৫ম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৬ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়টির ৬ষ্ট অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ৬ জলবায়ু ও দুর্যোগ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক
১. তুমি এবং তোমার ছোট বোন ঘরের মধ্যে অবস্থান করছ। সে সময় হঠাৎ গৃহে আগুন লেগে গেল। তোমরা সর্বপ্রথম কোন কাজটি করবে?
ক. ঘর থেকে বের হয়ে যাব
খ. আগুন নেভানোর চেষ্টা করব
গ. অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেব
ঘ. সাহায্যের জন্য প্রতিবেশীদেরকে ডাকব
২. তুমি বিদ্যালয় ভবনের তৃতীয় তলায় বসে আছ। হঠাৎ ভূমিকম্প শুরু হলো। তুমি তখন কী করবে?
ক. নিজ আসনে বসে থাকব
খ. বেঞ্চের নিচে আশ্রয় নেব
গ. শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যাব
ঘ. নিরাপত্তার জন্য প্রার্থনা শুরু করব
৩. কীসের অভাবে খরা হয়?
ক. বাতাস খ. পানি গ. গবাদি পশু ঘ. ফসল
৪. আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গেল তোমার এলাকায় একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে। এক্ষেত্রে তুমি কী করবে?
ক. নিজ ঘরে থাকব
খ. আশ্রয়কেন্দ্রে যাব
গ. প্রতিবেশীদের বাড়িতে যাব
ঘ. আত্মীয়ের বাড়িতে যাব
৫. বাংলাদেশের দক্ষিণাঞ্চল সমুদ্রে তলিয়ে গেলে নিচের কোনটির ওপর প্রভাব পড়বে?
ক. নৌ যোগাযোগ বৃদ্ধি
খ. বহু মানুষ গৃহহীন হবে
গ. লবণ উৎপাদন বাড়বে
ঘ. মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে
৬. গত বর্ষায় রিনাদের গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যায়। এই দুর্যোগের প্রধান কারণ কী ছিল?
ক. টর্নেডো
খ. গাছ কাটা
গ. সাইক্লোন
ঘ. তীব্র বন্যা
৭. জলবায়ু পরিবর্তনের ফলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কত শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে?
ক. ১৮
খ. ২০
গ. ২৫
ঘ. ৩০
৮. ভূমিকম্পের সময় ঘরের কোথায় অবস্থান করা আমাদের জন্য নিরাপদ?
ক. ব্রিজের নিচে
খ. গাছের নিচে
গ. ঘরের কোণে
ঘ. গাড়ির ভিতর
৯. সিলেট বাংলাদেশের সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল। এর কারণ হলো-
ক. প্রচুর গাছপালা
খ. অনেক পাহাড়
গ. অসংখ্য হাওর
ঘ. অজস্র প্রতিত জমি
১০. ইমন জলবায়ু সম্পর্কিত প্রতিবেদন তৈরি করতে চাইলে কত বছরের বেশি সময়ের গড় আবহাওয়া সম্পর্কে জানতে হবে?
ক. ২০-৩০ বছরের
খ. ৩০-৪০ বছরের
গ. ৫০-৬০ বছরের
ঘ. ৪০-৬০ বছরের
১১. গত ১২ই ফেব্রুয়ারি চট্টগ্রামে ৩০ সেকেন্ড স্থায়ী এক কম্পনে হাজারবাগে একটি দোতলা দালানে ফাটল ধরে। এ কম্পনকে কী বলে?
ক. অগ্ন্যুৎপাত
খ. ভূমিকম্প
গ. আকস্মিক পরিবর্তন
ঘ. ধীর পরিবর্তন
১২. বর্তমান হারে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে এর কী প্রভাব পড়বে?
ক. গাছপালা ও প্রাণী ধ্বংস হয়ে যাবে
খ. ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়ে যাবে
গ. পানির স্তর অনেক নিচে নেমে যাবে
ঘ. নিম্নাঞ্চল সমুদ্রে তলিয়ে যাবে
১৩. বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন যে প্রতিনিয়ত সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এর যথার্থ কারণ হিসেবে নিচের কোনটি সঠিক?
ক. বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে
খ. জলধারগুলো ভরাট করা
গ. তাপমাত্রা বেড়ে বরফ গলে যাচ্ছে
ঘ. নদী ভাঙন হওয়া
১৪. তুমি যদি গাছ না লাগিয়ে শুধু গাছ কেটে ফেল, তাহলে কেনটি ঘটবে বলে তুমি মনে কর?
ক. বন্যা
খ. অতিবৃষ্টি
গ. খরা
ঘ. ঘূর্ণিঝড়
১৫. পঞ্চম শ্রেণির ছাত্র আরিয়ানের বাড়ি রংপুর অঞ্চলে। বছরের কোনো এক সময় দেখা গেল চাপকল দিয়ে পানি ওঠানো যাচ্ছে না। কী কারণে পানি ওঠানো যাচ্ছে না?
ক. মাটির আর্দ্রতা বেড়ে যাওয়ায়
খ. ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায়
গ. জলাবদ্ধতা
ঘ. ভগর্ভস্থ পানিতে আর্সেনিক দূূষণ
১৬. রতনদের বাড়ি দিনাজপুর। তাদের এলাকায় মারাত্মক দুর্যোগ কোনটি?
ক. খরা
খ. নদীভাঙন
গ. জলোচ্ছ্বাস
ঘ. ঘূর্ণিঝড়
১৭. অনেক সময় উঁচু রাস্তা বা বাঁধের উপর মাচা বানিয়ে অনেক পরিবার বাস করে কেন?
ক. বন্যার কারণে
খ. খরার কারণে
গ. দুর্ভিক্ষের কারণে
ঘ. মহামারীর কারণে
১৮. ভূমিকম্প অনুভূত হলে তুমি কী করবে?
ক. ঘরে বসে থাকব
খ. গাছের নিচে আশ্রয় নেব
গ. পুরোপুরি শান্ত থাকব
ঘ. ছোটাছুটি করব
১৯. গত বর্ষায় রেহানাদের পুরো গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যায়। এটির কারণ কী?
ক. ঘূর্ণিঝড়
খ. মারাত্মক বন্যা
গ. জলোচ্ছ্বাস
ঘ. গাছপালা কাটা
২০. বিপুল উত্তরাঞ্চলে বাস করে। উত্তরাঞ্চলের জন্য একটি মারাত্মক দুর্যোগ হলোÑ
ক. ভূমিকম্প
খ. খরা
গ. বন্যা
ঘ. নদীভাঙন
২১. তুমি হঠাৎ করে অনুভব করলে ভূমিকম্প হচ্ছে। এক্ষেত্রে তোমার করণীয় কী?
ক. শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিব
খ. ছুটোছুটি করে বাইরে বের হব
গ. আলমারি বা জানালার কাছে দাঁড়াব
ঘ. দালানের নিচে গিয়ে আশ্রয় নিব
২২. ভূমিকম্পের সময় তুমি বিছানায় থাকলে কী করবে?
ক. ওঠে দৌড় দিবে
খ. আলমারির কাছে যেতে হবে
গ. টেবিলের উপরে বসতে হবে
ঘ. বালিশের নিচে মাথা দেবে
২৩. বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এর ফলে বিভিন্ন দুর্যোগ দেখা দিচ্ছে। নিচে কোনটি জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে তুমি মনে কর?
ক. বন-জঙ্গল ধ্বংস করা
খ. জলাধার ভরাট করা
গ. কলকারখানার কালো ধোঁয়া
ঘ. অতিবৃষ্টি বা অনাবৃষ্টি
২৪. প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি হলো নদীভাঙন। বিভিন্ন কারণে নদী ভেঙে যায়। নিচের কোন প্রাকৃতিক কারণে নদী ভাঙে?
ক. ভূমিকম্প
খ. অপরিকল্পিত নদী খনন
গ. বালু উত্তোলন
ঘ. নদীর তীরবর্তী গাছপালা কাটা
২৫. পদ্মা নদীর ভাঙন প্রক্রিয়া তীব্র হতে পারে কোনটির কারণে?
ক. নদী খনন
খ. পানি উত্তোলন
গ. বন্যা
ঘ. নদী তীরবর্তী বৃক্ষ বনায়ন
২৬. পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে পরিচিতি পেয়েছে নিচের কোন দেশ?
ক. ভারত খ. পাকিস্তান গ. চীন ঘ. বাংলাদেশ
২৭. জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ নিচের কোন প্রভাব থেকে মুক্ত থাকছে?
ক. অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে
খ. ভয়াবহ বন্যা আঘাত হানছে
গ. অগ্ন্যুৎপাতের সম্ভাবনা তৈরি থেকে
ঘ. মাটির লবণাক্ততা বেড়ে যাচ্ছে
২৮. বাংলাদেশে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, ভূমিকম্প ইত্যাদি বছরব্যাপী কম বেশি পত্রিকার লিড নিউজে থাকে। এ ঘটনাগুলো একত্রে কী নামে পরিচিত?
ক. দুর্বিপাক
খ. দুর্যোগ
গ. জলবায়ু
ঘ. বিপর্যয়
২৯. বাংলাদেশের উত্তরাঞ্চল অধিক খরাপ্রবণ। এসব অঞ্চলে কেন খরা দেখা দেয়?
ক. ফসলের অভাবে
খ. বাতাসের অভাবে
গ. বৃক্ষরোপণের অভাবে
ঘ. শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতে
৩০. তোমার মতে, নদীভাঙনের মানবসৃষ্ট কারণ কোনটি?
ক. ঘূর্ণিঝড়
খ. ভূমিকম্প
গ. পরিকল্পিত নদী খনন
ঘ. নদী তীরবর্তী গাছপালা কেটে ফেলা
৩১. তোমার মতে, লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে কেন?
ক. খরার কারণে
খ. নদীভাঙনের কারণে
গ. শিক্ষার অভাবে
ঘ. দারিদ্র্যের কারণে
৩২. কেন বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে চিিহ্নত হয়েছে?
ক. প্রকৃতির জন্য
খ. জলবায়ুর পরিবর্তনের জন্য
গ. উষ্ণতা বৃদ্ধির জন্য
ঘ. ভূমিকম্পের জন্য
৩৩. বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। এখানে দুর্যোগে ক্ষয়ক্ষতি হ্রাসের অন্যতম উপায় কী?
ক. গণসচেতনতা বৃদ্ধি
খ. কর্ম-পরিকল্পনা তৈরি
গ. পূর্বপ্রস্তুতি গ্রহণ
ঘ. অধিক হারে বৃক্ষরোপণ
৩৪. বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে দ্রুত নিচের কোনটি দেখা যাচ্ছে না?
ক. তাপমাত্রা বৃদ্ধি
খ. গাছপালা ও প্রাণীর বৃদ্ধি
গ. ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি
ঘ. ভয়াবহ বন্যার পরিমাণ বৃদ্ধি
৩৫. বাংলাদেশে নদীভাঙনের প্রাকৃতিক কারণ কোনটি?
ক. বালু উত্তোলন
খ. বন্যা
গ. নদী খনন
ঘ. ঘূর্ণিঝড়
৩৬. রিমিদের বাড়ি বন্যা কবলিত এলাকা হওয়ায় তার পড়ালেখার খুব ক্ষতি হয়। এটি কোন ধরনের দুর্যোগ?
ক. প্রাকৃতিক
খ. বৈশ্বিক
গ. মানবসৃষ্ট
ঘ. আঞ্চলিক
৩৭. তুমি যদি গাছ না লাগিয়ে শুধু কেটে ফেলো তবে কোনটি ঘটবে?
ক. খরা
খ. নদীভাঙন
গ. বন্যা
ঘ. জলোচ্ছ্বাস
৩৮. তুমি খরাপ্রবণ এলাকা পরিদর্শনে কোন জেলার ক্ষেত্রে প্রাধান্য দিবে?
ক. পাবনা খ. সিরাজগঞ্জ গ. বগুড়া ঘ. জামালপুর
৩৯. বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ কোনটি?
ক. গ্রিন হাউস প্রতিক্রিয়া
খ. উত্তরের বিশাল পর্বতমালা
গ. দেশের ভৌগোলিক অবস্থান
ঘ. দক্ষিণে বঙ্গোপসাগরের উপস্থিতি
৪০. বাংলাদেশের উত্তরাঞ্চল অধিক খরাপ্রবণ। এসব অঞ্চলের খরা দূরীকরণে কী করা উচিত?
ক. বনভূমি কেটে ঘরবাড়ি তৈরি করা
খ. অধিক গাছপালা লাগানো
গ. মাটি উর্বর করা
ঘ. মাটির ক্ষয়রোধ করা
সাধারণ
৪১. কত সালের মধ্যে বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে?
ক. ২০২০ খ. ২০৩০ গ. ২০৪০ ঘ. ২০৫০
৪২. শুষ্ক ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কী হয়?
ক. বন্যা
খ. খরা
গ. নদীভাঙন
ঘ. ভূমিকম্প
৪৩. বাংলাদেশের শতকরা কত ভাগ এলাকায় বিভিন্ন ধরনের দুর্যোগ ঘটে।
ক. প্রায় ৫৬ ভাগ
খ. প্রায় ৬০ ভাগ
গ. প্রায় ৬৪ ভাগ
ঘ. প্রায় ৬৮ ভাগ
৪৪. বিনা কারণে বন্য প্রাণী হত্যা করলে নিচের কোনটি ঘটতে পারে?
ক. জলবায়ুর পরিবর্তন
খ. প্রাকৃতিক দূষণ
গ. প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট
ঘ. পৃথিবীর বিলুপ্ত
৪৫. প্রতি বছর বাংলাদেশ কেন দুর্যোগের সম্মুখীন হচ্ছে?
ক. জনসংখ্যা বৃদ্ধির জন্য
খ. রাসায়নিক সার ও কীটনাশকের জন্য
গ. সেতু নির্মাণের জন্য
ঘ. জলবায়ু পরিবর্তনের জন্য
৪৬. কীভাবে ভূমিকম্পের ক্ষতি কমানো যায়?
ক. অধিক হারে বৃক্ষরোপণ করে
খ. জনসংখ্যা নিয়ন্ত্রণ করে
গ. পরিবেশ দূষণ রোধের মাধ্যমে
ঘ. ভূমিকম্প সহনশীল ঘর নির্মাণ করে
৪৭. কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়?
ক. বন্যা
খ. খরা
গ. হাম
ঘ. সিডর
৪৮. নদীভাঙন মারাত্মক রূপ ধারণ করে কখন?
ক. বন্যার সময়
খ. খরার সময়
গ. ঘূর্ণিঝড়ের সময়
ঘ. জলোচ্ছ্বাসের সময়
৪৯. কলকারখানার বর্জ্য পানিতে মিশলে কোনটি ঘটবে?
ক. পলির সৃষ্টি
খ. মৎস্য উৎপাদন বৃদ্ধি
গ. পানিদূষণ
ঘ. নদী ভরাট
৫০. আইলা, সিডর ও ঘূর্ণিঝড় হচ্ছেÑ
ক. নদী
খ. দুর্যোগ
গ. ভূমিকম্প
ঘ. জলবায়ু
আরো পড়ুনঃ
-
- ৫ম শ্রেণি | বাংলা | প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ঘাসফুল কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ভাবুক ছেলেটি গল্প প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | অবাক জলপান নাটকটির প্রশ্ন উত্তর | PDF
৫১. দুর্যোগের পূর্বাভাস জানাতে কোনটি ব্যবহৃত হয় না?
ক. টেলিভিশন
খ. রেডিও
গ. টেপ রেকর্ডার
ঘ. মাইক
৫২. জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা কে রাখে?
ক. গাছপালা
খ. মানুষ
গ. ভূমিকম্প
ঘ. পশুপাখি
৫৩. বাংলাদেশ নিচের কোন দুর্যোগের ঝুঁকির মধ্যে নেই?
ক. ঘূর্ণিঝড়
খ. জলোচ্ছ্বাস
গ. অগ্ন্যুৎপাত
ঘ. নদীভাঙন
৫৪. কলকারখানা, যানবাহনের ধোঁয়া, নদী ধ্বংস হয়ে যাওয়া এসবের জন্য কী হচ্ছে?
ক. বায়ুদূষণ
খ. পানিদূষণ
গ. শব্দ দূষণ
ঘ. জলবায়ুর পরিবর্তন
৫৫. কীসের পরিবর্তনের ফলে পৃথিবীতে বিভিন্ন দুর্যোগের সৃষ্টি হচ্ছে?
ক. তাপমাত্রার
খ. আবহাওয়ার
গ. জীবনযাত্রার
ঘ. জলবায়ুর
৫৬. মানুষ সচেতন ও সতর্ক থাকলে কী থেকে আত্মরক্ষা করতে পারে?
ক. প্রাকৃতিক দুর্যোগ
খ. যানবাহন
গ. হিংস্র প্রাণী
ঘ. মৃত্যু
৫৭. কত বছরের বেশি আবহাওয়ার গড়কে জলবায়ু বলে?
ক. ২০ বছরের
খ. ২৫ বছরের
গ. ৩০ বছরের
ঘ. ১০ বছরের
৫৮. বাংলাদেশের অধিক খরাপ্রবণ অঞ্চল কোনটি?
ক. পূর্ব অঞ্চল
খ. পশ্চিম অঞ্চল
গ. দক্ষিণ অঞ্চল
ঘ. উত্তর অঞ্চল
৫৯. বাংলাদেশ নিচের কোন দুর্যোগ ঝুঁকির মধ্যে নেই?
ক. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
খ. অতিবৃষ্টি ও অনাবৃষ্টি
গ. অগ্ন্যুৎপাত ও টর্নেডো
ঘ. নদীভাঙন ও ভূমিকম্প
৬০. বড় ধরনের ভূমিকম্পের দ্বিতীয় ঝুঁকি কী?
ক. বন্যা খ. খরা গ. নদীভাঙন ঘ. ঝড়
৬১. কোথায় প্রায়ই মৃদু ও মাঝারি ভূমিকম্প হচ্ছে?
ক. ভারতে
খ. শ্রীলঙ্কায়
গ. বাংলাদেশে
ঘ. পাকিস্তানে
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।