ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ৩২-৩৪ : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৩৫. সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা বিষয় কোড: ২ ৯ ৩
সময়Ñ ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: দ্বিতীয় পত্র পূর্ণমানÑ ৭০
ক-বিভাগ : ব্যাংকিং
১. জনাব মাহী এবং জনাব ফিরোজ বিশ্ববিদ্যালয় থেকে সদ্য এমবিএ পাস করে বের হয়েছে। সম্প্রতি মাহী ‘ঢ’ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদান করে, যেটি দেশের মুদ্রাবাজারের স্থিতিশীলতা রক্ষা ও ঋণ নিয়ন্ত্রণের সাথে সংশ্লিষ্ট। অন্যদিকে জনাব ফিরোজ ‘ণ’ ব্যাংকের সিনিয়র অফিসার পদে যোগদান করেন যেটি প্রধানত জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং প্রয়োজনে ঋণদানের মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় মুনাফা অর্জন নিশ্চিত করে। কার্যাবলি ভিন্ন হলেও ফিরোজের কর্মরত ব্যাংককে মাহীর কর্মরত ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকতে হয়।
ক. ব্যাংক কী? ১
খ. ব্যাংককে অর্থ ও ঋণের ব্যবসায়ী বলা হয় কেন? বুঝিয়ে লেখো। ২
গ. কার্যাবলির ভিত্তিতে জনাব মাহী এর ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো। ৩
ঘ. ফিরোজের কর্মরত ব্যাংককে মাহীর কর্মরত ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকার যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
২. ঢাকার মতিঝিলে একটি ব্যাংক আছে যাকে অন্যান্য ব্যাংকের অভিভাবক বলা হয়। ব্যাংকটি তার প্রধান কার্যালয় ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে। প্রতিটি কার্যালয়ে একটি নির্দিষ্ট কক্ষ থাকে যেখানে প্রতিদিন বিভিন্ন ব্যাংকের চেক, ড্রাফট ইত্যাদি এসে জমা হয় আন্তঃব্যাংকিং নিষ্পত্তির জন্য।
ক. ঋণ নিয়ন্ত্রণ কী? ১
খ. ‘কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার’ ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উলিখিত ব্যাংকটি কোন ধরনের ব্যাংক তা আলোচনা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত ব্যাংকের যে কার্যাবলি কথা উলেখ করা হয়েছে তা কী অন্যান্য ব্যাংক পালন করতে পারে? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও। ৪
৩. লোটাশ ব্যাংক জনগণের আমানত সংগ্রহের মাধ্যমে ব্যাংকিং কার্যাবলি পরিচালনা করে। ব্যাংকের গ্রাহক আরিফ মাহমুদ শর্তপূরণ সাপেক্ষে ১০ বছরের জন্য ২০ লক্ষ টাকা ঋণের জন্য আবেদন করলে ব্যাংকটি সাথে সাথে অস্বীকৃতি জানায় এতে আরিফ মাহমুদ ঐ ব্যাংকের হিসাব বন্ধ করে দিয়ে অন্য ব্যাংকে হিসাব খোলার সিদ্ধান্ত নেন।
ক. তারল্য কী? ১
খ. ঋণ কিভাবে আমানত সৃষ্টি করে? ২
গ. উদ্দীপকে উলিখিত ব্যাংকটি কি ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. লোটাশ ব্যাংকের ঋণ না দেয়ার সিদ্ধান্তটি বিশ্লেষণ করো। ৪
৪. জনাব মিজবাহ একজন চাকুরে। জেড ব্যাংকে হিসাব খুলেছে। ব্যাংক চেক বই না দিলেও সে খুব খুশি। কিন্তু অন্য ব্যাংক থেকে টাকা তার হিসেবে পাঠানো যাচ্ছে না। প্রয়োজনে সে জমার রশিদকে আমানত হিসেবে ব্যাংকে রেখে ঋণ গ্রহণের সুযোগ পাচ্ছে। সে এখন এমন একটি ব্যাংক হিসাবে খোলার কথা ভাবছে যেখানে সে অব্যাহতভাবে অর্থ লেনদেন করতে পারবে। আয় কম হলেও অনলাইন, ক্রেডিট কার্ডসহ বিভিন্ন ধরনের সুবিধা পাবে।
ক. চলতি হিসাব কী? ১
খ. ব্যাংক হিসাব ব্যাংক ও মক্কেল উভয়ের জন্য গুরুত্বপূর্ণ কেন? ২
গ. উদ্দীপকের জনাব মিজবাহর প্রথম হিসাবটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. আয় কম হলেও নতুন ব্যাংক হিসাবটি জনাব মিজবাহর ব্যাংক সম্পৃক্ততা বাড়বে এ বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো। ৪
৫. মিসেস সুলতানা তার দেনাদার মিসেস জাকিয়ার নিকট হতে গত ১-৬-২০১৬ তারিখে ৫০ হাজার টাকার একটি চেক পান। চেকটির উপরিভাগে বাম কোনে অংঙ্কিত আড়াআড়ি দুটি সমান্তরাল রেখার মাঝখানে ‘এন্ড কোম্পানি’ শব্দদ্বয় লেখা আছে। মিসেস সুলতানা দীর্ঘদিন বিদেশে অবস্থান করার পর দেশে ফিরে গত ১-১-২০১৭ তারিখে চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক কর্তৃপক্ষ তাৎক্ষণিক নগদ টাকা প্রদান করতে অপারগতা প্রকাশ করে।
ক. হস্তান্তরযোগ্য ঋণের দলিল কী? ১
খ. চেকের অনুমোদন কেন প্রয়োজন হয়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উলিখিত মিসেস সুলতানা তার দেনাদারের নিকট হতে কোন ধরনের দাগকাটা চেক পেয়েছিলেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক তাৎক্ষণিকভাবে নগদ অর্থ পরিশোধে অস্বীকৃতি জানানোই স্বাভাবিক’ উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। ৪
৬. জনাব সোহেল খুলনায় ‘সোহেল এ্যাপারেলস লি.’ নামে একটি গার্মেন্টস পরচালনা করেছে। যুক্তরাষ্ট্রের একটি অর্ডারের বিপরীতে তিনি ছয় লাখ ডলারের একটি ড্রাফট পেয়েছেন। অন্যদিকে স্বীকৃতি দিয়ে যুক্তরাজ্য থেকে আমদানিকৃত সাত লাখ টাকার কাপড়ের মূল্য তাকে দ্রুত পরিশোধ করতে হবে।
ক. বৈদেশিক বিনিময় কী? ১
খ. আমদানি রপ্তানি ক্ষেত্রে বিনিময় হার নির্ধারণ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো। ২
গ. রপ্তানির বিপরীতে গৃহীত ড্রাফটের অর্থ জনাব সোহেল কিভাবে সংগ্রহ করবেন ব্যাখ্যা করো। ৩
ঘ. যুক্তরাজ্য থেকে আমদানিকৃত কাপড়ের মূল্য দ্রুত পরিশোধে সোহেল কোন পদ্ধতি ব্যবহার করতে পারেন বলে তুমি মনে কর? যুক্তি দাও। ৪
৭. মিসেস অনন্যা একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা। তিনি ‘প্রত্যয় ব্যাংক লি.’ এ একটি হিসাব পরিচালনা করেন যার বিপরীতে একটি সাংকেতিক নম্বরযুক্ত বিশেষ ধরনের প্লাস্টিক কার্ড পেয়েছেন। এই কার্ড দিয়ে তিনি জমাকৃত অর্থ উত্তোলন ছাড়াও পণ্য দ্রব্য ক্রয় করে মূল্য পরিশোধ করতে পারেন। কিন্তু তিনি অত্যন্ত ব্যস্ত সময় অতিবাহিত করার কারণে বিমার প্রিমিয়ামসহ গ্যাস, পানি, ও বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিষয়টি জানতে পেরে উক্ত ব্যাংকের ব্যবস্থাপক মিসেস অনন্যাকে ব্যাংকের ওয়েবসাইটে নাম ও নির্দিষ্ট পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত হয়ে ব্যাংকিং সেবা গ্রহণে উৎসাহিত করেন।
ক. ই-ব্যাংকিং কী? ১
খ. ব্যাংকিং খাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে মিসেস অনন্য ব্যাংক হতে কোন প্লাস্টিক কার্ডটি পেয়েছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে ‘প্রত্যয় ব্যাংক লি.’-এর ব্যবস্থাপক মিসেস অনন্যাকে যে পরামর্শ দিয়েছেন সেটি কি তার সমস্যা সমাধানে সক্ষম বলে তুমি মনে কর? মতামত দাও। ৪
খ-বিভাগ : বিমা
৮. জনাব আশিক তার ব্যক্তিগত গাড়ির জন্য ‘চিত্রা বিমা কোম্পানি লি.’ হতে দশ লক্ষ টাকা মূল্যের একটি বিমাপত্র গ্রহণ করেন। গাড়িটি হঠাৎ দুর্ঘটনা কবলিত হয়ে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হলে তিনি বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণের জন্য আবেদন করেন। বিমা কোম্পানিটি তার আবেদনের প্রেক্ষিতে যথাযথ নিয়মে ক্ষতিপূরণ প্রদান করে। অন্যদিকে বিমা কোম্পানি গাড়িটির ধ্বংসাবশেষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রয় করার পর জনাব আশিক সেটিও দাবি করে। কিন্তু বিমা কোম্পানি তার দাবিটি প্রত্যাখ্যান করে।
ক. বিমা চুক্তি কী? ১
খ. বিমাকে কেন ‘ঝুঁকি বণ্টনের ব্যবস্থা’ বলা হয়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে জনাব আশিক কোন ধরনের সম্পত্তি বিমা গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বিমা কোম্পানি কর্তৃক জনাব আশিকের সর্বশেষ দাবিটি প্রত্যাখ্যানের যৌক্তিকতা বিমার মূলনীতির আলোকে মূল্যায়ন করো। ৪
৯. মি. অমিত ও মি. মিলন দুজন বন্ধু। মি. অমিত বিমানের পাইলট। তিনি দু’বছরের জন্য জীবন বিমাপত্র খুলেছেন। এক্ষেত্রে প্রিমিয়াম কম। মারা গেলেই শুধুমাত্র তার নমিনী অর্থ পাবে। অন্যদিকে মি. মিলন এমন পলিসি খুলেছে যাকে নির্দিষ্ট মেয়াদের মধ্যে সে মারা গেলে তার মনোনীত ব্যক্তি অথবা না মরলে সে নিজেই তার মেয়াদ পূর্তিতে পুরো টাকা পাবে। এতে প্রিমিয়ামের পরিমাণ বেশি। কিস্তিতে প্রিমিয়াম দিতে হবে। তিনি ভাবছেন এতে আর্থিক প্রতিরক্ষার পাশাপাশি বিনিয়োগ সুবিধাও পাওয়া যাবে।
ক. সমর্পণ মূল্য কী? ১
খ. মালিক কর্মীদের জন্য এক বিমাপত্রের অধীনে কোন ধরনের বিমা করে? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের মি. অমিত কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের বর্ণনা অনুযায়ী মি. মিলন আর্থিক প্রতিরক্ষার পাশাপাশি বিনিয়োগ সুবিধাও পাবেন এ বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো। ৪
১০. মি. রফিকুল চট্টগ্রাম বন্দর থেকে নিউইয়র্কে চাল পাঠানোর জন্য একটি জাহাজ ভাড়া করেন। সামুদ্রিক ঝড়ের কবলে চালের ক্ষতির ভয়ে তিনি একটি বিমাপত্র গ্রহণ করেন। জাহাজটি ডুবোচরে আটকে গেলে কয়েক বস্তা চাল সমুদ্রে ফেলে দিয়ে জাহাজটি বিদপমুক্ত করা হয়। বিমাকারীর নিকট চালের ক্ষতিপূরণ চেয়ে আবেদন করলেন বিমাকারী তা প্রত্যাখ্যান করে।
ক. বিমা কী? ১
খ. স্বার্থ ছাড়া বিমা চুক্তিসম্পন্ন হয় না কেন? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উলিখিত বিমাপত্রটি কি ধরনের বিমাপত্র? ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. রফিকুল কি সমুদ্রে ফেলে দেওয়া চালের ক্ষতিপূরণ পাবেন? ব্যাখ্যা করো। ৪
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
১১. যশোরের ব্যবসায়ী জনাব আবিরের মোটর যন্ত্রাংশ তৈরির একটি কারখানা আছে। অগ্নিজনিত ক্ষতি মোকাবেলার জন্য ৫০ লাখ টাকা মূল্যের যন্ত্রপাতির মধ্যে নির্দিষ্ট ৩০ লাখ টাকার মূল্য নির্ধারণ করে বিমাচুক্তি সম্পাদন করে। বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকাণ্ড সংগটিত হয়ে সম্পূর্ণ যন্ত্রপাতি ভস্মীভ‚ত হয়ে যায়। তিনি সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার জন্য কোম্পানির নিকট ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন।
ক. গড়-পড়তা বিমাপত্র কী? ১
খ. অগ্নিবিমার ক্ষেত্রে নৈতিক ঝুঁকিকে বিশেষ গুরুত্ব দেয়া হয় কেন? ব্যাখ্যা করো। ২
গ. জনাব আবির কর্তৃক গৃহীত বিামপত্রটি কোন শ্রেণির অগ্নিবিমা? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব আবির কী সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী? যুক্তি সহকারে ব্যাখ্যা করো। ৪
৩৬. ভোলা সরকারি কলেজ বিষয় কোড: ২ ৯ ৩
সময়Ñ ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: দ্বিতীয় পত্র পূর্ণমানÑ ৭০
ক-বিভাগ : ব্যাংকিং
১. ঢ ব্যাংক এবং ণ ব্যাংক লি. বাংলাদেশের অন্যতম দুটি ব্যাংক। ঢ ব্যাংক লি. দেশে বিদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। অন্যদিকে ণ ব্যাংক একটি অফিসের মাধ্যমে সকল কার্যক্রম দেশেই পরিচালনা করে। উভয়ই ব্যাংক স্ব স্ব উদ্দেশ্য অর্জনে সফলতা লাভ করছে।
ক. বিশেষায়িত ব্যাংক কী? ১
খ. ব্যাসেল-২ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে ণ ব্যাংক সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের ব্যাংক দুটির মধ্যে কোন ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নে অধিকতর ভ‚মিকা পালন করছে বলে তুমি মনে করো। ৪
২. অ ব্যাংকের অধীনে তালিকাভুক্ত হয়ে এবং ঐ ব্যাংকের অনুমতি নিয়ে ই ব্যাংক আমানত সংগ্রহ এবং ঋণ প্রদান কার্যক্রম শুরু করে। সম্প্রতি গ্রাহকদের প্রয়োজনমত নগদ অর্থ সরবরাহ করতে ই ব্যাংক ব্যর্থ হচ্ছে।
ক. ব্যাংক হার নীতি কী? ১
খ. বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণের মাধ্যমে আমানত সংগ্রহ করে? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের অ ব্যাংকের সাথে বাংলাদেশের কোন ব্যাংকের কার্যক্রম সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো। ৩
ঘ. ই ব্যাংকের সমস্যা সমাধানে তোমার পরামর্শ কী? উদ্দীপকের আলোকে আলোচনা করো। ৪
৩. ‘ক’ ব্যাংক লি. ‘খ’ ব্যাংক ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। ‘ক’ ব্যাংক তার আমানতের একটি নির্দিষ্ট অংশ ‘খ ব্যাংকে বাধ্যতামূলক জমা রাখতে হয়। ‘খ’ ব্যাংক কর্তৃক বিভিন্ন নিয়মকানুনের মধ্য থেকে ‘ক’ ব্যাংক লি. কে তার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে হয়। ‘খ’ ব্যাংকের নির্দেশনার বাইরে ‘ক’ ব্যাংক কোন কাজ করতে পারে না।
ক. কেন্দ্রীয় ব্যাংক কী? ১
খ. ‘কেন্দ্রীয় ব্যাংককে ঋণ দানের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন? ২
গ. ‘ক’ ব্যাংক লি.-এর একটি নির্দিষ্ট অংশ ‘খ’ ব্যাংকে জমা রাখার কারণ বুঝিয়ে লেখো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত দুটি ব্যাংকের তুলনামূলক বৈশিষ্ট্য আলোচনা করো। ৪
৪. আতিক এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। খরচের টাকা ব্যাংকের মাধ্যমে পাঠানোর জন্য তার বাবা একটি ব্যাংক হিসাব খোলার কথা বলেছে। আতিককে ব্যাংকের ম্যানেজার তার উপযোগী একটি ব্যাংক হিসাব খোলার পরামর্শ দিল।
ক. চেক বই কী? ১
খ. কোন হিসাবে ব্যাংক চেক বই প্রদান করে না? বুঝিয়ে লেখো। ২
গ. ব্যাংক ম্যানেজার আতিকের জন্য কোন হিসাব খোলার পরামর্শ দিলো এবং কেন? আলোচনা করো। ৩
ঘ. তোমার মতে ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো কী? আলোচনা করো? ৪
৫. ভোলার রানু ব্যবসায়ের প্রয়োজনে ঢাকার চকবাজারের মনু মোলাকে ১ কোটি ৩০ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। মনু মোলা সেটি তার ব্যাংক হিসাবে জমা দেন। তবে ১ জানুয়ারি তারিখে ইস্যুকৃত চেকটি ৮ জুলাই তারিখে ব্যাংকে জমা দেন। ব্যাংক মনু মোলাকে প্রাপ্ত চেকের টাকা দিতে অস্বীকৃতি জানায়।
ক. প্রত্যয়পত্র কী? ১
খ. সরকারি নোট ও ব্যাংক নোটের মধ্যে পার্থক্য কী? ২
গ. উদ্দীপকে বর্ণিত চেকটি কোন ধরনের? এ চেকের সুবিধা বর্ণনা করো। ৩
ঘ. মনু মোলা কীভাবে তার প্রাপ্য টাকা আদায় করতে পারবেন? বিশ্লেষণ করো। ৪
৬. রহিম, করিমের কাছ থেকে ৫ লক্ষ টাকার একটি চেক পেল। করিম চেকটির বাম কোণে আড়াআড়িভাবে দুটি রেখা টেনে তার মাঝখানে প্রাইম ব্যাংক লিমিটেড কথাটি লিখে দিল। রহিম চেকটি তার এক্সিম ব্যাংক শাখায় উপস্থাপন করলে ব্যাংকটি তাকে তার চেকটি প্রাইম ব্যাংক শাখায় উপস্থাপনের পরামর্শ দিল।
ক. আদেষ্টা কে? ১
খ. হস্তান্তরযোগ্য ঋণের দলির বলতে কী বোঝায়? ২
গ. করিম কোন প্রক্রিয়ায় চেকে টাকা উত্তোলন করতে পারবে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের চেকটি কি ঋণ আমানত সৃষ্টি করতে পারে? ব্যাখ্যা করো। ৪
৭. আরিফ একজন চাল ব্যবসায়ী। ধানের মৌসুমে অধিক পরিমাণ ধান সংগ্রহের জন্য তার ৫ লক্ষ টাকা প্রয়োজন ছিল। তিনি ভোলা সদর শাখার সোনালী ব্যাংক থেকে ২ মাসের জন্য ৫ লক্ষ টাকা ঋণ গ্রহণ করে। ধান থেকে চাল তৈরি এবং সেই চাল দেশের বড় বড় শহরে সরবরাহ করে তিনি ঋণটি পরিশোধ করতে সমর্থ হন।
ক. নগদ ঋণ কী? ১
খ. ‘আমানতই ব্যাংকের জীবনীশক্তি’ ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের আরিফ মেয়াদের ভিত্তিতে কোন মেয়াদি ঋণ গ্রহণ করেছেন ঋণের বৈশিষ্ট্য অনুসারে ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত সোনালী ব্যাংকের আরিফের ব্যবহারের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করো। ৪
খ-বিভাগ : বিমা
৮. মি. তিহান তার মায়ের সাথে একই বাড়িতে থাকেন। বাড়িটি তিহানের মায়ের নামে। ভ‚মিকম্প হলে বাড়িটি ভেঙ্গে পড়তে পারে এই কথা চিন্তা করে মি. তিহান বাড়িটি বিমা করতে গেলে বিমা কোম্পানি বাড়িটি বিমা করতে অস্বীকৃতি জানায়। তখন মি. তিহানের মা নিজেই বাড়িটি বিমা করেন। তারপর মি. তিহান বিমা কোম্পানিকে না জানিয়ে পরবর্তী তলার কাজ শুরু করেন। ২য় তলার কাজ শেষ হওয়ার পরপরই বাড়িটি একপাশে হেলে যায়। মি. তিহানের মা বিমা দাবি পেশ করলে বিমা কোম্পানি বিমা দাবি পূরণে অস্বীকৃতি জানায়।
ক. বিমা কী? ১
খ. বিমাযোগ্য স্বার্থ বলতে কি বোঝায়? ২
গ. কোন নীতির জন্য উদ্দীপকের মি. তিহানের প্রস্তাবে বিমা কোম্পানি বাড়িটি বিমা করতে সম্মত হয়নি? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের আলোকে তিহানের মা কি বিমা দাবি পাওয়ার যোগ্য? বিশ্লেষণ করো। ৪
৯. জনাব রিফাত সাহেব তার একটি মেশিন ক্রয়ের জন্য ‘সোনালী’ বিমা কোম্পানির সাথে ২,০০,০০০ টাকা এবং ‘রমনা’ বিমা কোম্পানির সাথে ৪,০০,০০০ টাকার বিমা পত্র ক্রয়ের মাধ্যমে চুক্তিবদ্ধ হলেন। কিন্তু দুর্ঘটনাবশত মেশিনটির ২,০০,০০০ টাকা সমমূল্যের ক্ষতি সংঘটিত হয়।
ক. দায় বিমা কী? ১
খ. ‘নৈতিক ঝুঁকি’ কীভাবে বিমা পলিসিতে প্রভাব ফেলল? ২
গ. উদ্দীপকের জনাব রিফাত সাহেব মেশিনের জন্য কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের আলোকে এ ধরনের বিমাপত্র গ্রহণের যৌক্তিকতা কতটুকু? মূল্যায়ন করো। ৪
- HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- (১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- (১ম পত্র) অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- (PDF ১ম পত্র) অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর
১০. এম ভি সুরমা মংলা হতে ২০,০০০ মেট্রিক টন চাল নিয়ে রওয়ানা হল। পথিমধ্যে জাহাজ কর্তৃক আগাম ঘূর্ণিঝড়ের আগাম বার্তা পেয়ে জাহাজটি নিয়ে পার্শ্ববর্তী একটি বন্দরে আশ্রয় নেয় এবং ঐ বন্দরে চলাচলকৃত জাহাজের ধাক্কায় এমভি সুরমা ব্যাপক ক্ষতি সাধিত হয়। পরবর্তীতে জাহাজটি বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করলে বিমা কোম্পানির ঘূর্ণিঝড়ে অবস্থানকৃত বন্দরটির গতিপথকে কেন্দ্র করে বিমা দাবি অস্বীকার করে।
ক. নৌ-বিমা কী? ১
খ. পণ্য নিক্ষেপন কেন করা হয়? ২
গ. উদ্দীপকে এমভি সুরমা কোন ধরনের চুক্তি করেছিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. বিমা কোম্পানির বিমা দাবি অস্বীকার কতটুকু যৌক্তিক? বিশ্লেষণ পূর্বক উত্তর দাও। ৪
১১. জনাব ঢ এবং জনাব ণ দুইজন সরকারি চাকরিজীবী। জনাব ঢ দুই বছরের জন্য জাতিসংঘ মিশনে সোমারিয়া যান। তিনি তার সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দুটি বিমাপত্র গ্রহণ করেন। সেখানে তিনি মারা গেলেই কেবল তার সন্তানেরা বিমা দাবি পাবেন। অপরদিকে জনাব ণ বার্ষিক ২৫,০০০ টাকা বিমা কিস্তিতে ১০ বছরের জন্য তিন লক্ষ টাকার একটি বিমাপত্র গ্রহণ করেন, সেখানে তিনি মারা না গেলেও নির্দিষ্ট সময় শেষে বিমা দাবি করেন।
ক. মৃত্যুহার পঞ্জি কাকে বলে? ১
খ. পুনর্বিমা বলতে কী বোঝায়? ২
গ. জনাব ঢ গৃহীত বিমাপত্রটি কোন ধরনের বিমাপত্র? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব ঢ এবং জনাব ণ গৃহীত দুটি বিমাপত্রের মধ্যে কোনটি বেশি লাভজনক বলে তুমি মনে করো। উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।