ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | অধ্যায় ১ | বহুনির্বাচনি সাজেশন | PDF : ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি সাজেশন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি সাজেশন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
সাজেশনটিতে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হয়েছে। সাজেশনটি সেরা কলেজগুলোর নির্বাচনি পরীক্ষার প্রশ্নগুলোর গুরুত্বপূর্ণ টপিকের আলোকে তৈরি করা হয়েছে।
প্রথম অধ্যায়: ব্যবস্থাপনার ধারণা
১. গধহবমমরধৎব শব্দটি কোন দেশীয় শব্দ?
[নটর ডেম কলেজ, ঢাকা; শহীদ বীর উত্তম লে. আনোয়ার গালর্স কলেজ, ঢাকা]
অ ক. ইংরেজি
খ. ফ্রান্স
গ.ইতালি
ঘ.গ্রিক.
উত্তর: গ
২. অন্যদের দ্বারা কাজ করিয়ে নেয়াকে কী বলা হয়? (জ্ঞান) [প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহ্ম্মেদ মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ; কুমিলা কমার্স কলেজ]
ক.নেতৃত্ব
খ.ব্যবস্থাপনা
গ.তত্ত¡াবধান
ঘ.নির্দেশনা
উত্তর: খ
৩. ব্যবস্থাপনা কী ধরনের প্রক্রিয়া?
[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
অ ক. সামাজিক.
খ. রাজনৈতিক
গ.অর্থনৈতিক.
ঘ.বাণিজ্যিক.
উত্তর: ক
৪. কার্যকর ব্যবস্থাপনার দ্বারা উন্নয়ন ঘটে কোনটির? (জ্ঞান) [ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা]
ক.কর্মসংস্থানের
খ.দক্ষতার
গ.জনশক্তির
ঘ.মূলধনের
উত্তর: খ
৫. ব্যবস্থাপনা বিশারদগণের মধ্যে মধ্যযুগে নিæে কার নাম পাওয়া যায়? (জ্ঞান) [নটর ডেম কলেজ, ঢাকা]
ক.নিউম্যান
খ.মাসলো
গ.এডাম স্মিথ
ঘ.থমাস মুর
উত্তর: ঘ
৬. ঊষঃড়হ গবুড় ব্যবস্থাপনার কোন তত্ত¡ প্রদানের জন্য বিখ্যাত হয়ে আছেন? (জ্ঞান)
[মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
ক.চৎরহপরঢ়ষবং ড়ভ গধহধমবসবহঃ
খ.ঝড়পরধষ ঝুংঃবস ঞযবড়ৎু
গ.ঝড়পরধষ ঝুংঃবস অঢ়ঢ়ৎড়ধপয
ঘ.ঞযব ঐধঃিযড়ৎহ ঝঃঁফরবং
উত্তর: গ
৭. একজন ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী একটি কাজ অর্পণ করা উচিত। উক্তিটি কার? (জ্ঞান)
[পটিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম]
ক.প্লেটোখ.সক্রেটিস
গ.সানজুঘ.অ্যারিস্টটল
উত্তর: ক
৮. ‘ওয়েল্থ অব নেশন্স’ নামক গ্রন্থটি কে রচনা করেন? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক.জেমস ওয়াটখ.এডাম স্মিথ
গ.চার্লস ব্যাবেজঘ.থমাস মুর
উত্তর: খ
৯. কোন সভ্যতায় সর্বপ্রথম শ্রম বিশেষায়ন নীতি ও মজুরি প্রথার উদ্ভব ঘটে? (জ্ঞান) [বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম]
ক.রোম সভ্যতা
খ.চৈনিক সভ্যতা
গ.ব্যবিলনীয় সভ্যতা
ঘ.মিশরীয়তা সভ্যতা
উত্তর: গ
১০. ব্যবস্থাপনা বিষয়ে মুসলিম কোন মনীষীর লেখা পাশ্চাত্য জগতে সমাদৃত হয়েছে? (জ্ঞান) [শহীদ মশিয়ূর রহমান ডিগ্রি কলেজ, যশোর]
ক.ইবনে খালদুনখ.ইবনে তাইমিয়া
গ.ইমাম গাজ্জালীঘ.ইমামা বুখারী
উত্তর: গ
১১. হর্থন স্টাডিজের প্রবক্তা কে? (জ্ঞান)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক.এলটন ম্যাও
খ.এফডব্লিউ টেইলর
গ.ডগলাস ম্যাকগ্রেগর
ঘ.ফ্রাঙ্ক গিলব্রেথ
উত্তর: ক
১২. আধুনিক শ্রমিক-কর্মী ব্যবস্থাপনার জনক কে? (জ্ঞান)
[হলি ক্রস কলেজ, ঢাকা; চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ]
অ ক. এফ. ডব্লিউ. টেলর
খ. এ্যাডাম স্মিথ
গ.রবার্ট ওয়েন
ঘ.হেনরি ফেয়ল
উত্তর: গ
১৩. সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কোনটি সম্ভব? (অনুধাবন) [পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর]
ক.অধিক মুনাফা অর্জন ও প্রতিষ্ঠান সম্প্রসারণ
খ.দক্ষ জনশক্তি উন্নয়ন ও সংরক্ষণ
গ.সম্পদের কার্যকর ব্যবস্থা করে লক্ষ্যার্জন
ঘ.অধিক বিনিয়োগ ও এর উত্তম ব্যবহার
উত্তর: গ
১৪. কোনটি ব্যবস্থাপনার প্রাথমিক কাজ? (জ্ঞান)
[কুমিল¬া সরকারি কলেজ]
ক.সংগঠনখ.পরিকল্পনা
গ.নির্দেশনাঘ.কর্মসংস্থান
উত্তর: খ
১৫. জনাব সোবহান একজন ব্যবস্থাপক। তিনি কর্মীদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করে দেন। তিনি ব্যবস্থাপনার কোন কাজটি সম্পাদন করেন। (প্রয়োগ)
[ড. মাহবুবুর রহমান মোলা কলেজ, ঢাকা]
ক.পরিকল্পনাখ.সংগঠন
গ.নির্দেশনাঘ.নিয়ন্ত্রণ
উত্তর: খ
১৬. ব্যবস্থাপনা চক্রের দ্বিতীয় কাজ কোনটি? [ঢাকা কলেজ]
অ ক. পরিকল্পনা খ. সংগঠন
গ.নির্দেশনা ঘ.প্রেষণা
উত্তর: খ
১৭. ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ের স্তর কোনটি? (জ্ঞান)
[শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, ঢাকা]
অ ক. উৎপাদন ব্যবস্থাপক. খ. তত্ত¡াবধায়ক
গ.শণ্ঠমিক-কমট্টী বঞ্ঝবর্’াপক.ঘ.পরিচালক পর্ষদ
উত্তর: ঘ
১৮. জোনাল ব্যবস্থাপক কোন স্তরের মধ্যে পড়ে? (জ্ঞান)
[মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
ক.উচ্চস্তরখ.মধ্যম স্তর
গ.নিæ স্তরঘ.নিæ ও মধ্যস্তর
উত্তর: খ
১৯. বাংলাদেশের ব্যবস্থাপনা পেশার মান উন্নয়নে সরাসরি কোন প্রতিষ্ঠান কাজ করে? (জ্ঞান) [নওগাঁ সরকারি কলেজ]
ক.ইওগ.খ.ওউই
গ.ঘওচঅ ঘ.ইঅই
উত্তর: ক
২০. কোনটির পরিবর্তনের কারণে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো পুনরায় বিরাষ্ট্রীয়করণ করা হচ্ছে? (অনুধাবন) [পৈণ্ঠসিএড´Ÿ পণ্ঠএফসর ড. ইয়াজউষ্টিন আহএজ্ঞঞ্ছদ রৈসিএড´্রয়িঞ্ঝাল মএডল ’ক্সুল ´ৈ£ কএলজ, মু´্রীগল্ক]
ক.পুঁজিবাদী ব্যবস্থা
খ.ধনতান্ত্রিক ব্যবস্থা
গ.সমাজতা¯্যকি বঞ্ঝবর্’া
ঘ.মুক্তবাজার অর্থনীতি
উত্তর: ঘ
২১. ব্যবস্থাপনা একটি (অনুধাবন) [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
i.বিজ্ঞানii.কলা
iii.নির্দেশনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক
২২. ব্যবস্থাপনার বৈশিষ্ট্য হলো (অনুধাবন)
[উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]
i.এটি লক্ষ্যকেন্দ্রিক.ii.এটি একটি প্রক্রিয়া
iii.এটি মুনাফা অর্জনের উপায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক
২৩. ব্যবস্থাপনার কার্যাবলি সম্পাদনে (অনুধাবন)
[মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজ, ঢাকা]
i.শারীরিক শ্রমের প্রয়োজন
ii.মানসিক শ্রমের প্রয়োজন
iii.প্রযুক্তির প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক
২৪. জনাব আহমদ একজন অচওট জুস কোং-এর ম্যানেজার। তার মুখ্য কাজগুলো হলো (প্রয়োগ)
[কুমিলা সরকারি কলেজ]
i.উদ্দেশ্য নির্ধারণii.নির্দেশনা প্রদান
iii.প্রেষণা দান
নিচের কোন সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ঘ
২৫. নিæ ও মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকের বেশি প্রয়োজন (অনুধাবন) [যশোর সরকারি মহিলা কলেজ]
i.মানসিক শ্রমii.শারীরিক শ্রম
iii.কারিগরি দক্ষতা
নিচের কোনটি সঠিক?
অ ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: গ
উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও।
সুরমা টেক্সটাইলস লি.-এ উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক বিরাজমান থাকায় শ্রমিকরা বেশ আন্তরিকতার সাথে কাজ করে থাকে। শ্রমিকদের যেকোনো দাবি দাওয়া উত্থাপনের পূর্বেই উৎপাদন ব্যবস্থাপক মি. আয়মান প্রতিটি বিষয় সম্পর্কে প্রশাসনের সাথে আলোচনা করে থাকেন। তাছাড়া সকল শ্রমিকরাও ব্যবস্থাপনার প্রতি অনুগত। [হলি ক্রস কলেজ, ঢাকা]
২৬. সুরমা টেক্সটাইলস লি.-এর উত্তম ব্যবস্থাপনা সম্পর্ক বিরাজের মাধ্যমে ব্যবস্থাপনার কোন দিকটি ফুটে উঠেছে? (প্রয়োগ)
অ ক. নিয়ন্ত্রণ খ. ব্যবস্থাপনা সংগঠন
গ.প্রেষণা ঘ.পরিকল্পনা
উত্তর: খ
২৭. উক্ত প্রতিষ্ঠানে শ্রমিকদের ব্যবস্থাপনার ইতিবাচক আচরণের কারণে বৃদ্ধি পাবে (উচ্চতর দক্ষতা)
i.শ্রমিকদের মনোবল
ii.প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা
iii.মুনাফা
নিচের কোনটি সঠিক?
অ ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ঘ
উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।
ব্যবস্থাপনার কাজগুলো ধারাবাহিকভাবে সম্পাদিত হয় এবং হতেই থাকে। প্রতিষ্ঠান যতদিন চলে ততদিন এ প্রক্রিয়া চলতে থাকে। যা একটা চক্রের প্রতীক। ব্যবস্থাপনা ছাড়া কোনো প্রতিষ্ঠান বালির উপর নির্মিত গৃহের মতো, যা যেকোনো উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হতে পারে। [যশোর সরকারি মহিলা কলেজ]
২৮. দক্ষ ব্যবস্থাপনা ছাড়া কোনো প্রতিষ্ঠানকে বালির উপর নির্মিত গৃহের সাথে তুলনা করেছেন। এর কারণ কী? (প্রয়োগ)
ক. উপকরণাদির কার্যকর ব্যবহার করা হয় না
খ.অপচয় বৃদ্ধি পায়
গ.প্রতিষ্ঠানের কাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়
ঘ.সমন্বয় ঘটে না
উত্তর: ক
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
২৯. উদ্দীপকে প্রক্রিয়ার কথা বলা হয়েছে। প্রক্রিয়া বলতে বোঝানো হয়েছে (উচ্চতর দক্ষতা)
i.কতিপয় কাজের সমষ্টি
ii.কাজগুলো পরস্পর নির্ভরশীল
iii.কাজগুলো ধারাবাহিকভাবে সম্পাদিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ঘউক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।