৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়, আমাদের সংস্কৃতি প্রশ্নোত্তর ২০২৪ ।। প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । ৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২৪, আমাদের সংস্কৃতি প্রশ্নোত্তর ২০২৪ প্রশ্নোত্তর সহ তৃতীয় শ্রেণির সকল বিষয় এর উপর প্রশ্ন উত্তর, সর্ট প্রশ্ন উত্তর, সাজেশন, এমসিকিউ, বোর্ড প্রশ্ন উত্তর রচনামুলক প্রশ্ন উত্তর শিক্ষার্থীদের জন্য জাগোরিক এ নিয়মিত আপডেট করে থাকি।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর ৩য় শ্রেণি এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়-৫: আমাদের সংস্কৃতি
১-আমাদের ভাষা, খাবার ও পোশাক
প্রারম্ভিক অনুশীলন
১. কোন ভাষায় কথা বলা হয়েছে?
উত্তর: বাংলা ভাষায় কথা বলা হয়েছে।
২. খাবারের নামগুলো লিখি।
উত্তর: মিষ্টি, জিলাপি, ভাপা পিঠা, ইলিশ মাছ, ভাত, ডাল, মাংস ও সবজি।
৩. পুরুষের পোশাকের নাম লিখি।
উত্তর: লুঙ্গি, পাঞ্জাবি, ধুতি, কোর্তা-ফতুয়া, শার্ট, প্যান্ট ইত্যাদি।
৪. নারীদের পোশাকের নাম লিখি।
উত্তর: শাড়ি, ওরনা, কামিজ, বোরকা ইত্যাদি।
ক) অনুচ্ছেদে উল্লেখিত সংস্কৃতির উপাদানগুলো খুঁজে নিচের বক্সে তা লিখি-
[এখানে ছবি হবে]
৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়, আমাদের সংস্কৃতি প্রশ্নোত্তর ২০২৪
- আরো পড়ুন: ৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২৪, আমাদের জাতির পিতা প্রশ্নোত্তর
- আরো পড়ুন: ৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়, আমাদের সংস্কৃতি প্রশ্নোত্তর ২০২৪
- আরো পড়ুন: ৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২৪, আমাদের ইতিহাস প্রশ্নোত্তর
খ) পরিবারে আমরা কী কী ধরনের পোশাক পরি ও খাবার খাই, তার তালিকা করি-
পোশাক খাবার
শাড়ি, ব্লাউজ ভাত, মাছ, ডাল
লুঙ্গি, গেঞ্জি মাংস
শার্ট, প্যান্ট সবজি
পাঞ্জাবি, পাজামা দুধ-ডিম
কামিজ, পাজামা মিষ্টি-ফলমূল
গ) শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাই-
বাংলা ভাষা নাপ্পি পোশাক সম্পর্কিত
১. যোগাযোগে ব্যাবহৃত সাংস্কৃতিক উপাদান ভাষা।
২. বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম বাংলা।
৩. বাংলাদেশের ক্ষু নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার নাপ্পি।
৪. শাড়ি ও পাঞ্জাবি পোশাক সম্পর্কিত সাংস্কৃতিক উপাদান।
ঘ) আমি বিবাহ, জন্মদিন, ধর্মীয় ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। সেগুলোতে লোকজন কী কী পোশাক পরে এসেছিল এবং কী কী খাবার পরিবেশন করা হয়েছিল, তার একটি তালিকা তৈরি করি-
লোকজনের পরিধেয় পোশাকের নাম পরিবেশিত খাবারের নাম
শাড়ি, পাঞ্জাবি পোলাও, মাংস, মিষ্টি
শার্ট, প্যান্ট, কামিজ, ওরনা কেক, বিস্কুট, সেমাই
পাঞ্জাবি জিলাপি, খিচড়ি, বিরিয়ানি
২-আমাদের সংগীত, নৃত্য ও উৎসব অনুষ্ঠান
প্রারম্ভিক অনুশীলন
১. কী করছে? (ছবি-১)
উত্তর: একতারা বাজাচ্ছে।
২. কী করছে? (ছবি-২)
উত্তর: নৃত্য পরিবেশন করছে।
৩. কী অনুষ্ঠানের ছবি? (ছবি-৩)
উত্তর: বর্ষবরণের দিন মঙ্গল শোভাযাত্রার ছবি।
৪. কী অনুষ্ঠানের ছবি? (ছবি-৪)
উত্তর: বৈশাখি মেলার ছবি।
ক) অনুচ্ছেদ পড়ে যেসব সংগীত, নৃত্য ও উৎসবের নাম জেনেছি তার তালিকা করি-
সংগীত নৃত্য উৎসব
বাউল,
জারি-সারি,
ভাটিয়ালি,
পল্লিগীতি,
ভাওয়াইয়া,
নজরুল গীতি,
রবীন্দ্র সংগীত,
আধুনিক গান,
লালনগীতি। লোকনৃত্য,
সৃজনশীল নৃত্য,
শাস্ত্রীয় নৃত্য,
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব নৃত্য। বাংলা নববর্ষ,
নবান্ন,
ঈদ-উল ফিতর,
ঈদ-উল আযহা,
দুর্গাপূজা,
স্বরস্বতী পূজা,
বুদ্ধপূর্ণিমা,
বড়দিন।
খ) শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাই
বাংলা নববর্ষ বুদ্ধপূর্ণিমা লালনগীতি লোকনৃত্য
১. ফকির লালন শাহ লালনগীতি গাইতেন।
২. একটি জনগোষ্ঠীর জীবনঘনিষ্ঠ নৃত হচ্ছে লোকনৃত্য।
৩. বাংলাদেশের প্রধান সামজিক উৎসব হচ্ছে বাংলা নববর্ষ।
৪. গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে পালন করা হয় বুদ্ধপূর্ণিমা।
গ) বাম পাশের শব্দ/বাক্যাংশের সাথে মিল রেখে ডান পাশের উপযুক্ত শব্দ/বাক্যাংশ দাগ টেনে মিল করি।
[এখানে ছবি হবে]
ঘ
) মনে করি, আমি পহেলা বৈশাখ বা অন্য কোনো একটি উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। অনুষ্ঠানে আমি কী কী দেখেছিঠ বা কী কী কাজ করেছি, তার একটি তালিকা তৈরি করি-
[এখানে ছবি হবে]
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।