মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন সমূহ নিচে দেওয়া হলোঃ
মাস্টার্স শেষ পর্ব
বিভাগ: সমাজকর্ম
বিষয়: সামাজিক প্রশাসন
বিষয় কোড: ৩১২১০১
মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন –
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. ‘Administration’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর : ল্যাটিন শব্দ Ad এবং ministration নামক শব্দ দুটি থেকে গৃহীত হয়েছে।
২. ‘Group Process in Administration’ গ্রন্থটি কার লেখা?
উত্তর : ‘Group Process in Administration’ গ্রন্থটি H. B. Trecker লেখা।
৩. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তর : বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক F. W. Taylor.
৪. ‘POSDCORB’ ফর্মুলার প্রবক্তা কে?
উত্তর : ‘POSDCORB’ ফর্মুলার প্রবক্ত লুথার গুলিক।
৫. “Red Tapism” কথাটির অর্থ কি?
উত্তর : “Red Tapism” কথাটির অর্থ লাল ফিতার দৌরাত্ম্য।
৬. একজন উত্তম তত্ত্বাবধায়কের দুটি গুণের উল্লেখ কর।
উত্তর : বিচক্ষনতা এবং পক্ষপাতহীনতা।
৭. কর্মী সংগ্রহের উৎস কয়টি?
উত্তর : কর্মী সংগ্রহের উৎস ২টি।
৮. প্রশিক্ষণ মডিউল কী?
উত্তর : প্রশিক্ষণ মডিউল – প্রশিক্ষণ পাঠ্যক্রম।
৯. নিরীক্ষণ কত প্রকার?
উত্তর : নিরীক্ষণ ২ প্রকার।
১০. বাজেটে অভ্যন্তরীণ আয়ের উৎস কী?
উত্তর : বাজেটে অভ্যন্তরীণ আয়ের উৎস- কর, রাজস্ব উদ্বৃত্ত।
১১. লাইন এজেন্সির মূল কাজ কী?
উত্তর : লাইন এজেন্সির মূল কাজ- সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণ কর।
১২. বাজেট কী?
উত্তর : বার্ষিক আর্থিক পরিকল্পনা।
১৩. যোগাযোগের দুটি মাধ্যম লিখ।
উত্তর : যোগাযোগের দুটি মাধ্যম – চিঠিপত্র ও রেকর্ড রিপোর্ট।
১৪. লাল ফিতার দৌরাত্ম্য কি?
উত্তর : লাল ফিতার দৌরাত্ম্য- কর্ম সম্পাদন বিলম্ব ঘটানো।
১৫. বাংলাদেশে জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য সংখ্যা কত?
উত্তর : বাংলাদেশে জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য সংখ্যা ৮২ জন।
মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন –
আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার বাংলা নাটক বই এর সাজেশন
আরও পড়ুনঃ বাংলা ছোটগল্প (মাস্টার্স শেষ পর্বের প্রশ্নোত্তর)
১৬. কর্মী সংগ্রহ বলতে কী বুঝ?
উত্তর : কর্মী সংগ্রহ বলতে- প্রতিষ্ঠানের জন্য দক্ষ মানব সম্পদ খুুঁজে বের করে তাদের চাকরি লাভে আগ্রহী করে তোলা।
১৭. বাজেটের উৎস কয়টি?
উত্তর : বাজেটের উৎস ২টি
১৮. সমাজকল্যান প্রশাসন কখন গঠিত হয়?
উত্তর : সমাজকল্যান প্রশাসন গঠিত হয়- সামাজিক নীতিকে সমাজসেবায় রূপান্তর করার সময়।
১৯. আমলাতন্ত্রের প্রবক্তা কে?
উত্তর : আমলাতন্ত্রের প্রবক্তা ম্যাক্স ওয়েবার।
২০. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্দেশ্য কি?
উত্তর : বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্দেশ্য- অপচয় রোধ করা।
২১. যোগাযোগের দুইটি মাধ্যম লিখ।
উত্তর : যোগাযোগের দুইটি মাধ্যম সাক্ষাৎকার ও চা-চক্র।
২২. সমন্বয় কী?
উত্তর : বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে সুসম্পর্ক সৃষ্টি করা।
২৩. সমাজকল্যাণ পরিষদ কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর : সমাজকল্যাণ পরিষদ প্রতিষ্ঠিত হয় ১৯৫৬ সালে।
২৪. তত্ত্বাবধান কত প্রকার?
উত্তর : তত্ত্বাবধান ৩ ুপ্রকার।
মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন –
খ-বিভাগঃ সংক্ষিপ্ত প্রশ্ন
১. বাংলাদেশের সমাজকল্যাণ প্রশাসনের সমস্যাবলি লিখ।
২. লোক প্রশাসন ও সমাজকল্যাণ প্রশাসনের পার্থক্য লিখ।
৩. সমন্বয়ের লক্ষ্য লিখ।
৪. আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো লিখ।
৫. কর্ম মূল্যায়ন বলতে কি বুঝ?
৬. আর্থিক ব্যবস্থাপনা কী?
৭. বাজেটীয় নিয়ন্ত্রণ বলতে কী বুঝ?
৮. স্টাফ এজেন্সির কার্যক্রম কি?
৯. সমাজকল্যানণ প্রশাসনের সংজ্ঞা দাও।
১০. সংগঠনের ৫টি বৈশিষ্ট্য লিখ।
১১. যোগাযোগের ৫টি মাধ্যম লিখ।
মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন –
১২. কাঠামোগত মতবাদ কী?
১৩. বিকেন্দ্রীকরণের উদ্দেশ্য লিখ।
১৪. কর্মী নিয়োগের ধরন আলোচনা কর।
১৫. পদোন্নতির ভিত্তিগুলো লেখ।
১৬. লোক প্রশাসন কি?
১৭. সংগঠনের মতবাদগুলোর নাম লিখ।
১৮. ম্যানুয়াল কি?
১৯. সমান্তরাল যোগাযোগ কী?
২০. সমন্বয়ের পাঁচটি নীতিমালা লিখ।
মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন –
গ-বিভাগঃ রচনামূলক প্রশ্ন
১. ব্যবসায় প্রশাসনের সংজ্ঞা দাও। লোক প্রশাসনের স্বার্থে ব্যবসায় প্রশাসনের সাদৃশ্য আলোচনা কর।
২. ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৩. উত্তম যোগাযোগের আবশ্যকীয় শর্তাবলি বর্ণনা কর।
৪. সমন্বয় কী? বাংলাদেশে সমাজসেবা প্রশাসনের সমন্বয় ব্যবস্থা আলোচনা কর।
৫. মূল্যায়নের হাতিয়ার হিসেবে তত্ত্বাবধান আলোচনা কর।
৬. লাইন ও স্টাফ এজেন্সির সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
৭. কেন্দ্রীয়করণের সংজ্ঞা দাও। কেন্দ্রীয়করণের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।
৮. কর্ম নির্দিষ্টকরণ কাকে বলে? কর্ম নির্দিষ্টকরণের লক্ষ্য আলোচনা কর।
৯. লোক প্রশাসন ও সমাজকল্যাণ প্রশাসনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা কর।
১০. মানব সম্পর্ক তত্ত্বের কল্যাণমূলক দিকগুলো আলোচনা কর।
মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন –
আরও পড়ুনঃ মাস্টার্স শেষ পর্ব বাংলাদেশের সাহিত্য ফ্রি সাজেশন
আরও পড়ুনঃ মাস্টার্স শেষ পর্ব বাংলা প্রবন্ধ বই ও সাজেশন (ফ্রি)
১১. সংগঠন কাকে বলে? সংগঠনের প্রকারভেদ বিস্তারিত আলোচনা কর।
১২. আমলাতন্ত্র কী? আমলাতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা কর।
১৩. নিয়োগ কাকে বলে? নিয়োগ কত প্রকার ও কী কী? নিয়োগের শর্তসমূহ লিখ।
১৪. আর্থিক ব্যবস্থাপনা কী? এর পরিধি আলোচনা কর।
১৫. সামাজিক প্রশাসন কাকে বলে? সামাজিক প্রশাসনের কার্যাবলি আলোচনা কর।
১৬. লোক প্রশাসনের প্রকৃতি ও পরিধি আলোচনা কর।
১৭. বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের মূল বক্তব্য আলোচনা কর।
১৮. মানবীয় সম্পর্ক তত্ত্বের কল্যাণমূলক দিক আলোচনা কর।
মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন – এই বিষয় সর্ম্পকে কোন প্রশ্ন থাকলে কিংবা মার্স্টাস শেষ র্পব ও রাষ্ট্রবিজ্ঞান , ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং বাংলা বিভাগ সর্ম্পকে যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
Comments ১