হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ৩৯-৪০ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৩৯. আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১. মুন লিমিটেড-এর ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিরূপ:
মুন লিমিটেড
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৬
বিবরণ টাকা বিবরণ টাকা
মজুদ পণ্য (১.১.১৬) ১৮,০০০ শৈয়ার মƒলধন (পণ্ঠতি শৈয়ার
পণ্য ক্রয় ৬০,০০০ ১০. টাকা কএর ১০,০০০ শৈয়ার) ১,০০,০০০
আন্তঃফেরত ১০,০০০ শেয়ার অধিহার ১০,০০০
মজুরি ৬,০০০ পণ্য বিক্রয় ১,২০,০০০
বেতন ১২,০০০ প্রদেয় হিসাব ১২,০০০
বিজ্ঞাপন ১৪,০০০ সাধারণ সঞ্চিতি ১০,০০০
আয়কর ৪,০০০ বহিঃফেরত ৫,০০০
ব্যাংকে জমা ১২,০০০
প্রাপ্য হিসাব ২০,০০০
বিনিয়োগ ২০,০০০
আসবাবপত্র ৫,০০০
যন্ত্রপাতি ৫০,০০০
ইজারা সজ্ঞক্সদ (১০. বছএরর জনঞ্ঝ) ২০,০০০
সুনাম ৬,০০০
২,৫৭,০০০ ২,৫৭,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ৩২,০০০ টাকায় মূল্যায়ন করা হয়েছে, যার বাজারমূল্য ৪০,০০০ টাকা। ২. বিনামূল্যে ২,০০০ টাকা মূল্যের পণ্য বিতরণ যা হিসাব বইতে লেখা হয়নি। মোট বিজ্ঞাপন খরচ ৪টি হিসাব বছরে অবলোপন করতে হবে। ৩. মজুরি বকেয়া রয়েছে ৪,০০০ টাকা। ৪. সুনামের সম্পূর্ণ অংশ শেয়ার অধিহার দ্বারা অবলোপন করতে হবে। ৫. যন্ত্রপাতির ওপর ৫% এবং আসবাবপত্রের ওপর ১০% অবচয় ধার্য করতে হবে।
ক. চলতি বছরে বিজ্ঞাপন বাবদ খরচের পরিমাণ নির্ণয় করো। ২
খ. কোম্পানির মোট মুনাফা ৬১,০০০ টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো। ৪
গ. উপর্যুক্ত তথ্যের আলোকে ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে কোম্পানির মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। ৪
২. স্টার কোম্পানি লি.-এর বই হতে নিæবর্ণিত রেওয়ামিলটি নেয়া হয়েছে :
স্টার কোম্পানি লিমিটেড
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৬
বিবরণ টাকা বিবরণ টাকা
সুনাম ১,২০,০০০ শৈয়ার মƒলধন (পণ্ঠতি শৈয়ার
ভৃমি ও দালান ১,৫০,০০০ ১০. টাকা হিসাএব) ৩,০০,০০০
কলকষ্ঠা ১,৬০,০০০ ১০% ঋণপষ্ণ (০১.০৪.১৬) ৬০,০০০
পণ্ঠাপঞ্ঝ হিসাব ৭৫,০০০ সম্ফিতি তহবিল ৫০,০০০
বঞ্ঝাংক জমার উ্রঙ্কল্ফে ৬০,০০০ সংরপ্টিত আয় (০১.০১.১৬) ২০,০০০
আয়কর ১০,০০০ পণ্ঠএদয় হিসাব ৫০,০০০
অ¯¦বট্টতীট্টকালীন লভঞ্ঝাংশ ৫,০০০ বিকত্থয় ৩,৮৬,০০০
আ¯¦ঃএফরত ১০,০০০
কত্থয় ২,২৫,০০০
পণ্ঠারজ্ঞি¿ক মজুদ পণঞ্ঝ ২৬,০০০
পরিচালন বঞ্ঝয় ২৫,০০০
৮,৬৬,০০০ ৮,৬৬,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ৭৫,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে। ২. অলিখিত বিক্রয় ৪,০০০ টাকা এবং মুনাফাবিহীন বিক্রয় ১৬,০০০ টাকা। ৩. নিট লাভের ১৪,৫০০ টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। ৪. শেয়ার মূলধনের ১০% চ‚ড়ান্ত লভ্যাংশ ঘোষণা করতে হবে। ৫. নিট মুনাফার ৫% শ্রমিকদের মুনাফা অংশীদারিত্ব তহবিলে স্থানান্তর করো।
ক. নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ১,৭৪,৫০০ টাকা নিট মুনাফা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণীর দায় ও মালিকানা স্বত্ব পার্শ্ব ছক আকারে প্রদর্শন করো (গণনা কার্যসহ)। ৪
খ বিভাগ
৩. জসিম, আমিন ও সাদি একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ বা ক্ষতি ৩. ঃ ২. ঃ ১. অনুপাতে বণ্টন করে নেয়। ২০১৬. সালের ১. জানুয়ারি তারিখে জসিম ১,০০,০০০ টাকা, আমিন ৮০,০০০ টাকা ও সাদি ৬০,০০০ টাকা মূলধন আনয়ন করেন। অংশীদারদের চুক্তি অনুসারে− ১. অংশীদারদের মূলধন ও উত্তোলনের ওপর যথাক্রমে ১০% ও ৫% হারে সুদ ধরতে হবে।
২. সাদি ব্যবসায়ে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে ১,০০০ টাকা করে বেতন পাবেন। অংশীদারগণ বছরের মাঝামাঝি সময়ে নগদ উত্তোলন করেন, যা যথাক্রমে জসিম ১০,০০০ টাকা, আমিন ১৫,০০০ টাকা এবং সাদি ৮,০০০ টাকা। নগদ উত্তোলন ছাড়াও সাদি ১,৫০০ টাকার পণ্য উত্তোলন করেন। জসিম ০১-১০-২০১৬. তারিখে ২০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেন।
উপর্যুক্ত সমন্বয়গুলো বিবেচনার পূর্বে ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে মুনাফার পরিমাণ ৬৯,৩৫০ টাকা। আমিন ও সাদি জসিমকে যৌথভাবে নিশ্চয়তা প্রদান করে যে, জসিমের বণ্টনযোগ্য মুনাফা ২১,০০০ টাকার কম হবে না।
ক. অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করো। ২
খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করো। ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। ৪
৪. ফারহান লিমিটেডের ২০১৬. সালের উৎপাদন সংক্রান্ত তথ্য নিæরূপ :
বিবরণ টাকা
কাঁচামালের ব্যবহার ৩৪,০০০
প্রারম্ভিক চলতি কার্য ৫,২০০
সমাপনী চলতি কার্য ৬,৫০০
তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ ১৩,৫০০
তৈরি পণ্যের সমাপনী মজুদ ৮,৫০০
প্রত্যক্ষ মজুরি (১৪,০০০ শ্রম ঘণ্টা প্রতি ঘণ্টা ২. টাকা হারে)
কারখানা ম্যানেজারের বেতন ৭,২০০
কারখানা সরবরাহ ৪,২০০
পরোক্ষ মজুরি ৯,০০০
বিবিধ কারখানা ব্যয় ৭,০০০
প্রশাসনিক খরচ ১৫,০০০
বিক্রয় খরচ ১০,০০০
মুনাফা (বিক্রয়ের ওপর ২০%)
ক. মুখ্য ব্যয় নির্ণয় করো। ২
খ. মুখ্য ব্যয় ৬০,০০০ টাকা ধরে কারখানা ব্যয় ও বিক্রীত দ্রব্যের ব্যয় নির্ণয় করো। ৪
গ. বিক্রীত দ্রব্যের ব্যয় ৩,২৫,০০০ টাকা ধরে আয় বিবরণী প্রস্তুত করো। ৪
৫. ঢাকা ক্লাবের ২০১৬. সালের ৩০ জুন তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রদান হিসাব এবং অন্যান্য তথ্য নিæে দেয়া হলো :
প্রাপ্তি-প্রদান হিসাব
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
উদ্বৃত্ত (০১-০৭-১৫) ৮,৫৩০ ভাড়া ১৭,৮০০
চাঁদা ৩০,০০০ মনিহারি ২,৫৩০
প্রবেশ ফি ৫০০ বিদ্যুৎ খরচ ৫৭০
সরকারি অনুদান ১০,০০০ পাওনাদার পরিশোধ ১,৫০০
১০% ঋণ ঋণের সুদ প্রদান ৮০০
(১-৯-২০১৫. গৃহীত) ১২,০০০ খেলার সামগ্রী ক্রয় ১৪,০০০
পুরাতন সাময়িকী বিক্রয় ৪৭০ বই ক্রয় ১৫,৫০০
আসবাবপত্র বিক্রয় ৮,০০০ আপ্যায়ন খরচ ১,৬১০
উদ্বৃত্ত (৩০-০৬-১৬) ১৫,১৯০
৬৯,৫০০ ৬৯,৫০০
অন্যান্য তথ্য: ১. ২০১৬. সালের ১. জুলাই তারিখে সম্পদসমূহ নিæরূপ- আসবাবপত্র ৩০,০০০ টাকা, বই ৪০,০০০ টাকা, অনাদায়ী চাঁদা ২,০০০ টাকা। ২. বিগত বছরের ভাড়া ৩০০ টাকা এ বছর পরিশোধ করা হয়েছে, পক্ষান্তরে চলতি বছরের ভাড়া ৫০০ টাকা এখনো অপরিশোধিত রয়েছে। ৩. চলতি বছরের চাঁদা অনাদায়ী রয়েছে ৩,০০০ টাকা, পক্ষান্তরে পরবর্তী বছরের চাঁদা অগ্রিম পাওয়া গেছে ১,৫০০ টাকা। ৪. বিক্রিত আসবাবপত্রের ক্রয়মূল্য ১০,০০০ টাকা। আসবাবপত্রের সমাপনী উদ্বৃত্তের ওপর ১০% অবচয় ধরতে হবে।
ক. প্রারম্ভিক মূলধন তহবিলের পরিমাণ নিরূপণ করো। ২
খ. ২০১৬. সালের ৩০ জুন সমাপ্ত বছরের একটি আয়-ব্যয় হিসাব প্রস্তুত করো। ৪
গ. উক্ত তারিখে ক্লাবের একটি উদ্বৃত্তপত্র প্রস্তুত করো। ৪
৬. নাহিদা লিমিটেড প্রতিটি ৩০ টাকা মূল্যের ৩০,০০০ শেয়ারে বিভক্ত ৯,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। কোম্পানির ৯০% শেয়ারে ১০% অধিহারে বাজারে বিক্রি করার জন্য বিবরণপত্র ইস্যু করে। ২৮,০০০ শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া গেল। ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেয়া হলো। আরও ৫০০ শেয়ার ১০% অধিহারে ইস্যুর বিনিময়ে একটি কম্পিউটার ক্রয় করা হলো।
ক. সংরক্ষিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। ৪
গ. কোম্পানি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৭. ঢণত লি.
আর্থিক অবস্থার বিবরণী
৩১. ডিসেম্বর
বিবরণ ২০১৫. (টাকা) ২০১৬. (টাকা)
সম্পদসমূহ :
হাতে নগদ ১০,০০০ ২১,০০০
প্রাপ্য হিসাব ২০,০০০ ৩০,০০০
মজুদ পণ্য ৩০,০০০ ২৬,০০০
যন্ত্রপাতি ৫০,০০০ ৭০,০০০
অবচয় সঞ্চিতি যন্ত্রপাতি (৫,০০০) (১০,০০০)
১,০৫,০০০ ১,৩৭,০০০
দায় ও মালিকানা স্বত্ব :
প্রদেয় হিসাব ১৫,০০০ ৯,০০০
বকেয়া খরচ – ২,০০০
সাধারণ শেয়ার মূলধন (প্রতিটি ১০. টাকা) ৬০,০০০ ৯০,০০০
রক্ষিত আয় ৩০,০০০ ৩৬,০০০
১,০৫,০০০ ১,৩৭,০০০
অন্যান্য তথ্য : ১. ২০১৬. সালে নিট মুনাফা হয় ১০,০০০ টাকা। ২. নগদে যন্ত্রপাতি ক্রয় ২০,০০০ টাকা। ৩. নগদ লভ্যাংশ প্রদান ৪,০০০ টাকা। ৪. প্রতিটি ১০. টাকা মূল্যের ৩০,০০০ টাকার সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে।
ক. বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। ২
খ. অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. প্রত্যক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। ৪
৮. ২০১৬. সালের ডিসেম্বর মাসের বেতন সংক্রান্ত তথ্য নিয়ে দেয়া হলো :
বিবরণ রফিক (টাকা) শফিক (টাকা)
মূল বেতন ৭,০০০ ৯,০০০
মহার্ঘ ভাতা ২০% ২০%
বাসস্থান ভাতা ৫০% ৫০%
যাতায়াত ভাতা (মাসিক) ৬০০ ৫০০
ওভারটাইম (ঘণ্টা প্রতি ৫২. টাকা) ২৪. ঘণ্টা ১৭. ঘণ্টা
ভবিষ্যৎ তহবিল কর্তন ১০% ১০%
সামাজিক নিরাপত্তা তহবিলে কর্তন ৩% ৩%
অগ্রিম বেতন কর্তন – ৪৫০
স্বাভাবিক কর্মঘণ্টা ২০০ ২০০
ক. ওভারটাইম ভাতার পরিমাণ নির্ণয় করো। ২
খ. রফিক ও শফিক-এর মোট বেতন নির্ণয় করো। ৪
গ. রফিক ও শফিক-এর নিট বেতনের পরিমাণ নির্ণয় করো। প্রয়োজনীয় জাবেদা দাও। ৪
৯. জি.এস. কোম্পানি সংক্রান্ত তথ্য নিæরূপ :
প্রতিটি কলমের বিক্রয়মূল্য ২০.০০ টাকা।
প্রতিটি কলমের পরিবর্তনশীল ব্যয় :
কাঁচামাল ৪.০০ টাকা
মজুরি ১.৬০ টাকা
কারখানা উপরিব্যয় ০.৪০ টাকা।
বিক্রয় উপরিব্যয় ২.০০ টাকা।
বার্ষিক স্থির ব্যয় ৯৬,০০০ টাকা।
ক. একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো। ২
খ. সমচ্ছেদ বিন্দুতে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. কোম্পানি বছরে ৩০,০০০ একক কলম বিক্রয় করে থাকলে নিরাপত্তা প্রান্ত টাকায় নিরূপণ করো। ৪
১০. ২০১৬. সালের ৩১. ডিসেম্বর বর্ণ কোং লি.-এর উদ্বৃত্তপত্র ও অন্যান্য তথ্য নিæে প্রদত্ত হলো :
মালিকানা ও দায়সমƒহ টাকা সজ্ঞক্সদসমƒহ টাকা
শৈয়ার মƒলধন ১০,০০,০০০ ভৃমি ও দালানএকাঠা ৬,০০,০০০
সম্ফিতি তহবিল ১,০০,০০০ কলকষ্ঠা ৪,০০,০০০
সংরপ্টিত আয় ৫০,০০০ আসবাবপষ্ণ ১,০০,০০০
৫% ঋণপষ্ণ ২,০০,০০০ মজুদ পণঞ্ঝ ১,৪০,০০০
বিবিধ পাওনাদার ৪০,০০০ বিবিধ দৈনাদার ১,০০,০০০
পণ্ঠএদয় বিল ৮,০০০ হাএত নগদ ৫০,০০০
বএকয়া খরচ ২,০০০ শৈয়ার অবহার ১০,০০০
১৪,০০,০০০ ১৪,০০,০০০
অন্যান্য তথ্য : করবাদ নিট লাভ ১,০০,০০০ টাকা, মোট লাভ ১,৬০,০০০ টাকা এবং বিক্রয় ৮,০০,০০০ টাকা।
ক. মোট লাভ অনুপাত নির্ণয় করো। ২
খ. চলতি অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। ৪
গ. দায়-মালিকানা অনুপাত নির্ণয় করো ও মন্তব্য করো। ৪
১১. ২০১৬. সালের জানুয়ারি মাসের নিæের তথ্যগুলো রহমান ট্রেডার্সের হিসাব বই হতে সংগ্রহ করা হয়েছে :
২০১৬
জানু. ১ প্রারম্ভিক উদ্বৃত্ত ৬০০ কেজি ১০. টাকা দরে।
” ৫ ক্রয় ৫০০ কেজি ১২. টাকা দরে।
” ১০ ইস্যু ৭০০ কেজি।
” ২০ ক্রয় ৪০০ কেজি ১৩. টাকা দরে।
” ২৭ ইস্যু ৬০০ কেজি।
” ৩০ পরিবহনে বিনষ্ট ২০ কেজি (২০ তারিখে ক্রয়কৃত)।
ক. ২০১৬. সালের জানুয়ারি মাসে মোট প্রাপ্তির পরিমাণ কত (কেজি ও টাকায়)? ২
খ. আগে আসলে আগে যাবে (ঋওঋঙ) পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
গ. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো।
৪০. ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মোমেনশাহী বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১. নেত্র কোম্পানি লিমিটেড-এর রেওয়ামিল নিচে দেওয়া হলো:
রেওয়ামিল
ডেবিট ৩১. ডিসেম্বর ২০১৫. তারিখের ক্রেডিট
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
বিবরণ ডেবিট টাকা বিবরণ ক্রেডিট টাকা
অফিস সাপ্লাইজ ২৫,০০০ শেয়ার মূলধন (৫০০০ শেয়ার প্রতিটি ১০. টাকা)
অগ্রিম বিমা ১৪,০০০
বেতন ১২,০০০ ৫০,০০০
অফিস যন্ত্রপাতি ৮০,০০০ প্রদেয় মজুরি ১২,০০০
লভ্যাংশ ৪,০০০ পুঞ্জীভ‚ত অবচয় ৮,০০০
সুনাম ২০,০০০ সেবা আয় ৭২,০০০
বিজ্ঞাপন ১৭,০০০ অনুপার্জিত সেবা আয় ৬,০০০
কমিশন ৪,০০০
রক্ষিত আয় ২০,০০০
১,৭২,০০০ ১,৭২,০০০
সমন্বয়সমূহ: র. সাপ্লাইজ ব্যয় ১৬,০০০ টাকা এবং অগ্রিম প্রদত্ত বিজ্ঞাপন ৮,০০০ টাকা। রর. অনুপার্জিত সেবা আয় উপার্জিত হয়েছে ৩,০০০ টাকা। ররর. লভ্যাংশ ঘোষণা করা হয়েছে ১০%। রা. নিট আয়ের ২০% সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। া. অফিস যন্ত্রপাতির অবচয় ধার্য করতে হবে ৮,০০০ টাকা।
ক. অব্যবহৃত সাপ্লাইজ ও বিজ্ঞাপন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
২. জান্নাত কোম্পানি লি. প্রতিটি ১০. টাকা মূল্যের ৪০,০০০ শেয়ারে বিভক্ত মোট ৪,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। ২০১৬. সালের ৩১. ডিসেম্বর কোম্পানির রেওয়ামিল নিæরূপ:
রেওয়ামিল
ডেবিট ৩১. ডিসেম্বর ২০১৬. তারিখের ক্রেডিট
বিবরণ ডেবিট টাকা বিবরণ ক্রেডিট টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য ৫০,০০০ শেয়ার মূলধন (২০,০০০ শেয়ার)
পণ্য ক্রয় ২,৯০,০০০ ২,০০,০০০
মজুরি ৪৮,০০০ ১০% ঋণপত্র ১,০০,০০০
বেতন (১০. মাস) ৪০,০০০ প্রদেয় হিসাব ৪০,০০০
ভাড়া ৪৫,০০০ পণ্য বিক্রয় ৫,০০,০০০
অনাদায়ী পাওনা ৩,০০০ শিক্ষানবিশ সেলামি ১৮,০০০
প্রাপ্য হিসাব ৮০,০০০ অনাদায়ী পাওনা সঞ্চিতি ৪,০০০
আয়কর ৩৮,০০০ সঞ্চিতি তহবিল ৮০,০০০
ব্যাংক জমার উদ্বৃত্ত ৬৫,০০০ রক্ষিত আয় ১,৮০,০০০
অন্তবর্তীকালীন লভ্যাংশ ৬০,০০০
ঋণপত্রের অবহার ৩০,০০০
৮% বিনিয়োগ ২,৮৮,০০০
সুনাম ৩০,০০০
আসবাবপত্র ৫৫,০০০
১১,২২,০০০ ১১,২২,০০০
সমন্বয়সমূহ: র. সমাপনী মজুদ পণ্য ২,৫০,০০০ টাকার মূল্যায়ন হয়েছে। রর. সুনামের ১/৫. অংশ অবলোপন করো এবং আসবাবপত্রের ওপর ৭% অবচয় ধার্য করো। ররর. প্রাপ্য হিসাবের ৪,০০০ টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। রা. শেয়ার মূলধনের ১০% লভ্যাংশ ঘোষণা করতে হবে। সঞ্চিতি তহবিল ১,০০,০০০ টাকায় উন্নীত করতে হবে এবং ৩০,০০০ টাকা দ্বারা একটি পেনশন তহবিল তৈরি করতে হবে।
ক. নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। ২
খ. নিট লাভ ২,৮৩,৩৯০ হলে উক্ত বছরের ৩১. ডিসেম্বর তারিখে রক্ষিত আয় বিবরণী তৈরি করো। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন ও দায়ের পরিমাণ কত? ৪
খ বিভাগ
৩. ২০১৬. সালের ৩১. ডিসেম্বর সোনালী ক্লাব-এর প্রাপ্তি ও প্রদান হিসাব নিæরূপ:
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
হাএত নগদ (০১/০১/২০১৬) ২,০০০ বেতন ১৫,০০০
চাঁদা ৩০,০০০ পুস্তক ক্রয় ৫,০০০
বিনিয়োগের সুদ ২,০০০ বিনিয়োগ ১৫,০০০
প্রবেশ ফি ৪,০০০ বিদ্যুৎ বিল ১০,০০০
অনুদান ১০,০০০ খেলাধুলার সরঞ্জাম ক্রয় ১,৫০০
টেনিস প্রতিযোগিতার টিকেট বিক্রয় টৈনিস পণ্ঠতিএযাগিতার খরচ ৯,০০০
১৭,০০০ খেলাধুলার ব্যয় ৩,০০০
হাএত নগদ (৩১-১২-১৬) ৬,৫০০
৬৫,০০০ ৬৫,০০০
অন্যান্য তথ্যাবলি: র. বেতন বাবদ প্রদত্ত অর্থের ৪০০ টাকা ২০১৫. সালের। পক্ষান্তরে ২০১৬. সালের বেতন ৫০০ টাকা বকেয়া রয়েছে। রর. প্রাপ্ত চাঁদার ৭০০ টাকা ২০১৫. সালের এবং ৫০০ টাকা ২০১৭. সালের কিন্তু ২০১৬. সালের চাঁদা ৮০০ টাকা পাওনা হয়েছে। ররর. ২০১৬. সালের ১. জানুয়ারি ক্লাবের সম্পত্তি ছিল: ১৫% বিনিয়োগ ১৫,০০০ টাকা, আসবাবপত্র ৫,০০০ টাকা, খেলাধুলার সরঞ্জাম ৬,০০০ টাকা এবং পুস্তক ৭,০০০ টাকা। রা. আসবাবপত্র, পুস্তক ও খেলাধুলার সরঞ্জামের উপর ১০% অবচয় ধার্য করতে হবে।
ক. চলতি বছরের চাঁদার পরিমাণ নির্ণয় করো। ২
খ. আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. প্রারম্ভিক মূলধন ৩৫,৭০০ টাকা ধরে উপর্যুক্ত তথ্য হতে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। ৪
৪. মলি, কাকলী ও শেফালি একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তাদের লাভ-লোকসান বণ্টন অনুপাত ছিল ২. ঃ ২. ঃ ১। ২০১৬. সালের ১. জানুয়ারি তাদের মূলধন ছিল যথাক্রমে ৪,০০,০০০ টাকা, ৩,০০,০০০ টাকা এবং ২,০০,০০০ টাকা। চুক্তি অনুযায়ী মূলধন ও ঋণের উপর বার্ষিক ৫% সুদ ধার্য করতে হবে। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মলি বার্ষিক ২৫,০০০ টাকা বেতন পাবে। ০১-০১-২০১৬. তারিখের তাদের নিæোক্ত উদ্বৃত্ত ছিল:
মলির চলতি হিসাব ৮০,০০০ টাকা (ক্রেডিট)
কাকলীর চলতি হিসাব ৫০,০০০ টাকা (ক্রেডিট)
শেফালির চলতি হিসাব ২০,০০০ (ডেবিট)
উক্ত বছরে মুনাফার প্রত্যাশায় অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল মলি ১,০০,০০০ টাকা, কাকলী ৮০,০০০ টাকা, শেফালি ৫০,০০০ টাকা।
উপরোক্ত সমন্বয়সমূহ সাধনের পূর্বে ৩১-১২-২০১৬. তারিখে ব্যবসায়ের মুনাফা ১,৮০,০০০ টাকায় উপনীত হয়।
ক. মলির ঋণ হিসাব প্রস্তুত করো। ২
খ. অংশীদারদের লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করো। ৪
গ. মলি ও শেফালির চলতি হিসাব প্রস্তুত করো। ৪
৫. মদনপুর লিমিটেড-এর ২০১৫. সালের ৩১. ডিসেম্বর তারিখের তথ্যাবলি নিæরূপ:
নিট আয় ২,০০,০০০ টাকা
অবচয় (মেশিন) ১০,০০০ টাকা
মেশিন বিক্রয়ের ক্ষতি ১০,০০০ টাকা
প্রাপ্য হিসাব বৃদ্ধি ১২,০০০ টাকা
মজুদ পণ্য হ্রাস ১৫,০০০ টাকা
প্রদেয় হিসাব বৃদ্ধি ১০,০০০ টাকা
নগদে শেয়ার ইস্যু ৫০,০০০ টাকা
লভ্যাংশ প্রদান ২০,০০০ টাকা
বন্ড পরিশোধ ১৫,০০০ টাকা
ধারে মেশিন ক্রয় ৫০,০০০ টাকা
নগদে আসবাবপত্র বিক্রয় ২০,০০০ টাকা
ক. অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. পরিচালন কার্যক্রম হতে নিট প্রবাহ নির্ণয় করো। ৪
গ. অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
৬. ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে প্রাণ কোম্পানি লিমিটেড-এর উদ্বৃত্তপত্র নিæরূপ:
দায়সমূহ টাকা সম্পত্তিসমূহ টাকা
শেয়ার মূলধন ৮,০০,০০০ স্থায়ী সম্পদ ৭,৮০,০০০
সংরক্ষিত আয় ১,২৫,০০০ হাতে নগদ ১,০০,০০০
১০% বন্ধকি ঋণ ১,০০,০০০ ব্যাংকে জমা ৪০,০০০
প্রদেয় বিল ২০,০০০ প্রাপ্য হিসাব ৯০,০০০
প্রদেয় হিসাব ৮০,০০০ সমাপনী মজুদ পণ্য ১,০০,০০০
সাধারণ সঞ্চিতি ৭৫,০০০ প্রাথমিক খরচ ৬০,০০০
প্রাপ্য বিল ৩০,০০০
১২,০০,০০০ ১২,০০,০০০
সারা বছর মোট বিক্রয় ১২,০০,০০০ টাকা (৮০% ধারে বিক্রয়), মোট ক্রয় ৮,০০,০০০ টাকা (৭০% ধারে), অন্যান্য প্রত্যক্ষ খরচাবলি ৫০,০০০ টাকা, পরিচালনা খরচাবলি ১,০০,০০০ টাকা, অপরিচালন খরচাবলি ১০,০০০ টাকা এবং আয়কর ৪০,০০০ টাকা।
ক. কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. মোট মুনাফা অনুপাত ও নিট মুনাফা অনুপাত নির্ণয় করো। ৪
গ. প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত ও বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৭. ২০১৫. সালের জন্য ন্যাশনাল ফ্যান কোম্পানির ব্যয় তথ্য ছিল নিæরূপ:
প্রারম্ভিক কাঁচামাল ২৪,০০০ টাকা।
সমাপনী কাঁচামাল ৩০,০০০ টাকা।
কাঁচামাল ক্রয় ১,৫০,০০০ টাকা।
প্রত্যক্ষ মজুরি ১,২৮,০০০ টাকা।
কারখানার উপরি খরচ ৯৬,০০০ টাকা।
প্রশাসনিক ও বিক্রয় খরচ ৭৩,৬০০ টাকা।
ক. উপর্যুক্ত তথ্যাবলি হতে একটি উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করো। ২
খ. মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার ও উৎপাদন ব্যয়ের উপর প্রশাসনিক ও বিক্রয় খরচের শতকরা হার নির্ণয় করো। ৪
গ. একটি দ্রব্য তৈরি করতে ৫০,০০০ টাকার কাঁচামাল ও ২০,০০০ টাকার মজুরি প্রয়োজন, বিক্রয়ের ২০% মুনাফা করতে হলে দরপত্রের মূল্য কত পড়বে? ৪
৮. নিæলিখিত তথ্যাবলি প্রদত্ত হলো:
ঘণ্টা প্রতি প্রমাণ উৎপাদন = ১২. একক।
ঘণ্টা প্রতি নিয়মিত মজুরি = ৬. টাকা।
অনুমোদিত মজুরি:
প্রমাণ উৎপাদনের নিচে কার্যহারের ৮০%।
প্রমাণ উৎপাদনের সমান বা উর্ধ্বে ১৪০%।
প্রমাণ শ্রমঘণ্টা (সপ্তাহে) ৪৮. ঘণ্টা।
উৎপাদন:
যারিফা = ৪০০ একক।
নাউফা = ৫৩০ একক।
সারা = ৩৫০ একক।
আইমান = ৪৮০ একক।
ক. সাপ্তাহিক প্রমাণ উৎপাদন পরিমাণ নির্ণয় করো। ২
খ. একক প্রতি স্বাভাবিক মজুরির হার, প্রমাণ উৎপাদনের নিচে মজুরির হার, প্রমাণ উৎপাদনের সমান বা অধিক উৎপাদনের জন্য মজুরির হার নির্ণয় করো। ৪
গ. মোট মজুরি নির্ণয় করো। ৪
৯. জামান কোম্পানি লিমিটেড প্রতিটি ১০. টাকা মূল্যের ৪,০০,০০০ শেয়ারে বিভক্ত ৪০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধনসহ নিবন্ধিত হলো। কোম্পানি কারখানা নির্মাণের জন্য ভালুকা এলাকায় সমহারে ২,০০,০০০ শেয়ার ইস্যুর মাধ্যমে একটি জমি ক্রয় করল। কোম্পানির পরিচালনা পর্ষদ অবশিষ্ট শেয়ার হতে ১,০০,০০০ শেয়ার ১০% অবহারে জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে বিবরণপত্র প্রচার করল। মোট ১,৩০,০০০ শেয়ারের জন্য আবেদন পাওয়া গেল। কোম্পানি ১,০০,০০০ শেয়ার যথারীতি বণ্টন করল এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত প্রদান করা হলো। শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ বাবদ মোট ৬০,০০০ টাকা প্রদান করা হলো। শেয়ার ইস্যু সংক্রান্ত খরচকে কোম্পানির প্রাথমিক খরচ হিসাবে লিপিবদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হলো।
ক. শেয়ার প্রতি অবহার ও মোট অবহারের পরিমাণ নির্ণয় করো। ২
খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
১০. মরিয়ম লি.-এর কাঁচামাল সংক্রান্ত তথ্য তোমাকে সরবরাহ করা হলো:
২০১৬
জানু. ১ প্রারম্ভিক জের ১৫০ টন, ৪০ টাকা দরে।
” ৬ ক্রয় ৩৫০ টন, ৪৫. টাকা দরে।
” ৮ ইস্যু ৩২৫. টন।
” ১৫ ক্রয় ২৫০ টন ৪৮. টাকা দরে।
” ২২ ইস্যু ২২৫. টন।
” ৩১ ঘাটতি ২০ টন।
ক. ঋওঋঙ পদ্ধতিতে ঘাটতি মালের মূল্য নির্ণয় করো। ২
খ. ১, ৬, ২২, ৩১. তারিখের তথ্য দ্বারা ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। ৪
গ. ১, ৬, ৮, ১৫. ও ২২. তারিখের তথ্য দ্বারা খওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। ৪
১১. নাউফা লিমিটেড বিভিন্ন পণ্য উৎপাদন ও বিক্রয় করে। ২০১৬. সালের কোম্পানির তথ্যাবলি ছিল নিæরূপ:
মোট পরিবর্তনশীল ব্যয় = ২,১০,০০০ টাকা।
মোট স্থায়ী ব্যয় = ৭৫,০০০ টাকা।
বিক্রয় = ৩,০০,০০০ টাকা।
এককপ্রতি বিক্রয়মূল্য = ২০ টাকা।
ক. এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করো। ২
খ. এককপ্রতি দত্তাংশ এবং মুনাফার পরিমাণ নির্ণয় করো। ৪
গ. সমচ্ছেদ বিক্রয় একক এবং টাকায় নির্ণয় করো। ৪.
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।