HSC | বহুনির্বাচনি ৬১-১২৫ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায়-১ | PDF: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির প্রথম অধ্যায় হতে যেকোনো ধরনের প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির প্রথম অধ্যায় হতে গুরুপূর্ণ কিছু বহুনির্বাচনি নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনী প্রশ্ন উত্তর সমুহ:
৬১। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়?
(ক) BASIC (খ) LISP
(গ) FORTAN (ঘ) PASCAL
৬২। রোবট কোনটি ব্যবহার করা সিদ্ধান্ত হয়?
(ক) প্রশাসনিক কাজে সিদ্ধান্ত গ্রহণে
(খ) মানুষের বিকল্প হিসেবে বিপদজনক কাজ হিসেবে
(গ) মানুষের কর্মক্ষেত্রে বৃদ্ধি করে
(ঘ) স্বাধীনভাবে জটিল সিদ্ধান্ত গ্রহণ করার জন্য
৬৩। ঊষধহপব কি কাজে ব্যবহৃত হয়?
(ক) মেইল করার জন্য (খ)টাকা পাঠানেরা জন্য
(গ) ভিডিও কল করার জন্য (ঘ)আউটসোসিং এর জন্য
৬৪। ঝরসঁষধঃরড়হ এর প্রোয়গ ক্ষেত্রে কোনটি?
(ক) ক্রায়োসর্জারি (খ) বায়োমেট্রিক্স
(গ) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট (ঘ) ভার্চুয়াল রিয়েলিটি
৬৫।কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কাকে বলা হয়?
(ক) অ্যাইন টিউরিং (খ) বিল গেটস
(গ) স্টিফেন হকিনস (ঘ) মার্শাল ম্যাকলুহ্যান
৬৬। Blog হচ্ছে-
(ক) অনলাইন পত্রিকা (খ) দিনলিপি
(গ) ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা (ঘ) ইন্টারনেট ব্যবস্থা
৬৭। ফেসবুক তৈরি করেন?
(ক) মার্শাল ম্যাকুলুহান (খ) টিম বার্নাস লী
(গ) মার্ক জুকার বাগ (ঘ) বিলগেটস
৬৮। নিচের কোনটি DNA এর পূর্ণরুপ নির্দেশক? (অনুধাবন)
(ক) De-oxyribo Neucleeon Acid
(খ) De-oxyribo Neucleeon
(গ) De-oxyribo Neucleic Acid
(ঘ) De-oxyribo Neucleas Acid
৬৯। নিচের কোনটি ওযেব ব্রাউজার?
(ক) মাইক্রোসফট আউটলুক (খ) মজিলা ফায়ার ফক্স
(গ) অ্যাকেবেটর রিডার (ঘ) গুগল টক
৭০। LTE-এর পূর্ণরুপ হলো-
(ক) Last Time Evolution
(খ) Long Term Evolution
(গ) Longest Time Evolution
(ঘ) Latest Term Evolution
৭১। GIS-এর পূর্ণরুপ হলো-
(ক) Graph Information Systerm
(খ) Geograph Instant Systerm
(গ) Geographic Information Systerm
(ঘ) Geographic Intruction Systerm
৭২। GPS-এর পূর্ণরুপ হলো-
(ক) Global Position Systerm
(খ) Geograph Position Systerm
(গ) Geographic Position Systerm
(ঘ) Geographic Position Systerm
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন :
৭৩। বিশ্ব গ্রামের ফলে-
(i) জীবনযাত্রার সার্বিক ব্যয় হ্রায় পায়
(ii) নতুন নতুন কর্মসংস্থানের বৃদ্ধি পায়
(iii) সামাজিক যোগাযোগের বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
৭৪। ফিংগার পিন্ট পদ্ধতি কোন কাজে ব্যবহৃত হতে পারে?
(i) অপরাধী সনাক্তকরণে (ii) অফিসে হাজিরায়
(iii) পাঁসপোর্টে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
৭৫। ঘরে বসে চিকিৎসার সুবিধা পাওয়া যায়-
(i) ফোনের মাধ্যমে
(ii) এচঝ ব্যবহার করে
(iii) ইন্টারনেটের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
৭৬। বায়োইনফরমেট্রেক্সির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার-
(i) Ms-Excelii (ii) SQU
(iii) Perl
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
৭৭। নিচের কোন বিষয়টি বায়োইনফরম্যাটিক্স এর অন্তভুক্ত?
(i) বায়োলজি (ii) স্ট্যার্টিস্টিক
(iii) কম্পিউটার সায়েন্স
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
৭৮। ন্যানো ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়-
(i) চিকিৎসা বিজ্ঞানে (ii) শক্তি উৎপাদনে
(iii) কম্পিউটার প্রসেসর তৈরিতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
৭৯। রোবট ব্যবহৃত হয়-
(i) যন্ত্রাংশে সংযোজনে
(ii) কলকারখানায় জিনিসপত্র পরিবহনে
(iii) যুদ্ধযানে চালকের বিকল্প হিসাবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
৮০। বায়োমেট্রিক্স এর মাধ্যমে সিকিউরিটি সিস্টেম তৈরি করে-
(i) কম্পিউটার নিয়ন্ত্রণ করা হয়
(ii) নতুন প্রজাতি সৃষ্টি করা হয়
(iii) অনুমোদিত ব্যক্তিকে সনাক্ত করা হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
বহুনির্বাচনির প্রশ্নের উত্তর ঃ
৬১.খ ৬২.খ ৬৩.গ ৬৪.ঘ ৬৫.ক ৬৬.গ
৬৭.গ ৬৮.গ ৬৯.খ ৭০.খ ৭১.গ ৭২.ক ৭৩.ঘ
৭৪.ঘ ৭৫.ক ৭৬.খ ৭৭.ঘ ৭৮.ঘ ৭৯.ঘ ৮০.খ
৮১। ন্যানো টেকনোলোজিতে যেসব বিজ্ঞানের ব্যবহার রয়েছে-
(i) পদার্থবিজ্ঞান (ii) গণিত
(iii) জীববিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
৮২। সামাজিক যোগাযোগের এর জন্য ব্যবহৃত সফটওয়্যার হলো
(i) স্কাইপি (ii) টুইটার
(iii) ফেসবুক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
৮৩। ই-কমার্সের অন্তর্ভুক্ত হচ্ছে-
(i) মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মূল্য পরিশোধ করা
(ii) অনলাইনে বুক স্টোর হতে বই কেনা
(iii) লাইনে দাঁড়িয়ে থেকে ট্রেনের টিকিট ক্রয় করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
৮৪। জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা-
(i) উচ্চ ফলনশীল আলুর জাত উৎপদন করা সম্ভব?
(ii) উন্নতমানের ঔষধ তৈরি করা সম্ভব
(iii) কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা সম্ভব
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
৮৫। বায়োমেটিক্স পদ্ধতি ব্যবহৃত হয়-
(i) পাসপোর্টে
(ii) জাতীয় পরিচয় পত্রে
(iii) নিরাপত্তা ব্যবস্থায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
৮৬। ক্রায়োর্জারি এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেখানে-
(i) অত্যাধিক শীতল তাপমাত্রা ব্যবহৃত হয়
(ii) তাপমাত্রা কমানো পর হঠাৎ তাপমাত্রা (২০ক্ক- ৪০ক্ক) বাড়ানো হয়
(iii) রোগাক্রান্ত ক্যান্সার টিস্যু ধ্বংস করা হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
৮৭। বিশব্যাপী ও যোগাযোগ প্রযুক্তি কার্যক্রম ব্যবহারের জন্য প্রয়োজন- (অনুধাবন)
(i) বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা
(ii) আইনি কাঠোমো নিশ্চিত করা
(iii) অবকাঠামো উন্নয়ন করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
৮৮। ভার্চুয়াল রিয়ালিটির গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে-
(i) দৃষ্টি (ii) শব্দ
(iii) স্পর্শ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
৮৯। ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার –
(i) গাড়ি চালানোর ক্ষেত্রে (ii) চলচিত্রের ক্ষেত্রে
(iii) বিজ্ঞাপনের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
৯০। ঊ-ঈড়সসবৎপব এর সাথে সম্পর্কিত শব্দ হলো- (অনুধাকন)
(i) ক্রেডিট কার্ড (ii) বেডিট কার্ড
(iii) আইডেন্টিটি কার্ড
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
৯১। বিশ^ব্যাপী এক অদৃশ্য সামাজিক বন্ধনে-(উচ্চতর দক্ষতা)
(i) গড়ে তুলছে গেøাবাল ভিলেজ
(ii) গড়ে তুলেছে বিশে^র বিভিন্ন দেশের মানুষের মধ্যে সম্পর্ক
(iii) গড়ে তুলেছে শত্রæতার বৈরি পরিবেশ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
৯২। টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতির মূল কারণ-(উচ্চতর দক্ষতা)
(i) অপটিক্যাল ফাইবার (ii) ডিজিটার প্রযুক্তি
(iii) জিন প্রযুক্তি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
৯৩। কৃত্রিম উপগ্রহ বা স্যাটালাইটের মাধ্যমে গড়ে উঠেছে-(উচ্চতর দক্ষতা)
(i) আন্তঃমহাদেশীয় যোগাযোগ ব্যবস্থা
(ii) আন্তঃমহাদেশীয় বাণিজ্যক ব্যবস্থা
(iii) আন্তঃমহাদেশীয় সাংস্কৃতিক ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
৯৪। আমাদের দেশের প্রচালিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশির নতুন শিক্ষা ব্যবস্থা হচ্ছে- (অনুধাবন)
(i) ওয়েবভিত্তিক (ii) ইন্টারনেটভিত্তিক
(iii) মাল্টিমিডিয়াভিত্তিক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ঃ
নিচের উদ্দীপকটি পড় এবং ৯৫ ও ৯৬ নম্বর প্রশ্নের উত্তর দাও ঃ
বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরিজীবি শহিদ সাহেব কাগজপত্র প্রেরণ কিংবা গ্রহণে সনাতন ডাক ব্যবস্থায় নির্ভরশীল নন। তিনি মাত্র ৩ মিনিটের নোটিশে জরুরী মিটিং করতে সক্ষম হন এই প্রযুক্তির কল্যাণেই। তার ছেলের আইসিটি বই হঠাৎ হারিয়ে গেলে তিনি সেটি ডাইলোড করার প্রক্রিয়া শিখিয়ে দেন। ইদানীং তার এসব কিছু বাদ দিয়ে অন্যের লেখা কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াই ব্যবহার করছে। এ নিয়ে তিনি চিন্তিত।
৯৫। উদ্দীপকে শহীদ সাহেব তথ্য প্রযুক্তি ব্যবহার করেছেন-
(i) কর্মসংস্থানে (ii) যোগাযোগে
(iii) শিক্ষায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
৯৬। শহীদ সাহেবের চিন্তা দূরীকরণের প্রয়োজন-
(i) মূল্যবোধের বিস্তার ঘটিয়ে
(ii) প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করা
(iii) নৈতিকতা সম্পর্কে অবহিতকরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯৭, ৯৮ ও ৯৯ নম্বর প্রশ্নের উত্তর দাও ঃ
শফিক নিজের গ্রামেই বসেই বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয় । এর ফলে তার বেশ আয় হচ্ছে। শফিক
জানতে পারে জেনেটিক ইঞ্জিনিয়াং মাধ্যমে উচ্চ ফলনশীল বীজ তৈরি হচ্ছে। আজকাল সে গ্রামের কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল নতুন জাতের ধানের চাষবাদ, পণ্য ক্রয় বিক্রয় বিষয়ে কৃষিবিজ্ঞানীদের সাথে সরাসরি আলোচনার ব্যবস্থা করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষণের আয়োজন করে।
৯৭। উদ্দীপকের শফিক আহমেদের আয়ের উৎসটি কী?
(ক) ই-কর্মাস (খ) আইটর্সোসিং
(গ) ভিডিও কনফারেন্সিং (ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
৯৮। শফিকের উদ্যোগের ফলে —
(i) প্রযুক্তির প্রসার ঘটবে
(ii) জনসম্পদ তৈরি হবে
(iii) কর্মসংস্থানের হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
৯৯। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে শস্যের–
(i) গুণগত মান বৃদ্ধি পায়
(ii) উৎপাদনের বৈচিত্র আসে
(iii) উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
নিচের চিত্রটি লক্ষ কর এবং ১০০ ও ১০১ নম্বর প্রশ্নের উত্তর দাও ঃ
১০০। নিচের চিত্রটির নাম কী?
(ক) রোবট (খ) ক্রায়োগান
(গ) ক্যামেরা (ঘ) স্পেস স্টেশন
বহুনির্বাচনির প্রশ্নের উত্তর ঃ
৮১.ঘ ৮২.গ ৮৩.ক ৮৪.ক ৮৫.ঘ ৮৬.ঘ ৮৭.ঘ
৮৮.ঘ ৮৯.ঘ ৯০.ক ৯১.ক ৯২.ক ৯৩.ঘ ৯৪.ঘ
৯৫.গ ৯৬.খ ৯৭.খ ৯৮.ক ৯৯.ক ১০০.ক
১০১। চিত্র দেখানোর যন্ত্রটি যে ক্ষেত্রে ব্যবহার হয়
(i) কলকারখানা
(ii) বাসাবাড়িতে
(iii) খনিতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০২ ও ১০৩ নম্বর প্রশ্নের উত্তর দাও ঃ
একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দেশের বিভিন্ন স্থানের
শাখা ব্যবস্থাপকদের সাথে ঢাকায় বসে মত বিনিময় করলেন এবং মত বিনিময়কালে অংশগ্রহণকারীদের সবাই প্রত্যেকে মনিটরে দেখতে পেলেন।
১০২। উদ্দীপকের পরিচালক কোন ব্যবস্থা গ্রহণ করে মত বিনিময় করেছেন?
(i) স্কাইপি (ii) টুইটার
(iii) ইউটিউব
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
১০৩। উদ্দীপকের বর্ণিত ব্যবস্থাটি গ্রহণ করার ফলে-
(i) সময় সাশ্রয় হয় (ii) ব্যয় বৃদ্ধি পায়
(iii) কাজের গতি বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০৪ ও ১০৫ নম্বর প্রশ্নের উত্তর দাও ঃ
সম্প্রতি দেখা যাচ্ছে যে, ভার্চুয়াল রিয়েলিটি শুধু মাত্র ভিডিও গেমসে বা বিনোদনের কাজেই ব্যবহৃত হচ্ছে না। এটি দিয়ে ডাক্তারদের প্রশিক্ষণ, সেনা সদস্যদের প্রশিশক্ষণের কাজও করা যায়।
১০৪। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে-
(ক) এক-মাত্রিক ইমেজ (খ) দ্বি-মাত্রিক ইমেজ
(গ) ত্রি-মাত্রিক ইমেজ (ঘ) সমমাসিক ইমেজ
১০৫। সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফ্ট সম্প্রতি যে দুটি পেটেন্টর জন্য আবেদন করেছেন তা হলো-
(i) ভার্চুয়াল রিয়েলিটি গøাস (ii) গেমিং হেলমেট
(iii) ক্যামেরা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
নিচের চিত্রটি লক্ষ কর এবং ১০৬ ও ১০৭ নং প্রশ্নের উত্তর দাও
১০৬। উক্ত চিত্রটি মাধ্যমে যে সম্পর্ক ধারণা পাওয়া যায়।
(ক) চিকিৎসার (খ) কর্মসংস্থান
(গ) ভার্চুয়াল রিয়েলিটি (ঘ) গবেষণা
১০৭। চিত্রে যে বিষয়টি ব্যবহার হয়-
(i) যোগাযোগ (ii) চিকিৎসা
(iii) গবেষণা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০৬ ও ১০৭ নং প্রশ্নের উত্তর দাও
শহীদ স্যার তার ছাত্রদের নিয়ে ল্যাব এর সামনে যাবার পর তিনি দরজার দিকে তাকানোর সাথে সাথে দরজা খুলে গেল। স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে ঢুকলেন এবং প্রাকৃতিক দৃশ্য অনুভবের জন্য ছাত্রদের মাথায় মেলমেট, চোখে সানগøাস পরিয়ে আলো নিভিয়ে দিলে ছাত্iiা চলে হিমালয় পর্বতে। ছাত্iiা পর্বতে বিচরণের বাস্তাব অভিজ্ঞতা অর্জন করল।
১০৮। শহীদ স্যার তার কোন বৈশিষ্ট্যের দ্বারা ল্যাবে প্রকাশ করেন?
(ক) রেটিনা (খ) আঙ্গুলের ছাপ
(গ) কণ্ঠ-স্বর (ঘ) মুখের গড়ন
১০৯। ছাত্ররা বাস্তব অভিজ্ঞা অর্জনের সময় দেখতে পেল-
(i) দ্বি-মাত্রিক দৃশ্য
(ii) ত্রি-মাত্রিক দৃশ্য
(iii) কৃত্রিম ভাবে জীবন্ত দৃশ্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
নিচের চিত্রটি লক্ষ কর এবং ১১০ ও ১১১ নং প্রশ্নের উত্তর দাও
তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে দ্রæত , আর্কষণীয় এবং কার্যকরী করে তুলছে। ইন্টারনেট গড়ে উঠেছে বেশ কিছু সামাজিক যোগাযোগ সাইট যা ব্যবাহার করে আমরা যোগাযোগ করতে পারি।
১১০। সামাজিক যোগাযোগ হলো-
(i) জোম্পা (ii) টুইটার
(iii) ফেসবুক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
১১১। ইন্টারনেটের মাধ্যমে সামাজিক যোগাযোগের সাইটগুলো হতে যে সুবিধা পাওয়া যায় তা হচ্ছে-
(i) পারিবারিক আনুষ্ঠানের ছবি বিনিময় করা যায়
(ii) অডিও ভিডিও শেয়ার করা যায়
(iii) ওয়েব পেজই প্রদর্শন করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১২ ও ১১৩ নং প্রশ্নের উত্তর দাও
নাফিম সাহেব একটি সরকারি অফিসে চাকুরি করেন। তিনি তার প্রযুক্তি ব্যবহারে বেশ আগ্রহী। দেশ-বিদেশের বিভিন্ন তথ্য জানার জন্য বাসায় ইন্টারনেট ব্যবহার করেন।
১১২। নাফিম সাহেবের তথ্য প্রযুক্তির ব্যবহার-
(i) ইতিবাচক (ii) নেতিবাচক
(iii) কার্যকরী ও সময়োপযোগী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
১১৩। ইন্টারনেটর মাধ্যমে নাফিম সাহেব যে সুবিধা পেতে পারে-
(i) ই-নিউজ ব্যবহার (ii) ই-বুক ব্যবহার
(iii) ফেসবুক ব্যবহার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১৪ ও ১১৫ নং প্রশ্নের উত্তর দাও
অধ্যক্ষ স্যার অফিসে প্রবেশর সময় দরজার বাটনে বুদ্ধাঙ্গুল স্থাপন করার সাথে সাথে দরজা খুলে যায়। তিনি ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে ৪০ক্কঈ তাপমাত্রায় বিশেষ প্রযুক্তির সাহায্যে সফল অস্ত্রেপাচার সম্পন্ন করেন।
১১৪। অধ্যাক্ষ স্যার কোন প্রযুক্তি ব্যবহার করে কক্ষে প্রবেশ করেন?
(ক) ন্যানোটেকনোলজি (খ) বায়োমেট্রিক্স
(গ) রোবট্রিক্স (ঘ) বায়োনফরমেটিক্স
১১৫। উদ্দীপকের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পদ্ধতিটি-
(i) পাশর্^ প্রতিক্রিয়াহীন
(ii) কম সময়ে সম্পন্ন হয়
(iii) কোষ ক্ষয় হ্রাস করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১৬ ও ১১৭ নং প্রশ্নের উত্তর দাও
অসুস্থার কারণে নিলা অনুপস্থিত থাকায় ওঈঞ ক্লাসের অ্যানইনমেন্ট বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বন্ধু নিতা তাকে বলে ‘‘ এক্ষুনি তোমার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি।’’ নিলা নিজেও তার পড়াশুনার তথ্যের টেক্সেট, অডিও ভিডিও ডাইনলোড করে তথ্য প্রযুক্তির কোন সুবিধাটি গ্রহণ করছে?
১১৬। উদ্দীপকের নিলার বন্ধু তথ্য প্রযুক্তির কোন সুবিধাটি গ্রহণ করছে?
(ক) অডিও কনফারেন্সিং (খ)ভিডিও কনফারেন্সিং
(গ) মোবাইল প্রযুক্তি (ঘ)ইলেকট্রনিক মেইলিং
১১৭। নিলার ভূমিকার ফলে বৃদ্ধি পাবে-
(i) ক্লাসের অনুপস্থিতি
(ii) তথ্য প্রযুক্তির ব্যবহার (iii) ই-লার্নিং সিস্টেম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১৮ ও ১১৯ নং প্রশ্নের উত্তর দাও
কিসমত সাহেব অফিসের কজ কম্পিউটারে নির্ভর। কর্মীদের অগমণ প্রস্থান সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত। চিঠিপত্র আদান-প্রদান, অন্তঃযোগাযোগে এখন আর সনাতন পদ্ধতি ব্যবহার করা হয় না। দেশের বাইলে তার আরো দুটি শাখা অফিস রয়েছে। প্রযুক্তির কল্যাণে তিনি খুব কম খরচে এবং যে কোন জায়গায় থেকে তার সবগুলো অফিস পরিচালনা করতে পারেন।
HSC | বহুনির্বাচনি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | তৃতীয় অধ্যায় | PDF
HSC | বহুনির্বাচনি 1-60 | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | PDF
HSC | বহুনির্বাচনি | কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং | PDF
১১৮। কিসমত সাহেবের ব্যবহৃত প্রযুক্তিটি কোনটি?
(ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং (খ) বায়োমেট্রিক্স
(গ) বায়োইরফোরমেট্রিক্স (ঘ) ন্যানো টেকনোলজি
১১৯। প্রযুক্তির ব্যবহারে অফিসটি লাভবান হবে-
(i) ডেটা আদান-প্রদান ও সংরক্ষণ
(ii) ভাচুয়াল অফিস পরিচালনা
(iii) সুষ্ঠু কর্মী ব্যবস্থাপনায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
নিচের চিত্রটি লক্ষ কর এবং ১২০ ও ১২১ নং প্রশ্নের উত্তর দাও
মির্জ সাহেবের দেশের বিভিন্ন স্থানের কয়েকটি ফার্ম আছে। তিন তার প্রষ্ঠিনের কর্মকর্তার/ কর্মচারীদেও সাথে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সার্বক্ষর্ণিক যোগাযোগের রক্ষা করেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষণ ও আদান-প্রাদান করেন।
১২০। মির্জা সাহেবের যোগাযোগের ব্যবহৃত প্রযুক্তি মাধ্যম-
(ক) ই-কমার্স (খ) টেলিফোন
(গ) টেলিগ্রাফ (ঘ) ই-মেইল
২১। মির্জা সাহেবের ব্যবহৃত প্রযুক্তি হলো-
(i) পার্সোনাল ডেটা সার্ভিস
(ii) সামাজাকি যোগাযোগ সার্ভিস
(iii) অন-লাইন ব্যাক-আপ সার্ভিস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
নিচেরউদ্দীপকটি পড়ো এবং ১২২ ও ১২৩ নং প্রশ্নের উত্তর দাও
সোহান তার লন্ডন প্রবাসী বোনের সাথে টেলিফোনে নিয়মিত যোগাযোগ রাখে। কিন্ত তার মা প্রবাসী মেয়ে ও দুই নাতির সাথে দেখে কথা বলার জন্য সোহানকে পিড়াপিড়ি করতে সে ব্যবস্থা নিতে সম্মত হয়।
১২২। সোহান কোন ব্যবস্থা গ্রহণ করবে?
(ক) টেলি কনফারেন্সিং (খ) ই-মেইল
(গ) ফ্যাক্স (ঘ) ভিডিও কনফারেন্সিং
১২৩। সোহানের মায়ের জন্য ব্যবস্থা-
(i) ফেইসবুক (ii) ফ্যাক্স
(iii) স্কাইপি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১২৪ ও ১২৫ নং প্রশ্নের উত্তর দাও
রহমান সাহেবের একটি গাড়ি তৈরির কারখানা আছে। সম্প্রতি তিনি কর্মটচারীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য করখানাতে একটি বিশেষ ব্যবস্থা চালু করেন। এরপর কাজের সুবিধার্থে একটি নতুন যন্ত্র স্থাপন করেন।
১২৪। উদ্দীপকের উল্লেখিত ব্যবস্থাটি হচ্ছে-
(ক) বায়োইনফরমেট্রিক্স (খ) রোবটিক্স
(গ) বায়োমেট্রিক্স (ঘ) জেনেট্রিক ইঞ্জিনিয়ালিং
১২৫। উদ্দীপকের যন্ত্রটি-
(i) ঝুঁকিপূর্ণ কাজ করবে
(ii) কর্মচারীদের শনাক্ত করবে
(iii) ভারী যন্ত্রাংশ পরিবহন করবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) র ও iii (ঘ) i ii ও iii
বহুনির্বাচনির প্রশ্নের উত্তর ঃ
১০১.ঘ ১০২.ক ১০৩.খ ১০৪.গ ১০৫.ক ১০৬.গ ১০৭.ঘ ১০৮.ক
১০৯.গ ১১০.ঘ ১১১.ঘ ১১২.খ ১১৩.ঘ ১১৪.খ ১১৫.ক
১১৬.গ ১১৭.গ ১১৮.খ ১১৯.ঘ ১২০.ঘ ১২১.গ ১২২.ঘ
১২৩.খ ১২৪.গ ১২৫.খ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।