করে দেখতে পারেন এবং সিদ্ধান্ত নিতে পারেন যে সেগুলো আসলে সম্পাদিত হয়েছে কিনা।
InVID এর মাধ্যমে ভিডিওর সত্যতা যাচাই করার জন্য, ভিডিওর উৎস এবং মেটাডেটা পরীক্ষা করতে হবে। InVID অ্যাপ্লিকেশনটি ভিডিওর মেটাডেটা প্রদান করবে, যা ভিডিওটি কখন এবং কোথায় রেকর্ড করা হয়েছিল তা জানাতে সহায়তা করতে পারে । InVID একটি সহজ-সরল ব্যবহারযোগ্য অ্যাপ্লিকেশন যা ভিডিও সত্যতা যাচাইয়ের জন্য একটি কার্যকর সরঞ্জাম হতে পারে।
কাজ-৪ এর পারদর্শিতার মাত্রা নির্ণয়
পারদর্শিতা সূচক | পারদর্শিতার মাত্রা | ||
D | O | Δ | |
৬.৮.১.৩ প্রযুক্তি
প্রযুক্তি ব্যবহার করে একটি ব্যবহার করে বস্তুনিষ্ঠ তথ্য নির্বাচন করতে পারছে |
প্রযুক্তি ব্যবহার করে একটি উৎসের যথার্থতা বিবেচনা করে বস্তুনিষ্ঠ তথ্য নির্বাচন করতে পারছে | প্রযুক্তি ব্যবহার করে একই ধরনের একাধিক উৎসের যথার্থতা বিবেচনা করে বস্তুনিষ্ঠ তথ্য নির্বাচন করতে পারছে | প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের একাধিক উৎসের যথার্থতা বিবেচনা করে বস্তুনিষ্ঠ তথ্য নির্বাচন করতে পারছে |
কার্যক্রম ০৫। পাঠ্য বইয়ে সেশন-৪ এ তৈরি করা এক্সেল শিটে যোগ, বিয়োগ, গুণ, ভাগ অপারেশন শেখানো হয়েছে। এছাড়া আর কী কী গাণিতিক কাজে ফর্মুলা ব্যবহার করা যায় তার একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করো।
প্রয়োজনীয় উপকরণ : খাতা, কলম, স্প্রেডশিট সফটওয়্যার, কম্পিউটার ।
কাজের ধারা
১. কী কী গাণিতিক কাজে ফর্মুলা ব্যবহার করা যায় তা শিক্ষকের সহযোগিতায় জেনে নিই।
২. ইন্টারনেট থেকে ফর্মুলার প্রয়োগ সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করি।
৩. প্রাপ্ত তথ্যগুলো দ্বারা তালিকা প্রস্তুত করি।
নমুনা উত্তর
গাণিতিক কাজে ফর্মুলা ব্যবহার করা যায় এমন একটি কাজের সংক্ষিপ্ত প্রস্তুক করা হলো :
শতকরা: শতকরা গণনা ফর্মুলা ব্যবহার করে করা যেতে পারে। উদাহরণস্বরূপ, =A1*B1/100 একটি নির্দিষ্ট মান % এ রূপান্তর করে।
এছাড়াও, ফর্মুলা ব্যবহার করে আরও অনেক ধরনের গাণিতিক কাজ করা যেতে পারে। উদাহরণস্বরূপ, ফর্মুলা ব্যবহার করে জটিল সংখ্যা গণনা, পিথাগোরাসের উপপাদ্য সমাধান, বিভিন্ন ধরনের সমীকরণ সমাধান, এবং আরও অনেক কিছু করা যেতে পারে ।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।