শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৮ বহুনির্বাচনি | PDF : চতুর্থ শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির অষ্টম অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
চাঁদ সাধারণ
১. মহাকাশের যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তা কী?
ক.সূর্য
খ.চাঁদ
গ.ধূমকেতু
ঘ.গ্রহ
২. চাঁদ কী দ্বারা গঠিত?
ক.গ্যাসীয় পদার্থ
খ.শিলা
গ.মাটি
ঘ.বরফ
৩. কোনটির নিজস্ব আলো নেই?
ক.নক্ষত্র
খ.চাঁদ
গ.সূর্য
ঘ.কালপুরুষ
৪. আমরা চাঁদ দেখতে পাই কখন?
ক.চাঁদে সূর্যের আলো পড়লে
খ.চাঁদের আলো পৃথিবীতে পড়লে
গ.পৃথিবীর আলো চাঁদে পড়লে
ঘ.চাঁদের আলো সূর্যে পড়লে
৫. চাঁদকে পর্যবেক্ষণ করা যায় কোন যন্ত্র দিয়ে?
ক.পেরিস্কোপ
খ.অণুবীক্ষণ যন্ত্র
গ.টেলিস্কোপ
ঘ.ইলেকট্রনিক যন্ত্র
৬. চাঁদের গায়ে কী দেখা যায়?
ক নদী
খ.গাছপালা
গ.পাহাড়
ঘ.সমতল ভূমি
৭. পাহাড়, পর্বত, উপত্যকা ইত্যাদি দেখা যায় কোথায়?
ক.সূর্যে
খ.শুক্র গ্রহে
গ.চাঁদে
ঘ.বৃহস্পতি গ্রহে
৮. চাঁদের দশা কী?
ক.চাঁদের আকৃতির পরিবর্তন
খ.চাঁদের আয়তনের পরিবর্তন
গ.চাঁদের উজ্জ্বলতার পরিবর্তন
ঘ.চাঁদের উজ্জ্বল অংশের পরিবর্তন
৯. চাঁদের দশা বা পর্যায় কয়টি?
ক.৪টি
খ.৮টি
গ.১০টি
ঘ.১২টি
১০. চাঁদের পূর্ণিমা থেকে অমাবস্যা অবস্থায় যেতে কত দিন সময় লাগে?
ক.৭ দিন
খ.১৪ দিন
গ.২১ দিন
ঘ.২৮ দিন
১১. চাঁদের দশা পরিবর্তনের ক্ষেত্রে কত দিনে চাঁদ পূর্বের অবস্থায় ফিরে আসে?
ক.৭ দিন
খ.১৪ দিন
গ.২১ দিন
ঘ.২৮ দিন
১২. এক পূর্ণিমা থেকে অন্য পূর্ণিমায় যেতে চাঁদের কত দিন সময় লাগে?
ক.৭ দিন
খ.১৪ দিন
গ.২১ দিন
ঘ.২৮ দিন
যোগ্যতাভিত্তিক
শিখনফল : চাঁদ সম্পর্কে জানতে পারব।
১৩. কাব্য বড় হয়ে চাঁদ নিয়ে গবেষণা করতে চায়। এ কাজে তাকে সাহায্য করতে পারে কোন যন্ত্রটি? ছ
ক.অণুবীক্ষণ যন্ত্র
খ.দূরবীক্ষণ যন্ত্র
গ.পেরিস্কোপ
ঘ.ইলেকট্রনিক যন্ত্র
১৪. শিক্ষক ক্লাসে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকা বিশাল এক গোলাকার বস্তুর কথা বললেন। বস্তুটি কী? ঝ
ক.সূর্য
খ.ধূমকেতু
গ.বৃহস্পতি
ঘ.চাঁদ
শিখনফল : চাঁদের দশা পরিবর্তন সম্পর্কে জানতে পারব।
১৫. কাব্য এক পূর্ণিমার রাতে ঢাকা থেকে গ্রামের বাড়ি যায়। তার পরবর্তী পূর্ণিমায় সে আবার ঢাকা ফেরত আসে। সে কত দিন গ্রামে ছিল? ঝ
ক.৭ দিন
খ.১৪ দিন
গ.২১ দিন
ঘ.২৮ দিন
১৬. কেয়া একেক দিন একেক আকারের চাঁদ দেখতে পায়। এর কারণ কী?
ক.সময়ের পরিবর্তন
খ.চাঁদের দশার পরিবর্তন
গ.আবহাওয়ার পরিবর্তন
ঘ.ঋতুর পরিবর্তন
সৌরজগৎ
সাধারণ
১৭. সৌরজগৎ কী নিয়ে গঠিত?
ক.সূর্য, গ্রহ, উপগ্রহ
খ.গ্যালাক্সি, মিল্কিওয়ে
গ.মহাবিশ্ব
ঘ.নক্ষত্রমণ্ডল
১৮. গ্রহ কী?
ক.উপগ্রহের চারদিকে ঘোরা বস্তু
খ.পৃথিবীকে প্রদক্ষিণরত বস্তু
গ.সূর্যকে প্রদক্ষিণ করা বস্তু
ঘ.ধূমকেতু, ধূলিকণা, গ্যাস নিয়ে গঠিত বস্তু
১৯. কোনটির নিজস্ব আলো নেই?
ক.সূর্য
খ.নক্ষত্র
গ.গ্রহ
ঘ.কালপুরুষ
২০. পৃথিবী কী?
ক.মহাবিশ্বের একটি গ্রহ
খ.উপগ্রহ
গ.সৌরজগতের একটি গ্রহ
ঘ.চাঁদের উপগ্রহ
২১. চাঁদ কী?
ক.সূর্যের গ্রহ
খ.সূর্যের উপগ্রহ
গ.পৃথিবীর একমাত্র উপগ্রহ
ঘ.পৃথিবীর একটি গ্রহ
২২. সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ কোনটি?
ক.বুধ
খ.শুক্র
গ.মঙ্গল
ঘ.বৃহস্পতি
২৩. সূর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ কোনটি?
ক.মঙ্গল
খ.বৃহস্পতি
গ.ইউরেনাস
ঘ.নেপচুন
২৪. সূর্য ও পৃথিবীর মধ্যে রয়েছে কোন গ্রহটি? চ
ক.বুধ
খ.বৃহস্পতি
গ.শনি
ঘ.মঙ্গল
২৫. পৃথিবী ও বৃহস্পতি গ্রহের মধ্যে রয়েছে কোনটি?
ক.মঙ্গল
খ.বুধ
গ.শুক্র
ঘ.শনি
২৬. কোন গ্রহের চারদিকে বিশাল বলয় রয়েছে?
ক.মঙ্গল
খ.বৃহস্পতি
গ.শনি
ঘ.ইউরেনাস
২৭. শুকতারা কখন দেখা যায়?
ক.সন্ধ্যায়
খ.সূর্যাস্তের আগে
গ.রাতে
ঘ.সূর্যোদয়ের আগে
২৮. শুকতারা বা সন্ধ্যাতারা প্রকৃতপক্ষে কোনটি?
ক.ধূমকেতু
খ.বুধ গ্রহ
গ.শুক্র গ্রহ
ঘ.শনি গ্রহ
২৯. সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি?
ক.বৃহস্পতি
খ.শনি
গ.শুক্র
ঘ.নেপচুন
৩০. শুকতারা দেখা যায় কোন আকাশে?
ক.উত্তর আকাশে
খ.দক্ষিণ আকাশে
গ.পূর্ব আকাশে
ঘ.পশ্চিম আকাশে
৩১. সন্ধ্যা তারা দেখা যায় কোন আকাশে?
ক.উত্তর আকাশে
খ.দক্ষিণ আকাশে
গ.পূর্ব আকাশে
ঘ.পশ্চিম আকাশে
যোগ্যতাভিত্তিক
শিখনফল : সৌরজগতের গ্রহ সম্পর্কে জানতে পারব।
৩২. কেয়ার বাবা সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে একটি তারাকে জ্বলজ্বল করতে দেখেন। সেটি কী? চ
ক.শুকতারা
খ.সন্ধ্যাতারা
গ.বুধ গ্রহ
ঘ.ধূমকেতু
৩৩. কাব্য সন্ধ্যায় পশ্চিম আকাশে একটি তারাকে জ্বলজ্বল করতে দেখে। সেটি কী?
ক.শুকতারা
খ.বুধ গ্রহ
গ.ধূমকেতু
ঘ.শুক্র গ্রহ
৩৪. মানুষ পৃথিবী ছাড়াও অন্য একটি গ্রহে বসবাসের চেষ্টা করছে, যা পৃৃথিবীর নিকটে অবস্থিত। গ্রহটির নাম কী? জ
ক.বুধ
খ.শুক্র
গ.মঙ্গল
ঘ.বৃহস্পতি
গ্যালাক্সি
সাধারণ
৩৫. নক্ষত্র কী?
ক.গ্যাসের কুণ্ডলী
খ.জ্বলন্ত গ্যাসের কুণ্ডলী
গ.শিলা দ্বারা তৈরি বস্তু
ঘ.গোলাকার বস্তু
৩৬. নিজস্ব আলো ও তাপ আছে কোনটির?
ক.গ্রহ
খ.নক্ষত্র
গ.উপগ্রহ
ঘ.চাঁদ
৩৭. সৌরজগতের একমাত্র নক্ষত্র কোনটি?
ক.চাঁদ
খ.ধূমকেতু
গ.সূর্য
ঘ.মিল্কিওয়ে
৩৮. মহাবিশ্বের অন্যান্য নক্ষত্র সূর্য থেকে ছোট দেখায় কেন?
ক.আকারে ছোট বলে
খ.অনেক দূরে অবস্থিত বলে
গ.ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়ে বলে
ঘ.অন্ধকারে ঢাকা থাকে বলে
৩৯. সৌরজগতের নক্ষত্র সংখ্যা কত?
ক.১টি
খ.৩টি
গ.৮টি
ঘ.অসংখ্য
- শ্রেণি ৪র্থ | ইসলাম শিক্ষা | তৃতীয় অধ্যায় – আখলাক বহুনির্বাচনি | PDF
- ৪র্থ শ্রেণির ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায় – ইবাদত প্রশ্ন উত্তর | PDF
- শ্রেণি ৪র্থ | ইসলাম শিক্ষা | অধ্যায় পঞ্চম | প্রশ্ন ও উত্তর | PDF
৪০. মহাবিশ্বের নক্ষত্র সংখ্যা কত?
ক.১টি
খ.৩টি
গ.৮টি
ঘ.অসংখ্য
৪১. মহাবিশ্বের নক্ষত্রগুলো কীভাবে অবস্থান করে?
ক.আলাদাভাবে
খ.জ্যামিতিক আকারে
গ.জোট বেঁধে
ঘ.সর্পিলাকারে
৪২. কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ন্যায় আকৃতিসম্পন্ন নক্ষত্র জোটের নাম কী?
ক.তারকারাজি
খ.গ্যালাক্সি
গ.নক্ষত্রমণ্ডল
ঘ.মিল্কিওয়ে
৪৩. কালপুরুষ কী?
ক.মিল্কিওয়ে
খ.গ্যালাক্সি
গ.নক্ষত্রমণ্ডল
ঘ.ছায়াপথ
৪৪. সৌরজগৎ কিসের অন্তর্ভুক্ত?
ক.মহাকাশ
খ.মহাবিশ্ব
গ.গ্যালাক্সি
ঘ.নক্ষত্রমণ্ডল
৪৫. সৌরজগৎ যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম কী?
ক.কালপুরুষ
খ.মিল্কিওয়ে
গ.প্যাগাসাস
ঘ.গ্রেট বিয়ার
৪৬. মিল্কিওয়ে দেখতে কীরূপ?
ক.থালার মতো
খ.সর্পিলাকার
গ.বর্গাকার
ঘ.আয়তাকার
৪৭. কোথায় কোটি কোটি গ্যালাক্সি রয়েছে?
ক.সৌরজগতে
খ.মহাকাশে
গ.মহাবিশ্বে
ঘ.পৃথিবীতে
৪৮. মহাবিশ্ব সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা কী?
ক.এটি ক্রমশ ছোট হচ্ছে
খ.এটি ক্রমশ বড় হচ্ছে
গ.এটি ক্রমশ বিভক্ত হচ্ছে
ঘ.এটি ক্রমশ অন্ধকার হচ্ছে
যোগ্যতাভিত্তিক
শিখনফল : নক্ষত্রমণ্ডল সম্পর্কে জানতে পারব।
৪৯. কেয়া ও কাব্য রাতের আকাশে যোদ্ধার মতো এক ব্যক্তির আকৃতি দেখতে পেল। সেটি কী?
ক.ধূমকেতুর সমষ্টি
খ.মিল্কিওয়ের জোট
গ.নক্ষত্র জোট
ঘ.গ্যালাক্সির সমষ্টি
৫০. কেয়া ও কাব্য রাতের আকাশে একটি প্রাণীর আকৃতি দেখতে পেল। সেটি কী?
ক.কালপুরুষ
খ.গ্রেট বিয়ার
গ.প্যাগ্যাসাস
ঘ.মিল্কিওয়ের সমাহার
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।