পঞ্চম শ্রেণি | বাংলা | পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ ১৯-২১ | PDF: পঞ্চম শ্রেণির বাংলা বিষয়টির ব্যকরণ অংশ হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা সমুহ নিয়ে আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অনুচ্ছেদ-১৯
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫, ৬ ও ৭নং ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও :
আয়নার মতো স্বচ্ছ পানি ১৫০ ফুট ওপর থেকে পাহাড়ের শরীর বেয়ে আছড়ে পড়ছে বড় বড় পাথরের গায়ে। গুঁড়ি গুঁড়ি জলকণা আকাশের দিকে উড়ে গিয়ে তৈরি করছে কুয়াশার আভা। দৃশ্যটি মৌলভীবাজারের নয়নাভিরাম হামহাম জলপ্রপাতের। স্থানীয় বাসিন্দাদের অনেকে একে হাম্মাম বলে ডাকে।
পাহাড়ি ত্রিপুরা আদিবাসীরা বলেন, এখানে পানি পতনের স্থানে একসময় পরিরা গোসল করত। গোসলখানার আরবি নাম হাম্মাম। আবার জলের স্রোতধ্বনিকে ত্রিপুরাদের টিপরা ভাষায় হাম্মাম বলে। তাই এ জলপ্রপাতটি হাম্মাম নামে পরিচিত। জলপ্রপাতের চারদিকের শীতল প্রাকৃতিক. পরিবেশ সবাইকে মুগ্ধ করে।
সৌন্দর্য থেকে চোখ. ফেরানোর উপায়ই থাকে না। জঙ্গলে উল্লুক, বানর, আর হাজার রকমের প্রজাতির পাখির ডাকাডাকি জলপ্রপাতের শব্দের সাথে মিলে তৈরি হয়েছে অদ্ভুত এক. রোমাঞ্চকর পরিবেশ। অসাধারণ সৌন্দর্যমণ্ডিত দুর্গম এ জলপ্রপাতটি বহুদিন লোকচক্ষুর আড়ালেই ছিল।
সরকারি পৃষ্ঠপোষকতা ও উদ্যোগের অভাবে এখানকার যোগাযোগ. ব্যবস্থা খুবই নাজুক। প্রচার-প্রচারণার অভাবও এর অন্যতম কারণ। এখনও খুব বেশি মানুষ এ জলপ্রপাতটি দেখার সৌভাগ্য অর্জন করতে পারেনি।
আরো দেখুন
সঠিক. উত্তরটি উত্তরপত্রে লেখ।
০১। ‘টিপরা’ কী?
ক. বাংলাদেশের রাষ্ট্রভাষা
খ. ত্রিপুরাদের নিজস্ব ভাষা
গ. ত্রিপুরাদের ভাষায় জলপ্রপাতের নাম
ঘ. গোসলখানার অন্য নাম
০২। ‘রোমাঞ্চকর’ শব্দটির যুক্তবর্ণটি কোন কোন বর্ণ দিয়ে গঠিত?
ক. ন+চ খ. ঞ+চ গ. ন+ঞ+চ ঘ. ঞ+জ
০৩। কোনটি করলে হামহাম জলপ্রপাত দেখতে আরও বেশি মানুষ আসবে?
ক. খাওয়ার পানির ব্যবস্থা করলে
খ. ছবি তোলার অনুমতি দিলে
গ. রাস্তাঘাট উন্নত করলে
ঘ. সরকারি পৃষ্ঠপোষকতা বন্ধ করলে
০৪। এক. সময় হামহাম জলপ্রপাতে কারা গোসল করত বলে জনশ্রতি রয়েছে?
ক. পরিরা খ. রাজা-বাদশাহগণ গ. শ্রমিকেরা ঘ. পর্যটকেরা
০৫। মৌলভীবাজার দেশের কোন বিভাগে অবস্থিত?
ক. ঢাকা খ. চট্টগ্রাম গ. খুলনা ঘ. সিলেট
নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ কর।
শব্দ ————–অর্থ
পৃষ্ঠপোষকতা————– সহায়তা করা।
রোমাঞ্চকর ————–শিহরণ জাগায় এমন।
নয়নাভিরাম ————–সুন্দর, দেখতে ভালো লাগে এমন।
আভা————– সৌন্দর্য, শোভা।
নাজুক————– আঘাত সহ্য করতে পারে না এমন, সঙ্গীন।
উদ্যোগ————– আয়োজন।
(ক) সকালের আকাশে সূর্যের সোনালি ———— দেখে মন ভরে গেল।
(খ) ট্রেনে চড়ার ———— অভিজ্ঞতার কথা ভোলার নয়।
(গ) স্যারের ———— ছাড়া অনুষ্ঠানটি করা যেত না।
(ঘ) বাড়িটির আশপাশের সবুজ প্রকৃতি খুবই ————।
(ঙ) গ্রামের সেতুটি ———— অবস্থায় আছে।
নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
(ক) হামহাম জলপ্রপাতের আশপাশের পরিবেশ কেমন? পাঁচটি বাক্যে লেখ।
উত্তর: হামহাম জলপ্রপাতের পরিবেশ খুবই মনোমুগ্ধকর। আয়নার মতো স্বচ্ছ পানি অনেক. উঁচু থেকে আছড়ে পড়ছে পাথরের গায়ে। পাহাড় আর পানির ঘর্ষণে জলীয় বাষ্প উৎপন্ন হয়ে তৈরি হয়েছে কুয়াশার আভা। নিকটবর্তী বনে রয়েছে বানর, উল্লুকসহ হাজার ধরনের পাখপাখালি। জলপ্রপাতের শব্দের সাথে জঙ্গলের নানা প্রাণীর ডাক. মিশে গোটা পরিবেশটা হয়েছে রোমাঞ্চকর।
(খ) হামহাম জলপ্রপাতকে অনেকে ‘হাম্মাম’ জলপ্রপাত বলে কেন? পাঁচটি বাক্যে লেখ।
উত্তর : ‘হামহাম’ জলপ্রপাতকে ঘিরে স্থানীয় ত্রিপুরা আদিবাসীদের মধ্যে প্রচলিত একটি কাহিনি আছে। তা হলো, ‘হামহাম’ জলপ্রপাতের পানি পতনের স্থানে একসময় পরিরা গোসল করত। গোসলখানাকে আরবিতে বলে ‘হাম্মাম’। আবার ত্রিপুরাদের টিপরা ভাষায় জলের স্রোতধ্বনিকেও হাম্মাম বলা হয়। তাই স্থানীয়দের অনেকে এ জলপ্রপাতটিকে ‘হাম্মাম’ নামেও অভিহিত করেন।
(গ) এখনও খুব বেশি মানুষের হামহাম জলপ্রপাত দেখার সৌভাগ্য হয়নি কেন তা পাঁচটি বাক্যে লেখ।
উত্তর : এখনও অনেক. মানুষ হামহাম জলপ্রপাত দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত। কারণ
০১। খুব কম মানুষই এটি সম্পর্কে জানে।
০২। এটি অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত।
০৩। যাতায়াত ব্যবস্থা অত্যন্ত নাজুক।
০৪। সরকারি পৃষ্ঠপোষকতা ও আগ্রহের ঘাটতি রয়েছে।
০৫। প্রয়োজনীয় প্রচার-প্রচারণার অভাব রয়েছে।
(ঘ) জলপ্রপাতটির উন্নয়নে কী করা উচিত বলে তুমি মনে কর? পাঁচটি বাক্যে লেখ।
উত্তর : জলপ্রপাতটির উন্নয়নে যা করা উচিত
০১। সরকারি পৃষ্ঠপোষকতা লাভের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
০২। চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।
০৩। পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।
০৪। যোগাযোগ. ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে।
০৫। স্থানীয় জনগণের কাছে এর অর্থনৈতিক. গুরুত্ব তুলে ধরতে হবে।
অনুচ্ছেদ-২০
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫, ৬ ও ৭নং ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও :
বিজয় দিবস বাঙালি জাতির জীবনে এক. গৌরবময় দিন। দীর্ঘ. নয় মাস মুক্তিযুদ্ধ শেষে এই দিনে আমরা শত্রæমুক্ত স্বদেশ লাভ করি। প্রায় দুইশ বছরের ব্রিটিশ শাসন-শোষণের অবসান হয় ১৯৪৭ সালে। জন্ম হয় পাকিস্তান নামক. রাষ্ট্রের। আজকের বাংলাদেশের নাম তখন ছিল পূর্ব পাকিস্তান। ব্রিটিশদের পর আমরা আবার পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারীদের হাতে নতুন করে পরাধীন হলাম।
একই দেশের নাগরিক. হয়েও সম-অধিকার পাওয়া তো দূরের কথা বরং আমরা শিকার হই নির্যাতন, নিষ্পেষণের। এমনকি আমাদের রাষ্ট্রভাষা বাংলার ওপরও আঘাত আসে। ভাষা আন্দোলনের মাধ্যমে ১৯৫২ সালে আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার লাভ করি।
এরপর অনেক. ঘাত-প্রতিঘাত ও আন্দোলন সংগ্রামের মাধ্যমে এসে পৌঁছাই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ক্ষণে। বঙ্গবন্ধুর আহŸানে সাড়া দিয়ে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে দেশকে শত্রæমুক্ত করার মরণপণ সংগ্রামে। অবশেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে হানাদার বাহিনী নিঃশর্ত আত্মসমর্পণ করে।
সঠিক. উত্তরটি উত্তরপত্রে লেখ।
০১। ব্রিটিশদের পর আমরা কাদের অত্যাচারের শিকার হয়েছি?
ক. বাঙালি শাসকদের খ. পাকিস্তানি শাসকদের গ. ইংরেজ শাসকদের ঘ. ভারতীয় শাসকদের
০২। বাংলা ভাষা আমাদের মাতৃভাষার স্বীকৃতি লাভ করে কত সালে?
ক. ১৯৪৭ সালে খ. ১৯৫২ সালে গ. ১৯৫৭ সালে ঘ. ১৯৭১ সালে
০৩। বাংলাদেশের পূর্ব নাম কী?
ক. পাকিস্তান খ. পূর্ব পাকিস্তান গ. পশ্চিম পাকিস্তান ঘ. পূর্ববাংলা
০৪। অনুচ্ছেদে মূলত প্রকাশিত হয়েছে
ক. ভাষা আন্দোলনের ইতিহাস
খ. মুক্তিযুদ্ধের ইতিহাস
গ. পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞের কথা
ঘ. মানুষের জন্য বঙ্গবন্ধুর আত্মত্যাগের কথা
০৫। ‘বঙ্গবন্ধু’ কার উপাধি?
ক. এ কে ফজলুল হকের খ. শেখ. মুজিবুর রহমানের গ. মওলানা ভাসানীর ঘ. তাজউদ্দীন আহমদের
নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ কর।
শব্দ ————–অর্থ
অবসান ————–সমাপ্তি।
আহব্বান————– ডাক।
আত্মসমর্পণ ————–অন্যের বশ্যতা স্বীকার করে নেওয়া।
নিঃশর্ত ————–কোনো রকম শর্ত ছাড়াই।
পরাধীন————– অপরের অধীন।
স্বৈরাচারী ————–স্বেচ্ছাচারী, উচ্ছৃঙ্খল।
(ক) হানাদাররা মুক্তিযোদ্ধাদের কাছে ———— করল।
(খ) ———— শাসকদের কারণে বাংলাদেশের অনেক. ক্ষতি হয়েছে।
(গ) সূর্য অস্ত গেলে দিনের ———— ঘটে।
(ঘ) বাদল স্যার ছাত্রদের ———— ক্ষমা করে দিলেন।
(ঙ) করিম মিয়ার ———— শুনে সবাই নৌকায় উঠল।
নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
(ক) ১৯৪৭ সালে কী কী ঘটেছিল? চারটি বাক্যে লেখ।
উত্তর : ১৯৪৭ সালে যা যা ঘটেছিল
০১। প্রায় দুইশ বছরব্যাপী চলা ব্রিটিশ শাসনের অবসান ঘটে।
০২। পাকিস্তান নামক. নতুন একটি রাষ্ট্র গঠিত হয়।
০৩। সে রাষ্ট্রের একটি অংশ করা হয় আমাদের এই ভ‚খণ্ডটিকে।
০৪। এই ভ‚খন্ডের নাম হয় পূর্ব পাকিস্তান।
(খ) মুক্তিযুদ্ধের আগে আমরা কীভাবে পাকিস্তানি স্বৈরশাসকদের নির্যাতনের শিকার হই? চারটি বাক্যে লেখ।
উত্তর : মুক্তিযুদ্ধের আগে আমরা পাকিস্তানিদের বিভিন্ন ধরনের অত্যাচার, নির্যাতনের শিকার হই।
(১) পাকিস্তান নামক. স্বাধীন রাষ্ট্রের অংশ হলেও পশ্চিম পাকিস্তানের স্বৈরশাসকদের হাতে পরাধীন অবস্থাতেই থেকে যায় পূর্ব পাকিস্তানের মানুষেরা।
(২) তাদেরকে সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হয়।
(৩) নানাভাবে নিষ্পেষণের শিকার হয় তারা।
(৪) এমনকি মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকারও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।
(গ) মুক্তিযুদ্ধ সম্পর্কে যা জান পাঁচটি বাক্যে লেখ।
উত্তর : মুক্তিযুদ্ধ সম্পর্কে যা জানি তা নিচে পাঁচটি বাক্যে লেখা হলো
০১। পশ্চিম পাকিস্তানিদের শোষণ-নির্যাতনের প্রতিবাদে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল।
০২। বঙ্গবন্ধুর আহŸানে সাড়া দিয়ে এদেশবাসী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
০৩। দেশপ্রেমিক. মুক্তিযোদ্ধারা দেশকে শত্রæমুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।
০৪। মুক্তিযুদ্ধ চলেছে নয় মাস ধরে।
০৫। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় লাভ করি।
(ঘ) ১৬ই ডিসেম্বর আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন?
উত্তর : ১৬ই ডিসেম্বর আমাদের জন্য অত্যন্ত গৌরবপূর্ণ একটি দিন। কেননা এ দিনেই পাক. হানাদার বাহিনীর কবল থেকে এ দেশ শত্রæমুক্ত হয়। অর্থাৎ এ দিনেই আমরা চূড়ান্ত বিজয় ও স্বাধীনতা লাভ করি।
অনুচ্ছেদ-২১
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫, ৬ ও ৭নং ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও :
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ খ্রিষ্টাব্দের ৭ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। তিনি ছিলেন বিস্ময়কর প্রতিভার অধিকারী। একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, সংগীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক. মনে করা হয়। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
বাল্যকালে তাঁর বিদ্যালয়ের শিক্ষা গ্রহণে আগ্রহ ছিল না। গৃহশিক্ষক. রেখে বাড়িতে পড়ার ব্যবস্থা করা হয়েছিল। ১৮৭৮ সালে তিনি ইংল্যান্ডে যান আইনবিদ্যা পড়তে। সেখানে তিনি আইনবিদ্যা পড়া শুরুও করেছিলেন। কিন্তু সাহিত্যচর্চার আকর্ষণে পড়াশোনা সমাপ্ত করতে পারেন নি। ১৮৮০ সালে দেশে ফিরে আসেন এবং সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে ‘নাইট’ উপাধিতে ভ‚ষিত করে।
তবে জালিয়ানওয়ালাবাগ. হত্যাকান্ডের প্রতিবাদে ১৯১৯ সালে তিনি সেই উপাধি ত্যাগ. করেন। রবীন্দ্রনাথের রচনা আয়তনে ব্যাপক। বলাকা, সোনার তরী, পুনশ্চ, গীতাঞ্জলি ইত্যাদি তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ। তাঁর ছোটগল্প ও গানসমূহ যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতানে সংকলিত হয়েছে। তাঁর যাবতীয় রচনাগুলো ৩২ খণ্ডে ‘রবীন্দ্র রচনাবলি’ নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ সালের ৭ই আগস্ট, বাংলা ১৩৪৮ সনের ২২শে শ্রাবণ মৃত্যুবরণ করেন।
সঠিক. উত্তরটি উত্তরপত্রে লেখ।
০১। অনুচ্ছেদে প্রকাশিত হয়েছে
ক. বিশ্বকবির দেশপ্রেমের কথা
খ. বিশ্বকবির স্বপ্নের কথা
গ. বিশ্বকবির জীবন ও কর্মের কথা
ঘ. বিশ্বকবির কবিতার কথা
০২। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী কবে পালন করা হয়?
ক. ৭ই জানুয়ারি খ. ৭ই এপ্রিল গ. ৭ই মে ঘ. ৭ই আগস্ট
০৩। ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথকে কোনটি দিয়ে সম্মানিত করে?
ক. ‘নোবেল’ পুরস্কার দিয়ে
খ. ‘বিশ্বকবি’ উপাধি দিয়ে
গ. ‘নাইট’ উপাধি দিয়ে
ঘ. ‘সর্বশ্রেষ্ঠ’ সাহিত্যিক. উপাধি দিয়ে
০৪। রবীন্দ্রনাথ ঠাকুর
ক. এশিয়ার একমাত্র নোবেল বিজয়ী
খ. বিশ্বের প্রথম নোবেল বিজয়ী
গ. সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী
ঘ. প্রথম এশীয় নোবেল বিজয়ী
০৫। ‘পুনশ্চ’ শব্দের যুক্তবর্ণ দ্বারা গঠিত শব্দ কোনটি?
ক. বঞ্চিত খ. আশ্চর্য গ. শ্মশান ঘ. বিশ্ব
নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ কর।
শব্দ ————–অর্থ
একাধারে ————–একই সঙ্গে।
চিত্রকর ————–ছবি আঁকেন যিনি।
ঔপন্যাসিক————– উপন্যাস রচনা করেন যিনি।
অনুবাদ ————–এক. ভাষার কথাকে অন্য ভাষায় বলা বা লেখা।
সংকলিত————– সংগৃহীত, একত্রিত।
যাবতীসমস্ত————– সমগ্র।
(ক) ———— আমাদেরকে তাঁর আঁকা ছবি দেখালেন।
(খ) বাবা একটি ইংরেজি কবিতা বাংলায় ———— করেছেন।
(গ) সালাম স্যার আমাদের ———— বাংলা ও ভ‚গোল পড়ান।
(ঘ) সঞ্চিতায় কাজী নজরুলের কাব্যসমূহ ———— হয়েছে।
(ঙ) কবির সাহেব তাঁর ———— সম্পত্তি গরিব মানুষকে দান করে গেছেন।
আরো পড়ুনঃ
-
- ৫ম শ্রেণি | বাংলা | প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ঘাসফুল কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ভাবুক ছেলেটি গল্প প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | অবাক জলপান নাটকটির প্রশ্ন উত্তর | PDF
নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পাঁচটি বাক্য :
০১। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিস্ময়কর প্রতিভার অধিকারী।
০২। তাঁকে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক. মনে করা যায়।
০৩। এশীয়দের মধ্যে তিনি সর্বপ্রথম নোবেল পুরস্কার পান।
০৪। ব্রিটিশ সরকার তাঁকে নাইট উপাধিতে ভ‚ষিত করে।
০৫। গল্পগুচ্ছে রবীন্দ্রনাথের ছোটগল্পসমূহ সংকলিত হয়েছে।
(খ) ‘তিনি ছিলেন বিস্ময়কর প্রতিভার অধিকারী’Ñ কথাটি চারটি বাক্যে বুঝিয়ে লেখ।
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের নানা শাখায় বিচরণ ছিল। তিনি একই সাথে ছিলেন কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। একাধারে এত সব শাখায় প্রতিভার প্রমাণ রাখায় রবীন্দ্রনাথকে বিস্ময়কর প্রতিভার অধিকারী বলা হয়েছে। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক. হিসেবে ধরা হয়।
(গ) রবীন্দ্রনাথ ঠাকুরের আইনবিদ্যা শিক্ষায় ব্যর্থতার বিষয়টি তিনটি বাক্যে লেখ। রবীন্দ্রনাথের দুটি কাব্যগ্রন্থের নাম লেখ।
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৭৮ সালে আইনবিদ্যা পড়তে ইংল্যান্ডে গিয়েছিলেন। কিন্তু তাঁর ঝোঁক. ছিল সাহিত্যচর্চার দিকে। এ কারণে আইনবিদ্যায় ভর্তি হয়েও তিনি তা সমাপ্ত করেন নি।
রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি কাব্যগ্রন্থ হলোÑ বলাকা ও সোনার তরী।
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট উপাধিপ্রাপ্তি ও ত্যাগের ঘটনাটি লেখ।
উত্তর : ১৯১৫ সালে ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘নাইট’ উপাধি প্রদানের মাধ্যমে সম্মানিত করে। কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ. হত্যাকান্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ. করেন।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।