শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৪- খাদ্য বহুনির্বাচনি | PDF : চতুর্থ শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির চতুর্থ অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
খাদ্যের উৎস সাধারণ
১. উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য কোনটি?
ক.ডিম
খ.মাছ
গ.মাংস
ঘ.ডাল
২. প্রাণিজ খাদ্যদ্রব্য কোনটি?
ক.শাকসবজি
খ.ফল
গ.দুধ
ঘ.গম
৩. কোনটি উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য নয়?
ক.আলু
খ.মূলা
গ.মাছ
ঘ.কলা
৪. কোনটি প্রাণিজ খাদ্যদ্রব্য নয়?
ক.ডিম
খ.দুধ
গ.মাংস
ঘ.মিষ্টি কুমড়া
পুষ্টি উপাদান
৫. পুষ্টি উপাদান কয় ধরনের?
ক.দুই
খ.তিন
গ.চার
ঘ.পাঁচ
৬. পুষ্টি উপাদান নয় কোনটি?
ক.শর্করা
খ.আমিষ
গ.চর্বি
ঘ.ক্লোরোফিল
৭. ভিটামিন কয় প্রকার?
ক.চার
খ.পাঁচ
গ.ছয়
ঘ.সাত
৮. কোনটি ভিটামিন নয়? জ
ক.ভিটামিন ‘ডি’
খ.ভিটামিন ‘ই’
গ.ভিটামিন ‘এফ’
ঘ.ভিটামিন ‘কে’
৯. ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাদ্য কোনটি?
ক.মিষ্টি কুমড়া
খ. মটরশুঁটি
গ. পেয়ারা
ঘ. ঢেঁড়শ
১০. ভিটামিন ‘এ’ এর অভাবে কী রোগ. হয়?
ক.বেরিবেরি
খ. রাতকানা
গ. স্কার্ভি
ঘ. রিকেটস
১১. ভিটামিন ‘এ’ এর কাজ কী?
ক.রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
খ.স্বাভাবিক. দৃষ্টিশক্তি রক্ষায় রাখা
গ.দেহে শক্তি উৎপাদনে সাহায্য করা
ঘ.দেহকে কর্মক্ষম রাখা
১২. ভিটামিন ‘বি’ কমপ্লেক্স সমৃদ্ধ খাদ্য কোনটি?
ক.দুধ
খ.গাজর
গ.টমেটো
ঘ.মটরশুঁটি
১৩. ভিটামিন ‘বি’ কমপ্লেক্স এর অভাবজনিত রোগ. কোনটি?
ক.রাতকানা
খ. রিকেটস
গ. বেরিবেরি
ঘ. স্কার্ভি
১৪. অ্যানিমিয়া রোগ. দেখা দেয় কোন ভিটামিনের অভাবে?
ক.ভিটামিন ‘এ’
খ.ভিটামিন ‘বি’ কমপ্লেক্স
গ.ভিটামিন ‘সি’
ঘ.ভিটামিন ‘ই’
১৫. ভিটামিন ‘বি’ কমপ্লেক্স এর কাজ কী?
ক.স্বাভাবিক. দৃষ্টিশক্তি বজায় রাখা
খ.রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
গ.দেহে শক্তি উৎপাদনে সাহায্য করা
ঘ.হাড়ের বৃদ্ধি ও গঠনে সহায়তা করা
১৬. ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাদ্য কোনটি?
ক.গাজর
খ. পালংশাক
গ. বাঁধাকপি
ঘ. ঢেঁড়শ
১৭. ভিটামিন ‘সি’ এর অভাবে কোন রোগ. হয়?
ক.রাতকানা
খ. বেরিবেরি
গ. অ্যানিমিয়া
ঘ. স্কার্ভি
১৮. ভিটামিন ‘সি’ এর কাজ কী?
ক.দেহের রোগ. প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা
খ.স্বাভাবিক. দৃষ্টিশক্তি বজায় রাখা
গ.দেহে শক্তি উৎপাদনে সহায়তা করা
ঘ.হাড়ের বৃদ্ধি ও গঠনে সহায়তা করা
১৯. ভিটামিন ‘ডি’ সমৃদ্ধ খাদ্য কোনটি?
ক.মাছের তেল
খ. ঢেঁড়শ
গ. মটরশুঁটি
ঘ. গাজর
২০. ভিটামিন ‘ডি’ এর অভাবজনিত রোগ. কোনটি?
ক.রাতকানা
খ. স্কার্ভি
গ. রিকেটস
ঘ. বেরিবেরি
২১. সূর্যরশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
ক.ভিটামিন ‘এ’
খ.ভিটামিন ‘বি’
গ.ভিটামিন ‘সি’
ঘ.ভিটামিন ‘ডি’
২২. ভিটামিন ‘ডি’ এর কাজ কী?
ক.স্বাভাবিক. দৃষ্টিশক্তি বজায় রাখা
খ.দেহে শক্তি উৎপাদনে সহায়তা করা
গ.রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
ঘ.হাড়ের বৃদ্ধি ও গঠনে সহায়তা করা
২৩. ভিটামিন ‘ই’ সমৃদ্ধ খাদ্য কোনটি?
ক.ঢেঁড়শ
খ. মটরশুঁটি
গ. বাদাম
ঘ. দুধ
২৪. ভিটামিন ‘ই’ এর অভাবে কোন রোগ. হয়? ঝ
ক.মুখে ও জিভে ঘা
খ.হাড় বেঁকে যাওয়া
গ.রক্তশূন্যতা
ঘ.দুর্বল পেশি
২৫. ঢেঁড়শে কোন ভিটামিন পাওয়া যায়?
ক.ভিটামিন ‘এ’
খ.ভিটামিন ‘সি’
গ.ভিটামিন ‘ই’
ঘ.ভিটামিন ‘কে’
২৬. কেটে যাওয়া স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন?
ক.ভিটামিন ‘সি’
খ.ভিটামিন ‘ডি’
গ.ভিটামিন ‘কে’
ঘ.ভিটামিন ‘এফ’
২৭. উদ্ভিজ আমিষ কোনটি?
ক.ডাল
খ.মাছ
গ.মাংস
ঘ.ডিম
২৮. প্রাণিজ আমিষ কোনটি?
ক.মটরশুঁটি
খ. দুধ
গ. বাদাম
ঘ. শিমের বিচি
২৯. আমিষের কাজ কী?
ক.স্বাভাবিক. দৃষ্টিশক্তি বজায় রাখা
খ.রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
গ.দেহের গঠন, ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধন করা
ঘ.হাড়ের বৃদ্ধি ও গঠনে সহায়তা করা
৩০. আয়োডিনের অভাবে কী রোগ. হয়?
ক.অ্যানিমিয়া
খ. বেরিবেরি
গ. রিকেটস
ঘ. গলগণ্ড
যোগ্যতাভিত্তিক
শিখনফল : ভিটামিনের উৎস সম্পর্কে জানতে পারব।
৩১. শফিক. গাজর ও পালংশাক. খেতে খুব পছন্দ করে। শফিকের পছন্দকৃত খাবারে কোন ভিটামিন থাকে? চ
ক.ভিটামিন ‘এ’
খ.ভিটামিন ‘বি’
গ.ভিটামিন ‘সি’
ঘ.ভিটামিন ‘ডি
৩২. মজিদ রাতকানা রোগে ভুগছে। তার কোন ধরনের খাবার গ্রহণ করা উচিত?
ক.ছোট মাছ, মিষ্টি কুমড়া
খ.ডিমের কুসুম, মাছের তেল
গ.ঢেঁড়শ, সয়াবিন
ঘ.টমেটো, বাধাকপি
৩৩. তোমার মা তোমাকে প্রতিদিন একটি করে ডিম খেতে দেয়। এতে তুমি কোন রোগ. থেকে মুক্ত থাকবে? জ
ক.রক্তশূন্যতা
খ. সর্দি-কাশি
গ. রাতকানা
ঘ. স্কার্ভি
শিখনফল : ভিটামিনের অভাবজনিত রোগ. সম্পর্কে জানতে পারব।
৩৪. দিনের বেলা চলাফেরায় সাইফুলের কোনো সমস্যা হয় না। কিন্তু সে রাতের বেলা চোখে দেখে না। সাইফুল কোন রোগে ভুগছে? জ
ক.রিকেটস
খ. অ্যানিমিয়া
গ. রাতকানা
ঘ. স্কার্ভি
৩৫. আনিকার বেরিবেরি রোগ. হয়েছে। কোন ভিটামিনের অভাবে তার এ রোগটি হয়েছে? ছ
ক.ভিটামিন ‘এ’
খ.ভিটামিন ‘বি’ কমপ্লেক্স
গ.ভিটামিন ‘সি’
ঘ.ভিটামিন ‘ডি’
৩৬. ভিটামিন ‘বি কমপ্লেক্সের এর অভাবে হাসানের কোন রোগটি হতে পারে? ছ
ক.স্কার্ভি
খ. অ্যানিমিয়া
গ. রিকেটস
ঘ. গলগণ্ড
৩৭. শফিক. বেশ কিছুদিন ধরে স্কার্ভি রোগে ভুগছে। কোন ভিটামিনের অভাবে তার এ রোগটি হয়েছে? ছ
ক.ভিটামিন ‘বি’
খ.ভিটামিন ‘সি’
গ.ভিটামিন ‘ডি’
ঘ.ভিটামিন ‘কে’
৩৮. কোন ভিটামিনের অভাবে তোমার রিকেটস রোগ. হতে পারে?
ক.ভিটামিন ‘সি’
খ.ভিটামিন ‘ডি’
গ.ভিটামিন ‘ই’
ঘ.ভিটামিন ‘কে’
৩৯. তোমার এলাকায় শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হয়েছে। এর ফলে শিশুরা কোন রোগের হাত থেকে রক্ষা পাবে? চ
ক.রাতকানা
খ.স্কার্ভি
গ.হাড় বেঁকে যাওয়া
ঘ.সর্দি-কাশি
শিখনফল : পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারব।
৪০. জামাল গলগণ্ড রোগে আক্রান্ত। তার শরীরে কোন পুষ্টি উপাদান প্রয়োজন?
ক.ক্যালসিয়াম
খ. আয়োডিন
গ. ম্যাগনেশিয়াম
ঘ. ভিটামিন
৪১. আরমানের বয়স তিন বছর। কিছুদিন যাবৎ তার শরীরের বৃদ্ধি ঘটছে না। আরমানের শরীরে কোন জাতীয় খাবারের অভাব রয়েছে? চ
ক.আমিষ জাতীয়
খ.শর্করা জাতীয়
গ.ভিটামিন জাতীয়
ঘ.স্নেহ জাতীয়
আরো পড়ুনঃ
- শ্রেণি ৪র্থ | ইসলাম শিক্ষা | তৃতীয় অধ্যায় – আখলাক বহুনির্বাচনি | PDF
- ৪র্থ শ্রেণির ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায় – ইবাদত প্রশ্ন উত্তর | PDF
- শ্রেণি ৪র্থ | ইসলাম শিক্ষা | অধ্যায় পঞ্চম | প্রশ্ন ও উত্তর | PDF
সুষম খাদ্য
সাধারণ
৪২. খাদ্য দল মোট কয়টি?
ক.৩
খ.৪
গ.৫
ঘ.৬
৪৩. সকল ধরনের পুষ্টি উপাদান পরিমাণমতো থাকে কোনটিতে?
ক.ফাস্টফুডে
খ.ভিটামিন জাতীয় খাদ্যে
গ.সুষম খাদ্যে
ঘ.জাঙ্ক. ফুডে
৪৪. আমিষ জাতীয় খাদ্য কোনটি?
ক.ভাত
খ.আলু
গ.দুধ
ঘ.ডাল
৪৫. শর্করা জাতীয় খাদ্য কোনটি?
ক.ভাত
খ.দুধ
গ.ডিম
ঘ.মাংস
৪৬. সুষম খাদ্যের উপাদান নয় কোনটি?
ক.শর্করা
খ.আমিষ
গ.স্নেহ
ঘ.ক্লোরোফিল
৪৭. চর্বি জাতীয় খাদ্য কোনটি?
ক.মাখন
খ.দুধ
গ.দই
ঘ.পনির
৪৮. ভিটামিন ও খনিজ লবণ পাওয়া যায় কোনটিতে?
ক.খাদ্যশস্য ও আলুতে
খ.শাকসবজি ও ফলমূলে
গ.দুগ্ধ জাতীয় খাদ্যে
ঘ.মাছ, মাংস ও ডালে
৪৯. আমিষ জাতীয় খাদ্য নয় কোনটি?
ক.মাছ
খ.মাংস
গ.ডিম
ঘ.দুধ
৫০. ভাত ও আলু কী জাতীয় খাদ্য?
ক.শর্করা
খ. আমিষ
গ. চর্বি
ঘ. খনিজ পদার্থ
৫১. মাছ ও মাংস কী জাতীয় খাদ্য?
ক.শর্করা
খ. আমিষ
গ. চর্বি
ঘ. খনিজ পদার্থ
৫২. দুগ্ধ জাতীয় খাদ্যে বিদ্যমান থাকে কোনটি?
ক.শর্করা ও খনিজ পদার্থ
খ.আমিষ ও খনিজ পদার্থ
গ.তেল ও চর্বি
ঘ.ক্যালসিয়াম ও ভিটামিন
৫৩. আম, জাম ও কাঁঠালে কোন পুষ্টি উপাদান পাওয়া যায়? ছ
ক.শর্করা ও খনিজ পদার্থ
খ.ভিটামিন ও খনিজ পদার্থ
গ.আমিষ ও খনিজ পদার্থ
ঘ.চর্বি ও খনিজ পদার্থ
যোগ্যতাভিত্তিক
শিখনফল : বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান সম্পর্কে জানতে পারব।
৫৪. রবিন প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক. গ্লাস দুধ পান করে। সে কোন পুষ্টি উপাদান গ্রহণ করে? জ
ক.শর্করা ও আমিষ
খ.খনিজ পদার্থ ও ভিটামিন
গ.ক্যালসিয়াম ও ভিটামিন
ঘ.শর্করা ও চর্বি
৫৫. রহিম আজ সকালে রুটি ও আলুভাজি দ্বারা নাস্তা করে স্কুলে গেল। সকালে সে কোন খাদ্য উপাদান গ্রহণ করল? চ
ক.শর্করা
খ.আমিষ
গ.চর্বি
ঘ.ভিটামিন
৫৬. মামুন কলা খেতে খুব পছন্দ করে। এটিতে কোন খাদ্য উপাদান বিদ্যমান? জ
ক.শর্করা ও খনিজ পদার্থ
খ.আমিষ ও খনিজ পদার্থ
গ.ভিটামিন ও খনিজ পদার্থ
ঘ.চর্বি ও খনিজ পদার্থ
৫৭. শামীম রাতে ভাত, সবজি ও মাছ খেল। সে নিচের কোন পুষ্টি উপাদানটি রাতে গ্রহণ করল না? জ
ক.শর্করা
খ.আমিষ
গ.স্নেহ
ঘ.ভিটামিন
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।