৫ম শ্রেণীর গণিত সমাধান | অধ্যায় ১ | গুণ | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক গনিত বিষয়টির ১ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ গুণ সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায়: ০১ (গুণ)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
০১। ১২৩ * ১১০ = ফাঁকা ঘরে কোন সংখ্যাটি বসবে?
ক. ১২৩০ খ. ১৩৫৩০ গ. ১২৩০০ ঘ. ১২৩১১০
০২। দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা ২০০ কে গুণ করলে গুণফল ১৯৮০০ হবে?
ক. ৯৯ খ. ৯৮ গ. ৮৯ ঘ. ৯৪
০৩। একটি দোকানে ৩০টি সাইকেল আছে। একটি সাইকেলের মূল্য ৬৫০০ টাকা। যদি দোকানের সবগুলো সাইকেল বিক্রি করেন তাহলে তিনি কত টাকা পাবেন?
ক. ১৯৫০০০ খ. ১৯৫০০ গ. ১৮৫০০০ ঘ. ৬৫৩০
০৪। চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১০০ * ৯৯ এর সমান হবে?
ক. ৯৯০০ খ. ৯৯৯০ গ. ৯৯৯৯ ঘ. ১০০০
০৫। ৫০০০ * ৮০০ = , খালি ঘরে কোন সংখ্যাটি বসবে?
ক. ৪০০০ খ. ৪০০০০ গ. ৪০০০০০ ঘ. ৪০০০০০০
০৬। ১১১২ কে ৯৯ দ্বারা গুণ করলে কত হবে?
ক. ১১৮৮০০ খ. ১১৮০৮০ গ. ১১০০৮৮ ঘ. ৮৮১১০০
০৭। গুণ্য ৭৩৪ এবং গুণক. ২৫৬ হলে গুণফল কত?
ক. ১৮৭৯০৪ খ. ১৮৭৯৪০ গ. ১৮৯৭০৪ ঘ. ১৮৯৭৪০
০৮। গুণ্য ৯৯০, গুণক. ২৪ এবং গুণফল ২৩৭৬০ হলে, নিচের কোনটি সঠিক?
ক. ৯৯০ * ২৪ = ২৩৭৬০ খ. ৯৯০ * ২৪ = ২৩৭৬০ গ. ২৩৭৬০ * ২৪ = ৯৯০ ঘ. ২৪ * ২৩৭৬০ = ৯৯০
০৯। এক. ব্যক্তির দৈনিক. আয় ১৯০ টাকা হলে, এক. সপ্তাহে তার আয় কত?
ক. ১৩৩ টাকা খ. ১৩৩০ টাকা গ. ১৩০৩ টাকা ঘ. ১৩৩০০০ টাকা
১০। একটি টেবিলের মূল্য ৮২৫ টাকা হলে ১০টি টেবিলের মূল্য কত?
ক. ৮২৫০০ খ. ৮৫২০০ গ. ৮৫২০ ঘ. ৮২৫০
১১। ৩০ জন শিক্ষার্থী ১৫ টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা জমা হবে?
ক. ৪৫০০ খ. ৩৫০০ গ. ৪৫০ ঘ. ৩৫০
১২। ৯৯৯ * ৯৯ = ৯৮৯০১, এখানে ৯৯ কে কী বলা হয়?
ক. গুণ্য খ. গুণক গ. গুণফল ঘ. ভাগফল
১৩। সুমি এক. ডজন পেন্সিল কিনতে চায়। প্রত্যেক. পেন্সিলের দাম পেন্সিলের সংখ্যার সমান হলে, মোট কত টাকা লাগবে?
ক. ১২ খ. ১২০ গ. ১৪৪ ঘ. ২৮৮
১৪। এক. ব্যক্তির দৈনিক. আয় ১৫০ টাকা হলে, তার মাসিক. আয় কত?
ক. ৪৫০ টাকা খ. ৪৫০০ টাকা গ. ৪৫৫০ টাকা ঘ. ৮২৫০ টাকা
১৫। একটি সাইকেলের দাম ৯৮৫০ টাকা। এরূপ ১০০টি সাইকেলের দাম কত?
ক. ৯৮৫০০০ টাকা খ. ৯৫৯৬০০ টাকা গ. ৯৫৬৯৫০ টাকা ঘ. ৮৫৬০০০ টাকা
১৬। ৩৫৭ * ২৯ = ১০৩৫৩; এখানে গুণ্য কত?
ক. ২৯ খ. ৩৫৩ গ. ৩৫৭ ঘ. ১০৩৫৩
১৭। ৯৯৯ কে ৯০ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
ক. ৮৯৯১০ খ. ৮৯৯৯০ গ. ৯৯৯০০ ঘ. ৯৯৯১০
১৮। ৩২৭১ * ৪২০ = কত?
ক. ১৩৭৩৮২০ খ. ১৩৭৩৮১০ গ. ১৩৭৩৩২০ ঘ. ১৩৭৩৩১০
১৯। মানিকের কাছে ৫৫২ টাকা আছে। মিজানের কাছে মানিকের ১০ গুণ টাকা আছে। মিজানের কত টাকা আছে?
ক. ৫৫২০০ খ. ৫৫২২ গ. ৫৫২০ ঘ. ৫৫০২
২০। একটি স্কুলে ৫০০ জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেকে ১২০ টাকা চাঁদা দিলে মোট চাঁদার পরিমাণ কত হলো?
ক. ৫০০০০ টাকা খ. ৫৫২০০ টাকা গ. ৬০০০০ টাকা ঘ. ৬৫২০০০ টাকা
২১। ৫৩৮ এবং ২৫ এর গুণফল কোনটি?
ক. ১৩৪৮০ খ. ১৩৪৫০ গ. ১২৪৫০ ঘ. ১৩৪৬০
২২। প্রতি রিমে ৫০০ তা কাগজ থাকলে, ঐরূপ ৩২৫টি রিমে কত তা কাগজ থাকবে?
ক. ১৬২৫০০ খ. ১৬৭৫০০ গ. ১৬২৭০০ ঘ. ১৭২৫০০
২৩। একটি বইয়ে ৪৩৯টি পৃষ্ঠা আছে। ঐরূপ ২০৩টি বইয়ে কয়টি পৃষ্ঠা আছে?
ক. ৮৮২১৭ খ. ৮৯১১৭ গ. ২৭২১৭ ঘ. ৭৯১১৭
২৪। একটি ক্যালকুলেটরের দাম ৭৭০ টাকা। ঐরূপ ১ ডজন ক্যালকুলেটরের দাম কত?
ক. ৯১৪০ খ. ৯৩৪০ গ. ৯১৬০ ঘ. ৯২৪০
২৫। একটি চাউলের গুদামে ৭২৬২টি চালের বস্তা আছে। ঐরূপ ১৭১টি গুদামে কতটি চালের বস্তা আছে?
ক. ১২৪১৮০২ খ. ১২৪১৪০২ গ. ১২৪১২৩২ ঘ. ১২৪০০৩২
২৬। ১০০২ * ৯৯ = কত?
ক. ৯৯১৯৯ খ. ৯৯১৯৮ গ. ৯৮১৯৯ ঘ. ৯০১৯৮
২৭। একটি টেবিলের মূল্য ৫০০ টাকা। এরূপ ২৬১টি টেবিলের মূল্য কত টাকা?
ক. ১০৪৪০০ খ. ১০৫৫০০ গ. ১১৪৪০০ ঘ. ১৩০৫০০
২৮। গুণ্যকে গুণক. দ্বারা গুণ করলে কী পাওয়া যায়?
ক. যোগফল খ. বিয়োগফল গ. গুণফল ঘ. ভাগফল
২৯। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে?
ক. গুণ্য খ. গুণক গ. গুণফল ঘ. ভাগফল
৩০। নিচের কোন সংখ্যা দ্বারা গুণ করা হয়?
ক. গুণ্য খ. গুণক গ. গুণফল ঘ. ভাগফল
৩১। নিচের কোনটি সঠিক. সূত্র?
ক. গুণফল * গুণ্য = গুণক
খ. গুণফল * গুণক. = গুণ্য
গ. ভাজক. * ভাগফল + ভাগশেষ = ভাজ্য
ঘ. গুণ্য * গুণক. = গুণফল
৩২। গুণ করার সময় বড় সংখ্যাটিকে কী ধরা হয়?
ক. গুণ্য খ. গুণক গ. গুণফল ঘ. যোগফল
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
০১। এক. ব্যক্তির দৈনিক. আয় ২৫০ টাকা। তার এক. মাসের আয় বের করতে হলে কী করতে হবে?
উত্তর : ১ দিনের আয়কে ৩০ দ্বারা গুণ করতে হবে।
০২। চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ৯৯ দ্বারা গুণ করলে কত হবে?
উত্তর : ১০০০ * ৯৯ = ৯৯০০০।
০৩। গুণ্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং গুণক. তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে গুণফল কত?
উত্তর : ৯৯৯ * ১০০ = ৯৯৯০০।
০৪। এক. বান্ডিলে ১০০ নোট থাকলে, ৫ টাকার ৫টি বান্ডিলে কত টাকা থাকবে?
উত্তর : (১০০ * ৫ * ৫) = ২৫০০ টাকা।
০৫। একটি সাইকেলের দাম ৪৮৫০ টাকা হলে, ১০টি সাইকেলের দাম কত?
উত্তর : (৪৮৫০ * ১০) = ৪৮৫০০ টাকা।
০৬। ২১৭০ কে ১১০ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
উত্তর : (২১৭০ * ১১০) = ২৩৮৭০০।
০৭। গুণ্য ৬৩৮১ এবং গুণক. ২১৫ হলে, গুণফল কত?
উত্তর : ১৩৭১৯১৫।
০৮। এক. রিমে ৫০০ তা কাগজ থাকে। ৩০০টি রিমে কত তা কাগজ থাকবে?
উত্তর : ১৫০০০০ তা কাগজ।
০৯। একটি গুদামে ৮৩২৬ কেজি চাল আছে। এরূপ ৬০০টি গুদামে কত কেজি চাল আছে?
উত্তর : ৪৯৯৫৬০০ কেজি চাল।
১০। একটি নার্সারিতে ২৫৩৮টি চারাগাছ আছে। এরূপ ৪৮২টি নার্সারিতে কয়টি চারাগাছ আছে?
উত্তর : ১২২৩৩১৬টি চারাগাছ।
১১। একটি বইয়ে ২০৩৮টি পৃষ্ঠা আছে। এরূপ ৪৩৯টি বইয়ে কতটি পৃষ্ঠা আছে?
উত্তর : ৮৯৪৬৮২টি।
১২। গুণফল নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর : গুণ্য * গুণক. = গুণফল।
১৩। গুণ্য কাকে বলে?
উত্তর : যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে।
১৪। গুণক. কাকে বলে?
উত্তর : যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক. বলে।
১৫। গুণফল কাকে বলে?
উত্তর : গুণ করে যা পাওয়া যায় তাকে গুণফল বলে।
১৬। যেকোনো সংখ্যাকে শূন্য (০) দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
উত্তর : গুণফল শূন্য (০) হবে।
কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর
১. একটি সমিতিতে ৩৭৫ জন সদস্য রয়েছে। প্রত্যেক. সদস্য মাসে ৭৫ টাকা করে চাঁদা দেয়।
(ক) মাসে মোট কত টাকা চাঁদা ওঠে? ২
(খ) প্রত্যেক. সদস্য ১০ টাকা কম চাঁদা দিলে মাসে মোট কত টাকা চাঁদা উঠত? ২
(গ) প্রত্যেক. সদস্য ৫০ টাকা বেশি চাঁদা দিলে মাসে মোট চাঁদার পরিমাণ কত হবে? ২
(ঘ) প্রত্যেক. সদস্য মাসে দ্বিগুণ হারে চাঁদা দিলে মাসে মোট চাঁদার পরিমাণ কত হবে? ২
২. গ্রামের স্কুল মেরামতের জন্য ৩০০০০০ টাকা প্রয়োজন। গ্রামে ২৭৫টি পরিবার আছে। প্রত্যেক. পরিবার স্কুল মেরামত বাবদ ৯৯০ টাকা করে জমা দেয়। স্কুলের একটি পুকুর বছরে ৬৫০০ টাকায় লিজ দেওয়া হয়।
(ক) সর্বমোট কত টাকা জমা হবে? ২
(খ) প্রশ্ন (ক) এর গুণটি প্রতীক. ব্যবহার করে সহজ পদ্ধতিতে সমাধান কর। ২
(গ) স্কুলটি মেরামত করতে অতিরিক্ত কত টাকা প্রয়োজন? ২
(ঘ) পুকুর থেকে ৫ বছরে কত টাকা আয় হয়? ২
৩. ৯৯৯ হলো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা।
(ক) সহজ পদ্ধতিতে প্রদত্ত সংখ্যার সাথে ৩৫ এর গুণফল বের কর। ২
(খ) প্রদত্ত সংখ্যার সাথে ২ যোগ. করে যোগফলের সাথে ৪৭ এর গুণফল নির্ণয় কর। (সহজ পদ্ধতিতে) ২
(গ) উল্লিখিত সংখ্যার সাথে ১২ যোগ. করে প্রাপ্ত যোগফলের সাথে ৫৪ এর গুণফল সহজ পদ্ধতিতে বের কর। ২
(ঘ) সহজ পদ্ধতিতে গুণের মাধ্যমে দেখাও যে প্রদত্ত সংখ্যা থেকে ৯ বিয়োগ. করে বিয়োগফলের সাথে ২৪ এর গুণফল ২৩৭৬০। ২
৪. এক. ব্যক্তির দৈনিক. আয় ২৭৫ টাকা হলে [১ মাস = ৩০ দিন ধরে]
(ক) সাপ্তাহিক. আয় কত? ২
(খ) মাসিক. আয় কত? ২
(গ) ৬ মাসের আয় কত? ২
(ঘ) বার্ষিক. আয় কত? ২
৫. একটি গুদামে চাল আছে ৩২৬৭ কেজি। প্রতি কেজি চালের মূল্য ৪২ টাকা।
(ক) ১৪৫টি গুদামে কত কেজি চাল আছে? ২
(খ) একটি গুদামে কত টাকার চাল আছে? ২
(গ) ১১টি গুদামের চাল ধারণ ক্ষমতা নির্ণয় কর। (সহজ পদ্ধতি) ২
(ঘ) যদি ১ কেজি চালের বিক্রয়মূল্য ৪৫ টাকা হয় তবে ১টি গুদামের চাল মোট কত টাকায় বিক্রয় করা যাবে? ২
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
৭. আদনান সাহেব একটি রাইস মিলে কাজ করেন। তিনি দৈনিক. আয় করেন ৩২০ টাকা। তিনি প্রতিদিন ব্যয় করেন ২৭৫ টাকা এবং বাকি টাকা সঞ্চয় করেন।
(ক) আদনান সাহেবের মাসিক. আয় কত? ২
(খ) তিনি প্রতি সপ্তাহে কত টাকা সঞ্চয় করেন? ২
(গ) এক. বছরে তিনি কত টাকা আয় করেন? ২
(ঘ) এক. বছরের তিনি কত টাকা ব্যয় করেন? ২
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।