শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৩ – মাটি বহুনির্বাচনি | PDF : চতুর্থ শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির তৃতীয় অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
মাটির গুরুত্ব
সাধারণ
১. পৃথিবীর উপরিভাগের নরম আবরণের নাম কী?
কপাথর
খমাটি
গশিলা
ঘবরফ
২. উদ্ভিদ প্রয়োজনীয় পানি ও পুষ্টি পায় কোনটি হতে?
কমাটি
খবায়ু
গপাথর
ঘবরফ
৩. কোনটি মৃৎশিল্প সামগ্রী?
কমাটির পাত্র
খকাচের পাত্র
গপিতলের পাত্র
ঘরুপার পাত্র
৪. কোনটি হতে ইট তৈরি হয়?
ককাচ
খমাটি
গপিতল
ঘরুপা
যোগ্যতাভিত্তিক
শিখনফল: মাটির ব্যবহার সম্পর্কে জানতে পারব।
৫. বাড়ির ময়লা-আবর্জনা রহিমের কোথায় ফেলা উচিত?
কনদীতে
খপুকুরে
গভাগাড়ে
ঘযেখানে সেখানে
৬. রাসেল বিভিন্ন ধরনের মৃৎশিল্প সামগ্রী তৈরিতে কোনটি ব্যবহার করবে?
ককাঠ
খমাটি
গঅ্যালুমিনিয়াম
ঘরূপা
মাটির উর্বরতা বৃদ্ধি সাধারণ
৭. উদ্ভিদের বৃদ্ধির জন্য অপ্রয়োজনীয় উপাদান কোনটি?
কবায়ু
খপানি
গপাথর
ঘসূর্যের আলো
৮. উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায় কোনটি হতে?
কবায়ু
খপানি
গসার
ঘসূর্যের আলো
৯. সার কয় প্রকার?
ক২
খ৩
গ৪
ঘ৫
১০. কোনটি জৈব সার?
কইউরিয়া
খটিএসপি
গগোবর
ঘএমপি
১১. কোনটি অজৈব সার?
কগোবর সার
খকম্পোস্ট সার
গসবুজ সার
ঘইউরিয়া সার
১২. ফসল আবর্তনের মাধ্যমে কোনটি করা যায়?
কমাটির উর্বরতা বজায় রাখা যায়
খ মাটির উর্বরতা হ্রাস করা যায়
গমাটি দূষণ রোধ করা যায়
ঘমাটির ক্ষয় রোধ করা যায়
১৩. কোন উদ্ভিদ চাষের ফলে মাটি তার হারানো পুষ্টি উপাদান ফিরে পায়? চ
কশিমজাতীয়
খশাকজাতীয়
গঔষধি
ঘকাঠজাতীয়
যোগ্যতাভিত্তিক
শিখনফল: মাটির উর্বরতা বৃদ্ধির উপায় সম্পর্কে জানতে পারব।
১৪. মজিদ তার জমিতে কোন জাতীয় উদ্ভিদ চাষ করে মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারবে? ছ
ককাঠ উৎপাদনকারী উদ্ভিদ
খশিম-জাতীয় উদ্ভিদ
গঔষধি
ঘশাক-জাতীয় উদ্ভিদ
১৫. রতনের জমিতে ফসল উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ফলন বাড়াতে রতনের কী করা উচিত? জ
কবারবার নিড়ানি দেওয়া
খঅধিক পরিমাণে সার প্রয়োগ
গপর্যায়ক্রমে বিভিন্ন ফসলে চাষ
ঘবছরের পর বছর একই ফসল চাষ
মাটি দূষণ
সাধারণ
১৬. মাটি দূষণের জন্য দায়ী নয় কোনটি?
কগৃহস্থালির বর্জ্য
খচিপসের প্যাকেট
গকীটনাশক
ঘকম্পোস্ট সার
১৭. মাটি দূষণের কারণ কোনটি?
কযেখানে সেখানে আবর্জনা ফেলা
খ যেখানে সেখানে বৃক্ষরোপণ করা
গকলকারখানার কালো ধোঁয়া
ঘজমিতে জৈব সারের ব্যবহার
১৮. জমিতে কোনটি ব্যবহার করলে মাটি বিশুদ্ধ থাকবে?
ককীটনাশক
খআবর্জনা
গজৈব সার
ঘরাসায়নিক সার
১৯. মাটি দূষণ রোধের উপায় কোনটি?
কজমিতে কীটনাশক প্রয়োগ
খ জমিতে জৈব সার প্রয়োগ
গজমিতে আগাছানাশক প্রয়োগ
ঘজমিতে রাসায়নিক সার প্রয়োগ
২০. মাটি দূষণের জন্য দায়ী কোনটি?
কইউরিয়া সার
খকম্পোস্ট সার
গজৈব সার
ঘগোবর সার
২১. মাটি সংরক্ষণ বলতে কী বোঝায়?
কমাটির ক্ষয় রোধ করা
খমাটির উর্বরতা বৃদ্ধি করা
গমাটি দূষণ রোধ করা
ঘমাটির উর্বরতা হ্রাস করা
২২. মাটির ক্ষয় কীভাবে রোধ করা যায়?
কজমিতে জৈব সার ব্যবহার করে
খ জমিতে কীটনাশক প্রয়োগ করে
গজমিতে ঘাস লাগিয়ে
ঘবৃক্ষ নিধন করে
আরো পড়ুনঃ
- শ্রেণি ৪র্থ | ইসলাম শিক্ষা | তৃতীয় অধ্যায় – আখলাক বহুনির্বাচনি | PDF
- ৪র্থ শ্রেণির ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায় – ইবাদত প্রশ্ন উত্তর | PDF
- শ্রেণি ৪র্থ | ইসলাম শিক্ষা | অধ্যায় পঞ্চম | প্রশ্ন ও উত্তর | PDF
যোগ্যতাভিত্তিক
শিখনফল: মাটি দূষণের ফলাফল সম্পর্কে জানতে পারব।
২৩. কারখানার পাশে মজিদ মিয়ার একখণ্ড জমি আছে। দিন দিন সে জমির উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে। এর কারণ কোনটি? জ
কপানি দূষণ
খবায়ু দূষণ
গমাটি দূষণ
ঘশব্দ দূষণ
শিখনফল: মাটি দূষণ রোধের উপায় সম্পর্কে জানতে পারব।
২৪. শফিক সাহেব রাসায়নিক সারের পরিবর্তে তার জমিতে নিয়মিত জৈব সার প্রয়োগ করেন। তিনি কোন ধরনের দূষণ রোধে ভ‚মিকা রাখেন? ঝ
কবায়ু দূষণ
খশব্দ দূষণ
গখাদ্য দূষণ
ঘমাটি দূষণ
২৫. সুজন নিচের কোন পদক্ষেপটি গ্রহণ করে তার এলাকায় মাটি দূষণ রোধ করবে? জ
ককালো ধোঁয়া উৎপাদন করে এমন যানবাহন বন্ধ রেখে
খ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে
গআবর্জনা কুড়িয়ে নির্দিষ্ট স্থানে ফেলে
ঘময়লা আবর্জনা পানিতে ফেলা বন্ধ রেখে
২৬. রাইম একটি পটেটো চিপস খেয়ে চিপসের প্যাকেটটি রাস্তায় ফেলে কী দূষিত করল? ছ
কবায়ু খ মাটিগশব্দঘপানি
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।