HSC | সৃজনশীল প্রশ্ন ৬১-৮৫ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায়-১ | PDF: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির প্রথম অধ্যায় হতে যেকোনো ধরনের সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির প্রথম অধ্যায় হতে গুরুপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন সমুহ নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সৃজনশীল প্রশ্ন ৬১-৮৫:
৬১। জারা থইল্যান্ডের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হলো। ডাক্তার ্একধরনের মিনিম্যালি ইনথেসিত পদ্ধতিতে ক্রায়োপ্রোব ব্যবহারের মাধ্যমে তার চিকিৎসা করলেন এবং বর্তমানে সে সম্পূর্ণরুপে সুস্থ?
ক. বিশ্বগ্রাম কী?
খ. ন্যানোটেকনোলজি বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের উল্লেখিত চিকিৎসা পদ্ধতিতে কীভাবে জীবাণু ধ্বংস করা হয়। ব্যাখ্যা কর।
ঘ. জারা যে পদ্ধতিতে চিকিৎসা নেয় তা কাদের জন্য উপযোগি এবং কেন? বিশ্লেষন কর।
৬২। রফিক কম্পিউটারের প্রশিক্ষন নেয়। মালয়েশিয়াতে দক্ষ শ্রমিক হিসাবে যাওয়ার লক্ষ্যে সে ইউনিয়ন তথ্য কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে । তথ্য কেন্দ্র থেকেই সে তার যাবতীয় তথ্য ছবি ইত্যাদি প্রেরন করে । এভাবেই সে একদিন মালয়েশিয়ার একি টকলসেন্টারের কাজ বুঝে উঠে।
তার পাঠানো অথেই বাড়িতে এ বছর পাকার ঘর উঠেছে। বন্ধকী জমি ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে। পড়াশুণা বন্ধ হয়ে যাওযা রফিকের ছোট ভাই এবার বিএ পরীক্ষার ফরমফিলাপ করছে।
ক. তথ্য প্রযুক্তি কী?
খ. ই কর্মাস হচ্ছে বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট একটি সুবিধা ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকে রফিকের প্রবাস জীবনে কোন প্রযুক্তির ব্যবহারের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. রফিকের ব্যক্তিগত ও পারিবারিক অবস্থা উন্নয়নে তথ্য প্রযুক্তিগত পরিবেশ সহায়ক ভুমিকা পালনকরছে তুমি কী একমত? যুক্তিসহ বিশ্লেষন কর ।
৬৩। তৃষা একাদশ শ্রেণির ছাত্রী। সে পৃথিবীর বিভিন্ন দেশের জীবনযাত্রা খাদ্যভাস উৎসব ইত্যাদি জানতে বিশেষ আগ্রহী। এজন সে পড়াশুনারর পাশাপাশি ইন্টারনেটে বিভিন্ন দেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে। এমনকি ফেসবুক টুইটারে বিদেশী শিক্ষার্থীদের সাথে তাদের নিজের দেশ সম্পর্কে আলোচনা করে এব তৃষাও বাংলাদেশের সমাজমানুষ সম্পর্কে তাদেরকে বলে।
এভাবেই সে এবারের বইমেলায় ভিনদেশী মানুষরা নামে একটি গ্রন্থ প্রকাশ করে। অপরদিকে তৃণা ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হলেও বৈজ্ঞানিক তথ্য নির্ভর করে কোন বিষয় পঠনে আগ্রহী নয়।
বরং বিভিন্ন প্রয়োজনে সে অন্যের লেখা কোনরুপ কৃতজ্ঞতা প্রকাশ ব্যতিতই নিজের নামে চালিয়ে দেয়। তৃষা বিষয়টির লক্ষ্য করে তৃণাকে তথ্য প্রযুক্তি ব্যবহারে আরো যতœশীল হতে পরামর্শ দেয়।
ক. আচরণিক ডেটা কী?
খ. মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা র্ক
গ. উদ্দীপকে বিশ্বগ্রাম ধরনা সংশ্লিষ্ট্য কোন ক্ষেত্রটির প্রতি নিদের্শ করা হয়েছে? ব্যাখ্যা র্ক
ঘ. তথ্য প্রযুক্তির নৈতিকতার বিচারে তৃষা ও তৃণার আচরনে তুলনামূলক বিশ্লেষন কর।
৬৪। কম্পিউার প্রকৌশলী জনাব হাসান একটি কম্পিউটার প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রন পেলেন। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানবসভ্যতাকে দারুণভাবে এগিে নিয়ে চলেছে।
ব্যবসা বাণিজ্যের অফিস আদালতে সমাজের ওপর সরকারি নিয়ন্ত্রণে বিনোদমূলক ও দৈনন্দিন কাজে বিদ্যালয়ে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধিতে বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষন সকল ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভিন্নভাবে দায়িত্ব পালন করে চলেছে।
কিছু কিছু ক্ষেত্রে মানবসভ্যতা ধবংসের কাজে যেমন- শক্তিশালী আধুনিক যুদ্ধাস্ত্র তৈরিতে তথ্য ওযোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হলেও নিজেদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনেই আজ আমাদের তথ্য ওযোগাযোগ প্রযুক্তি শিক্ষা গ্রহন আবশ্যিক হয়ে পড়েছে।
ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী?
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বলতে কী বুঝ?
গ. জনাব হাসানের বক্তব্যে শিক্ষা ক্ষেত্রে তথ্য ওযোগাযোগ প্রযুক্তির ভুমিকা ব্যাখ্যা কর।
ঘ. জনাব হাসানের বক্তব্যে তথ্যও যোগাযোগ প্রযুক্তির সামাজিক প্রভাব বিশ্লেষন কর।
৬৫। মোজাম্মেল হক সাহেব্ একজন কম্পিউটার ব্যবসায়ী। তিনি বিদেশ থেকে বিভিন্ন অঞ্চলে পরিবেশকের মাধ্যমে বিক্রি করে থাকেন। তিনি বিশ্বের বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ রক্ষাকরেন্ এজন্য ই কর্মাসের মাধ্যমে আমদানির সব আর্থিক লেনদেন কে রথাকেন।
ক. বিশ্বগ্রাম কী?
খ. বিশ্বগ্রাম এর সুবিধা লেখ।
গ. মোজাম্মেল হক ব্যবসায় বাণিজ্যে নিয়ন্ত্রনে কী কী কাজ করতে পারেন। ব্যাখ্যা কর।
ঘ. বিভিন্ন ক্ষেত্রে বিশ্বগ্রাম এর ভুমিকা মুল্যায়ন কর।
HSC | বহুনির্বাচনি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | তৃতীয় অধ্যায় | PDF
HSC | বহুনির্বাচনি 1-60 | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | PDF
HSC | বহুনির্বাচনি | কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং | PDF
৬৬।্একসময় কেবল কাগজের আমন্ত্রণপত্র এব টেলিফোনই কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য দাওয়াত দেওয়া যেত। এখন এগুলোর পাশাপাশি ্ই মেইল ্এ দাওয়াত দেওয়া যায়।
ক. বিশ্বগ্রাম এর জনক কে?
খ. বিশ্বগ্রাম এর জনক কে?
গ. উদ্দীপকে দাওয়াত দেয়ার প্রযুক্তি ব্যাখ্যা র্ক
ঘ. দাওয়াত দেয়ার জন্য উদ্দীপকের প্রযুক্তি ছাড়া অন্য কী কী প্রযুক্তি ব্যবহার করা হয় বিশ্লেষন কর।
৬৭। মিতার বাবা সড়ক দূর্ঘটনায় আহত হয় হাসপাতালে ভর্তি হয় । তার দ্রত রক্ত প্রয়োজন। মিতা ফেসবুকে যার রক্ত আছে তাদেরকে তা দান করা র অনুরোধ করে। ভাল চিকিৎসা ও পরামর্শের জন্য সে টেলিমেডিসিন প্রযুক্তির সাহায্য গ্রহন করেন।
ক. ইন্টারনেট কী?
খ. ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলতে কী বুঝ?
গ/ উদ্দীপকে বর্ণিত সামাজিক যোগাযোগ মাধ্যমে হিসেবে বিশ্বগ্রামের প্রভাব ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত বিষয়টি চিকিৎসা প্রযুিক্ততে কেমন প্রভাব ফেলেছেতা ব্যাখ্যা কর।
৬৮। জামান দক্ষিন কোরিয়াতে ড্রাইভার হিসেব্ েএকটি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে আসে। যেখানে সে প্রথম এক মাস একটি বিশেষ কৃত্রিম পরিবেশে গাড়ি চালনার প্রশিক্ষণ গ্রহণ করে ।
্এই পরিবেশেরই সে বিভিন্ন পরিস্থিতিতে গাড়ি চালনোর নানা কৌশল রপ্ত করে। জামান তার কাজের পাশাপাশি আর ও একটি প্রতিষ্ঠাননে ডেটা এন্ট্রির কাজ নেয়। তার পাঠানো অর্থেই গ্রামের বাড়িতে তার অর্ধপাকা ঘরটি আজদোতলা দালানে পরিণত হয়েছে।
ক. কৃত্রিম বুদ্ধিমত্তা কী?
খ. সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জামানের প্রবাস জীবনে কোন প্রযুক্তিটির কথা বলা হয়েছে।
ঘ. জামানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভুমিকা মুল্যায়ন কর।
৬৯। লিজা এইচ এসি পরীক্ষার কারণে ঈদের শপিংয়ের জন্য মার্কেটে যেতে পারেনি তবে সেতথ্য প্রযুক্তির সহায়তার বাসায় বসেই যাবতীয় কেনাকাটা সম্পন্নকরে। লিজার বড় ভাই চিকিৎসা বিজ্ঞানের ছাত্র। সে দেখলো তার বড় ভাই কম্পিউটার নিয়ন্ত্রিত হেলমেট গøাভস ইত্যাদি ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয়সমূহ অনুধাবনের চেষ্টা করছে।
ক, বায়োমেট্রিক্স কী ?
খ. ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব বুঝিয়ে লেখ।
গ. লিজার কেনাকাটায় তথ্য প্রযুক্তির যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. লিজা রভাইযের কার্যক্রমের যৌক্তিকতা বিশ্লেষন কর।
৭০। আইসিটি নির্ভর জ্ঞান প্রযুক্তি মানুষকে নানা বিষয়ে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে। হাসান বিষয়ে পড়াশুনা করে জানতে পারল কোনো প্রকার অস্ত্রোপাচার ছাড়া এক শৈল্য চিকিৎসা পদ্ধতি। পরবর্তিতে হাসান আইসিটি নির্ভর জীববৈচিত্র্য সৃষ্টির প্রযুক্তি বিষয়ে জ্ঞান লাভ করে খুবই আনন্দিত হলো।
ক. ন্যানোটেকনোলজি কী?
খ. ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা কর।
গ. হাসান এর চিকিৎসা পদ্ধতি শনাক্ত করে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে যে প্রযুক্তি হাসানের জ্ঞান লাভে আনন্দ দিল সেই প্রযুক্তি কৃষি সম্পদ উন্নয়নে কি ধরনের ভুমিকা রাখে মতামত দাও।
৭১। আমার বন্ধু ডা : এনাম ফ্রান্সে গেছেট্রেনি এ। ভাইবারে সে বলল ফ্রান্সের সব কাজে ডিজিটাল সিস্টেম ব্যবহৃত হয়। সেখানেট্রিনিং সেন্টারে প্রবেশ করতে লাগে সুপারভাইজারের আঙ্গুলের ছাপ এব অপারেশন থিয়েটারে প্রবেশ করতে লাগে চোখ।
আমি বললাম বেশমাজই তো সে আরও বলল গতকাল স্থানীয় বিনোদন পার্কে গিয়ে মাথার হেলমেট ও চোখে বিশেষ চশমা দিয়ে চাদে ভ্রমনের অনুভুতি অনুভব করেছি।
ক. ক্রায়োসার্জারি কী?
খ. স্বল্প দুরত্বে ডেটা অ াদান প্রদানের মাধ্যম ব্যাখ্য ার্ক
গ. উদ্দীপকের আলোকে চাদে ভ্রমনের প্রযুক্তিটি বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে ট্রেনিং সেন্টার ও আপরেশন থিয়েটার ব ্যবহৃত প্রযুক্তিদ্বয়ের মধ্যে কোনটি আমাদের দেশে বহুল ব্যবহৃত বিশ্লেষনপূর্বক মতামতদাও।
৭২। মি ক একজন ব্যবস্থাপক। তিনি যে অফিসের চাকুর করেন যেখানে কর্মচারীর সংখ্যা কয়েক হাজার । অফিসের কর্মচারীরদের হাজিরা নেওয়ার জন্য তথ্য প্রযুক্তির সহায়তা নিলেন। তিনি এমন একটি প্রযুক্তির সাহায্য নিলেন সেখানে আঙ্গুলের ছাপ ব্যবহার করা হয। তিনি পর্যায়ক্রমে কর্মচারীদের কৃত্রিম পরিবেশে বিশেষ পোশাক পরিধান করে গাড়ি চালনা প্রশ্ক্ষিনের ব্যবস্থা নিয়েছেন।
ক. ন্যানো টেকনোলজি কাকে বলে?
খ. টেলিমেডিসিন একধরনের সেবা বুঝিয়ে লিখ।
গ. উদ্দীপকে কর্মচারীদের প্রশিক্ষনে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত মিঃ ক ্এর প্রযুক্তি নিরাপত্তার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূণ ভুমিকা রাখবে? তোমারমতামত সপক্ষে যুক্তিসহ বিশ্লেষন কর।
৭৩। ডাঃ হাতেম শল্য চিকিসায়প্রশিক্ষনের জন্য চীন গমন করে ন। ভর্তি হওয়ার সময় তার একটি আঙ্গুলের ছাপ নেয়া হয় এবং তাকেএকটি পরিচয়পত্র দেয়া হয়।
প্রশিক্ষণকক্ষে ঢুকার পূর্বে তাকে প্রতিবার দরজায় রাখা একটি যন্ত্রে আঙ্গুলের চাপদিয়েই ভিতরে প্রবেশ করতে হয়। শ্রেণিকক্ষে অন্যান্য প্রশিক্ষণার্থীদের মত তাকে হাত মাথা ও চোখে কিছু বিশেষ যন্ত্রপরানো হয়। তিনি কম্পিউটারের মনিটরে বিভিন্ন দৃশ্যবালীর মাধ্যমে প্রশিক্ষনের প্রাথমিক পর্ব শেষ করেন।
ক. রোবটিক্স কী?
খ. হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকান্ড- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত দরজায় কোন প্রযুক্তি ব ্যবহার করা হ য়েছে।
ঘ. ডা হাতেমের প্রশিক্ষনে ব্যবহৃত প্রযুক্তির মুল্যায়ন কর।
৭৪। ডাঃ ফারিহা শহরের কর্ম স্থালে অবস্থান করেও প্রত্যয় অঞ্চলের নাগরিকদের চিকিৎসা সেবা দিযে থাকেন। তিনি কৃত্রিম পরিবেশে অপারেশনের প্রশিক্ষন গ্রহণ করেছেন।
ক. হ্যাকিং কী?
খ. যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজকরে ব্যাখ্যা র্ক
গ. ডা ফারিহা কীভাবে চিকিৎসা সেবাদিয়ে থাকেন? ব্য্যাখ্যা কর।
ঘ. ডা ফাহিহার প্রশিক্ষনে ব্যবহৃত প্রযুক্তিটি প্রাত্যহিক জীবনে প্রভাব রাখছে? আলোচনা কর।
৭৫। নাঈম ্একদি তার গবেষক মামার অফিসে গিয়ে দেখতে পেল যে অফিসের কর্মকতাগণমুল দরজার নির্ধারিত জায়গায় বৃদ্ধাঙ্গুরেল রাখতেই দরজা খুলে যাচ্ছে।
সে আরোদেখতে পেল যে তারমামা গবেষনা কক্ষের বিশেষ স্থানে কিছুকষন থাকাতেই দরজা খুলে গেল। নাঈম তার মামার কাছ থেকে জানতে পারল যে তিনি মিল্টি টমেটো উপৎপাদন নিয়ে গবেষনা করছেন।
ক. ইকমার্স কী?
খ. নি¤œতাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা র্ক
গ. মিষ্টি টমেটো উৎপাদনে নাঈমের মামার ব্যবহৃত প্রযুক্তিটি বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে দরজা খোলার প্রযুক্তিদের মধ্যে কোনটি বহুল ব্যবহৃত বিশ্লেষনপূর্বক মতামত দাও।
৭৬। জনাব সাব্বির এক ব্যবসায়িক সভায় ল্যাপটপ চাল ুকরে নিজের ব্যবসা সংক্রান্ত কিছ ুভিডিও দেখালেন। তার একজন ব্যসায়িক প্রতিদ্বন্দী তার অনুপস্থিতি সে ভিডিওগুলো নেয়ার জন্য সাব্বির সাহেবের কম্পিউটার খুললেন কিন্তু তিনি সেখানে কিছুই পেলেন না।
কিছুক্ষন পর সাব্বির সাহেব ফিরে এসে কম্পিউটার খুললে প্রতিদ্বন্দী ব্যবসায়ী সংক্রান্ত এ ভিডিওগুলো দেখতে চাইলে তিনি তা তাকে আবার দেখালেন।
ক. ফ্লাইট সিমুলেশন কী?
খ. মোবাইলের আবিষ্কার আমাদেরকে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে তা বর্ণনা কর।
গ. সাব্বির সাথে কোথায় তথ্যসংরক্ষণ করেন তার বর্ণনা দাও।
ঘ. এর ভাষায় উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়িক প্রতিদ্বন্দীর কর্মকান্ড মুল্যায়ন কর।
৭৭। মাসুদ কেনাকাটার উদ্দেশ্যে তিনি বিমান যোগে চট্ট্রগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য নিজস্ব ল্যাপটপের মাধ্যমে টিকেট বুকিং দিল । জরুরী প্রয়োজনে ঢাকা যেতো না পারায় অনলাইনে কেনাকাটা করে বিল পরিশোধ করার সিদ্ধান্ত নেন।
ক. ই মেইল কী?
খ. তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একেঅপরের পরিপূর্বক বুঝিয়েলেখ।
গ. উদ্দীপকে মাসুদের টিকেট বুকিং সিস্টেম ব্যাখ্যা র্ক
ঘ. উদ্দীপকে উল্লেখিত ব্যক্তির সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপগুলো বিশ্লেষন কর।
৭৮। রফিক একটা প্রতিষ্ঠানের বেশ কয়েক বছর ধরেনতুন বৈশিষ্ট্যর জীব কিভাবে তৈরি করা যায় তা নিয়ে গবেষনাকরছে। একদিন তার প্রতিষ্ঠানে এ সম্পর্কিত ্একটি সেমিনার আয়োজন করা হয় যেখানে বিচিত্র সব উদ্ভিদ ও প্রাণীদের ওপর ্একটি ভিডিও দেখার সময় অন্য সবারমতো রফিকও একটি বিশেষ চশমা পরে নিয়েছিল এবং সে অবাক হয়ে লক্ষ্য করলো ভিডিওতে যা দেখানো হচ্ছে তার সব কিছুই মনে হচ্ছিল একদম বাস্তব ও জীবন্তু।
ক. ক্রায়োসার্জারি কী?
খ. বিশ্বগ্রামের মাধ্যমে লোকজন কিভাবেএকটি একক কমিউনিটিতে পরিনত হয়।
গ. উদ্দীপকে ভিডিও দেখানোর জন্য যে প্রযুক্তির ব্যবহার করাহয়েছে তা ব্যাখ্যা র্ক
ঘ. রফিক এর গবেষনা প্রকৃতিতে কী ভূমিকা রাখবে বলে তুমি মনে কর।
৭৯। উন্নত বিশ্বের রাজনৈতিক ব্যক্তিত্ব কারা অভ্যন্তরীন থাকা অবস্থায় বিশেষ প্রক্রিয়ায় লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়হতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তাছাড়া অন্য সহযোগীদের সাথেও তিনি সর্বদা সুসম্পর্ক বাজায় রাখেন।
ক. ইন্টারনেট কী?
খ. রোবটিক্স প্রযুক্তি মানুষের কাজকে কিভাবে সহজ করেছে?
গ. উদ্দীপকের আলোকে সুসম্পর্কে বজায় রাখতে বর্তমান প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা র্ক
ঘ. উদ্দীপকে উচ্চতর ডিগ্রি অর্জনের সাথে একজন নিয়মিত শিক্ষার্থীর শিক্ষা অর্জনের প্রক্রিয়াকে তুলনামূলক বিশ্লেষন কর।
৮০। কম্পিউটার প্রকৌশলী জনাব হাসান একটি কম্পিউটার প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রন পেলেন। অনুষ্ঠানে উপস্থিত দর্শকের উদ্দেশ্য একটি সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানবসভ্যতাকে দারুনভাবে এগিয়ে নিয়ে চলেছে।
ব্যবসায় বাণিজ্য অফিস আদালতে সমাজের ওপর সরকারি নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষনসহ সকল ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ বৃদ্ধিতে বিভিন্নভাবে দায়িত্ব পালন করে চলেছে।
কিছু কিছু ক্ষেত্রে মানবসভ্যতা ধ্বংসের কাজে যেমন- শক্তিশালী আধুনিক যুদ্ধাস্ত্র তৈরিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হলেও নিজেদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনেই আজ আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষাগ্রহন আবশ্যিক হয়ে পড়েছে।
ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী?
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বলতে কী বুঝ?
গ. জনাবহাসানের বক্তব্যে শিক্ষা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা কর।
ঘ. জনাব হাসানের বক্তব্যে তথ্য ওযোগাযোগ প্রযুক্তির সামাজিক প্রভাব বিশ্লেষন কর।
৮১। কাজল কম্পিউটারে প্রশিক্ষন নেয়। বিদেশে যাওয়ার লক্ষ্যে সে ইউনিয়ন তথ্য কেন্দ্র গিয়ে নিবন্ধন করে। তথ্য কেন্দ্রে থেকেই সে তার যাবতীয় তথ্য ছবি ইত্যাদি প্রেরণ করে।
এছাড়া দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরীর খবর এসব তথ্য কেন্দ্রের মাধ্যমেসহজেই পেয়ে যায় এবং এভাবে সে একদিন মালয়েশিয়ার একটি কলসেন্টোরে চাকুরী পেয়ে যায়।
তার পাঠানো অর্থেই কাজলের বাড়ীতে এ বছর পাকা ঘর উঠেছে। বন্ধকী জমি ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে। পড়াশুণা বন্ধ হয়ে যাওয়া কাজলের ছোট ভাই এবার বিএ পরীক্ষার ফরম ফিলাপ করছে।
ক. যোগাযোগ প্রযুক্তিকী?
খ. তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বিশ্বগ্রামের কোন অবদানটি প্রতিফলিত হয়েছে?
ঘ. কাজলের বর্তমান অবস্থার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়ক ভূমিকা পালন করেছে তুমি কি ্একমত? যুক্তিসহ বিশ্লেষন কর।
৮২। শিক্ষক ক্লাসে ছাত্রদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে পড়াচ্ছিলেন। তখন তামান্না শিক্ষককে প্রশ্ন করল স্যার বৃদ্ধিমত্তা শব্দের আগে আমরা কখন কৃত্রিম শব্দটি ব্যবহার করতেপারি। শিক্ষকতার প্রশ্নের উত্তরদিলেন এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট ও হিউম্যান ইন্টেলিজেন্ট এর মধ্যে তুলনামূলক পার্থক্য বুজিয়ে লেখ।
ক. কত দশকে ইন্টারনেট চাল ুহয়?
খ. ক্রায়োপ্রব বলতে কী বুঝ?
গ. শিক্ষক যে পার্থক্য উপস্থাপন করল তা ছকের সাহায্য ব্যাখ্যা কর।
ঘ. শিক্ষক তামান্নার প্রশ্নের উত্তর কীভাবে দিলেন বিশ্লেষন কর।
৮৩। শিক্ষক তথ্য প্রযুক্তি পড়ানোর সময় বললেন তথ্য প্রযুক্তি হচ্ছেতথ্য ব্যবস্থার সাথেসংশ্লিষ্ট প্রযুক্তি আর যোগাযোগ প্রযুক্তি হচ্ছেঠ ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি।
সুতরাং একটি ছাড়া অপরটি অচল। কারণ তথ্য প্রযুক্তির কাজ হচ্ছে তথ্যকে সংগ্রহ করে ইনফরমেশন তৈরি করা। আর যোগাাযোগ প্রযুক্তির কাজ হচ্ছে ইনফরমেশন বা তথ্যকে ্একস্থান থেকে অন্য স্থানে সঠিকভাবে সঠিকসয়ে স্থানান্তর করা।
তিনি আরও বললেন আমরা শ্রেণিকক্ষ থেকে শুরু করে পারিবারিক জীবনে সবসময়ই তথ্য প্রযুক্তির মধ্যে অবস্থান করছি। তিনি বিভিন্ন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করলেন।
ক. ক্রায়োসার্জারিতে ব্যবহৃত পদাথগুলো কয়টি পদ্ধতিতে প্রয়োগ করা যায়?
খ. স্প্যামিং বলতেকী বুঝ?
গ. শিক্ষকের কথার সূত্র ধরে শ্রেনিকক্ষকে আরো তথ্য প্রযুক্তি নির্ভর করার উপায় ব্যাখ্যা কর।
ঘ. শিক্ষকের মতো শ্রেণিকক্ষে তথ্য প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব সম্পর্কে তোমার মতামতদাও।
৮৪। ব্যবসায়ী আব্দুর রহমান গত একবছরে তার ব্যবসার লাভের হিসাবটি কোথাও সংরক্ষণ করে রাখেননি বলে ভুলে গিয়েছেন। ফলেতিনি খুব সমস্যায় পড়লেন।
একজনের পরামর্শে তিনি একটি পার্সোনাল কম্পিউাটার কিনলেন। কিন্তু কোনো কাস্টমাইজড সফটওয়্যার জোগাড়র করতে না পারায় তিনি তেমনএকটা সুবিধা পেলেন না। তিনি মনে করলেন কম্পিউটার তার কোনো কাজে আসবে না । এ কারণে তিনি তার কম্পিউটারটি বিক্রি করার সিন্ধান্ত নিলেন।
ক. টেলিযোগাযোগ ব্যবস্থার অগ্রযাত্রা শুরু হয় কোন সময়ে?
খ. তথ্য প্রযুক্তি বলতে কী বুঝ?
গ. আব্দুর রহমানের সমস্যা কীভাবে সমাধান করা যেত বলে তুমি মনে কর। বিষয়টি ব্যাখ্যা কর।
ঘ. আব্দুর রহমানের কম্পিউটার বিক্রি করার সিদ্ধান্ত গ্রহনের বিষয়টি মূল্যায়ন কর।
৮৫। কম্পিউটার প্রকৌশলী জনাব তৌহিদুজ্জামান একটি কলেজের ডিজিটাল মাল্টিমিডিয়াসহ কম্পিউটার ল্যাব উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিতি হিসেবে আমন্ত্রন পেলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে অতিথি হিসবে আমন্ত্রণ পেলেন। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানবসভ্যতাকে দারুণভাবে এগিয়ে নিয়ে চলেছে।
বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আগ্রহ বৃদ্ধিতে এবং অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভিন্নভাবে দায়িত্ পালনকরে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের অপকারও করছে। তারপরও নিজেদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনেই আজ আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা গ্রহণ আব্যশিক হয়ে পড়েছে।
ক.তথ্য প্রযুক্তি কী?
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করতে কী বোঝ?
গ. জনাব তৌহিদুজ্জামান বক্তব্যে ছাত্রদের উদ্দেশ্যে কী কী উপকারের ইঙ্গিত দিয়েছেন তা ব্যাখ্যা কর।
ঘ. জনাব তৌহিদুজ্জামান কোন শিক্ষাকে আবশ্যিক হয়ে পড়েছে বলে মনে করেন। বিশ্লেষন কর।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।