পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়টির ৫ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ২ – ব্রিটিশ শাসন বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক
১. তিতুমীর বাঁশের কেল্লা তৈরি করেছিলেন কেন?
ক. নিজে থাকার জন্য
খ. যুদ্ধ পরিচালনার জন্য
গ. ব্যবসা পরিচালনার জন্য
ঘ. সৈন্যদের ব্যবহারের জন্য
২. বাংলায় ইংরেজদের আগমনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
ক. যুদ্ধের জন্য
খ. ব্যবসার জন্য
গ. শাসনের জন্য
ঘ. স্থানান্তরের জন্য
৩. কোম্পানির শাসন রদ করে ব্রিটিশ সরকার ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেছিল কেন?
ক. ব্যবসা প্রসারের জন্য
খ. শিক্ষা প্রসারের জন্য
গ. শাসন সুদৃঢ় করার জন্য
ঘ. অর্থনৈতিক উন্নয়নের জন্য
৪. ভারতবর্ষের জনগণ ব্রিটিশ শাসনের বিরোধিতা করার প্রধান কারণ কোনটি?
ক. তারা স্বাধীনতা অর্জন করতে চেয়েছিল
খ. ব্রিটিশদের বিরুদ্ধে তারা যুদ্ধে হেরে গিয়েছিল বলে
গ. ব্রিটিশরা ভালোভাবে শাসন পরিচালনা করতে পারেনি বলে
ঘ. ভারতবর্ষের জনগণ ব্রিটিশ শোষণ মেনে নিতে চায়নি বলে
৫. ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানি কর্তৃক বাংলা, বিহার ও উড়িষ্যার ক্ষমতা দখল করতে পারার প্রধান কারণ হলো
ক. নবাব সিরাজ-উদ-দৌলার দুর্বলতা
খ. ভারতবর্ষের জনগণের অনৈক্য
গ. ব্রিটিশদের উন্নততর মারণাস্ত্র
ঘ. সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতা
৬. ব্রিটিশরা এ উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পরপরই কোন দুটি পৃথক রাষ্ট্র সৃষ্টি হয়?
ক. বাংলাদেশ ও ভারত
খ. ভারত ও পাকিস্তান
গ. পূর্ববাংলা ও আসাম
ঘ. পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান
৭. ১৭৫৭ সালে সিরাজ-উদ-দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল। সে যুদ্ধে নবাবের শেষ পরিণতি কী হয়েছিল?
ক. আহত হয়েছিলেন
খ. হত্যার শিকার হন
গ. যুদ্ধে হেরে গিয়েছিলেন
ঘ. ক্ষমতা হস্তান্তর করেন
এই বিভাগে আরো পড়ুন
৮. রহিম রাতুলকে বলল, ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে হারার পর বাংলা রাজনৈতিক স্বাধীনতা হারায়। এর ফলে কী হয়েছিল?
ক. বাংলায় ইংরেজ শাসনের সূচনা
খ. বণিক গোষ্ঠী ষড়যন্ত্র করেছিল
গ. নবাববিরোধী শক্তির একজোট
ঘ. নবাবের সঙ্গে ইংরেজ বণিকদের বিরোধ
৯. দীপা তার বাংলাদেশ ও বিশ্বপরিচয় পাঠ্যবই থেকে ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য সম্পর্কে জানতে পারে। উদ্দেশ্যটি কী ছিল?
ক. বাণিজ্য করা
খ. শোষণ ও নিজের স্বার্থ
গ. শিল্প স্থাপন
ঘ. দেশবাসীর উন্নয়ন
১০. একটি যুদ্ধের মাধ্যমে বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়। ‘ক’ নামক যুদ্ধটি কী ছিল?
ক. পলাশির যুদ্ধ
খ. বক্সারের যুদ্ধ
গ. মুক্তিযুদ্ধ
ঘ. প্রথম বিশ্বযুদ্ধ
১১. ১৮৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে কোন বিদ্রোহটি হয়েছিল?
ক. তিতুমীরের বিদ্রোহ
খ. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
গ. সিপাহি বিদ্রোহ
ঘ. স্বরাজ বিদ্রোহ
১২. ‘ভাগ কর শাসন কর’ নীতিতে বিশ্বাসী ব্যক্তিকে তুমি কাদের সঙ্গে তুলনা করবে?
ক. পাকিস্তানি শাসক
খ. ইংরেজ শাসক
গ. মোঘল শাসক
ঘ. সেনা শাসক
১৩. আধুনিক শিক্ষার প্রসারে বিশেষ ভ‚মিকা রাখার ক্ষেত্রে নিচের কোন নামটি অমিল প্রকাশ করে?
ক. মীর কাশিম
খ. রাজা রামমোহন রায়
গ. নবাব আবদুল লতিফ
ঘ. সৈয়দ আমীর আলী
১৪. রফিক ২২ বছর বয়সে একটি দেশের শাসন ক্ষমতা গ্রহণ করেন। রফিকের সাথে বাংলার কোন নবাবের মিল দেখা যায়?
ক. নবাব সিরাজ-উদ-দৌলা
খ. মীর কাশিম
গ. লর্ড ক্লাইভ
ঘ. মীর জাফর
১৫. জাকারিয়া বাহাদুর শাহ পার্কের ইতিহাস পড়ে জানতে পারল যে, এই পার্কে ইংরেজ শাসনামলে একদল বিদ্রোহীদের ফাঁসি দেওয়া হয়। উক্ত বিদ্রোহীরা ছিলেন-
ক. সিপাহি বিদ্রোহি
খ. তিতুমীরের বিদ্রোহ
গ. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
ঘ. সাঁওতাল বিদ্রোহ
১৬. বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপনে কোন যুদ্ধ মাইলফলক?
ক. পানিপথের যুদ্ধ
খ. পলাশির যুদ্ধ
গ. তরাইন যুদ্ধ
ঘ. বক্সারের যুদ্ধ
১৭. ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিতÑ
ক. ১৮৫৮ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সময়কাল
খ. ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সময়কাল
গ. ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত সময়কাল
ঘ. ১৮৮৫ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সময়কাল
১৮. ইংরেজ শাসনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল?
ক. ‘ভাগ কর শোষণ কর’ নীতি
খ. ‘ভাগ কর বিভাজন কর’ নীতি
গ. ‘ভাগ কর অর্থ পাচার কর’ নীতি
ঘ. ‘ভাগ কর শাসন কর’ নীতি
১৯. কোন ঘটনাকে কেন্দ্র করে বাংলায় স্বদেশি চেতনার ব্যাপক বিস্তার ঘটে?
ক. স্বরাজ আন্দোলন
খ. বঙ্গভঙ্গ
গ. অসহযোগ আন্দোলন
ঘ. সশস্ত্র যুব বিদ্রোহ
২০. ভারতবর্ষে নারী শিক্ষা প্রসারে কে সর্বাধিক ভ‚মিকা রেখে গেছেন?
ক. নওয়াব ফয়জুননেছা
খ. প্রীতিলতা ওয়াদ্দেদার
গ. রানি বাঈ
ঘ. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
২১. লেখনীর মাধ্যমে বাঙালির স্বাধিকার চেতনা বেগবানে ভ‚মিকা রেখেছেনÑ
ক. সুভাষ চন্দ্র বসু
খ. মাস্টারদা সূর্যসেন
গ. চিত্তরঞ্জন দাশ
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২২. বাংলায় নবজাগরণ ঘটে-
ক. উনিশ শতকে
খ. ছিয়াত্তরে
গ. আঠারো শতকে
ঘ. একুশ শতকে
২৩. কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলা রাজনৈতিক স্বাধীনতা হারায়?
[ইউনিভার্সিটি ল্যাব. স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা]
ক. ইংরেজ শাসনের সূচনার মধ্য দিয়ে
খ. বক্সারের যুদ্ধের মধ্য দিয়ে
গ. সিপাহি বিদ্রোহের মধ্য দিয়ে
ঘ. বঙ্গভঙ্গের মধ্য দিয়ে
২৪. কে মুসলমানদের সামাজিক সংস্কার ও আধুনিক শিক্ষার প্রসারে বিশেষ ভ‚মিকা রাখেন?
ক. নবাব আব্দুল লতিফ
খ. হাজী শরীয়তউল্লাহ
গ. দুদু মিয়া
ঘ. তিতুমীর
২৫. ইউরোপীয় শক্তির মধ্যে শেষাবধি প্রতিযোগিতায় টিকে থাকে কারা? [আরমানিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা]
ক. পর্তুগিজরা
খ. ডাচরা
গ. ফরাসিরা
ঘ. ইংরেজরা
২৬. কোন যুদ্ধের মাধ্যমে বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয়?
ক. বক্সারের যুদ্ধ
খ. পলাশির যুদ্ধ
গ. চৌসার যুদ্ধ
ঘ. কর্ণাটের যুদ্ধ
২৭. পলাশির যুদ্ধে সিরাজ-উদ-দৌলার পরাজয়ের কারণ কী?
[মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বনশ্রী, ঢাকা]
ক. মীর মদনের অযোগ্যতা
খ. সেনাবাহিনীর বিশৃঙ্খলা
গ. নবাবের দুর্বলতা
ঘ. মীর জাফরের বিশ্বাসঘাতকতা
২৮. ১৮৫৭ সলে কোম্পানির নীতি ও শোষণের ফলে যে বিদ্রোহ দেখা দেয় তার নাম কী?
ক. সাঁওতাল বিদ্রোহ
খ. সিপাহি বিদ্রোহ
গ. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
ঘ. তিতুমীরের বিদ্রোহ
২৯. কোন শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল ‘ভাগ কর শাসন কর’ নীতি? [ইউনিভার্সিটি স্কুল, রাজশাহী]
ক. ইংরেজ শাসনের
খ. মুঘল শাসনের
গ. পাল শাসনের
ঘ. সেন শাসনের
৩০. ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
[মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বনশ্রী, ঢাকা; ইউনিভার্সিটি স্কুল, রাজশাহী]
ক. সম্পদ পাচার
খ. শোষণ ও নিজেদের লাভ
গ. ভারতীয় অর্থনীতি ধ্বংস করা
ঘ. বিশেষ শ্রেণিকে সুবিধা দেওয়া
৩১. বঙ্গভঙ্গের ফলে কোন দুটি এলাকা নিয়ে নতুন প্রদেশ গঠিত হয়? [ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, টাঙ্গাইল]
ক. কলকাতা ও আসাম
খ. আসাম ও পশ্চিম বাংলা
গ. পূর্ববাংলা ও আসাম
ঘ. ঢাকা ও কলকাতা
সাধারণ
৩২. ছিয়াওরের মন্বন্তর হয়েছিল বাংলা কত সনে?
ক. ১৪৭৬
খ. ১৩৭৬
গ. ১২৭৬
ঘ. ১১৭৬
৩৩. কবে পলাশির যুদ্ধ হয়েছিল?
ক. ১৭৫৫ সালের ১ জানুয়ারি
খ. ১৭৫৬ সালের ৩০ অক্টোবর
গ. ১৭৫৭ সালের ২৩ জুন
ঘ. ১৭৫৬ সালের ২৩ জুন
৩৪. ইংরেজরা বঙ্গবিভাগ রদ করতে বাধ্য হয় কোন সালে?
ক. ১৯০৫
খ. ১৯০৬
গ. ১৯১০
ঘ. ১৯১১
৩৫. কে নবজাগরণের সাথে যুক্ত ছিলেন?
ক. ক্ষুদিরাম
খ. চিত্তরঞ্জন দাশ
গ. তিতুমীর
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাগর
৩৬. কোন সালে ভারতবর্ষ স্বাধীন হয়?
ক. ১৯৪৫ খ. ১৯৪৭ গ. ১৯৪৯ ঘ. ১৯৫০
৩৭. সিপাহি বিদ্রোহের নেতা কে ছিলেন?
ক. চিত্তরঞ্জন দাস
খ. সুভাষ চন্দ্র বসু
গ. মঙ্গল পাণ্ডে
ঘ. তিতুমীর
৩৮. কোন সালে সিপাহি বিদ্রোহ হয়েছিল?
ক. ১৭৫৭ খ. ১৮৫৭ গ. ১৯৫৭ ঘ. ১৯৭১
৩৯. কত সালে ঢাকায় ভারতীয় মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে?
ক. ১৯০৫ খ. ১৯০৬ গ. ১৯০৭ ঘ. ১৯০৮
৪০. নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলার নবাব হন?
ক. ২১ খ. ২২ গ. ২৩ ঘ. ২৪
৪১. ১৯৪৭ সালে কী হয়েছিল?
ক. সিপাহি বিদ্রোহ
খ. ভারতবর্ষ স্বাধীন
গ. ফকির সন্ন্যাসী বিদ্রোহ
ঘ. ভাষা আন্দোলন
৪২. তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?
ক. তালবাড়িয়ায়
খ. লালবাগে
গ. শহিদবাগে
ঘ. নারকেলবাড়িয়ায়
৪৩. ভারতবর্ষে সরাসরি ব্রিটিশ শাসন কবে থেকে শুরু হয়?
ক. ১৮৫৭ সাল থেকে
খ. ১৮৫৮ সাল থেকে
গ. ১৭৫৭ সাল থেকে
ঘ. ১৭৬৫ সাল থেকে
৪৪. শাসনকাজে অভিজ্ঞতা না থাকায় ইংরেজরা প্রথমে কাকে সিংহাসনে বসায়?
ক. মীর কাশিমকে
খ. মীর জাফরকে
গ. ঘসেটি বেগমকে
ঘ. শওকত জংকে
৪৫. ১৭৭০ সালকে বাংলা কত সাল গণনা করা হয়?
ক. ১১৭০ খ. ১১৭৬ গ. ১১৭২ ঘ. ১১৭৩
৪৬. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮৫৭ খ. ১৯৫৭ গ. ১৮৮৫ ঘ. ১৮৭০
আরো পড়ুনঃ
-
- ৫ম শ্রেণি | বাংলা | প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ঘাসফুল কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ভাবুক ছেলেটি গল্প প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | অবাক জলপান নাটকটির প্রশ্ন উত্তর | PDF
৪৭. কত সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?
ক. ১৯৩৭ সালে
খ. ১৯৪৭ সালে
গ. ১৯৫৭ সালে
ঘ. ১৯৭১ সালে
৪৮. ইংরেজদের হাতে জীবন না দিয়ে কে আত্মাহুতির পথ বেছে নেন?
ক. ক্ষুদিরাম
খ. সূর্যসেন
গ. প্রীতিলতা
ঘ. তিতুমীর
৪৯. নিচের কোন ব্যক্তি নবজাগরণের সাথে যুক্ত ছিলেন?
ক. রাজা রামমোহন রায়
খ. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
গ. চিত্তরঞ্জন দাস
ঘ. শেরে বাংলা এ কে ফজলুল হক
৫০. বাংলার শেষ স্বাধীন নবাব কে?
ক. টিপু সুলতান
খ. সিরাজউদ্দৌলা
গ. মীর কাশিম
ঘ. মীর জাফর
৫১. ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকর্তা কে ছিলেন?
ক. ওয়ারেন হেস্টিংস
খ. উইলিয়াম বেন্টিংক
গ. লর্ড কার্জন
ঘ. লর্ড ক্লাইভ
৫২. ছিয়াত্তরের মন্বন্তর ইংরেজি কত সালে সংঘটিত হয়?
ক. ১৭৭০ খ. ১৭৭৩ গ. ১৭৭৬ ঘ. ১৭৭৯
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।