শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১ জীব ও পরিবেশ বহুনির্বাচনি : চতুর্থ শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির প্রথম অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
পরিবেশে জীব
সাধারণ
১. বেঁচে থাকার জন্য জীবের প্রয়োজন কোনটি?
ক.নাইট্রোজেন
খ.পোশাক
গ.বায়ু
ঘ.শিক্ষা
২. প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজন কোনটি?
ক.কার্বন ডাইঅক্সাইড
খ.চিকিৎসা
গ.শিক্ষা
ঘ.শক্তি
৩. কোনটি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে?
ক.মানুষ
খ.পাখি
গ.আমগাছ
ঘ.মাছ
৪. শক্তি ও পুষ্টি উপাদান প্রয়োজন কোনটির?
ক.উদ্ভিদ
খ.প্রাণী
গ.জড় ও জীব
ঘ.উদ্ভিদ ও প্রাণী
৫. কোনটি খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল?
ক.শাপলা
খ.আমগাছ
গ.মাছ
ঘ.বটগাছ
৬. উদ্ভিদ যে জায়গায় জন্মে তার নাম কী?
ক.বনভূমি
খ.আবাসস্থল
গ.আশ্রয়স্থল
ঘ.উর্বর জমি
৭. প্রাণীর জন্য প্রয়োজন কোনটি?
ক.আবাসস্থল
খ.আশ্রয়স্থল
গ.ঘরবাড়ি
ঘ.আবাসস্থল ও আশ্রয়স্থল
৮. প্রাণীর জন্য নিরাপদ কোনটি? জ
ক.বনভূমি
খ.আবাসস্থল
গ.আশ্রয়স্থল
ঘ.জলাভূমি
৯. প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তার নাম কী?
ক.বনভূমি
খ.আবাসস্থল
গ.আশ্রয়স্থল
ঘ.জলাভূমি
১০. কোনটি ছাড়া কোনো জীব বাঁচতে পারে না?
ক.উদ্ভিদ
খ.আবাসস্থল
গ.আশ্রয়স্থল
ঘ.পানি
১১. প্রাণীর খাদ্য পরিপাকের জন্য প্রয়োজন কোনটি?
ক.অক্সিজেন
খ.কার্বন ডাইঅক্সাইড
গ.পানি
ঘ.খনিজ লবণ
১২. উদ্ভিদ খাদ্য তৈরিতে বায়ু থেকে কোনটি গ্রহণ করে?
ক.অক্সিজেন
খ.কার্বন ডাইঅক্সাইড
গ.হাইড্রোজেন
ঘ.জলীয় বাষ্প
১৩. প্রাণী বায়ু থেকে কোনটি গ্রহণ করে?
ক.অক্সিজেন
খ.কার্বন ডাইঅক্সাইড
গ.হাইড্রোজেন
ঘ.জলীয় বাষ্প
১৪. প্রাণী বায়ুতে কোনটি ত্যাগ. করে?
ক.অক্সিজেন
খ.কার্বন ডাইঅক্সাইড
গ.হাইড্রোজেন
ঘ.জলীয় বাষ্প
১৫. বেঁচে থাকার জন্য সকল উপাদন জীব কোথা থেকে পায়?
ক.বায়ু
খ.পরিবেশ
গ.জলাভূমি
ঘ.বনভূমি
১৬. উদ্ভিদের খাদ্য তৈরিতে প্রয়োজন কোনগুলো? জ
ক.অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড
খ. পানি ও অক্সিজেন
গ.কার্বন ডাইঅক্সাইড ও পানি
ঘ.সূর্যের আলো ও অক্সিজেন
যোগ্যতাভিত্তিক
শিখনফল : আবাসস্থল ও আশ্রয়স্থলের পার্থক্য বুঝতে পারব।
১৭.তোমাদের আমগাছে একটি পাখি বাসা বেঁধেছে। এটি পাখিটির কী?
ক.আবাসস্থল
খ.আশ্রয়স্থল
গ.বাসগৃহ
ঘ.আবাসস্থল ও আশ্রয়স্থল
১৮.একটি জলাশয়ে পদ্মফুল ফুটে আছে। জলাশয়টি পদ্মফুলের কী?চ
ক.আবাসস্থল
খ.আশ্রয়স্থল
গ.বাসগৃহ
ঘ.আবাসস্থল ও আশ্রয়স্থল
১৯.তোমার আশ্রয়স্থলের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক.যে জায়গায় তুমি জন্মেছ
খ. যে জায়গায় তুমি বাস কর
গ.যে জায়গা তোমাকে খাদ্য দেয়
ঘ.যে জায়গা তোমাকে ঝড়-বাদল থেকে রক্ষা করে
শিখনফল : জীবনে পানির প্রয়োজনীয়তা বুঝতে পারব।
২০.তুমি খাবার গ্রহণ করেছ। এটা পরিপাকে কী প্রয়োজন?
ক.অক্সিজেন
খ.কার্বন ডাইঅক্সাইড
গ.পানি
ঘ.শক্তি
২১.কোনটি ছাড়া তোমার জীবন ঝুঁকির মুখে পড়বে?
ক.কার্বন ডাইঅক্সাইড
খ.পানি
গ.শক্তি
ঘ.আশ্রয়স্থল
শিখনফল : জীবের জীবনে বায়ুর প্রয়োজনীয়তা বুঝতে পারব।
২২.তুমি একটি গাছের নিচে বসে আছ। গাছটি তোমার কাছ থেকে কী নিচ্ছে?
ক.জলীয় বাষ্প
খ.অক্সিজেন
গ.কার্বন ডাইঅক্সাইড
ঘ.শক্তি
২৩.তুমি বায়ু থেকে কী গ্রহণ করছ?
ক.কার্বন ডাইঅক্সাইড
খ.হাইড্রোজেন
গ.অক্সিজেন
ঘ.জলীয় বাষ্প
২৪.তোমাদের বাগানে থাকা আমগাছটি খাদ্য তৈরির সময় বায়ুতে কোনটি ত্যাগ. করে?জ
ক.কার্বন ডাইঅক্সাইড
খ.হাইড্রোজেন
গ.অক্সিজেন
ঘ. জলীয় বাষ্প
২৫.তুমি এবং তোমাদের বাগানের গাছটি শ্বসন প্রক্রিয়ায় বায়ুতে কী ত্যাগ. কর? চ
ক.কার্বন ডাইঅক্সাইড
খ.হাইড্রোজেন
গ.অক্সিজেন
ঘ.জলীয় বাষ্প
শিখনফল : খাদ্য তৈরিতে উদ্ভিদের কী প্রয়োজন তা জানতে পারব।
২৬.একটি ইট সবুজ ঘাসের উপর কয়েক. দিন রেখে দিলে চাপা পড়ে ঘাস হলুদ হয়ে যায় কেন? জ
ক.পানির অভাবে
খ.অক্সিজেনের অভাবে
গ.সূর্যালোকের অভাবে
ঘ.কার্বন ডাইঅক্সাইডের অভাবে
২৭.তুমি তোমাদের বারান্দার টবে লাগানো গাছে এক. সপ্তাহ পানি দিলে না। এতে কী ঘটবে?জ
ক.গাছটি ছোট হয়ে যাবে
খ.গাছটি স্বাভাবিক. থাকবে
গ.গাছটি মারা যাবে
ঘ.গাছটি দ্র্রুত বৃদ্ধি পাবে
খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা
সাধারণ
২৮.মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে কোনটি?
ক.উদ্ভিদ
খ.প্রাণী
গ.বায়বীয় পদার্থ
ঘ.উদ্ভিদ ও প্রাণী
২৯. মানুষ কেন খাদ্য গ্রহণ করে?
ক.ক্ষুধা নিবারণের জন্য
খ.ওজন বৃদ্ধির জন্য
গ.শক্তি পাওয়ার জন্য
ঘ.সৌন্দর্য বর্ধনের জন্য
৩০.মানুষের জীবনে শক্তির প্রয়োজন কেন?
ক.বেঁচে থাকার জন্য
খ.বৃদ্ধির জন্য
গ.খাদ্য গ্রহণের জন্য
ঘ.বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য
৩১.উদ্ভিদ প্রয়োজনীয় শক্তি কোথা থেকে পায়?
ক.মাটি
খ.পানি
গ.খাদ্য
ঘ.কার্বন ডাইঅক্সাইড
৩২.উদ্ভিদ প্রয়োজনীয় শক্তি কোথা থেকে পায়?
ক.মাটি
খ.পানি
গ.সূর্যের আলো
ঘ.কার্বন ডাইঅক্সাইড
৩৩.প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল কেন?
ক.উদ্ভিদ জগৎ বড় বলে
খ.উদ্ভিদের শক্তি বেশি বলে
গ.উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে বলে
ঘ.উদ্ভিদ প্রাণীকে খায় না বলে
৩৪.সূর্য থেকে শক্তি কীভাবে প্রাণীতে প্রবাহিত হয়?
ক.সূর্যরশ্মির মাধ্যমে
খ.খাদ্যের মাধ্যমে
গ.অক্সিজেনের মাধ্যমে
ঘ.কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে
৩৫. পরিবেশে শক্তি কোথা থেকে কোথায় প্রবাহিত হয়?
ক.সূর্য থেকে প্রাণীতে
খ.প্রাণী থেকে উদ্ভিদে
গ.সূর্য থেকে উদ্ভিদে, উদ্ভিদ থেকে প্রাণীতে
ঘ.সূর্য থেকে প্রাণীতে, প্রাণী থেকে উদ্ভিদে
যোগ্যতাভিত্তিক
শিখনফল : খাদ্যের জন্য উদ্ভিদের উপর মানুষ ও অন্যান্য প্রাণীর নির্ভরশীলতা সম্পর্কে জানতে পারব।
৩৬. তুমি বাগানের আমগাছটির উপর কিসের জন্য নির্ভরশীল?
ক.জলীয় বাষ্প
খ.খাদ্য
গ.কার্বন ডাইঅক্সাইড
ঘ.হাইড্রোজেন
৩৭. তোমার চারপাশের কোনটি সূর্যের আলোর শক্তিকে ধরে রাখতে পারে?
ক.মাটি
খ.পানি
গ.উদ্ভিদ
ঘ.প্রাণী
৩৮. তোমার চারপাশে দেখা কোনটি খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল?
ক.আমগাছ
খ.কচুরিপানা
গ.ঘাস
ঘ.ঈগল পাখি
৩৯. তোমার চারপাশে দেখা কোনটি খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল নয়?
ক.মানুষ
খ.বাঘ
গ.ঘাস
ঘ.হরিণ
শিখনফল : খাদ্যের জন্য মানুষের অন্য প্রাণীর উপর নির্ভরশীলতা সম্পর্কে জানতে পারব।
৪০. খাদ্যের জন্য তুমি কোনটি উপর নির্ভরশীল?
ক.উদ্ভিদ
খ.প্রাণী
গ.সূর্যের আলো
ঘ.উদ্ভিদ ও প্রাণী
আরো পড়ুনঃ
- শ্রেণি ৪র্থ | ইসলাম শিক্ষা | তৃতীয় অধ্যায় – আখলাক বহুনির্বাচনি | PDF
- ৪র্থ শ্রেণির ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায় – ইবাদত প্রশ্ন উত্তর | PDF
- শ্রেণি ৪র্থ | ইসলাম শিক্ষা | অধ্যায় পঞ্চম | প্রশ্ন ও উত্তর | PDF
পরিবেশের পরিবর্তন
সাধারণ
৪১.পরিবেশের পরিবর্তন হয় কী কারণে?
ক.প্রাকৃতিক. দুর্যোগ
খ.অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি
গ.অক্সিজেনের পরিমাণ হ্রাস
ঘ.জীবের সংখ্যা হ্রাস
৪২. পরিবেশ পরিবর্তনের অন্যতম কারণ কোনটি? জ
ক.অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি
খ. অক্সিজেনের পরিমাণ হ্রাস
গ.মানুষের কর্মকাণ্ড
ঘ.প্রাণীর সংখ্যা বৃদ্ধি
৪৩.মানুষ অনবরত গাছ কাটছে কেন?
ক.খাদ্য সংগ্রহে
খ.জ্বালানি সংগ্রহে
গ.প্রাকৃতিক. দুর্যোগ. মোকাবেলায়
ঘ.পরিবেশের তাপমাত্রা কমাতে
৪৪.মানুষ অনবরত গাছ কাটছে কেন?
ক.খাদ্য সংগ্রহে
খ.বন্যা মোকাবেলায়
গ.খরা মোকাবেলায়
ঘ.গৃহনির্মাণ সামগ্রীর জন্য
৪৫. মানুষ বনভূমি নষ্ট করছে কেন?
ক.খাদ্য সংগ্রহ করতে
খ.উদ্ভিদের উপর নির্ভরশীলতা কমাতে
গ.রাস্তাঘাট তৈরিতে
ঘ.বন্যা মোকাবেলায়
৪৬.মানুষ শস্য উৎপাদনে কী করছে?চ
ক.বনভূমি ধ্বংস
খ.বনভূমি সৃষ্টি
গ.দুর্যোগ. মোকাবেলা
ঘ.তাপমাত্রা বৃদ্ধি
৪৭.পরিবেশের পরিবর্তনের ফলে কী ঘটে?
ক.শস্য উৎপাদন বৃদ্ধি পায়
খ. বন্যা হ্রাস পায়
গ.তাপমাত্রার পরিবর্তন ঘটে
ঘ.খরা হ্রাস পায়
যোগ্যতাভিত্তিক
শিখনফল : পরিবেশ পরিবর্তনের কারণ ও প্রভাব সম্পর্কে জানতে পারব।
৪৮. তোমাদের এলাকায় সারি সারি গাছ কেটে ফেলা হয়েছে। এতে কী ঘটবে?
ক.অধিক. বৃষ্টিপাত
খ. অধিক. শস্য উৎপাদন
গ.পরিবেশ পরিবর্তন
ঘ.তাপমাত্রা হ্রাস
৪৯. তোমার এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে। এতে কী ঘটতে পারে?
ক.বন্যা
খ.খরা
গ.ভূমিধ্বস
ঘ.ফসল বৃদ্ধি
৫০. বাংলাদেশে বন্যা, খরার মতো প্রাকৃতিক. দুর্যোগ. প্রায়ই দেখা দেয়। এর কারণ কী? জ
ক.অধিক. বৃষ্টিপাত
খ.তাপমাত্রার পরিবর্তন
গ.পরিবেশের পরিবর্তন
ঘ.জনসংখ্যা বৃদ্ধি
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।