পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়টির ১ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
আমাদের মুক্তিযুদ্ধ – বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক
১. মুক্তিযুদ্ধের প্রধান ফলাফল কোনটি?
ক. ৩০ লক্ষ বাঙালির শাহাদাত বরণ
খ. পাক সেনাদের হাতে অনেক বুদ্ধিজীবী শহিদ হওয়া
গ. স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম
ঘ. যৌথ বাহিনীর নিকট পাক বাহিনীর আত্মসমর্পণ
২. মুক্তিযোদ্ধারা কেমন ছিলেন?
ক. খুবই সাধারণ
খ. অদম্য সাহসী
গ. সহানুভ‚তিশীল
ঘ. একেবারে নিরীহ
৩. মুজিবনগর সরকার গঠন হওয়ার প্রধান কারণ কোনটি?
ক. মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া
খ. বাংলাদেশের শাসনকার্য পরিচালনা করা
গ. বিদেশের সাথে ক‚টনৈতিক আলোচনা চালানো
ঘ. শরণার্থীদের জন্য বৈদেশিক সাহায্য সংগ্রহ
৪. মনে কর একজন মুক্তিযোদ্ধা তোমাদের বিদ্যালয় পরিদর্শনে এসেছে। তুমি তাঁর নিকট নিম্নের কোনটি জানতে চাইবে?
ক. মুক্তিযুদ্ধকালে তার ভ‚মিকা
খ. দেশের শিক্ষা ব্যবস্থা
গ. দেশের অর্থনৈতিক পরিস্থিতি
ঘ. দেশের সামাজিক পরিস্থিতি
৫. মুক্তিযুদ্ধে সংস্কৃতি কর্মীদের ভমিকা কী ছিল?
ক. সম্মুখ যুদ্ধ
খ. গেরিলা যুদ্ধ
গ. তথ্য আদান-প্রদান
ঘ. মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করা
৬. তোমার প্রতিবেশী একজন মুক্তিযোদ্ধা বর্তমানে অসুস্থ এবং আর্থিকভাবে অসচ্ছল। এখন তুমি কী করবে?
ক. বিষয়টি এড়িয়ে যাব
খ. সাহায্যের উদ্যোগ নিব
গ. শিক্ষকের সাহায্য চাইব
ঘ. নিজ বাড়ীতে নিয়ে আসব
৭. মুক্তিযুদ্ধে কোন ভ‚মিকার জন্য ভারতীয় বাহিনীকে মিত্র বাহিনী বলা হয়?
ক. বন্ধুত্ব স্থাপনের জন্য
খ. যুদ্ধে সহায়তার জন্য
গ. আর্থিক সাহায্যের জন্য
ঘ. সহমর্মিতা প্রদর্শনের জন্য
৮. মুক্তিযুদ্ধে রাজাকারদের সবচেয়ে ঘৃণিত ভ‚মিকা ছিল কোনটি?
ক. অন্যের সম্পদ দখল করা
খ. জনগণের ওপর অত্যাচার করা
গ. পাকসেনাদের নিকট গোপন খবর পৌঁছানো
ঘ. বাঙ্গালী হয়েও শত্রসেনা কর্তৃক গণহত্যায় সহায়তা করা
৯. আমাদের নিকট মুক্তিযুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার প্রধান কারণ হলো
ক. আমরা স্বাধীনতা পেয়েছি বলে
খ. ৩০ লক্ষ লোক জীবন দিয়েছিলেন বলে
গ. মানুষ তাদের দেশপ্রেমের পরিচয় দিয়েছিল বলে
ঘ. দেশের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল বলে
১০. মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানী সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশি বুদ্ধিজীবীদেরকে হত্যার ফলে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটি ছিলÑ
ক. এদেশের অর্থনীতি ধ্বংস হওয়া
খ. সকল মেধাবী লোকের মৃত্যু
গ. বাঙালিদের জয় বিলম্বিত হওয়া
ঘ. অনেক শহর ও নগর ধ্বংস হওয়া
১১. স্বাধীনতা যুদ্ধে পাকসেনারা আত্মসমর্পণ করেছিল কেন?
ক. ভয় পেয়ে
খ. খাবার না পেয়ে
গ. আশ্রয় না পেয়ে
ঘ. পরাজয় নিশ্চিত জেনে
১২. মুক্তিযুদ্ধ চলাকালীন তোমার বয়স ২৫ বছর হলে তুমি কোন কাজটি করতে?
ক. মুক্তিযুদ্ধে অংশগ্রহণ
খ. নিজ বাড়িতে অবস্থান
গ. মনোযোগ দিয়ে পড়াশুনা
ঘ. নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান
১৩. পাকিস্তান রাষ্ট্রের জšে§র পর থেকে দীর্ঘ ২৩ বছর পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণকে শাসন ও শোষণ করে। এর ফলে কী হয়?
ক. নারকীয় গণহত্যা
খ. ভাষা আন্দোলন
গ. গণঅভ্যুত্থান
ঘ. মহান মুক্তিযুদ্ধ
১৪. ক ও খ একটি রাষ্ট্রের দুইটি অংশ। ক অংশ সর্বদা খ অংশকে শোষণ করে। ফলে খ অংশের জনগণ স্বাধীনতার লক্ষ্যে একটি অস্থায়ী সরকার গঠন করে। এই অস্থায়ী সরকারের সাথে বাংলাদেশের কোন সরকারের মিল পাওয়া যায়?
ক. মুজিবনগর সরকার
খ. পূর্ব পাকিস্তান সরকার
গ. পশ্চিম পাকিস্তান সরকার
ঘ. যুদ্ধকালীন সরকার
১৫. যুদ্ধে দিক নির্দেশনার জন্য সেনাপতির গুরুত্ব বর্ণনাতীত। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এ পদে কে ছিলেন।
ক. লে. কর্নেল আব্দুর রব
খ. জেনারেল ওসমানী
গ. মেজর জিয়াউর রহমান
ঘ. এ. কে খন্দকার
১৬. বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি প্রদান করেছে। এর কারণ হিসেবে কোন তথ্যটি যুক্তিযুক্ত?
ক. বীরত্ব ও সাহসিকতার অবদানের স্বীকৃতি
খ. পরিবারের সদস্যের সান্তনা প্রদান
গ. দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন
ঘ. যুদ্ধকালীন সময়ে সহায়তার স্বীকৃতি
১৭. দীর্ঘ ৯ মাস ধরে রক্তক্ষয়ী যুদ্ধ করে অপূরণীয় ত্যাগ স্বীকার করে মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত?
ক. ভীতিমূলক
খ. সান্তনামূলক
গ. প্রতিশোধমূলক
ঘ. শ্রদ্ধাপূর্ণ
১৮. মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের অত্যাচারের মুখে প্রাণভয়ে প্রায় এক কোটিরও বেশি শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। আশ্রয়দাতা দেশ কোনটি?
ক. আফগানিস্তান
খ. ভারত গ. মিসর
ঘ. চীন
১৯. রবির বাবা বীর-বিক্রম হলে তিনি কোন পুরস্কারটি পেয়েছেন?
ক. সর্বোচ্চ বীরত্বসূচক
খ. দ্বিতীয় বীরত্বসূচক
গ. তৃতীয় বীরত্বসূচক
ঘ. চতুর্থ বীরত্বসূচক
২০. তুমি যদি মুজিবনগর সরকারের তাজউদ্দীনের ভ‚মিকা পালন করতে; তবে তোমার ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য হতো?
ক. রাষ্ট্রপ্রতি
খ. প্রধানমন্ত্রী
গ. পররাষ্ট্রমন্ত্রী
ঘ. স্বরাষ্ট্রমন্ত্রী
২১. নিশির বাবা কুষ্টিয়া অঞ্চলে একটি রাস্তা মেরামতের কন্ট্রাক পেয়েছে। উদ্দিপকে যে অঞ্চলটির কথা বলা হয়েছে তা মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
ক. ৪ নং সেক্টর
খ. ৮ নং সেক্টর
গ. ৫ নং সেক্টর
ঘ. ১১ নং সেক্টর
২২. মুক্তিযুদ্ধের ২নং সেক্টর গঠিত হয়েছিল
ক. নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে
খ. চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা নিয়ে
গ. ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর জেলা ও ঠাকুরগাঁও নিয়ে
ঘ. কিশোরগঞ্জ ব্যতীত সমগ্র ময়মনসিংহ অঞ্চল নিয়ে
২৩. আমাদের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবময় ইতিহাস কোনটি?
ক. অসহযোগ আন্দোলন
খ. ৬ দফা আন্দোলন
গ. গণঅভ্যুত্থান
ঘ. মহান মুক্তিযুদ্ধ
২৪. মুক্তিযুদ্ধে কাদের কোনো অবদান নেই?
ক. শহিদ মুক্তিযোদ্ধাদের
খ. আহত মুক্তিযোদ্ধাদের
গ. শান্তি কমিটির সদস্যদের
ঘ. কাদেরিয়া বাহিনীর
২৫. মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনীকে কী বলা হতো?
ক. মুক্তিযোদ্ধা
খ. মুক্তি ব্রিগেড
গ. মুক্তিনিশান
ঘ. মুক্তিফৌজ
২৬. মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি কোনটি?
ক. বীর-বিক্রম
খ. বীরশ্রেষ্ঠ
গ. বীর-প্রতীক
ঘ. বীর-উত্তম
২৭. পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কার আহŸানে?
ক. তাজউদ্দিন আহমদ
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. মেজর জিয়াউর রহমান
২৮. মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সাথে যারা যুদ্ধ করে শহিদ হয়েছেন, তাদের সর্বোচ্চ বীরত্বসূচক রাষ্ট্্রীয় উপাধি কোনটি?
ক. বীর-উত্তম
খ. বীর-বিক্রম
গ. বীরশ্রেষ্ঠ
ঘ. বীর-প্রতীক
২৯. অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপক‚লীয় অঞ্চল চট্টগ্রাম ও চালনাÑ কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
ক. ৮নং সেক্টরে
খ. ৯নং সেক্টরে
গ. ১০নং সেক্টরে
ঘ. ১১নং সেক্টরে
৩০. মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে প্রধান ভ‚মিকা পালন করে কোন দেশ?
ক. পাকিস্তান
খ. মায়ানমার
গ. নেপাল
ঘ. ভারত
৩১. শহিদ বুদ্ধিজীবী দিবসে স্মরণীয় হলেনÑ
ক. এ. কে. খন্দকার
খ. ডা. আলীম চৌধুরী
গ. কাদের সিদ্দিকী
ঘ. আব্দুর রব
৩২. বাংলাদেশে কত বছর ধরে ‘পূর্ব পাকিস্তান’ হিসেবে শোষিত হয়েছিল?
ক. ২১ খ. ২২ গ. ২৩ ঘ. ২৪
৩৩. মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি নিযুক্ত হন কে?
ক. এ. কে. খন্দকার
খ. আব্দুর রব
গ. লে. কর্নেল আব্দুর রব
ঘ. আতাউল গণি ওসমানি
৩৪. মুনীর চৌধুরী, ডা. ফজলে রাব্বী, আনোয়ার পাশা প্রমুখ ব্যক্তিবর্গ কারা?
ক. শহিদ বুদ্ধিজীবী
খ. শহিদ মুক্তিযোদ্ধা
গ. ভাষা শহিদ
ঘ. শহিদ সেনা সদস্য
৩৫. যুদ্ধের প্রথম থেকেই পাকিস্তানি বাহিনী বাঙালি নিধনে কেমন পথ অবলম্বন করে?
ক. সহমর্মিতার
খ. সহানুভ‚তির
গ. কোমলতার
ঘ. চরম নিষ্ঠুরতার
৩৬. পাকিস্তানি হানাদার বাহিনী দিশেহারা হয়ে পড়েছিল কেন?
ক. খাদ্য সংকটে
খ. পানি সংকটে
গ. মুক্তিবাহিনীর আক্রমণে
ঘ. বৈরি আবহাওয়ায়
৩৭. মুজিবনগরের সাথে স্মৃতি বিজড়িত হলোÑ
ক. যশোর
খ. মুন্সিগঞ্জ
গ. রেসকোর্স ময়দান
ঘ. বৈদ্যনাথতলা
৩৮. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়েকটি সেক্টরে ভাগ করার কারণ কী?
ক. মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য
খ. আন্তর্জাতিক সমর্থন লাভের জন্য
গ. জনগণের সমর্থন লাভের জন্য
ঘ. জনগণকে সচেতন করতে
৩৯. মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সংঘটিত আন্দোলন কী নামে পরিচিতি?
ক. ভাষা আন্দোলন
খ. গণঅভ্যুত্থান
গ. ছয়-দফা আন্দোলন
ঘ. শিক্ষা আন্দোলন
৪০. মুক্তিযুদ্ধের মাধ্যমে তুমি আজÑ
ক. স্বায়ত্তশাসিত দেশের নাগরিক
খ. পাকিস্তানি পতাকার অধিকারী
গ. পাকিস্তানি ভ‚খণ্ডের অধিকারী
ঘ. সার্বভৌম দেশের অধিবাসী
সাধারণ
৪১. শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কোন তারিখে?
ক. ৭ ই মার্চ
খ. ২৬শে মার্চ
গ. ১৭ই এপ্রিল
ঘ. ১৪ ই ডিসেম্বর
৪২. মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
ক. কর্ণেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী
খ. কর্ণেল আব্দুর রব
গ. মেজর কে এম সফিউল্লাহ
ঘ. মেজর খালেদ মোশাররফ
৪৩. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
ক. ৯ খ. ১০ গ. ১১ ঘ. ১২
৪৪. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. তাজউদ্দিন আহমদ
ঘ. মওলানা ভাসানী
৪৫. মুক্তিবাহিনী গঠন করা হয় কবে?
ক. ১৯৭১ সালের ১০ই এপ্রিল
খ. ১৯৭১ সালের ১৭ই এপ্রিল
গ. ১৯৭১ সালের ১১ই জুলাই
ঘ. ১৯৭১ সালের ২৬ শে মার্চ
৪৬. আমাদের মুক্তিযুদ্ধ কবে থেকে শুরু হয়?
ক. ১৯৪৭ সালের ১৫ই আগস্ট
খ. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর
গ. ১৯৭১ সালের ২৬ শে মার্চ
ঘ. ১৯৫২ সালের ২১শে ফেব্রয়ারি
৪৭. মুজিবনগর সরকারে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দিন আহমদ
গ. ক্যাপ্টেন মনসুর আলী
ঘ. সৈয়দ নজরুল ইসলাম
৪৮. ‘কে ফোর্স’-এর অধিনায়ক ছিলেন
ক. মেজর জিয়াউর রহমান
খ. মেজর খালেদ মোশাররফ
গ. গ্রপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার
ঘ. লে. কর্নেল আবদুর রব
৪৯. মুক্তিযোদ্ধাদের কাছে সবচেয়ে প্রিয় ¯েøাগান কী ছিল?
ক. জয়বাংলা
খ. বাংলাদেশ জিন্দাবাদ
গ. জয়তু বাংলা
ঘ. তোমার আমার দেশ
৫০. ২৫শে মার্চ রাতে নিরীহ বাঙালি নিধনে পাকিস্তানি বাহিনী যে অভিযান শুরু করে তার নাম কী ছিল?
ক. অপারেশন বাংলা
খ. অপারেশন সার্চলাইট
গ. অপারেশন বøাকআউট
ঘ. অপারেশন ক্লিনহার্ট
৫১. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পণ করে?
ক. ঢাকার রমনা উদ্যানে
খ. ঢাকার অপরাজেয় বাংলার পাদদেশে
গ. ঢাকার রেসকোর্স ময়দানে
ঘ. ঢাকার শাহবাগের জাদুঘরের সামনে
৫২. মুক্তিযুদ্ধে রণাঙ্গনকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ২টি
৫৩. দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের ফলে কী অর্জিত হয়?
ক. স্বাধীন রাষ্ট্র
খ. মাতৃভাষা
গ. মুজিবনগর সরকার
ঘ. ৬ দফা আন্দোলন
বাংলাদেশ ও বিশ্বপরিচয়-আরো পড়ুনঃ
-
- ৫ম শ্রেণি | বাংলা | প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ঘাসফুল কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ভাবুক ছেলেটি গল্প প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | অবাক জলপান নাটকটির প্রশ্ন উত্তর | PDF
৫৪. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. মওলানা ভাসানী
গ. তাজউদ্দিন আহমদ
ঘ. কর্নেল ওসমানী
৫৫. কোন সরকারের উদ্যোগে মুক্তিবাহিনী গঠন করা হয়?
ক. মুজিবনগর সরকার
খ. ভারতীয় সরকার
গ. পূর্ব পাকিস্তান সরকার
ঘ. পশ্চিম পাকিস্তান সরকার
৫৬. বাঙালি সামরিক অফিসার ও সৈন্যদের নিয়ে গঠিত হয়-
ক. মুক্তিফৌজ
খ. মিত্রবাহিনী
গ. মুক্তিবাহিনী
ঘ. মুক্তি ব্রিগেড
৫৭. মুক্তিযুদ্ধে কত মানুষ ঘরছাড়া হয়?
ক. এক কোটির অধিক মানুষ
খ. দুই কোটি মানুষ
গ. তিন কোটি মানুষ
ঘ. চার কোটি মানুষ
৫৮. মুক্তিযুদ্ধে কত মানুষ শহিদ হন?
ক. তিন লক্ষ
খ. তিন হাজার
গ. ত্রিশ হাজার
ঘ. ত্রিশ লক্ষ
৫৯. যৌথবাহিনী গঠন করা হয়েছিল-
ক. ১৯৭১ সালের ২১শে নভেম্বর
খ. ১৯৭১ সালের ২৬শে মার্চ
গ. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর
ঘ. ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর
৬০. ৬ দফা আন্দোলন কত সালে হয়?
ক. ১৯৫৬
খ. ১৯৫৪
গ. ১৯৬৮
ঘ. ১৯৬৬
৬১. কত সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে?
ক. ১৯৭৪ খ. ১৯৭০ গ. ১৯৬৮ ঘ. ১৯৬৯
৬২. বঙ্গবন্ধু ১৯৭১ সালের কত তারিখে স্বাধীনতা ঘোষণা করেন?
ক. ২৬শে মার্চ
খ. ২৫শে মার্চ
গ. ৭ই মার্চ
ঘ.১৬ই ডিসেম্বর
৬৩. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর তারিখের কোন সময় পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে?
ক. সকালে খ. সন্ধ্যায় গ. বিকালে ঘ. রাতে
৬৪. রাষ্ট্রীয় উপাধি পাওয়ার সময় কারা বেঁচে ছিলেন না?
ক. বীর-প্রতীক
খ. বীর-উত্তম
গ. বীর-বিক্রম
ঘ. বীরশ্রেষ্ঠ
৬৫. মুক্তিযুদ্ধে সাহসিকতা ও ত্যাগের জন্য সর্বশেষ বীরত্বসূচক পুরস্কার কোনটি?
ক. বীর-প্রতীক
খ. বীর-উত্তম
গ. বীর-বিক্রম
ঘ. বীরশ্রেষ্ঠ
৬৬. ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
ক. ২ খ. ১১ গ. ৩ ঘ. ৪
৬৭. মুক্তিযুদ্ধ কত মাস স্থায়ী হয়েছিল?
ক. ৭ মাস খ. ৮ মাস গ. ৯ মাস ঘ. ১০ মাস
৬৮. গেরিলাদের কোন গ্রপ অস্ত্র বহন করত?
ক. অ্যাকশন গ্রপ
খ. ইন্টেলিজেন্স গ্রপ
গ. সিস্টেম গ্রপ
ঘ. ওয়্যার গ্রপ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।