শ্রেণি ৪র্থ | ইসলাম শিক্ষা | অধ্যায় ৫ম | বহুনির্বাচনি ১-৮০ | PDF : চতুর্থ শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টির ৫ম অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
নবি ও রাসুলগণের পরিচয় ও জীবনাদর্শ
১. কুরআন মজিদে কতজন নবি-রাসুলের নাম উল্লেখ. আছে?
ক. ২৫ জন
খ. ২৬ জন
গ. ২৭ জন
ঘ. ২৮ জন
২. কারা আমাদেরকে আল্লাহর ইবাদত ও সঠিক. পথে জীবনযাপন পদ্ধতি শিখিয়েছেন? চ
ক. নবি ও রাসুলগণ
খ. শিক্ষক. মহোদয়গণ
গ. মাতা-পিতা
ঘ. জ্ঞানী-গুণীজন
মহানবি হযরত মুহাম্মদ (স.) এর জীবনাদর্শ
৩. কে নবিজির নাম রাখেন মুহাম্মদ (স.)?
ক. মা
খ. বাবা
গ. দাদা
ঘ. চাচা
৪. নবিজির আহমাদ নাম কে রেখেছিলেন?
ক. নবিজির মা
খ. নবিজির বাবা
গ. নবিজির দাদা
ঘ. নবিজির চাচা
৫. মহানবি হযরত মুহাম্মদ (স.) কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ৫৭০ খ্রিস্টাব্দে
খ. ৫৬০ খ্রিস্টাব্দে
গ. ৫৬৫ খ্রিস্টাব্দে
ঘ. ৫৬৬ খ্রিস্টাব্দে
৬. কারা আমাদের শিক্ষক?
ক. নবি-রাসুলেরা
খ. পীর বুযুর্গরা
গ. দাদা-দাদিরা
ঘ. ভাই-বন্ধুরা
৭. পৃথিবীর সর্ব প্রথমমানুষ এবং নবির নাম কী?
ক. হযরত আদম (আ.)
খ. হযরত নুহ (আ.)
গ. হযরত সুলায়মান (আ.)
ঘ. হযরত ইবরাহীম (আ.)
৮. সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবির নাম কী? ছ
ক. হযরত ঈসা (আ.)
খ. হযরত মুহাম্মদ (স.)
গ. হযরত মূসা (আ.)
ঘ. হযরত ইসমাইল (আ.)
৯. মুহাম্মদ অর্থ কী?
ক. শ্রেষ্ঠ
খ. প্রশংসিত
গ. প্রশংসাকারী
ঘ. মহান
১০. আহমাদ অর্থ কী?
ক. প্রশংসিত
খ. প্রশংসাকারী
গ. বিশ্বাস
ঘ. মহাসত্যবাদী
১১. মহানবির কত বছর বয়সে তাঁর মা ইন্তিকাল করেন?
ক. ৫ বছর
খ. ৬ বছর
গ. ৭ বছর
ঘ. ৮ বছর
১২. আল আমিন অর্থ কী?
ক. বিশ্বাসী
খ. সত্যবাদী
গ. বিশ্বস্ত
ঘ. চরম বিশ্বস্ত
হিলফুল ফুজুল গঠন
১৩. মহানবি (স.)-এর দুধমার নাম কী?
ক. আছিয়া
খ. হালিমা
গ. সফুরা
ঘ. আমিনা
১৪. ‘হারবুল ফিজার’ কী নামে পরিচিত?
ক. অন্যায় সমর
খ. অসম সমর
গ. ন্যায় সমর
ঘ. অপরিচিত সমর
১৫. ‘হারবুল ফিজার’ কাদের মধ্যে সংঘটিত হয়?
ক. কুরাইশ ও বনি কুরায়জা গোত্রের মধ্যে
খ. কুরাইশ ও কায়েশ গোত্রের মধ্যে
গ. কুরাইশ ও খাজরাজ গোত্রের মধ্যে
ঘ. কুরাইশ ও আউস গোত্রের মধ্যে
১৬. মহানবি কত বছর বয়সে ‘হিলফুল ফুজুল’ গঠন করেছিলেন?
ক. ১৫ বছর
খ. ২০ বছর
গ. ২৫ বছর
ঘ. ৩০ বছর
১৭. কুরাইশ ও কায়েস বংশের মধ্যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল কেন?
ক. মেলাকে কেন্দ্র করে
খ. নেতৃত্বকে কেন্দ্র করে
গ. জুয়া খেলাকে কেন্দ্র করে
ঘ. সম্পদকে কেন্দ্র করে
১৮. জুয়া খেলা কী?
ক. সাধারণ অপরাধ
খ. মারাত্মক. অপরাধ
গ. সামাজিক. অপরাধ
ঘ. ব্যক্তির অপরাধ
১৯. ‘হারবুল ফিজার’ বা ‘অন্যায় সমর’ কত বছর স্থায়ী ছিল?
ক. ৫ বছর
খ. ১০ বছর
গ. ১৫ বছর
ঘ. ২০ বছর
২০. মহানবি (স.) কাদের নিয়ে একটি সেবাসংঘ. গঠন করেন?
ক. ধনীদের নিয়ে
খ. গরিবদের নিয়ে
গ. যুবকদের নিয়ে
ঘ. বৃদ্ধদের নিয়ে
নবুয়ত লাভ
২১. মক্কা থেকে কত মাইল দূরে হেরা গুহা অবস্থিত?
ক. ১ মাইল
খ. ২ মাইল
গ. ৩ মাইল
ঘ. ৪ মাইল
২২. মহানবি (স.) কোথায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন?
ক. পবিত্র কাবা ঘরে
খ. মদিনার মসজিদে
গ. হেরা গুহায়
ঘ. দারুল আরকামে
২৩. আল্লাহর মহান বাণী নিয়ে কে হেরা গুহায় আসেন?
ক. হযরত আযরাইল (আ.)
খ. হযরত জিবরাইল (আ.)
গ. হযরত মিকাইল (আ.)
ঘ. হযরত ইসরাফিল (আ.)
২৪. মহানবি (স.) কত বছর বয়সে নবুয়ত লাভ করেন?
ক. ২৩ বছর
খ. ২৫ বছর
গ. ৪০ বছর
ঘ. ৬৩ বছর
২৫. সর্ব প্রথম কুরআনের কোন সূরা অবতীর্ণ হয়?
ক. সূরা বাকারা
খ. সূরা আলাক
গ. সূরা কদর
ঘ. সূরা ফাতিহা
এই বিভাগে আরো পড়ুন
মক্কায় ইসলাম প্রচার
২৬. পুরুষদের মধ্যে সর্ব প্রথম ইসলাম গ্রহণ করেন কে?
ক. হযরত আলী (রা.)
খ. হযরত আবু বকর (রা.)
গ. হযরত উসমান (রা.)
ঘ. হযরত উমর (রা.)
২৭. মহানবি (স.) কত বছর নিকট আত্মীয়-স্বজন ও নিকটতম লোকদের কাছে গোপনে ইসলাম প্রচার করেন? জ
ক. এক. বছর
খ. দুই বছর
গ. তিন বছর
ঘ. চার বছর
২৮. সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন?
ক. হযরত খাদিজা (রা)
খ. হযরত হালিমা (রা)
গ. হযরত আয়েশা (রা)
ঘ. হযরত ফাতিমা (রা)
২৯. প্রথম তিন বছরে কতজন নর-নারী ইসলাম গ্রহণ করেন?
ক. ৪০ জন
খ. ৪৫ জন
গ. ৫০ জন
ঘ. ৬০ জন
৩০. মহানবি (স.)এর কোন চাচা তাঁকে পাথর মেরে রক্তাক্ত করেছিল?
ক. আবু জাহেল
খ. আবু তালিব
গ. আবু লাহাব
ঘ. আমির হামযাহ
৩১. বালকদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন?
ক. হযরত আব্বাস (রা)
খ. হযরত জাফর (রা)
গ. হযরত আলী (রা)
ঘ. হযরত হাসান (রা)
শ্রমের মর্যাদা দান
৩২. মহানবি (স.) এর ছেঁড়া জামাকাপড় সেলাই করতেন ঝ
ক. স্ত্রী খাদিজা (রা)
খ. মেয়ে ফাতিমা (রা)
গ. মা আমিনা
ঘ. মহানবি নিজেই
৩৩. মহানবি (স.)-এর জুতা কে মেরামত করতেন?
ক. নিজেই মেরামত করতেন
খ. কাজের লোক
গ. মুচি
ঘ. ঘরের লোকেরা
৩৪. মহানবি (স.) চাকরদের সম্পর্কে কী বলেছেন, তারা
ক. আমাদের ভাই
খ. আমাদের আত্মীয়
গ. আমাদের প্রতিবেশী
ঘ. আমাদের সহকর্মী
৩৫. মহানবি (স.) কার হাত থেকে পানির পাত্রটা নিজের হাতে নিয়েছিলেন? জ
ক. আম্মার হাত থেকে
খ. আব্বার হাত থেকে
গ. বৃদ্ধের হাত থেকে
ঘ. প্রতিবেশীর হাত থেকে
৩৬. “শ্রমিককে তার গায়ের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক. দিয়ে দাও”Ñবাণীটি কার? ছ
ক. মহান আল্লাহর
খ. মহানবি (স.)-এর
গ. হযরত আবু বকর (রা)-এর
ঘ. হযরত উমর (রা)-এর
৩৭. ‘যারা কাজ করে তারা তোমাদের ভাই’ এ উক্তিটি কার?
ক. মহানবি (স.)-এর
খ. হযরত আলী (রা.)-এর
গ. আল্লাহতায়ালার
ঘ. হযরত লুকমান (আ.)-এর
৩৮. মহানবি (স.) কাদের সম্পর্কে বলেছেন, তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে? জ
ক. এতিমদের সম্পর্কে
খ. প্রতিবেশীর সম্পর্কে
গ. কাজের লোকদের সম্পর্কে
ঘ. আত্মীয়দের সম্পর্কে
মহানবি (স.)-এর দয়া
৩৯. ইয়াতিম বালকটির সম্পদ কে কেড়ে নিয়েছিল?
ক. আবু লাহাব
খ. আবু জাহেল
গ. আবুল তালেব
ঘ. আবু সুফিয়ান
৪০. বালকটি কাঁদতে কাঁদতে মহানবি (স.)-কে কী বলল? চ
ক. আব্বু নাই
খ. আম্মু নাই
গ. ভাই নাই
ঘ. বোন নাই
৪১. “পৃথিবীতে যারা আছে তাদের প্রতি দয়া দেখাও, তাহলে আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাবেন”- এ বাণীটি কার? জ
ক. হযরত ইবরাহীম (আ.)
খ. হযরত আদম (আ.)
গ. হযরত মুহাম্মদ (স.)
ঘ. হযরত ঈসা (আ.)
৪২. মহানবি (স.) আবু জাহেলের কাছ থেকে কার পাওনা আদায় করে দিয়েছিলেন? চ
ক. ইয়াতিম বালকের
খ. মিসকিনদের
গ. প্রতিবেশীর
ঘ. আত্মীয়ের
মহানবি (স.)-এর ক্ষমা
৪৩. “হে মুহাম্মদ (স.), তোমাকে এই তলোয়ারের আঘাত থেকে কে রক্ষা করবে”-এ প্রশ্নটি কার? চ
ক. এক. কাফিরের
খ. এক. মুসরিকের
গ. এক. মুনাফিকের
ঘ. এক. মুমিনের
৪৪. কার ক্ষমার আদর্শে মুগ্ধ হয়ে মক্কাবাসী ইসলাম গ্রহণ করেছিল? চ
ক. মহানবি (স.)-এর
খ. হযরত উসমান (রা)-এর
গ. হযরত আবু বকর (রা)-এর
ঘ. হযরত আলী (রা)-এর
৪৫. কোন যুদ্ধ শেষে বাড়ীর ফেরার পথে পথিমধ্যে এক. কাফির মহানবি (স.)-কে আক্রমণ করল? জ
ক. বনি মুস্তালিকের যুদ্ধ
খ. তাবুকের যুদ্ধ
গ. গাতফানের যুদ্ধ
ঘ. খন্দকের যুদ্ধ
মহানবি (স.) মাতৃভক্তি [ পৃষ্ঠা নং ৭৮ ]
৪৬. আমাদের সবচেয়ে আপনজন কারা?
ক. দাদা-দাদি
খ. ভাই-বোন
গ. নানা-নানি
ঘ. আব্বা-আম্মা
৪৭. মহানবি (স.)-এর কতো বছর বয়সে তাঁর মা আমিনা ইন্তিকাল করেন? চ
ক. ৬ বছর
খ. ৭ বছর
গ. ৮ বছর
ঘ. ৯ বছর
৪৮. কাকে দেখে মহানবি (স.) আসন ছেড়ে উঠে দাঁড়ালেন? জ
ক. দাদাকে
খ. চাচাকে
গ. দুধ মাকে
ঘ. আব্বাকে
৪৯. কাকে বসানোর জন্য মহানবি (স.) নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছিলেন? জ
ক. মা আমিনাকে
খ. স্ত্রী খাদিজাকে
গ. দুধ মা হালিমাকে
ঘ. হযরত আয়েশাকে
হযরত মূসা (আ.)
৫০. মিশরের বাদশাহ ওলীদ কেমন ছিল?
ক. দয়ালু
খ. দাতা
গ. লোভী
ঘ. কঠোর
৫১. হযরত মূসা (আ.)-এর মাতার নাম কী?
ক. হযরত আছিয়া
খ. হযরত হাজেরা
গ. হযরত ইউখাবেজ
খ. হযরত মরিয়ম
৫২. মূসা (আ.)-এর শ্বশুরের নাম কী?
ক. হযরত ইলিয়াছ (আ.)
খ. হযরত ইসহাক. (আ.)
গ. হযরত শুআইব (আ.)
ঘ. হযরত ইয়াকুব (আ.)
৫৩. হযরত মূসা (আ.)-এর স্ত্রীর নাম কী?
ক. হযরত আছিয়া
খ. হযরত মরিয়ম
গ. হযরত সফুরা
ঘ. হযরত হালিমা
৫৪. প্রাচীনকালে মিশরের বাদশাহকে কী বলা হতো?
ক. প্রধানমন্ত্রী
খ. ফিরআউন
গ. নমরূদ
ঘ. প্রেসিডেন্ট
৫৫. বালআম বাউর কে ছিল?
ক. ডাক্তার
খ. হেকিম
গ. গণক.
ঘ. জ্যোতির্বিদ
৫৬. ফিরআউন কার পরামর্শে রাজ্যের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছিল? চ
ক. মন্ত্রীর পরামর্শে
খ. প্রজাদের পরামর্শে
গ. জ্ঞানীদের পরামর্শে
ঘ. স্ত্রীর পরামর্শে
৫৭. হামানের পদবি কী ছিল?
ক. মন্ত্রী
খ. সেনাপতি
গ. প্রধান বিচারপতি
ঘ. দ্বাররক্ষী
৫৮. হযরত মূসা (আ.) কত সালে জন্মগ্রহণ করেন?
ক. খ্রিস্টপূর্ব ১০৪০ অব্দে
খ. খ্রিস্টপূর্ব ১০৫০ অব্দে
গ. খ্রিস্টপূর্ব ১০৩০ অব্দে
ঘ. খ্রিস্টপূর্ব ১০৬০ অব্দে
৫৯. মূসা (আ.) কোন বংশে জন্মগ্রহণ করেন?
ক. কিবতী
খ. বনি ইসরাইল
গ. বনি নাজ্জার
ঘ. বনু হাশেম
৬০. মূসা (আ.)-এর মা ফিরআউনের ভয়ে শিশু মূসা (আ.)-কে কোথায় ভাসিয়ে দিয়েছিলেন? চ
ক. নদীতে
খ. পুকুরে
গ. সাগরে
ঘ. কূপে
৬১. মূসা (আ.)-এর মায়াভরা চেহারা দেখে কে কোলে তুলে নিয়েছিলেন? চ
ক. বিবি আছিয়া
খ. বিবি মরিয়ম
গ. বিবি সফুরা
ঘ. বিবি হাজেরা
মাদইয়ান বা মাদয়ান গমন
৬২. মূসা (আ.) মিশর ছেড়ে কোথায় চলে গিয়েছিলেন?
ক. মাদইয়ান
খ. ইয়েমেন
গ. আম্মান
ঘ. ওমান
৬৩. মাদয়ানে হযরত মূসা (আ.) একজন বিখ্যাত নবির সাক্ষাৎ পান। তিনি কে ছিলেন?
ক. হযরত হারুন (আ.)
খ. হযরত ইউসুফ (আ.)
গ. হযরত ইলিয়াস (আ.)
ঘ. হযরত শুআইব (আ.)
৬৪. মাদয়ানে হযরত মূসা (আ.) কত বছর কাটান?
ক. ৫ বছর
খ. ১০ বছর
গ. ১৫ বছর
ঘ. ২০ বছর
নবুয়ত লাভ
৬৫. হযরত মূসা (আ.) ফিরআউনকে কী দেখালেন?
ক. অলৌকিক. ঘটনা
খ. কারামতের ঘটনা
গ. অদৃশ্যের ঘটনা
ঘ. ম্যাজিক. ঘটনা
৬৬. হযরত মূসা (আ.) কোন পাহাড়ে নবুয়ত লাভ করেন?
ক. তুর পাহাড়ে
খ. সিনাই পাহাড়ে
গ. সাফা পাহাড়ে
ঘ. মারওয়া পাহাড়ে
৬৭. কে কালিমুল্লাহ উপাধিতে ভ‚ষিত হন?
ক. হযরত ইবরাহীম (আ.)
খ. হযরত ইসমাঈল (আ.)
গ. হযরত মূসা (আ.)
ঘ. হযরত ঈসা (আ.)
৬৮. আল্লাহ তায়ালা হযরত মূসা (আ.)-কে কার নিকট দ্বীনের দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন? চ
ক. ফিরআউনের
খ. হামানের
গ. ইবনে খলফের
ঘ. বনি ইসরাইলের
৬৯. হযরত মূসা (আ.) তাঁর সহযোগী হিসেবে কার জন্য দোয়া করলেন? চ
ক. ভাইয়ের জন্য
খ. স্ত্রীর জন্য
গ. বোনের জন্য
ঘ. বাবার জন্য
৭০. হযরত মূসা (আ.)-কে মারার জন্য সংকল্প করেছিল কে?
ক. হামান
খ. ফিরআউন
গ. বনি ইসরাইল
ঘ. কিবতী
দলবলসহ ফিরআউনের ধ্বংস
৭১. হযরত মূসা (আ.) হাতের লাঠি দ্বারা কোথায় আঘাত করলেন?
ক. ফিরআউনের পায়ে
খ. নদীতে
গ. ফিরআউনের মাথায়
ঘ. পাহাড়ে
৭২. বনি ইসরাইলের ১২টি দলের জন্য কয়টি রাস্তা হয়ে গিয়েছিল? জ
ক. ৫টি
খ. ১০টি
গ. ১২টি
ঘ. ১৫টি
৭৩. ফিরআউন ও তাঁর দলবলসহ কোথায় ডুবে মরল? ছ
ক. মিশরের নীলনদে
খ. ভ‚মধ্যসাগরে
গ. আরব সাগরে
ঘ. সাহারার মরুভূমিতে
হযরত মূসা (আ.)-এর তাওরাত লাভ
৭৪. কোন ব্যক্তির ধোকায় পড়ে হযরত মুসা (আ.)-এর অনুসারীরা গো-বৎস পূজায় জড়িয়ে পড়েছিল? চ
ক. সামেরীর
খ. হামানের
গ. ফিরআউনের
ঘ. কারুনের
৭৫. হযরত মূসা (আ.)-এর অনুপস্থিতিতে তাঁর অনুসারীরা কী পূজায় জড়িয়ে পড়েছিল? ঝ
ক. মূর্তি পূজায়
খ. পাহাড় পূজায়
গ. আগুন পূজায়
ঘ. গো-বৎস পূজায়
৭৬. গো-বৎস পূজা করার কারণে কত হাজার বনি ইসরাইলকে হত্যা করা হলো? জ
ক. পঞ্চাশ হাজার
খ. ষাট হাজার
গ. সত্তর হাজার
ঘ. আশি হাজার
৭৭. হযরত মূসা (আ.) কত বছর জীবিত ছিলেন?
ক. ১০০ বছর
খ. ১১০ বছর
গ. ১২০ বছর
ঘ. ১৩০ বছর
৭৮. হযরত মূসা (আ.) তাওরাত কিতাব আনার জন্য কোথায় গিয়েছিলেন? জ
ক. আরশে আজীমে
খ. পবিত্র কাবাঘরে
গ. তুর পাহাড়ে
ঘ. পবিত্র তীহ ময়দানে
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাঠান মুলুকে | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | কাজলা দিদি | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাখির জগৎ | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
হযরত হূদ (আ.)
৭৯. আদ জাতি এক. আল্লাহকে ভুলে গিয়ে কিসে লিপ্ত হয়েছিল? চ
ক. মূর্তি পূজায়
গ. গো-বৎস পূজায়
গ. পাথর পূজায়
ঘ. আগুন পূজায়
৮০. আদ জাতির লোকেরা কেমন ছিল?
ক. অহংকারী
খ. বিনয়ী
গ. দয়ালু
ঘ. উচ্চাভিলাষী
PDF Download
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।