শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৬ – পদার্থ বহুনির্বাচনি | PDF : চতুর্থ শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির ষষ্ট অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
পদার্থের বৈশিষ্ট্য সাধারণ
১. পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কী কী?
ক.আকার ও আকৃতি
খ.ওজন ও আকার
গ.ওজন ও আয়তন
ঘ.আয়তন ও আকৃতি
২. গ্যাসের পানিতে কয়েকটি মার্বেল ছেড়ে দিলে পানির উপরিতলের কী পরিবর্তন হয়?
ক.নিচে নেমে যায়
খ.উপরে উঠে যায়
গ.মাঝামাঝি অবস্থান করে
ঘ.অপরিবর্তিত থাকে
৩. গ্যাসের পানিতে রাখা মার্বেল সরিয়ে নিলে পানির উপরিতলের কী পরিবর্তন ঘটে?
ক.নিচে নেমে যায়
খ.উপরে উঠে যায়
গ.অপরিবর্তিত থাকে
ঘ.মাঝামাঝি অবস্থান করে
৪. কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে কী বলে?
ক.ওজন
খ.আয়তন
গ.আকার
ঘ.আকৃতি
৫. কঠিন পদার্থের আয়তন পরিমাপের একক কোনটি?
ক.মিটার
খ.সেন্টিমিটার
গ.ঘন সেন্টিমিটার
ঘ.লিটার
৬. তরল পদার্থের আয়তন পরিমাপের একক কোনটি?
ক.মিটার
খ.সেন্টিমিটার
গ.ঘন সেন্টিমিটার
ঘ.লিটার
৭. মিলিমিটার কিসের একক?
ক.কঠিন পদার্থের আয়তনের
খ. তরল পদার্থের ওজনের
গ.তরল পদার্থের আয়তনের
ঘ. কঠিন পদার্থের ওজনের
৮. তরল পদার্থের আয়তন পরিমাপের একক কোন দুটি?
ক.লিটার ও ঘন সেন্টিমিটার
খ.মিলিলিটার ও মিটার
গ.মিলিলিটার ও লিটার
ঘ.লিটার ও মিটার
৯. যখন কোনো বস্তুকে আমরা হাত দিয়ে উপরে তুলে ধরি তখন তার কী অনুভব করি?
ক.আয়তন
খ.চাপ
গ.ওজন
ঘ.ভর
১০. বস্তুর আয়তন কী?
ক.বস্তুর মোট পদার্থের পরিমাণ
খ. বস্তু যে পরিমাণ জায়গা দখল করে
গ.বস্তুকে পৃথিবী যত জোরে টানে
ঘ. বস্তু পৃথিবীকে যত জোরে টানে
১১. বস্তুর ওজন কী?
ক.বস্তুর মোট পদার্থের পরিমাণ
খ. বস্তুকে পৃথিবী যত জোরে টানে
গ.বস্তু পৃথিবীকে যত জোরে টানে
ঘ. বস্তুর দখলকৃত জায়গা
১২. বস্তুর ওজন পরিমাপের একক কোনটি?
ক.গ্রাম বা মিটার
খ.ঘন সেন্টিমিটার বা কিলোগ্রাম
গ.লিটার বা কিলোগ্রাম
ঘ. গ্রাম বা কিলোগ্রাম
১৩. ওজন পরিমাপের যন্ত্র কোনগুলো?
ক.দাঁড়িপাল্লা ও স্কেল
খ.রুলার ও নিক্তি
গ.নিক্তি ও দাঁড়িপাল্লা
ঘ.স্কেল ও থার্মোমিটার
১৪. পদার্থকে পৃথিবী কোন দিকে টানতে থাকে?
ক.পরিধির দিকে
খ.কেন্দ্রের দিকে
গ.ব্যাসার্ধের দিকে
ঘ.ব্যাসের দিকে
১৫. কোনটি সব বস্তুকে কেন্দ্রের দিকে টানতে থাকে?
ক.সূর্য
খ.পৃথিবী
গ.চন্দ্র
ঘ.নক্ষত্র
যোগ্যতাভিত্তিক
শিখনফল : বস্তুর আয়তন সম্পর্কে জানতে পারব।
১৬. পানি দিয়ে পরিপূর্ণ একটি গ্যাসে তুমি কয়েকটি মার্বেল ছেড়ে দিলে পানি উপচে পড়ে যায়। এর কারণ কী? জ
ক.পানির পরিমাণ বেড়ে যাওয়া
খ. গ্যাসের ধারণ ক্ষমতা কমে যাওয়া
গ.পানিতে মার্বেলের জায়গা দখল করা
ঘ. পানির ওজন বৃদ্ধি পাওয়া
১৭. একটি গ্যাসের পানিতে তুমি কয়েক টুকরা পাথর রাখলে। এতে পানির উপরিতলের কী ঘটবে? ছ
ক.নিচে নেমে যাবে
খ.উপরে উঠে যাবে
গ.মাঝামাঝি অবস্থান করে
ঘ.অপরিবর্তিত থাকবে
১৮. একটি গ্যাসের পানিতে থাকা মার্বেল সরিয়ে নিলে পানির উপরিতল নিচে নেমে যায়। এতে কী প্রমাণিত হয়? ঝ
ক.পানির ওজন আছে
খ.পানির আয়তন আছে
গ.মার্বেলের ওজন আছে
ঘ.মার্বেলের আয়তন আছে
শিখনফল : পদার্থের আয়তন পরিমাপের একক সম্পর্কে জানতে পারব।
১৯. কেয়া পরীক্ষার খাতায় একটি কঠিন বস্তুর আয়তন লিখেছে ১০ লিটার। সঠিক উত্তর কী হবে? জ
ক.১০ মিলিলিটার
খ.১০ গ্রাম
গ.১০ ঘন সেন্টিমিটার
ঘ.১০ ঘন সেন্টিলিটার
২০. কাব্য পরীক্ষার খাতায় তরল পদার্থের আয়তন লিখেছে ২০ মিটার। সঠিক উত্তর কী হবে? চ
ক.২০ লিটার
খ.২০ সেন্টিমিটার
গ.২০ ঘন সেন্টিমিটার
ঘ.২০ কিলোগ্রাম
২১. কেয়ার মা রান্নাঘরে বোতলে কিছু পরিমাণ তেল রাখলেন। এর আয়তন কত হতে পারে? জ
ক.৫০০ গ্রাম
খ.৫০০ মিটার
গ.৫০০ মিলিলিটার
ঘ.৫০০ ঘন সেন্টিমিটার
শিখনফল : বস্তুর ওজন সম্পর্কে জানতে পারব।
২২. কাব্য দাঁড়িপাল্লায় একটি আলু রাখলে দাঁড়িপাল্লাটি সেদিকে হেলে পড়ে। এতে কী বোঝা যায়? ছ
ক.দাঁড়িপাল্লার ওজন আছে
খ.আলুর ওজন আছে
গ.আলু জায়গা দখল করে
ঘ.আলুর আয়তন আছে
২৩. এক ক্রেতা দোকানদারের কাছে ১ কেজি চিনি চাইল। দোকানদার কী দিয়ে পণ্যটি মেপে দেবেন? জ
ক.স্কেল
খ.থার্মোমিটার
গ.দাঁড়িপাল্লা
ঘ.পরিমাপক পাত্র
২৪. কেয়া তার ওজন কেন অনুভব করে?
ক.কেয়া পৃথিবীকে টানছে বলে
খ. পৃথিবীকে কেয়াকে কেন্দ্রের দিকে টানছে বলে
গ.পৃথিবীর ওজন আছে বলে
ঘ. কেয়া জায়গা দখল করে বলে
শিখনফল : পদার্থের ওজন পরিমাপের একক সম্পর্কে জানতে পারব।
২৫. কাব্য পরীক্ষার খাতায় একটি বস্তুর ওজন লিখল ২ লিটার। বস্তুটির সঠিক ওজন কত হবে? জ
ক.২ মিটার
খ.২ ঘন সেন্টিমিটার
গ.২ গ্রাম
ঘ.২ মিলিলিটার
২৬. কেয়ার বাবা বাজার থেকে কিছু পরিমাণ চাল কিনে আনলেন। দ্রব্যটির পরিমাণ কত হতে পারে? ছ
ক.৫ লিটার
খ.৫ কিলোগ্রাম
গ.৫ মিটার
ঘ.৫ ঘন সেন্টিমিটার
বায়ু কী?
সাধারণ
২৭. বায়ু কী?
ক.পদার্থ
খ.শক্তি
গ.বল
ঘ.চাপ
২৮. বায়ুর বৈশিষ্ট্য কোনটি?
ক.আকার
খ.আকৃতি
গ.ওজন
ঘ.প্রবাহিতা
২৯. বায়ু পদার্থ কেন?
ক.ওজন ও আকার আছে বলে
খ. আকার ও আয়তন আছে বলে
গ.ওজন ও আয়তন আছে বলে
ঘ. আকার ও আকৃতি আছে বলে
৩০. একটি ফোলানো ফুটবলে চাপ দিলে কী ঘটে?
ক.ফুটবলটি চুপসে যায়
খ.ফুটবলটি ফেটে যায়
গ.বিপরীতমুখী চাপ প্রয়োগ করে
ঘ.অপরিবর্তিত থাকে
৩১. আমরা বায়ু অনুভব করি কখন?
ক.চলাচলের সময়
খ.বায়ু যখন প্রবাহিত হয়
গ.পরীক্ষা করার সময়
ঘ.সূর্য ওঠার সময়
- শ্রেণি ৪র্থ | ইসলাম শিক্ষা | তৃতীয় অধ্যায় – আখলাক বহুনির্বাচনি | PDF
- ৪র্থ শ্রেণির ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায় – ইবাদত প্রশ্ন উত্তর | PDF
- শ্রেণি ৪র্থ | ইসলাম শিক্ষা | অধ্যায় পঞ্চম | প্রশ্ন ও উত্তর | PDF
যোগ্যতাভিত্তিক
শিখনফল : বায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারব।
৩২. কেয়া বায়ুভর্তি একটি বেলুনকে বালতির পানিতে ডোবালে পানি উপচে পড়ে। এটি থেকে কী প্রমাণিত হয়? জ
ক.বায়ুর ওজন আছে
খ.বায়ু চাপ প্রয়োগ করে
গ.বায়ু জায়গা দখল করে
ঘ.বায়ুর আকার রয়েছে
৩৩. কাব্য দুটো বায়ুভর্তি বেলুনকে দাঁড়িপাল্লার দুইমাথায় ঝুলিয়ে একটি বেলুন ফুটো করে দিল। এতে দাঁড়িপাল্লার অবস্থার কী পরিবর্তন ঘটবে? ছ
ক.বায়ুশূন্য বেলুনের দিকে হেলে পড়বে
খ. বায়ুপূর্ণ বেলুনের দিকে হেলে পড়বে
গ.অপরিবর্তিত থাকবে
ঘ.মাঝামাঝি অবস্থান করবে
৩৪. বায়ুপূর্ণ একটি বেলুনকে দাঁড়িপাল্লার এক প্রান্তে রাখলে দাঁড়িপাল্লাটি সেদিকে হেলে পড়ে। এ থেকে কী বোঝা যায়? জ
ক.বায়ুর আয়তন আছে
খ.বায়ু জায়গা দখল করে
গ.বায়ুর ওজন আছে
ঘ.দাঁড়িপাল্লার ওজন আছে
শিখনফল : বায়ুর বিপরীতমুখী চাপ সম্পর্কে জানতে পারব।
৩৫. কাব্য একটি ফোলানো ফুটবলে চাপ দিলো কিন্তু তা চুপসে গেল না। এর কারণ কী? ছ
ক.বলটি কঠিন পদার্থের তৈরি বলে
খ. বলের ভেতরের বায়ু বিপরীতমুখী চাপ দেয় বলে
গ.বলের ওজন আছে
ঘ. বলটি জায়গা দখল করে বলে
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।