পঞ্চম শ্রেণি | হিন্দুধর্ম | অধ্যায় ১ | গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির হিন্দুধর্ম বিষয়টির ১ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
প্রথম অধ্যায়
ঈশ্বর ও জীবসেবা
অনুশীলনীর প্রশ্ন ও সমাধান
ক. শূন্যস্থান পূরণ কর :
১। আমরা জানি,————–সর্বশক্তিমান।
২। ঈশ্বর সকল————–মধ্যে আছেন।
৩। জীবের————–করলে ঈশ্বরের সেবা করা হয়।
৪। কুরুক্ষেত্রকে————–বলা হয়।
৫। ব্রাহ্মণ————–আদর্শ স্থাপন করেছিলেন।
উত্তর : ১। ঈশ্বর ২। জীবের ৩। সেবা ৪। ধর্মক্ষেত্রও ৫। জীবসেবার
খ. ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও :
১। জীবও———–ঈশ্বরের।
২। ঈশ্বর———–তত্র শিবঃ।
৩। আমরা স্তব-স্তুতি করি———–ছাতু।
৪। যত্র জীবঃ———–মিষ্টান্ন।
৫। অতিথি খেয়েছিলেন———–ঈশ্বর।
৬। প্রার্থনা করতে হয়———–আত্মারূপে জীবের মধ্যে থাকেন।
———–শ্রদ্ধার সঙ্গে।
উত্তর :
১। জীবও ঈশ্বর।
২। ঈশ্বর আত্মারূপে জীবের মধ্যে থাকেন।
৩। আমরা স্তব-স্তুতি করি ঈশ্বরের।
৪। যত্র জীবঃ তত্র শিবঃ।
৫। অতিথি খেয়েছিলেন ছাতু।
৬। প্রার্থনা করতে হয় শ্রদ্ধার সঙ্গে।
গ. সঠিক উত্তরটির পাশে টিক () চিহ্ন দাও :
১।ীবের মধ্যে ঈশ্বর কীরূপে অবস্থান করেন?
ক. দেবতারূপে
খ. ভ্রমররূপে
গ. মনরূপে
ঘ. আত্মারূপে
২। ‘বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর।’ কথাটি কে বলেছেন?
ক. রামকৃষ্ণ পরমহংসদেব
খ. স্বামী বিবেকানন্দ
গ. স্বামী লোকনাথানন্দ
ঘ. স্বামী পূর্ণানন্দ
৩। ব্রাহ্মণ কীভাবে সংসার চালাতেন?
ক. পূজা করে
খ. কীর্তন করে
গ. উঞ্ছবৃত্তি করে
ঘ. ধর্মকথা শুনিয়ে
৪। অতিথি ব্রাহ্মণরূপে কে এসেছিলেন?
ক. ধর্মদেব
খ. বিষ্ণু
গ. শিব
ঘ. ইন্দ্র
৫। ব্রাহ্মণের পরিবারে কতজন সদস্য ছিল?
ক. একজন
খ. দুজন
গ. তিনজন
ঘ. চারজন
ঘ. নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও :
১। আত্মা বলতে কী বোঝ?
উত্তর : আত্মা বলতে জীবের মধ্যে অবস্থানকারী ঈশ্বরকে বোঝায়।
২। জীব বলতে কী বোঝ?
উত্তর : জীব বলতে বোঝায় যাদের জীবন আছে। যেমন মানুষ, গরু, ছাগল ইত্যাদি।
৩। ব্রাহ্মণের আর্থিক অবস্থা কেমন ছিল?
উত্তর : ব্রাহ্মণের আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ। তিনি উঞ্ছবৃত্তি করে খাবার সংগ্রহ করতেন।
৪। ধর্মদেব অতিথি হয়ে এসেছিলেন কেন?
উত্তর : ব্রাহ্মণের পরিবারের সদস্যদের পরীক্ষা করার জন্য ধর্মদেব অতিথি হয়ে এসেছিলেন।
৫। আমরা কার সেবা করে কৃতজ্ঞতা প্রকাশ করি?
উত্তর : আমরা জীব সেবার মধ্য দিয়ে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।
ঙ. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
১। ঈশ্বর ও জীবের সম্পর্ক বুঝিয়ে লেখ।
উত্তর : ঈশ্বর ও জীবের মধ্যে প্রধানতম সম্পর্ক হলো সৃষ্টির সম্পর্ক। ঈশ্বর হলেন স্রষ্টা এবং জীব তাঁর সৃষ্টি। সর্বশক্তিমান ঈশ্বর সর্বত্র বিরাজমান। তিনি জীবের মধ্যেও অবস্থান করেন। জীবের মধ্যে অবস্থানকরাকালীন ঈশ্বরকে আমরা আত্মা বলি। জীবদেহে আত্মারূপে অবস্থান করে তিনি জীবকে পরিচালনা করেন।
২। আমরা জীবসেবা করব কেন?
উত্তর : পরমাত্মারূপে ঈশ্বর সকল জীবের মধ্যে অবস্থান করেন এবং জীবকে পরিচালনা করেন। ফলে জীবের সেবা করলে তা ঈশ্বরেরই সেবা করা হয়। এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেন, “জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর।” সুতরাং জীবসেবাও ধর্ম। তাই আমরা জীবসেবা করব।
৩। কীভাবে জীবের সেবা করা যায়?
উত্তর : আত্মা আছে ঈশ্বরের এমন যেকোনো সৃষ্টির সেবা করার মাধ্যমেই জীবের সেবা করা যায়। বিশেষভাবে আমরা দরিদ্র, পীড়িত ও আর্তের সেবা করব। গৃহপালিত জীবজন্তুর পরিচর্যা করব। গাছপালা রোপণ করব। এভাবে আমরা জীবকে ঈশ্বরজ্ঞানে সেবা করব।
৪। ব্রাহ্মণকে অতিথি ব্রাহ্মণ এসে কী বলেছিলেন?
উত্তর : ব্রাহ্মণকে অতিথি ব্রাহ্মণ এসে বললেন, “আমরা দুর্ভিক্ষে আক্রান্ত হয়েছি। অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছি। এখন আমি খুবই ক্ষুধার্ত।”
৫। ব্রাহ্মণ ও তাঁর পরিবারের সবাই নিজেরা না খেয়ে অতিথি ব্রাহ্মণকে খাইয়েছিলেন কেন?
উত্তর : ক্ষুধার্ত ব্রাহ্মণ ও তার পরিবারের অন্য তিন সদস্য যখন খেতে বসলেন তখন অতিথি ব্রাহ্মণ এসে নিজের দুর্দশার কথা জানালেন এবং খাবার চাইলেন। ব্রাহ্মণ অতিথি ব্রাহ্মণকে তার নিজের ভাগের খাবার দিলেন। এতে অতিথির ক্ষুধা দূর হলো না।
এরপর ক্রমান্বয়ে পরিবারের তিন সদস্যের খাবারও অতিথিকে দেওয়া হলো। এর কারণ হলো ব্রাহ্মণ ধর্ম সাধনা করতেন। তাঁর কাছে জীবের সেবাই গুরুত্বপূর্ণ। কেননা এর মাধ্যমে ঈশ্বরের সেবা করা হয়।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
সাধারণ
১. জীবের সেবা করলে কার সেবা করা হয়?
ক.দেব-দেবীর
খ. ঈশ্বরের
গ. গণেশের
ঘ. শিবের
২. জীব সেবার আদর্শ বুঝতে হলে আমাদের হওয়া উচিত
ক. ত্যাগী
খ. লোভী
গ. ভোগী
ঘ. বিলাসী
৩. আমরা জীবকে কী ভেবে সেবা করব?
ক. বন্ধু
খ. দেবতা
গ. ঈশ্বর
ঘ. ভাই
৪.জীবসেবা করে আমরা কী পাব?
ক. শান্তি
খ. অর্থ
গ. সুনাম
ঘ. খ্যাতি
দরিদ্র ব্রাহ্মণের জীবসেবা
৫. কুরুক্ষেত্রের অন্য নাম কী?
ক. যুদ্ধক্ষেত্র
খ. ধর্মক্ষেত্র
গ. গোচারণক্ষেত্র
ঘ. যজ্ঞক্ষেত্র
৬. “তোমাদের সেবায় আমি সন্তুষ্ট হয়েছি।” কথাটি কে বলেছেন?
ক. ব্রাহ্মণ
খ. অতিথি ব্রাহ্মণ
গ. ঈশ্বর
ঘ. রাম
৭. ব্রাহ্মণ কীভাবে জীবিকা নির্বাহ করতেন?
ক. উঞ্ছবৃত্তি করে
খ. মাছ ধরে
গ. জমি চাষ করে
ঘ. ওষুধ বিক্রি করে
৮. দরিদ্র ব্রাহ্মণের জীবসেবার কাহিনী কোন গ্রন্থে উল্লেখ আছে?
ক. রামায়নে
খ. গীতায়
গ. মহাভারতে
ঘ. পুরাণে
৯. ব্রাহ্মণপতী যবের ছাতু কয়ভাগে ভাগ করেছিলেন?
ক. ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
১০. ব্রাহ্মণের অতিথির সমস্যা কী ছিল?
ক. ঝড়ে আক্রান্ত হয়েছিলেন
খ. বন্যায় আক্রান্ত হয়েছিলেন
গ. দস্যুর কবলে পড়েছিলেন
ঘ. দুর্ভিক্ষে আক্রান্ত হয়েছিলেন
১১. অতিথি ব্রাহ্মণ প্রকৃতপক্ষে কে ছিলেন?
ক. শিব
খ. ধর্মদেব
গ. কৃষ্ণ
ঘ. রাম
১২. ব্রাহ্মণের কোন আদর্শ আমরা মনে প্রাণে ধারণ করব?
ক. উঞ্ছবৃত্তি করার
খ. সংসার করার
গ. জীবসেবা করার
ঘ. বিদ্যাচর্চার
যোগ্যতাভিত্তিক
শিখনফল : ঈশ্বরের সেবা করার উপায় জানতে পারব।
১৩. ক্লাসে শিক্ষক বললেন, তোমরা জীবের সেবা করবে। দারিদ্র্যের সেবা করবে। এর মধ্য দিয়ে মূলত কার সেবা করা হয়?
ক. ঈশ্বরের
খ. গণেশের
গ. ব্রাহ্মণের
ঘ. শিবের
১৪. কোন কাজটি দ্বারা ঈশ্বর বেশি সন্তুষ্ট হয় বলে তুমি মনে কর?
ক. দীর্ঘ সময় ধরে ধ্যান করা
খ. ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া
গ. বৃক্ষরোপণ করা
ঘ. ধর্মগ্রন্থ বেদ শোনা
শিখনফল : সৃষ্টিকর্তা সমন্ধে জানতে পারব।
১৫. এ বিশাল পৃথিবীর সৃষ্টিকর্তা একজন। এখানে একজন বলতে বোঝানো হয়েছে
ক. ব্রাহ্মণকে
খ. ঈশ্বরকে
গ. গণেশকে
ঘ. বিষ্ণুকে
১৬. তুমি দেখলে রাস্তার উপর আবর্জনা পড়ে আছে। কিন্তু কেউ পরিষ্কার করছে না। এমতাবস্থায় তোমার করণীয় কী?
ক. সমস্যা এড়িয়ে যাব
খ. স্থানীয় প্রশাসনকে বলব কিছু করার জন্য
গ. দল গঠন করে এটি পরিষ্কার করব
ঘ. সমস্যাটি শিক্ষককে বলব
শিখনফল : ঈশ্বরের সন্তুষ্টি লাভের উপায় জানতে পারব।
১৭. সুনীল সবসময় জীব সেবা করে। এতে কে সন্তুষ্ট হন বলে তুমি মনে কর? ঝ
ক. মাতা-পিতা
খ. দেবতা
গ. গুরুজন
ঘ. ঈশ্বর
১৮. সমাজে কোন কাজের মাধ্যমে তুমি ঈশ্বরের সেবা করছ? এটি প্রকাশ করবে
ক. কীর্তন করে
খ. পূজা করে
গ. জনসেবা করে
ঘ. ধ্যান করে
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ঈশ্বর জীবদেহে কীরূপে অবস্থান করেন?
উত্তর : ঈশ্বর জীবদেহে আত্মারূপে অবস্থান করেন।
২. জীবনে চলার পথে আমরা কার করুণা লাভ করতে চাই?
উত্তর : জীবনে চলার পথে আমরা ঈশ্বরের করুণা লাভ করতে চাই।
৩. অতিথি ব্রাহ্মণ কে ছিলেন?
উত্তর : অতিথি ব্রাহ্মণ ছিলেন স্বয়ং ধর্মদেব।
৪. ঈশ্বর কীরূপে জীবকে পরিচালনা করেন?
উত্তর : ঈশ্বর আত্মারূপে জীবকে পরিচালনা করেন।
৫. আমরা পোষা জীবজন্তুর পরিচর্যা করব কেন?
উত্তর : আমরা ঈশ্বরের সন্তুষ্টির জন্য পোষা জীবজন্তুর পরিচর্যা করব।
কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর
সাধারণ
১. ঈশ্বর কোথায় অবস্থান করেন? ঈশ্বরের সেবা সম্পর্কে স্বামী বিবেকানন্দ কী বলেছেন?
উত্তর : ঈশ্বর আত্মারূপে সকল জীবের মধ্যেই অবস্থান করেন। ঈশ্বরের সেবা সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলেছেন-
‘বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর।
জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর।’
এর মর্মার্থ হলো, ঈশ্বর জীবরূপে আমাদের সম্মুখে আছেন। তাঁকে বাইরে খোঁজার দরকার নেই। যিনি জীবের সেবা করেন, তিনি জীবসেবার মধ্য দিয়ে ঈশ্বরেরই সেবা করেন।
২. ঈশ্বরের আরেক নাম কী? ঈশ্বর ও জীবের সম্পর্কে চারটি বাক্যে বুঝিয়ে লেখ।
উত্তর : ঈশ্বরের আরেক নাম পরমাত্মা। ঈশ্বর ও জীবের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা নিচে চারটি বাক্যে লেখা হলো :
১) ঈশ্বর প্রতিটি জীবের মধ্যে অবস্থান করেন। সেই অর্থে প্রতিটি জীবই হলো ঈশ্বর।
২) জীবের সেবা করলে তা ঈশ্বরেরই সেবা করা হয়।
৩) জীবের মধ্যে অবস্থানকারী ঈশ্বরকে আত্মা বলা হয়।
৪) আত্মারূপে ঈশ্বর অবস্থান করেন বলেই জীবকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয়।
যোগ্যতাভিত্তিক
৩. তুমি কীভাবে ঈশ্বরের সেবা করবে এ সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।
উত্তর : আমি যেভাবে ঈশ্বরের সেবা করব
১. জীবসেবা করে।
২. দরিদ্রের সেবা করে।
৩. পীড়িতের ও আর্তের সেবা করে।
৪. ক্ষুধার্তদের খাদ্য দান করে।
৫. অতিথিদের সেবা করে।
৪. তোমার বাবা সবসময় জীবসেবা করে থাকেন। এরূপ কার্যের পাঁচটি কারণ লেখ।
উত্তর : আমার বাবার জীবসেবা করার পাঁচটি কারণ হলো
১. ঈশ্বর আত্মারুপে জীবের মধ্যে অবস্থান করেন।
২. জীবসেবার মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করা হয়।
৩. জীবসেবার মধ্য দিয়ে ঈশ্বরের সন্তুষ্টি অর্জন করা যায়।
৪. জীবসেবা আমাদের সকলের ধর্ম।
৫. যত্র জীবঃ তত্র শিবঃ অর্থাৎ যেখানেই জীব সেখানেই শিব।
আরো পড়ুনঃ
-
- ৫ম শ্রেণি | বাংলা | প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ঘাসফুল কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ভাবুক ছেলেটি গল্প প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | অবাক জলপান নাটকটির প্রশ্ন উত্তর | PDF
৫. ঈশ্বর, আত্মা ও জীবনের মধ্যে যে সম্পর্ক তা তিনটি বাক্যে লেখ। ঈশ্বর সম্পর্কে তুমি কী বুঝ? দুইটি বাক্যে লেখ।
উত্তর : ঈশ্বর, আত্মা ও জীবের মধ্যে যে সম্পর্ক তা তিনটি বাক্যে নিচে দেওয়া হলো :
১. ঈশ্বর আত্মারূপে জীবের মধ্যে অবস্থান করেন।
২. জীবের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়।
৩. সর্বজীবকে ঈশ্বর জ্ঞানে সেবা করব।
ঈশ্বর সম্পর্কে আমি যা বুঝিÑ ঈশ্বরের এক নাম পরমাত্মা। তিনি জীব দেহে আত্মারূপে অবস্থান করে জীবকে পরিচালনা করেন।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।