ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১৩ | সৃজনশীল প্রশ্ন ৬-১০ | PDF: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের ত্রয়োদশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের ত্রয়োদশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১৩ | সৃজনশীল প্রশ্ন ৬-১০ | PDF:
প্রশ্ন ৬ জনাব ফারুক একজন পোশাক ব্যবসায়ী। তিনি অগ্নিজনিত ক্ষতির কথা চিন্তা করে সাদিয়া ইন্স্যুরেন্স কোম্পানির নিকট থেকে তার ৫ লক্ষ টাকার তৈরি পোশাকের জন্য ৪ লক্ষ টাকায় একটি অগ্নিবিমা পলিসি গ্রহণ করেন। বিমাকৃত সময়ের মধ্যে আগুন লেগে জনাব ফারুকের ২ লক্ষ টাকার সমপরিমাণ ক্ষতি সাধিত হয়। তিনি বিমা কোম্পানির নিকট ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করলে বিমা কোম্পানিটি তাকে দাবিকৃত অর্থ পরিশোধে স্বীকৃতি জানায়। [সি. বো. ১৭]
ক.ঘোষণাযুক্ত বিমাপত্র কী?১
খ.অগ্নিবিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন?২
গ.জনাব ফারুক কোন ধরনের অগ্নি বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো।৩
ঘ.ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে বিমাগ্রহীতার দাবিকৃত অর্থ পরিশোধে বিমা কোম্পানির স্বীকৃতির যৌক্তিকতা বিশ্লেষণ করো।৪
৬ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: যে বিমাপত্রে বিমাগ্রহীতা তার নিকট সর্বোচ্চ যে পরিমাণ পণ্য মজুত থাকতে পারে তার ওপর বিমাপত্র গ্রহণ করে এবং প্রিমিয়ামের ৭৫% গ্রিম প্রদান করে তাকে ঘোষণাযুক্ত বিমাপত্র বলে।
খ উত্তর: অগ্নিবিমা হলো অগ্নিজনিত ক্ষতির বিপক্ষে আঅর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। এ কারণে তা নিঃসন্দেহে ক্ষতিপূরণের চুক্তি।
অগ্নিকাণ্ডের ফলে বিমাকৃত সম্পত্তি নষ্ট হলে চুক্তি নুযায়ী বিমাকারী আঅর্থিক ক্ষতিপূরণে বাধ্য থাকে। এক্ষেত্রে ক্ষতি আংশিক বা সম্পূর্ণ যাই হোক না কেন বিমা কোম্পানি আনুপাতিক হারে ক্ষতিপূরণ করে থাকে।
গ উত্তর: উদ্দীপকে জনাব ফারুক মূল্যায়িত অগ্নিবিমাপত্র গ্রহণ করেছিলেন।
মূল্যায়িত বিমাপত্র সম্পাদনকালেই বিমাকৃত বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করে এরূপ বিমাচুক্তি গৃহীত হয়।
উদ্দীপকে জনাব ফারুক একজন পোশাক ব্যবসায়ী। তিনি অগ্নিজনিত ক্ষতির কথা বিবেচনা করে সাদিয়া ইন্স্যুরেন্স কোম্পানির নিকট থেকে একটি বিমাপত্র গ্রহণ করেন।
উক্ত বিমাপত্রে পাঁচ লক্ষ টাকার তৈরি পোশাকের জন্য চার লক্ষ টাকা বিমাকৃত মূল্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়পক্ষের সম্মতিক্রমে বিমাকৃত সম্পত্তির মূল্য নির্ধারিত হয়েছে, যা মূল্যায়িত বিমাপত্রের বৈশিষ্ট্যপূর্ণ।
ঘ উত্তর: উদ্দীপকে মূল্যায়িত বিমাপত্রের ধীনে বিমাকৃত বিষয়বস্তুর আংশিক ক্ষতিতে সম্পূর্ণ ক্ষতিপূরণ দাবি চুক্তির শর্ত নুযায়ী যৌক্তিক হওয়ায় বিমা কোম্পানি কর্তৃক তা প্রত্যাখ্যান করা যথাঅর্থ হয়েছে।
মূল্যায়িত বিমাপত্রে বিমাকৃত বিষয়বস্তুর সম্পূর্ণ ক্ষতিতে বিমাকৃত মূল্য দ্বারা বিমাকারী ক্ষতিপূরণ প্রদান করে থাকে। তবে আংশিক ক্ষতির বেলায় সম্পত্তির কত ংশের ক্ষতি হয়েছে তা নির্ধারণ করে বিমাকৃত মূল্যের বিচারে আংশিক ক্ষতি নিরূপিত হয়।
উদ্দীপকে জনাব ফারুক একজন পোশাক ব্যবসায়ী। তিনি অগ্নিজনিত ক্ষতির আশঙ্কায় একটি মূল্যায়িত অগ্নিবিমাপত্র গ্রহণ করেন। উক্ত বিমাপত্রে বিমাকৃত মূল্য নির্ধারণ করা হয়েছে চার লক্ষ টাকা। পরবর্তীতে বিমাকৃত সময়ের মধ্যে আগুন লেগে দুই লক্ষ টাকার সমপরিমাণ ক্ষতি সাধিত হয়। যা তিনি বিমা কোম্পানির নিকট বিমা দাবি হিসেবে উত্থাপন করেন।
উদ্দীপকে সংঘটিত ক্ষতিটি একটি আংশিক ক্ষতি। এ ধরনের ক্ষতি পূরণে মূল্যায়িত বিমাপত্রে সম্পত্তির আনুপাতিক হার নির্ণয় করে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়। তাই এ পর্যায়ে ক্ষতির পরিমাণ দুই লক্ষ টাকা হলেও বিমাকারী যৌক্তিকভাবেই সম্পত্তির আনুপাতিক হার বিবেচনা করে ক্ষতিপূরণে বাধ্য থাকবে।
প্রশ্ন ৭: মিনা বিদেশ গমনের পূর্বে দশ লক্ষ টাকা মূল্যের একটি গাড়ি ক্রয় করেন এবং তার বান্ধবী টিনার হেফাজতে এক বছরের জন্য রেখে যান। নিরাপত্তার কথা চিন্তা করে টিনা গাড়িটি এক বছরের মধ্যে অগ্নি দুর্ঘটনায় গাড়িটি আংশিক বা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতি নুপাতে ক্ষতিপূরণ পাবেন এই মর্মে রয়েল বিমা কোম্পানির সাথে বিমা চুক্তি করার প্রস্তাব প্রদান করেন। কিন্তু রয়েল বিমা কোম্পানি টিনার প্রস্তাব প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত গ্রহণ করে। [য. বো. ১৭]
ক.অগ্নিবিমা কী?১
খ.অগ্নিবিমা ক্ষতিপূরণের বিমা কেন? ব্যাখ্যা করো।২
গ.উদ্দীপকে টিনা কোন ধরনের অগ্নিবিমা করার প্রস্তাব দিয়েছিলেন? ব্যাখ্যা করো।৩
ঘ.উদ্দীপকে বর্ণিত রয়েল বিমা কোম্পানির টিনার প্রস্তাব প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক ছিল? উত্তরের সপক্ষে যুক্তি দাও।৪
৭ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: অগ্নিজনিত ক্ষতির বিপক্ষে আঅর্থিক প্রতিরক্ষাই হলো অগ্নিবিমা।
উদাহরণ : জনাব আজিমের একটি কাপড়ের দোকান আছে। তিনি তার দোকানের পণ্যের অগ্নিজনিত সম্ভাব্য ক্ষতির বিপরীতে সান ইন্স্যুরেন্স লি.-এর সাথে একটি অগ্নিবিমা চুক্তি সম্পাদন করেন। জনাব আজিমের দোকানের পণ্য যদি অগ্নিজনিত কারণে ক্ষতিগ্রস্ত হয় তবে চুক্তি নুযায়ী সান ইন্স্যুরেন্স লি. ক্ষতিপূরণ করবে।
খ উত্তর: অগ্নিবিমা হলো অগ্নিজনিত ক্ষতির বিপক্ষে আঅর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। এ কারণে তা নিঃসন্দেহে ক্ষতিপূরণের চুক্তি।
অগ্নিকাণ্ডের ফলে বিমাকৃত সম্পত্তি নষ্ট হলে চুক্তি নুযায়ী বিমাকারী আঅর্থিক ক্ষতিপূরণে বাধ্য থাকে। এক্ষেত্রে ক্ষতি আংশিক হোক বা সম্পূর্ণ হোক বিমা কোম্পানি আনুপাতিক হারে ক্ষতিপূরণ করে ।
গ উত্তর: উদ্দীপকে টিনা মূল্যায়িত অগ্নিবিমা করার প্রস্তাব দিয়েছিলেন।
মূল্যায়িত অগ্নিবিমার ক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুর মূল্য আগে থেকেই উভয়পক্ষের সম্প্রতিক্রমে নির্ধারণ করা হয়ে থাকে। এক্ষেত্রে কোনো ক্ষতির উদ্ভব হলে সম্পত্তির কত ংশের ক্ষতি হয়েছে তা নির্ধারণ করে ক্ষতিপূরণ দেয়া হয়।
উদ্দীপকে মিনা বিদেশ যাওয়ার পূর্বে তার গাড়িটি টিনার হেফাজতে এক বছরের জন্য রেখে যান। নিরাপত্তার কথা চিন্তা করে টিনা গাড়িটির জন্য একটি অগ্নিবিমাপত্র গ্রহণের সিদ্ধান্ত নেন।
তাই গাড়িটি অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে ক্ষতি অনুপাতে তিনি ক্ষতিপূরণ পাবেন এ মর্মে রয়েল বিমা কোম্পানিকে বিমাচুক্তির প্রস্তাব করেন। অর্থাৎ তিনি এরূপ প্রস্তাব করেন যে, গাড়িটির বিমাকৃত মূল্য পূর্ব থেকেই নির্ধারিত থাকবে এবং যে ংশের ক্ষতি হবে তা নির্ধারণ করে ক্ষতিপূরণ দেয়া হবে। উপরোক্ত বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, তার প্রস্তাবকৃত অগ্নিবিমাটি হলো মূল্যায়িত বিমাপত্র।
ঘ উত্তর: উদ্দীপকে বর্ণিত গাড়িতে টিনার বিমাযোগ্য স্বাঅর্থ না থাকায় বিমা কোম্পানি কর্তৃক টিনার প্রস্তাব প্রত্যাখ্যানের সিদ্ধান্তটি যৌক্তিক।
বিমাযোগ্য স্বাঅর্থ বলতে বিমাকৃত বিষয়বস্তুর ওপর বিমাগ্রহীতার আঅর্থিক স্বাঅর্থকে বোঝায়। এটি বিমাচুক্তির একটি পরিহার্য উপাদান।
উদ্দীপকে বর্ণিত গাড়িটির প্রকৃত মালিক মিনা। তিনি বিদেশ যাওয়ার পূর্বে গাড়িটি টিনার কাছে রেখে যান। টিনা গাড়িটির জন্য রয়েল বিমা কোম্পানিকে অগ্নিবিমা চুক্তির প্রস্তাব দেন। তবে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে।
দুর্ঘটনাজনিত বা ন্য কোনো কারণে গাড়িটি ধ্বংস বা নষ্ট হলে টিনার কোনো আঅর্থিক ক্ষতি হবে না। বরং গাড়িটির প্রকৃত মালিক মিনা এ আঅর্থিক ক্ষতি বহন করবে । অর্থাৎ বিমার বিষয়বস্তুতে টিনার কোনো স্বাঅর্থ নেই। এরূপ বিমাযোগ্য স্বাঅর্থ ব্যতিত বিমা চুক্তি বৈধ নয়। তাই রয়েল বিমা কোম্পানি এ চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয়, যা বশ্যই যৌক্তিক।
প্রশ্ন ৮: জনাব আবুল একজন বসুন্ধরা (সিলিন্ডার) গ্যাস ব্যবসায়ী। তিনি তার নিরাপত্তার জন্য উক্ত সম্পদের বিপরীতে ৭০ লক্ষ টাকার বিমা করেন। পক্ষান্তরে তার বিমাকারী নিরাপত্তার জন্য পর এক বিমা কোম্পানির সাথে ৬০ লক্ষ টাকার বিমা করে। অগ্নিকাণ্ডে জনাব আবুলের ৫০ লক্ষ টাকা ক্ষতি হয়। তিনি তার বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণের জন্য দাবি পেশ করেন। [ব. বো. ১৭]
ক.অগ্নিবিমা কী?১
খ.অগ্নিবিমা ক্ষতিপূরণের চুক্তি কেন?২
গ.মি. আবুলের বিমাকারী কীরূপ বিমা করেছে? বুঝিয়ে লেখো।৩
ঘ.মি. আবুল কি সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবেন? মতামত দাও।৪
৮ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: অগ্নিজনিত ক্ষতির বিপক্ষে আঅর্থিক প্রতিরক্ষাই হলো অগ্নিবিমা।
উদাহরণ : জনাব আজিমের একটি কাপড়ের দোকান আছে। তিনি দোকানের পণ্যের অগ্নিজনিত সম্ভাব্য ক্ষতির বিপরীতে সান ইন্স্যুরেন্স লি.-এর সাথে একটি অগ্নিবিমা চুক্তি সম্পাদন করেন। জনাব আজিমের দোকানের পণ্য যদি অগ্নিজনিত কারণে ক্ষতিগ্রস্ত হয় তবে চুক্তি নুযায়ী সান ইন্স্যুরেন্স লি. ক্ষতিপূরণ করবে।
খ উত্তর: অগ্নিবিমা হলো অগ্নিজনিত ক্ষতির বিপক্ষে আঅর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। এ কারণে তা নিঃসন্দেহে ক্ষতিপূরণের চুক্তি।
অগ্নিকাণ্ডের ফলে বিমাকৃত সম্পত্তি নষ্ট হলে চুক্তি নুযায়ী বিমাকারী আঅর্থিক ক্ষতিপূরণে বাধ্য থাকে। এক্ষেত্রে ক্ষতি আংশিক বা সম্পূর্ণ যাই হোক না কেন বিমা কোম্পানি আনুপাতিক হারে ক্ষতিপূরণ করে থাকে।
গ উত্তর: উদ্দীপকে মি. আবুলের বিমাকারী প্রতিষ্ঠানটি পুনর্বিমা করেছে।
পুনর্বিমা বলতে বিমা কোম্পানি কর্তৃক তার গৃহীত ঝুঁকির ংশ বিশেষ পুনঃচুক্তির মাধ্যমে ন্য কোনো বিমা কোম্পানির ওপর ন্যস্ত করাকে বোঝায়। এক্ষেত্রে বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়ই বিমা কোম্পানি হয়ে থাকে।
উদ্দীপকে জনাব আবুল একজন বসুন্ধরা (সিলিন্ডার) গ্যাস ব্যবসায়ী। তিনি তার আঅর্থিক নিরাপত্তার জন্য উক্ত সম্পদের বিপরীতে ৭০ লক্ষ টাকার বিমা করেন।
অন্যদিকে, তার বিমাকারী প্রতিষ্ঠানটি নিজেদের নিরাপত্তার জন্য পর একটি বিমা কোম্পানির সাথে ৬০ লক্ষ টাকার বিমা করে। অর্থাৎ মি. আবুলের বিমা কোম্পানি ঝুঁকি কমানোর উদ্দেশ্যেই ন্য বিমা কোম্পানির সাথে পুনঃচুক্তি করেছে। এ সকল বৈশিষ্ট্য পর্যালোচনা করে বলা যায়, মি. আবুলের বিমা কোম্পানি কর্তৃক গৃহীত বিমাটি একটি পুনর্বিমা।
ঘ উত্তর: উদ্দীপকে মি. আবুল বশ্যই সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবেন।
জীবন বিমা ব্যতীত সকল বিমাই ক্ষতিপূরণের চুক্তি। চুক্তিতে উলেখিত কারণে ক্ষতির উদ্ভব হলে বিমাগ্রহীতা বশ্যই এর ক্ষতিপূরণ পাবেন।
উদ্দীপকে জনাব আবুল একজন বসুন্ধরা (সিলিন্ডার) গ্যাস ব্যবসায়ী। তিনি তার আঅর্থিক নিরাপত্তার জন্য উক্ত সম্পদের বিপরীতে ৭০ লক্ষ টাকার অগ্নিবিমা করেন। অগ্নিকাণ্ডের কারণে জনাব আবুলের ৫০ লক্ষ টাকা ক্ষতি হয়।
জনাব আবুলের অগ্নিবিমাটি হলো ক্ষতিপূরণের চুক্তি। তাই অগ্নিকাণ্ডের ফলে তার সম্পদের ক্ষতিতে তিনি ক্ষতিপূরণ পাওয়ার দাবিদার। যদিও তার বিমা কোম্পানি বিমাপত্রটি ন্য আরেকটি বিমা কোম্পানির সাথে পুনর্বিমা করেছে।
তবুও জনাব আবুল এ ক্ষতিপূরণ তার বিমা কোম্পানির নিকট থেকেই পাবেন। তার বিমা কোম্পানি পুনর্বিমা চুক্তি নুযায়ী পরবর্তীতে তাদের বিমা দাবি ন্য বিমা কোম্পানির নিকট থেকে আদায় করে নেবে। সুতরাং, জনাব আবুল বিমাকৃত সম্পদের সম্পূর্ণ ক্ষতিপূরণ তার বিমা কোম্পানির নিকট থেকেই পাবেন।
প্রশ্ন ৯: টিপু সাহেব একজন কাপড়ের ব্যবসায়ী। তিনি অগ্নিজনিত ঝুঁকি হ্রাসের জন্য দুটি বিমা কোম্পানির সাথে বিমা চুক্তি করেছেন। বিমা চুক্তিতে তার সমুদয় সম্পত্তির মূল্য ৫ কোটি টাকা উলেখ করেছেন। কিন্তু পরবর্তীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে তার ব্যবসায় প্রতিষ্ঠানের মালামাল সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিপূরণের পর উভয় বিমা কোম্পানি উদ্ধারযোগ্য বশিষ্টাংশের মালিকানা নিয়ে নেয়। [ঢা. বো. ১৬]
ক.অগ্নিজনিত ঝুঁকি কী?১
খ.অগ্নিবিমায় প্রত্যক্ষ কারণ বিবেচনা করা গুরুত্বপূর্ণ কেন?২
গ.টিপু সাহেব কোন ধরনের অগ্নিবিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।৩
ঘ.উদ্দীপকে টিপু সাহেবকে ক্ষতিপূরণের ক্ষেত্রে কোন নীতির প্রতিফলন ঘটেছে? বিশ্লেষণ করো।৪
৯ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: অগ্নিজনিত ঝুঁকি বলতে অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট বিপদ বা ক্ষতিকেই বুঝায়।
খ উত্তর: অগ্নিবিমায় নৈতিক ঝুঁকি বেশি হওয়ায় অগ্নিবিমার প্রত্যক্ষ কারণ বিবেচনা করা গুরুত্বপূর্ণ।
অগ্নিবিমার ক্ষেত্রে যে কেউ পণ্য সরিয়ে ইচ্ছে করে আগুন লাগিয়ে বিমাদাবি পেশ করতে পারে। এছাড়া বহেলা, সতর্কতা ইত্যাদি কারণেও অগ্নিসংযোগ ঘটতে পারে। তাই ক্ষতিপূরণ প্রদানের পূর্বে অগ্নিবিমার প্রত্যক্ষ কারণ বিবেচনা করা বিমা কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ।
গ উত্তর: উদ্দীপকে টিপু সাহেব মূল্যায়িত অগ্নিবিমাপত্র গ্রহণ করেছেন।
যে বিমাপত্রে বিমাকৃত সম্পত্তির মূল্য আগে থেকেই উভয়পক্ষের সম্মতিক্রমে নির্ধারণ করে বিমা চুক্তি করা হয় তাকে মূল্যায়িত বিমাপত্র বলে।
উদ্দীপকে টিপু সাহেব একজন কাপড়ের ব্যবসায়ী।
তিনি অগ্নিজনিত ঝুঁকি হ্রাসের জন্য দুটি বিমা কোম্পানির সাথে বিমাচুক্তি করেছেন। বিমাচুক্তিতে তার সমুদয় সম্পত্তির মূল্য ৫ কোটি টাকা উলেখ করেন। সাধারণত অগ্নিবিমার মূল্যায়িত বিমাপত্রে বিমাচুক্তি করার সময় পূর্ব থেকে সম্পত্তির মূল্য নির্ধারণ করা হয়ে থাকে।
যেহেতু এখানে বিমাচুক্তির সময় বিমার বিষয়বস্তু উভয়পক্ষের সম্মতিক্রমে ৫ কোটি টাকা নির্ধারণ করা হয় সেহেতু এটি মূল্যায়িত বিমার সাথে সঙ্গতিপূর্ণ। সুতরাং, টিপু সাহেব অগ্নিবিমার মূল্যায়িত বিমাপত্র গ্রহণ করেছেন।
ঘ উত্তর: উদ্দীপকে টিপু সাহেবকে ক্ষতিপূরণের ক্ষেত্রে বিমার স্থলাভিষিক্তকরণের নীতির প্রতিফলন ঘটেছে।
ধিকার স্থানান্তরের নীতিকে স্থলাভিষিক্তকরণের নীতি বলে। এ নীতি নুযায়ী বিমাকৃত বস্তুর সম্পূর্ণ ক্ষতিতে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান সাপেক্ষে বিমাকৃত সম্পত্তির বশিষ্টাংশের মালিক হবে বিমা কোম্পানি।
উদ্দীপকে টিপু সাহেব কাপড়ের জন্য অগ্নিবিমার মূল্যায়িত বিমাপত্র গ্রহণ করেন। পরবর্তীতে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে ক্ষতি হওয়ায় বিমা কোম্পানিদ্বয় ক্ষতিপূরণ প্রদান করতে বাধ্য হয়। তবে উভয় কোম্পানি উদ্ধারযোগ্য বশিষ্টাংশের মালিকানা নিয়ে নেয়।
বিমাচুক্তিতে উলিখিত কারণে ক্ষতি হওয়ার কারণেই বিমা কোম্পানিদ্বয় সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করে। বিমার স্থলাভিষিক্তকরণের নীতি নুযায়ী সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদানের পর উদ্ধারযোগ্য ংশের মালিকানা পাবে বিমা কোম্পানি। উদ্দীপকে উদ্ধারযোগ্য অংশ বিমা কোম্পানিদ্বয় নিয়ে যায়। সুতরাং, এখানে বিমার স্থলাভিষিক্তকরণের নীতির প্রতিফলন ঘটেছে।
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
প্রশ্ন ১০: মি. রায়হান একজন সুপ্রতিষ্ঠিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। তার কিছু পণ্য সবসময় শিল্প গুদামে, কিছু আঞ্চলিক গুদামে, কিছু বন্দরের সংরক্ষিত গুদামে জমা থাকে। তিনি ছড়িয়ে-ছিটিয়ে থাকা পণ্যের নিরাপত্তা নিয়ে ভাবেন। তাই একটিমাত্র বিমাপত্রের আওতায় তার সকল পণ্যের বিমা করেন। একদিন হঠাৎ করে আঞ্চলিক কেন্দ্রে রক্ষিত পণ্য আগুনে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তিনি যথানিয়মে বিমা দাবি উপস্থাপন করেন। [দি. বো. ১৬]
ক.অগ্নি পচয় কী?১
খ.মূল্যায়িত বিমাপত্র বলতে কী বোঝ?২
গ.উদ্দীপকে মি. রায়হান কী ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।৩
ঘ.মি. রায়হান কি বিমা দাবি পাওয়ার ধিকারী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।৪
১০ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: অগ্নিকাণ্ডের ফলে সহায়-সম্পত্তির যে ক্ষতি হয় তাকে অগ্নি ক্ষতি বা পচয় বলে।
খ উত্তর: অগ্নিবিমা চুক্তির সময় বিমাপত্রে বিমাকৃত বিষয়বস্তুর মূল্য আগে থেকে নির্ধারণ করা থাকলে তাকে মূল্যায়িত বিমাপত্র বলে।
এক্ষেত্রে দুর্ঘটনার পর ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হয় না এবং সম্পত্তির মূল্যের কোনো প্রমাণাদিও দাখিল করতে হয় না। সম্পত্তির বাজারমূল্য যাই হোক না কেন, বিমাগ্রহীতা পূর্বনির্ধারিত মূল্যের সমান ক্ষতিপূরণ দাবি করতে পারবে।
গ উত্তর: উদ্দীপকে মি. রায়হান ভাসমান অগ্নিবিমাপত্র গ্রহণ করেছেন।
যে বিমা ব্যবস্থায় একই ব্যক্তির বিভিন্ন স্থানের সম্পত্তি একটি বিমাপত্রের আওতায় বিমা করা হয় তাকে ভাসমান বিমাপত্র বলে। এ বিমাপত্রে প্রতিটি পণ্যের জন্য পৃথক প্রিমিয়াম নির্ধারণ করে মোট প্রিমিয়ামের গড় নির্ণয় করে প্রিমিয়াম নির্ধারণ করা হয়।
উদ্দীপকে মি. রায়হান একজন সুপ্রতিষ্ঠিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি প্রয়োজন নুযায়ী শিল্প গুদামে, আঞ্চলিক গুদামে ও বন্দরের সংরক্ষিত গুদামে পণ্য রাখেন। এসব ছড়িয়ে-ছিটিয়ে থাকা সম্পদের নিরাপত্তায় একটিমাত্র বিমাপত্র গ্রহণ করেন।
এক্ষেত্রে প্রতিটি স্থানের পণ্যের আলাদা আলাদা মূল্য নির্ধারণ করে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে। এসব বৈশিষ্ট্য ভাসমান বিমাপত্রের বৈশিষ্ট্য হওয়ায় গৃহীত বিমাপত্রটি একটি ভাসমান বিমাপত্র।
ঘ উত্তর: উদ্দীপকে মি. রায়হান যৌক্তিকভাবেই বিমাদাবির পাওয়ার ধিকারী।
ভাসমান বিমাপত্রের আওতায় বিভিন্ন স্থানে রক্ষিত সম্পত্তি বা পণ্যের জন্য আলাদা আলাদা প্রিমিয়াম নির্ধারণ করে গড় থেকে প্রিমিয়ামের পরিমাণ নির্ধারণ করা হয়। কোনো পণ্যের ক্ষতি হলে বিমাগ্রহীতা প্রিমিয়াম নুযায়ী ক্ষতিপূরণ লাভ করেন।
উদ্দীপকে মি. রায়হানের শিল্প গুদামে, আঞ্চলিক গুদামে ও বন্দরের সংরক্ষিত গুদামে পণ্য জমা রয়েছে। এসব বিক্ষিপ্তভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পণ্যের জন্য সে একটিমাত্র ভাসমান অগ্নিবিমাপত্র গ্রহণ করে। হঠাৎ একদিন আঞ্চলিক কেন্দ্রে রক্ষিত পণ্য আগুনে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং যথানিয়মে মি. রায়হান বিমাদাবি উপস্থাপন করেন।
মি. রায়হানের উত্থাপিত বিমাদাবিটি বিমাচুক্তি নুযায়ী যথাঅর্থ। যেহেতু তিনি ভাসমান অগ্নি বিমাপত্র গ্রহণ করেছেন এবং বিমাপত্রে উলিখিত সম্পত্তির মধ্যে আঞ্চলিক কেন্দ্রে রক্ষিত পণ্যও ন্তর্ভুক্ত। তাই বিমাপত্রের বিষয়বস্তু অগ্নি দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি যৌক্তিকভাবেই বিমাদাবি পাওয়ার ধিকারী।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।