ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | সকল কলেজের প্রশ্ন ৩১-৩২ :ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৩১. বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম বিষয় কোড: ২ ৭ ৭
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০
১.কমল দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামে পাইকারি ব্যবসায় করছেন। সাপ্তাহিক ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে তাঁর পাঁচজন বন্ধু নিয়ে একজন দরিদ্র কৃষককে তাদের মূলধন দিয়ে একটি মুদি দোকান স্থাপন করে দেন। এতে কৃষকের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পায়। কিছুদিন পর কৃষক কমল ও তাঁর বন্ধুদের মূলধন ফেরত দেন।
ক. সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় কী? ১
খ. নাবালক কী অংশীদার হতে পারে? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে কমল গ্রামে যে কাজটি করেছে তা কী ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. কমল ও তাঁর পাঁচজন বন্ধুর এ ধরনের কার্যক্রম অর্থনৈতিক উন্নয়নে কী ভ‚মিকা রাখতে পারে? তোমার মতামত দাও। ৪
২.দেশ বাংলা বাংলাদেশের একটি অতি পরিচিত শিল্প প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ত্রিমাত্রিক ভ‚-কম্পন জরিপ চালিয়ে কিশোরগঞ্জে একটি গ্যাসক্ষেত্র আবিষ্কার করলো। ভ‚গর্ভ থেকে গ্যাস আহরণ করে প্রতিষ্ঠানটি আরশী গ্যাস কোম্পানিকে সরবরাহ করে। আরশী গ্যাস কোম্পানি সংগৃহীত গ্যাস পাইপলাইনের মাধ্যমে শিল্প ও গৃহস্থালী কাজে সরবরাহ করে।
ক. পরিমেল নিয়মাবলি কী? ১
খ. সামাজিক ব্যবসায় কাকে বলে? ২
গ. দেশ বাংলাকে কোন ধরনের শিল্প বলা হয়? ব্যাখ্যা করো। ৩
ঘ. আরশী কোম্পানির কার্যক্রম ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? যুক্তিসহ মতামত দাও। ৪
৩.চট্টগ্রামের ব্যবসায়ী সালামত উলাহ পর্যটন খাতে বিনিয়োগের উদ্দেশ্যে আনোয়ার পারকি সমুদ্র সৈকতকে বেছে নেন। কারণ সেখানে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও গ্যাস সুবিধাসহ পাশাপাশি অনেক কল-কারখানা গড়ে ওঠেছে। কিন্তু পর্যটকদের পারকি বীচে নিরাপত্তাজনিত সমস্যার কারণে তার ভবিষ্যৎ বিনিয়োগের বিষয়টি তিনি পুনঃবিবেচনা করছেন।
ক. ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা কী? ১
খ. একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত পাঁচটি ক্ষেত্র লেখো। ২
গ. সালামত উলাহকে পরিবেশের কোন প্রধান উপাদান পর্যটন ব্যবসায় উদ্যোগ নিতে সাহায্য করছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. পারকি বীচে কী কী ধরনের নেতিবাচক দিক ব্যবসায় পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে বলে তুমি মনে করো। ৪
৪.জনাব রহমান ও তার ১০ জন বন্ধু দেশে ও বিদেশে ব্যাপক চাহিদা ও পর্যাপ্ত শ্রম সুবিধার প্রেক্ষিতে চট্টগ্রাম শহরের আগ্রাবাদে ১১ লক্ষ টাকা ব্যয়ে ১টি জুতার ফ্যাক্টরি দিয়ে ১ম বছর শেষে কোনো মুনাফা করতে না পারলেও পরবর্তী বছর বেশ মুনাফা অর্জন করেন। পরে উক্ত জুতার কারখানাটিকে ‘স্টার সুজ কোম্পানি’ নাম দিয়ে নিবন্ধন করিয়ে নেয় এবং বাজারে শেয়ার বিক্রয় করেন। তখন তারা একটি উৎপাদন ইউনিট খুলে বিদেশে পণ্য রপ্তানি করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
ক. প্রযুক্তিগত পরিবেশ কী? ১
খ. ই-কমার্স কী? ২
গ. স্টার সুজ কোম্পানি কোন ধরনের ব্যবসায় সংগঠন ব্যাখ্যা করো। ৩
ঘ. উক্ত কোম্পানির বিদেশে পণ্য রপ্তানির সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করো। ৪
৫.জনাব রবিন একজন পেঁয়াজ আমদানিকারক। গত রমজানের এক মাস পূর্বে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করলেও যথাসময়ে বাজারে তা সরবরাহ করেননি। ফলে রমজানে বাজারে এর মূল্য বেড়ে যায় এবং জনাব রবিন প্রচুর মুনাফা অর্জন করেন।
ক. SAPTA কী? ১
খ. কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে বর্ণিত রবিন সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. নৈতিকতার মানদণ্ডে জনাব রবিনের কর্মকাণ্ড মূল্যায়ন করো। ৪
৬.রামচর বরিশাল জেলার একটি দরিদ্রপীড়িত গ্রাম। এ গ্রামের অধিকাংশ কৃষক বর্গাচাষি। নিজেদের উৎপাদিত পণ্য স্থানীয় পাইকারদের কাছে বিক্রি করতে হয় বলে তারা এসবের ন্যায্যমূল্য পায় না। এ দুরবস্তা থেকে মুক্তির জন্য তারা সম্মিলিতভাবে একটি সমবায় সমিতি গঠনের উদ্যোগ নিল। কিন্তু গঠন প্রণালি ও নিবন্ধন এ বিষয়গুলো সম্পর্কে কোনো ধারণা না থাকায় তারা স্থানীয় সমবায় কর্মকর্তার শরণাপন্ন হলেন।
ক. নিষ্কাশন শিল্প কী? ১
খ. বিজ্ঞাপন কোন ধরনের বাধা দূর করে? ২
গ. সমবায় সমিতি গঠনের জন্য রামচর গ্রামের কৃষকদের কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে তুমি মনে করো। ৩
ঘ. ‘সমবায় সমিতির মুখ্য উদ্দেশ্য মুনাফা বৃদ্ধি নয়; বরং সদস্যদের সেবা দান’ বর্গাচাষিদের গঠিত সমবায়ের আলোকে ব্যাখ্যা করো। ৪
খ বিভাগ: ব্যবস্থাপনা
৭.আমিন টেক্সটাইল মিলস প্রথমে ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত হলেও স্বাধীনতার পর সরকারের এক অধ্যাদেশ বলে জাতীয়করণ করা হয়। প্রথম ২০ বৎসর এ প্রতিষ্ঠানটি ভালো মুনাফা করলেও পরবর্তীতে দিন দিন লোকাসানের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। আমিন জুট মিলস কর্তৃপক্ষ বলছে আমলাতান্ত্রিক জটিলতা এবং দুর্নীতি ও স্বজন প্রীতির কারণে প্রতিষ্ঠানের এ দুরাবস্থা।
ক. পেটেন্ট বলতে কী বোঝ? ১
খ. বিবরণপত্র কাকে বলে? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উলিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ৩
ঘ. উলিখিত ধরনের ব্যবসায় সংগঠন দেশের অর্থনৈতিক উন্নয়নে কেমন ভ‚মিকা রাখে? ৪
৮.সাখাওয়াত বিবিএ পাস করে শাহবাগের আজিজ সুপার মার্কেটে ‘রকমারি টি শার্ট’ নামে একটি ব্যবসায় শুরু করেন। তিনি টি শার্ট বাজারজাতকরণের জন্য ফেসবুক ও বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে ক্রেতারা যেকোনো সময় পছন্দ অনুসারে টি শার্ট সংগ্রহ করতে পারে। ফলে দেখা যায়, অন্যান্য ব্যবসায়ীদের চেয়ে সাখাওয়াতের দোকানে ক্রেতাদের সমাগম বেশি ঘটে।
ক. ডেবিট কার্ড কী? ১
খ. মাইক্রো ক্রেডিট বলতে কী বোঝায়? ২
গ. সাখাওয়াত কোন ধরনের বিপণন পদ্ধতি ব্যবহার করে বর্ণনা করো। ৩
ঘ. তুমি কি মনে করো সাখাওয়াত অন্যান্য ব্যবসায়ীদের চেয়ে বেশি সুবিধা ভোগ করে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
৯.জনাব জসিম একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক। কর্ণফুলী নদীর অদূরে তার শিল্প কারখানাটি অবস্থিত। কখন কী ঘটে যায় এই ভেবে তিনি একটি বিমা কোম্পানির পলিসি গ্রহণ করেন। বিমার শর্তানুযায়ী যদি তার মৃত্যু ঘটে তবে তার পরিবার ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। জনাব জসিম নিজের বিষয়ে সচেতন হলেও কারখানায় তিনি বর্জ্য শোধন যন্ত্রপাতি বসাননি। ফলে অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলছেন, যা প্রাণীক‚ল ও পরিবেশের জন্য ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ। এটি তিনি বুঝতে চাচ্ছেন না।
ক. যোগ্যতাসূচক শেয়ার কী? ১
খ. সমবায় উপবিধি বলতে কী বোঝায়? ২
গ. জনাব জসিম বিমার কোন বিষয়কে গুরুত্ব দিয়ে বিমা পলিসি গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত জনাব জসিম প্রাণীক‚ল ও পরিবেশের যে ক্ষতি করেছেন তার জন্য গৃহীত আইনি ব্যবস্থার সুপারিশ করো। ৪
১০.শান্তিপুরের কামরানের নেতৃত্বে বিশজন প্রান্তিক চাষি নিজেদের অবস্থার উন্নয়নে একটি সংগঠন গড়ে তোলেন। সংগঠনটির মূল লক্ষ্য হলো চাষিদের আর্থ-সামাজিক কল্যাণ নিশ্চিত করা। তাই চাষিদের কল্যাণার্থে যে সকল বিশেষায়িত সুবিধা দরকার প্রতিষ্ঠানটি সে ধরনের সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
ক. PIN-এর পূর্ণরূপ কী? ১
খ. LAN এর অর্থ সংক্ষেপে ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উলিখিত সমবায় সমিতিটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত সমবায় সমিতিটির উদ্দেশ্যের যথার্থতা মূল্যায়ন করো। ৪
১১.জনি ও রনি মৌখিক সম্মতিতে ৫ বছর মেয়াদি একটি ব্যবসায় গঠন করেন। ব্যবসায়টি বেশ লাভজনক হওয়ায় তারা সেটি চালিয়ে যাচ্ছেন। একজন দেনাদারের নিকট হতে তারা ২৫,০০০ টাকা আদায় করতে পারছেন না বলে বিকল্প পদক্ষেপ গ্রহণের চিন্তা করেছেন।
ক. ব্যবসায় নৈতিকতা কী? ১
খ. পরিকল্পনায় নমনীয়তা বলতে কী বোঝ? ২
গ. জনি ও রনির ব্যবসায়টি কোন প্রকৃতির অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা করো। ৩
ঘ. ২৫,০০০ টাকা পাওনা আদায়ে জনি ও রনি দেনাদারের বিরুদ্ধে মামলা করতে পারবেন? বিশ্লেষণ করো। ৪
৩২. কক্সবাজার সরকারি কলেজ বিষয় কোড: ২ ৭ ৭
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০
১. কক্সবাজারের বাসিন্দা আহসান একজন মৎস্য ব্যবসায়ী। তার কয়েকটি চিংড়ি ঘের ছিল। ঘূর্ণিঝড় ‘মোরা’ এর আঘাতে তার সবকটি চিংড়ি ঘের তলিয়ে গেছে। ফলে সবকিছু হারিয়ে নিঃস্ব আহসান। এখন চট্টগ্রামে একটি গার্মেন্টেস এ চাকরি করেন। তিনি মনে মনে স্বপ্ন দেখেন একদিন তিনি বাড়ি ফিরে আবার মৎস্য খামার গড়ে তুলবেন।
ক. ব্যবসায় পরিবেশ কী? ১
খ. ব্যবসায়ের ক্ষেত্রে অভ্যন্তরীণ পরিবেশ বিবেচনার কারণ ব্যাখ্যা করো। ২
গ. জনাব আহসানের নিঃস্ব হওয়ার পেছনে ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান প্রভাব বিস্তার করেছে? মতামত দাও। ৩
ঘ. বাংলাদেশে আহসানের মতো অসংখ্য ব্যাবসায়ী নিঃস্ব হওয়ার ক্ষেত্রে ব্যবসায়ের যেসব সমস্যা পরিলক্ষিত হয় সেগুলোর উন্নয়নে করণীয় সম্পর্কে লেখো। ৪
২. জনাব মিজান চৌধুরী একজন কৃষিবিজ্ঞানী। মৃত্যুর কিছুদিন আগে তিনি নতুন ধরনের উচ্চফলনশীল ধান আবিষ্কার করেন। এ ধরনের আবিষ্কার থেকে তিনি আর্থিকভাবে লাভবান হতে না পারলেও নিজ পুত্রকে তার স্বত্ব দিয়ে যান। বেশকিছু প্রতিষ্ঠান ঐ ধরনের বীজ উৎপাদন করে কৃষকদের কাছে বীজ বিক্রি করে ব্যাপক মুনাফা অর্জন করতে লাগল। পিতার আবিষ্কারে স্বত্ব রক্ষার্থে জনাব মিজান চৌধুরীর পুত্র ইমতিয়াজ যথানিয়মে তা নিবন্ধনের জন্য দরখাস্ত করলেন।
ক. কপিরাইট কী? ১
খ. ট্রেডমার্ক নিবন্ধন করা প্রয়োজন কেন? ২
গ. কোন আইনগত পদক্ষেপের অনুপস্থিতির কারণে মিজান চৌধুরীর আবিষ্কারের স্বার্থ সংরক্ষিত হয়নি? ব্যাখ্যা করো। ৩
ঘ. ইমতিয়াজ কি জনাব মিজান চৌধুরীর স্বত্ব ফিরে পাবেন? উত্তরের যথার্থতা মূল্যায়ন করো। ৪
৩. জার্মান, ফ্রান্স, ইতালি ও স্পেনের অর্থনৈতিক সমৃদ্ধি ও ব্যবসায়িক সাফল্যের পেছনে আছে এক বিশ্বখ্যাত অর্থনৈতিক জোট। এ জোটের সদস্যদেশগুলো একই মুদ্রা ব্যবহার করে। অর্থনৈতিক উন্নয়ন ও মুক্ত বাণিজ্য এলাকা স্থাপনে এ জোট সারা বিশ্বের কাছে এক অনন্য দৃষ্টান্ত।
ক. BIMSTEC-এর পূর্ণরূপ কী? ১
খ. সাটপা (SAPTA) চুক্তি কী উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়? ২
গ. উদ্দীপকে কোন অর্থনৈতিক জোটের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলেখিত জোটটি উন্নয়নশীল দেশগুলোর জন্য কি অনুসরণীয় হতে পারে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
৪. সদ্য স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদান ঐ দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য বেসরকারি কিছু প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়। চুক্তির শর্তানুযায়ী ঐ প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ব্রিজ, কালভার্ট, ফ্লাইওভার ও মেট্রোরেল স্থাপন করবে। অর্জিত মুনাফা ঐ প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারও পাবে। সম্প্রতি দেশের নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য দেশটি একটি অস্ত্র তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ক. ব্যবসায় উদ্যোগ কী? ১
খ. কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ের ভ‚মিকা ব্যাখ্যা করো। ২
গ. দক্ষিণ সুদান রাষ্ট্রের প্রথম পর্যায়ের কর্মকাণ্ডগুলো কোন ধরনের সংগঠন কাঠামোর সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে গৃহীত দ্বিতীয় পর্যায়ের সিদ্ধান্ত বাস্তবায়নে কোন ধরনের সংগঠন কাঠামো নির্বাচন করা যুক্তিযুক্ত বলে তুমি মনে করো? যুক্তিসহ মতামত দাও। ৪
৫. রফিক, শফিক ও আতিক তিনজন সৃজনশীল ও উদ্যমী বন্ধু। তারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ‘বন্ধু এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। ব্যবসায়ের যথেষ্ট সুনাম ও পর্যাপ্ত মুনাফা অর্জিত হওয়া সত্তে¡ও পারস্পরিক আস্থা ও বিশ্বাসের অভাবে তাদের ব্যবসায়টি এক পর্র্যায়ে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তারা আলাদা হয়ে ব্যবসায় করেন ও নিজ নিজ ক্ষেত্রে একেক জন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে খ্যাতি অর্জন করেন।
ক. উপবিধি কী? ১
খ. ‘কোম্পানির চিরন্তন অস্তিত্ব রয়েছে’ ব্যাখ্যা করো। ২
গ. ‘বন্ধু এন্টারপ্রাইজ’ প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত তিন বন্ধুর পরবর্তীকালের ব্যবসায়ে সফলতার কারণ বিশ্লেষণ করো। ৪
৬. জনাব আরিফের পরিচালনাধীন ‘ইচ্ছা’ নামক প্রতিষ্ঠানটি বীজ থেকে চারা উৎপাদন করে। প্রতিষ্ঠানটি প্রায় ১০০ প্রজাতির চারা উৎপাদন করে। প্রতিষ্ঠানটি মুনাফা অর্জনকে গুরুত্ব না দিয়ে সর্বসাধারণের কল্যাণের বিষয়টি মাথায় রেখে উৎপাদিত চারার দাম নির্ধারণ করে। ২০১৬ সালে অর্জিত মুনাফা মালিকদের না দিয়ে প্রতিষ্ঠানের সম্প্রসারণে অতিরিক্ত বীজ ও জমি ক্রয় করে।
ক. প্রত্যক্ষ সেবা কী? ১
খ. পুনঃরপ্তানি বাণিজ্য কীভাবে সম্পাদিত হয়? উদাহরণসহ ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে ‘ইচ্ছা’-এর কর্মকাণ্ড কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত ‘ইচ্ছা’ নামক প্রতিষ্ঠানটিকে কি সামাজিক ব্যবসায় বলা যায়? যুক্তি দাও। ৪
৭. ঢ কোম্পানি তিন বছর পূর্বে গঠিত হয়ে ব্যবসায় পরিচালনা করছে। কিন্তু এখন পর্যন্ত কোন মুনাফা অর্জন করতে পারেনি। পরিচালনা পর্ষদ তাই সিদ্ধান্ত গ্রহণ করেছে কোম্পানিটির ৫১% শেয়ার বিক্রয় করে দিবে। সিদ্ধান্ত মোতাবেক ণ কোম্পানির নিকট শেয়ার বিক্রয় করে দেয় এবং পরিচালনা ও নিয়ন্ত্রণের ভার ণ কোম্পানির উপর ন্যস্ত হয়।
ক. পণ্য বিনিময় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ১
খ. কখন বিবরণপত্র প্রচারের প্রয়োজন হয় না? ব্যাখ্যা করো। ২
গ. ণ কোম্পানিটিকে কোন ধরনের কোম্পানি বলা হয়? ব্যাখ্যা করো। ৩
ঘ. ঢ কোম্পানির শেয়ার বিক্রিয় করে দেওয়ার সিদ্ধান্ত কতটা যৌক্তিক হয়েছে? মতামত দাও। ৪
৮.
ক. স্মারকলিপি কী? ১
খ. নাবালক কি অংশীদার হতে পারে? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে অংশীদারদের মূলধন ভিন্ন ভিন্ন হলেও মুনাফা সমহারে বর্ণিত হয়েছে কেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. যদি ২০১৭ সালে ব্যবসায়ের ৩ লক্ষ টাকা লোকসান হয় তবে অংশীদার ‘গ’ এর দায় বর্ণনা করো। ৪
৯. ‘একতাই বল’ এ মন্ত্রে দীক্ষিত হয়ে কয়েজন ব্যবসায়ী গণতান্ত্রিক নীতিমালায় নিজেদের রক্ষা, পারস্পরিক সহযোগিতা, ন্যায্যমূল্য পাওয়ার আশায় একটি সংগঠন গড়ে তুলেছেন। বছরখানেক পরে দেখা গেল, তারা এর ব্যবসায় থেকে লাভবান হচ্ছেন। ২০১৬ সালে মুনাফা অর্জিত হয় ৫০,০০০ টাকা। আইন অনুযায়ী ৭,৫০০ টাকা তহবিলে জমা করে বাকিটা সদস্যদের মধ্যে মূলধন অনুপাতে ভাগ করা হয়।
ক. অবলেখক কী? ১
খ. চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি বলা হয় কেন? ২
গ. উদ্দীপকে বর্ণিত সংগঠনটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে মুনাফার অংশ সদস্যদের মধ্যে মূলধন অনুপাতে বন্টন করার যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
১০. নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে সাদিয়া চট্টগ্রাম শহরে এসে গার্মেন্টসের কাজ নেয়। কিন্তু গ্রামে ব্যাংক ও পোস্ট অফিস না থাকায় সাদিয়ার টাকা পাঠানো কঠিন হয়ে পড়ে। অথচ তার কারখানার শামীম গার্মেন্টেসের নিচে অবস্থিত একটি ব্যাংকের অনুমোদিত বুথ থেকে কার্ডের মাধ্যমে মুহূর্তে তার একাউন্ট থেকে বেতনের টাকা তুলতে পারেন। সম্প্রতি তার গ্রামটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসায় সাদিয়া তার সমস্যা সমাধানে আশাবাদী।
ক. অনলাইন ব্যবসায় কী? ১
খ. ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন প্রয়োজন? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে শামীম সাহেবের ব্যবহৃত কার্ডটির ধরন ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের সাদিয়ার গ্রামে সম্প্রসারিত মোবাইল নেটওয়ার্কের সাহায্যে তার সমস্যার সমাধান সম্ভব যুক্তিসহ মতামত দাও। ৪
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
১১. জনাব শাকিলের কক্সবাজারের উখিয়ায় একটি খাবারের হোটেল আছে। বার্মা থেকে অধিক জনগোষ্ঠী হঠাৎ শরণার্থী হিসেবে আসার কারণে খাবারের চাহিদা বেড়ে গেছে। জনাব শাকিল অধিক মুনাফা অর্জনের আশায় নিæমানের খাবার অধিক মূল্যে বিক্রি করা শুরু করলো। এভাবে তিনি ব্যবসায়ের সুনাম নষ্ট ও মানুষের ক্ষতি করছে।
ক. ব্যবসায় মূল্যবোধ কী? ১
খ. পরিবেশ সংরক্ষণের সাথে ব্যবসায়ের সম্পর্ক ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে জনাব শাকিল ব্যবসায়ের কোন বিষয়টি লঙ্গন করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের জনাব শাকিলের ব্যবসায়ের সুনাম ফিরিয়ে আনার জন্য লঙ্ঘিত বিষয়ের প্রয়োজনীয়তা মূল্যায়ন করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।