ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | সকল কলেজের প্রশ্ন ৩৫-৩৬ : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৩৫. সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা বিষয় কোড: ২ ৭ ৭
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০
১. রাকিব শীতকালে টুপি, মাফলার, কম্বল, গ্রীষ্মকালে তালপাতার পাখা, রুমাল, গামছা, বর্ষাকালে ছাতা, বর্ষাতি ইত্যাদি বিক্রয় করে থাকেন। এই সকল পণ্য সামগ্রী পচনশীল না হওয়ায় রাকিবের বেশ মুনাফা হয়ে থাকে।
ক. ব্যবসায় কাকে বলে? ১
খ. শিল্প কী? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বর্ণিত রাকিবের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায়ের অন্তর্গত এবং কেন? ৩
ঘ. রাকিবের ব্যবসায় উপকার ভোগী কারা? দেশের অর্থনীতিতে এর প্রভাব সংক্ষেপে আলোচনা করো। ৪
২. প্রবীর ও তার ৫ জন বন্ধু মিলে একটি দুগ্ধখামার প্রতিষ্ঠা করল। কিছুদিন পর তাঁরা দেখলেন যে, বিদেশ থেকে যদি দুধ প্রক্রিয়াকরণ যন্ত্র আমদানি করা যায় তবে মুনাফার পরিমাণ উলেখযোগ্য পরিমাণে বাড়বে। কিন্তু এজন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা তাদের কাছে নেই। ব্যাংকও নতুন করে ধার দিতে রাজি হচ্ছে না। প্রবীররা ভেবে দেখলেন দেশের জনগণের কাছ থেকে পর্যাপ্ত অর্থ সংগ্রহ করা সম্ভব, এজন্য অবশ্য তাদের নতুন করে কিছু দলিলপত্রাদি প্রস্তুত করতে হবে।
ক. পণ্য কাকে বলে? ১
খ. ব্যবসায় পরিবেশ বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে প্রবীর ও তার বন্ধুরা কোন ধরনের ব্যবসায় সংগঠন গঠন করেছেন? বুঝিয়ে লেখো। ৩
ঘ. প্রবীর ও তার বন্ধু মিলে কীভাবে অর্থ সংগ্রহের কথা ভাবছেন? এজন্য তাদের করণীয় কী কী? ৪
৩. মারুফ চাকরি ও ব্যবসায়ের চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় সে তার বড় ভাইয়ের পরামর্শ মোতাবেক কম্পিউটারের বেশ কয়েকটি কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করে এবং সেগুলোর ওপর সে বেশ দক্ষ হয়ে ওঠে। এখন মারুফ কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ নিয়ে বাড়িতে বসেই অনেক উপার্জন করছে।
ক. পেটেন্ট কাকে বলে? ১
খ. সামাজিক ব্যবসায় বলতে কী বোঝ? ২
গ. প্রদত্ত উদ্দীপকে মারুফ কী উপায়ে উপার্জন করছে? বুঝিয়ে লেখো। ৩
ঘ. মারুফ কীভাবে বেকার যুব সমাজের অনুসরণীয় হতে পারে? ব্যাখ্যা করো। ৪
৪. পোড়াদহের ৪০ জন ব্যক্তি মিলে একটি ব্যবসায় সংগঠন গড়ে তুলেছেন। ব্যবসায়ের ২য় বছরে তাদের মুনাফা অর্জিত হয় ১,০০,০০০ টাকা। আইন অনুযায়ী ১৫,০০০ টাকা সঞ্চিতি তহবিলে এবং ৩,০০০ টাকা উন্নয়ন তহবিলে জমা করে বাকি টাকা সদস্যদের মাঝে চুক্তি অনুযায়ী ভাগ করা হয়। একজন সদস্য পুরা মুনাফা বন্টন দাবি করলেও তার দাবি গ্রাহ্য হলো না।
ক. অংশীদারি ব্যবসায় কাকে বলে? ১
খ. ই-কমার্স বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে বর্ণিত সংগঠনটি কোন ধরনের সংগঠন? বুঝিয়ে লেখো। ৩
ঘ. উদ্দীপকে একজন সদস্যের দাবি অগ্রাহ্য করার কারণ কী? এর যথার্থতা ব্যাখ্যা করো। ৪
৫. মি. খান ব্যবসায়িক কাজে দুবাই গেলেন। সেখানে অবস্থানকালে তাঁর নাতনি সুমীর জš§দিন এস গেল। মি. খান তাঁর নাতনিকে কথা দিয়েছিলেন এবারের জš§দিনে তাকে রিমোট কট্রোল হেলিকপ্টার কিনে দিবেন। মি. খান তার কথা রাখতে অনলাইনের সাহায্য নিলেন। তিনি নির্দিষ্ট ওয়েব সাইটে গিয়ে অর্ডার দেওয়ায় প্রতিষ্ঠানটি যথা সময়ে যথাস্থানে উপহারটি পৌঁছে দিল। মূল্য পরিশোধে তিনি তার ক্রেডিট কার্ড ব্যবহার করলেন।
ক. উদ্যোক্তা কে? ১
খ. ন্যূনতম চাঁদা বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে উপহার প্রেরণের জন্য মি. খান কোন মাধ্যমের সহায়তা নিয়েছিলেন? বুঝিয়ে লেখো। ৩
ঘ. উপহার প্রেরণের জন্য শুধু ই-কমার্স কি যথেষ্ট ছিল? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
৬. সখা, টুলু ও জয় মিলে সমঝোতার ভিত্তিতে হোটেলে হোটেলে দ্রব্যসামগ্রী সরবরাহ করা শুরু করলো। মূলধন হিসেবে তারা যথাক্রমে ৩০,০০০, ৪০,০০০ ও ৫০,০০০ টাকা বিনিয়োগ করলো। কিছুদিন পর মুনাফা বন্টন নিয়ে তাদের মধ্যে মনমালিন্য হয় এবং তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
ক. বিলম্বিত শেয়ার কাকে বলে? ১
খ. যোগ্যতা সূচক শেয়ার বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে সখা, টুলু ও জয় মিলে কোন ধরনের ব্যবসায় সংগঠন গড়ে তুলেছে? বুঝিয়ে লেখো। ৩
ঘ. উদ্দীপকে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হওয়ার পিছনে তুমি কোন কারণটিকে দায়ী করবে? কীভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারতো বলে তুমি মনে করো। ৪
৭. মনা, বুলু, টুকু ও জয় মিলে এটি সিমেন্ট তৈরির কারখানা স্থাপনের কথা ভাবছে। এই ব্যবসায়ে যে পরিমাণ মূলধনের প্রয়োজন, তা মেটানোর জন্য জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা তারা করছে। এজন্য তাদেরকে অনেক আইনি পদক্ষেপ ও অন্যান্য কাজ সম্পন্ন করতে হচ্ছে।
ক. অগ্রাধিকার শেয়ার কাকে বলে? ১
খ. পরিমেল নিয়মাবলি কী? ২
গ. উদ্দীপকটিতে মনা, বুলু, টুকু ও জয় কোন ধরনের ব্যবসায় সংগঠন গড়ে তুলতে যাচ্ছেন? বুঝিয়ে লেখো। ৩
ঘ. মনা, বুলু, টুকু ও জয়ের পরিকল্পনা বাস্তবায়িত হলে তাদের নতুন পরিচয় কী হবে? বর্তমান সময়ে ঐ পরিচয়কারীদের গুরুত্ব তুলে ধরো। ৪
৮. মি. আমান নিরালা আবাসিক এলাকা সংলগ্ন নিজস্ব জমিতে একটি পোল্টি ফিড কারখানা স্থাপন করলেন। কারখানার বর্জ্যসমূহ পাশের নর্দমা দিয়ে ফেলায় এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। জনসাধারণ অভিযোগ করলে তিনি জানান তিনি তার নিজস্ব জমিতে যা খুশি তাই করতে পারেন।
ক. পরিবেশ কাকে বলে? ১
খ. ব্যবসায়ের মূল্যবোধ কী? ২
গ. উদ্দীপকে মি. আমানের পদক্ষেপসমূহ মূল্যায়ন করো। ৩
ঘ. মি. আমানের জন্য তোমার কোনো পরামর্শ থাকলে তা উলেখ করো। ৪
৯. রনি তার এলাকায় তার সমমনা কিছু ব্যক্তি নিয়ে একটি ব্যবসায় সংগঠন গড়ে তুললো। এজন্য তাদেরকে নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে অনুমতি পত্র সংগ্রহ করতে হয়েছে। তারা বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে বিভিন্ন পণ্য সংগ্রহ করে সেগুলো বাইরের ক্রেতাসহ নিজের মাঝে বিক্রি করে।
ক. সেবা কী? ১
খ. বনিক সমিতি কাকে বলে? ২
গ. উদ্দীপকে রনি ও তার সঙ্গীরা কোন ধরনের ব্যবসায় সংগঠন গড়ে তুলেছেন? কারণসহ বুঝিয়ে লেখো। ৩
ঘ. রনিদের সংগঠনটির ফলে সমাজ কীভাবে উপকৃত হতে পারে? বিস্তারিত লেখো। ৪
১০. সাবু, মোস্তাক, জিয়া ও হাবিব চুক্তিবদ্ধ হয়ে ব্যবসায় শুরু করে। তারা প্রত্যেকে ১ লাখ টাকা মূলধন সরবরাহ করে। কিছুদিন পর জাকির তাদের ব্যবসায় যোগ দেয়। কিন্তু কোনো মূলধন সরবরাহ করে না। জাকির বেশ পরিশ্রমী, সে ব্যবসায় সব থেকে সময় ও শ্রম দিয়ে থাকে। বছর শেষে মুনাফা বন্টনের সময় সাবু জাকিরকে মুনাফা প্রদানে অপত্তি জানালেও তার আপত্তি আইনে খারিজ হয়ে যায়।
ক. ক্রেডিট কার্ড কী? ১
খ. অনলাইন ব্যাংকিং বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে জাকির কোন ধরনের ব্যবসায় সংগঠনে কিসের ভিত্তিতে যোগ দেয়? এভাবে যোগ দেয়া কি সংগত হয়েছে? ৩
ঘ. সাবুর আপত্তি নাকচ হলো কেন? কারণসহ বুঝিয়ে লেখো। ৪
৩৬. পটুয়াখালী সরকারি মহিলা কলেজ বিষয় কোড: ২ ৭ ৭
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০
১. শারমিন আক্তার একজন বুটিক উৎপাদনকারী। তিনি তার কারখানায় বিভিন্ন ফ্যাশনের পণ্য তৈরি ও বিক্রয় করেন। তিনি তার ব্যবসায়ের প্রয়োজনে একটি আলমারি ক্রয় করেন ও স্থান সংকুলান না হওয়ায় ক্রয়মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করেও লাভবান হন।
ক. পণ্য বিনিময় কাকে বলে? ১
খ. শিল্প হলো ‘কেন্দ্রীভ‚ত কাজ’ ব্যাখ্যা করো? ২
গ. শারমিন আক্তারের আলমারি ক্রয়-বিক্রয়ে মুনাফা অর্জনে ব্যবসায়ের কোন বৈশিষ্ট্যটি অনুপস্থিত? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত শারমিন আক্তারের লেনদেনটি ব্যবসায় কিনা তা মূল্যায়ন করো। ৪
২. মুক্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে øাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাই শ্রমবিভাগীকরণ, বিশেষীকরণ তিনি ভালো জানেন। তিনি লক্ষ করেছেন ব্যাপক উৎপাদন ও প্রতিযোগিতার যুগেও কতিপয় ব্যবসায় বৃহদায়তন সংগঠনের পাশাপাশি জনপ্রিয়তার সাথে টিকে আছে এবং সফলভাবে পরিচালিত হচ্ছে। তাই তিনি এরূপ একটি ঝুঁকির ব্যবসায় প্রতিষ্ঠা করবেন বলে স্থির করেছেন।
ক. কম ঝুঁকির ব্যবসায় বলতে কোন ব্যবসায়কে বোঝায়? ১
খ. গোপনীয়তা রক্ষা ও যোগ্যতার প্রতিফলন একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য নাকি সুবিধা? ব্যাখ্যা করো। ২
গ. সুজনের দৃষ্টিতে কোন ব্যবসায় সংগঠন অত্যন্ত জনপ্রিয় এবং কেন? বর্ণনা করো। ৩
ঘ. ব্যাপক উৎপাদন ও প্রতিযোগিতার যুগেও বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তন একমালিকানা ব্যবসায় টিকে থাকায় পশ্চাতে মুক্তার দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করো। ৪
৩. জনাব এম এ জব্বার একজন অধ্যাপক। তিনি শ্রেণিকক্ষে ছাত্রদের পাঠদানকালে বাংলাদেশের শিল্পখাতের বর্ণনা দেন। এক্ষেত্রে তিনি শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি মনে করেন বাংলাদেশের শিল্প ও বাণিজ্য নানা সমস্যায় জর্জরিত। এ সকল সমস্যাসমূহ দূরীকরণে কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।
ক. শিল্প কী? ১
খ. নির্মাণ শিল্প বলতে কী বোঝায়? ২
গ. জনাব এম এ জব্বারের ধারণা অনুসারে বাংলাদেশের শিল্প যে সকল সমস্যায় জর্জরিত সেগুলো চিহ্নিত করো। ৩
ঘ. বাণিজ্যে বিদ্যমান প্রতিবন্ধকতা কীভাবে নিরসন করা সম্ভব বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪
৪. মি. জয় ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তার পরিবার চট্টগ্রামে বসবাস করার কারণে প্রতি সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম আসা-যাওয়া করতে হয়। ট্রেন তার প্রথম পছন্দ হলেও টিকেট সহজলভ্য না হওয়ার কারণে বাসে করে অনেক সময় তাকে আসা-যাওয়া করতে হয়। মি. জয়ের মতো অনেকের প্রথম পছন্দ ট্রেন হলেও ট্রেনের সার্ভিস পর্যাপ্ত নয় তথাপিও রেলওয়ে একটি লোকসানী প্রতিষ্ঠান হিসেবে গণ্য।
ক. রাষ্ট্রীয় ব্যবসা কী? ১
খ. সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসা বলতে কী বোঝায়? ২
গ. মি. জয়ের মতো অনেকের ট্রেনে যাওয়া-আসা প্রথম পছন্দের কেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. রেলওয়েকে লাভজনক করার উপায়সমূহ কী কী? ৪
৫. মিস রিমি এমবিএ পাস করে চাকরি না করে নিজেই ভাবলেন যে, তিনি অন্যদের চাকির দিবেন। এ জন্য তিনি নকশা হাতের কাজ ও এমব্রডারির প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি বুটিক হাউজ গড়ে তুলেন। এখানে তিনি ২০ জন মহিলা শ্রমিক দিয়ে কাজ করালেও প্রতিবছরই অনেক মহিলার কাজের সুযোগ হচ্ছে।
ক. আÍকর্মসংস্থান কী? ১
খ. একমালিকানা ব্যবসায় বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে মিস রিমি যে বুটিক হাউজ স্থাপন করলেন একে কোন ধরনের ব্যবসায় বলা হয়? ৩
ঘ. উদ্দীপকে এ ব্যবসায় স্থাপনে সরকার বিভিন্ন সহায়তা করেছে এর পক্ষে যুক্তি দাও। ৪
৬. বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যবসায়ীদেরও সুবিধার জন্য ইন্টারনেটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন, সরকারের অনুমোদন গ্রহণ ও কর পরিশোধের ব্যবস্থা করেছে। এতে আর এখন ব্যবসায়ীদের সময় ব্যয় করে অফিসে অফিসে ঘুরে নিবন্ধন পত্র সংগ্রহ করার প্রয়োজন হয় না। এবং বাসায় বসেই কর পরিশোধ করার কারণে ব্যাংকের ও আয়কর সংস্থার দ্বারস্থ হতে হয় না।
ক. ব্যবসায় উদ্যোগ কাকে বলে? ১
খ. মূল্যবোধ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে কোন ধরনের ই-বিজনেস ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. ডিজিটাল ব্যবসায়বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে উক্ত ই-বিজনেস এর ভ‚মিকা মূল্যায়ন করো। ৪
৭. মিমি ও মুজাহিদুল স্বামী-স্ত্রী। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও তারা সিদ্ধান্ত নিলো ব্যবসা করবে। কতিপয় সুবিধার কথা বিবেচনা করে তার দুজনে
৭. মিমি ও মুজাহিদুল স্বামী-স্ত্রী। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও তারা সিদ্ধান্ত নিলো ব্যবসা করবে। কতিপয় সুবিধার কথা বিবেচনা করে তার দুজনে নিজ নিজ পুঁজি যৌথভাবে বিনিয়োগ করে একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করল। তার এ লক্ষ্যে একটি চুক্তিপত্রের খসড়া প্রকাশ করল। বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেও তারা লাভজনকভাবে তাদের ব্যবসায় পরিচালনা করেছে।
ক. অংশীদারি ব্যবসা কী? ১
খ. অংশীদারি ব্যবসায় চুক্তিপত্রের প্রকৃতি ব্যাখ্যা করো। ২
গ. মিমি ও মুজাহিদুল তাদেরও অংশীদারি ব্যবসায় পরিচালনা করতে গিয়ে সম্ভব্য যে সব অসুবিধার সম্মুখীন হতে পারেন সেগুলো চিহ্নিত করো। ৩
ঘ. ‘কম ঝুঁকিতে অধিক পুঁজি সংগ্রহের মাধ্যমে সহজেই অংশীদারি কারবার গঠন করা যায়’ ব্যাখ্যা করো। ৪
৮. মি. বেলাল তার এলাকায় অসহায়, দরিদ্র ও অসচ্ছল শ্রেণির ২৫ জন ব্যক্তি যোগাড় করে নিজ ভাগ্য উন্নয়নের জন্য সমবায় সমিতি গড়ে তোলেন। তারা এ সমবায় সমিতি হতে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে। প্রয়োজনীয় পণ্য এ সমিতির মাধ্যমে ক্রয় করে ও তাদের গৃহে উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী এ সমিতির মাধ্যমেই ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করে। এভাবে তারা সবাই এ সমিতি হতে মুনাফা ভোগ করে। এখন অনেকেই এ সমিতির সদস্য হতে আগ্রহী।
ক. সমবায় উপবিধি কাকে বলে? ১
খ. কেন্দ্রীয় সমবায় সমিতি বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে মি. বেলাল কোন ধরনের সমবায় সমিতি গঠন করেছেন? ৩
ঘ. বেকারত্ব দূরীকরণে ও সামাজিক উন্নয়নে সমবায় সমিতির ভ‚মিকা মূল্যায়ন করো। ৪
৯. মিসেস জামিলা পণ্য ক্রয়ে খুবই সাবধান। বিশেষ করে কোনো খাদ্যজাত পণ্য ক্রয় করার ব্যাপারে অবশ্যই তিনি যাচাই করেন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা? ব্র্যান্ড পণ্য কেনার প্রতি তার খুব আগ্রহ এ ক্ষেত্রে নকলের সম্ভবনা খুব কম থাকে।
ক. ট্রেড মার্ক কী? ১
খ. সরকারি-বেসরকারি অংশীদারিত্বমূলক ব্যবসায়ের সুবিধা লেখো। ২
গ. উদ্দীপকে ১ম যে সরকারি প্রতিষ্ঠানের নির্দেশ করেছে তা ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে পরবর্তী সার্ভিসটি কোন প্রতিষ্ঠানকে বোঝায়? এর উন্নয়নে অপরিহার্যতা মূল্যায়ন করো। ৪
১০. জনাব শামীম ও তার বন্ধু মিলে কুড়িগ্রামে একটি ব্যবসায় স্থাপন করেন। এলাকার বেশিরভাগ লোকই দারিদ্র্যপীড়িত। এই প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য হলো কোনো বিশেষ সামাজিক, নৈতিক ও পরিবেশগত উদ্দেশ্য বাস্তবায়ন করা। চার বন্ধুর আক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানটি ব্যাপক সাফল্য লাভ করে প্রচুর মুনাফা অর্জন করছে। ব্যবসায়ের অর্জিত মুনাফা থেকে সদস্যদের বিনিয়োগকৃত মূলধন ফেরত দেওয়া এবং অবশিষ্ট মুনাফা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করা হয়। ফলে প্রতিষ্ঠানের কর্মীরা আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে।
ক. প্রত্যক্ষ সেবা কী? ১
খ. বাণিজ্য কীভাবে ব্যবসায়ের ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে? ব্যাখ্যা করো। ২
গ. জনাব শামীমদের প্রতিষ্ঠিত ব্যবসায়টি কোন ধরনের? বর্ণনা করো। ৩
ঘ. তুমি কি মনে করো শামীমদের প্রতিষ্ঠিত ব্যবসায়টি দেশের দারিদ্র্য দূরীকরণে অবদান রাখতে সক্ষম? যুক্তিসহ বর্ণনা করো। ৪
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
১১. মিসেস লুনা তার ব্যক্তিগত তহবিল থেকে ১,০০,০০০ টাকা নিয়ে পাঁচজন কর্মীসহ তার নিজের এলাকায় একটি রেস্টুরেন্ট ব্যবসায় শুরু করেন। মানসম্মত সেবা প্রদান করায় তার ব্যবসায় ব্যাপক সাফল্য আসে। ভোক্তার চাহিদা বৃদ্ধির কারণে তিনি ব্যবসায়টিকে সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। যার কারণে বন্ধু মুহিত থেকে ৫০,০০০ টাকা ধার নেন। কিন্তু মিসেস লুনা অসুস্থ হয়ে পড়ায় তার ব্যবসায়টি বন্ধের উপক্রম হয়েছে। এমতাবস্থায় বন্ধু মহিত তার প্রদত্ত অর্থের জন্য লুনাকে বার বার বলা সত্তে¡ও লুনা দায় পরিশোধে অপারগতা প্রকাশ করে। মুহিত পাওনা আদায়ের জন্য আদালতে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
ক. পুনঃরপ্তানি কী? ১
খ. পরিবর্তনশীল চাহিদার পণ্যের ক্ষেত্রে কোন ব্যবসায় উপযোগী ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের মিসেস লুনার স্থাপিত ব্যবসায়টি কী ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত পরিস্থিতিতে পাওনা আদায়ের জন্য মুহিত কর্তৃক মামলা করার সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।