পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | বর্ণনামূলক প্রশ্ন উত্তর: পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়টির ৫ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক :
প্রশ্ন-১ : অতিরিক্ত জনসংখ্যা কী? জনসংখ্যা সমস্যা সমাধানের প্রয়োজন কেন? জনসংখ্যা সমস্যা সমাধানের তিনটি উপায় লিখ।
উত্তর : অতিরিক্ত জনসংখ্যা : কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে অতিরিক্ত জনসংখ্যা বলে।
জনসংখ্যা সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা : অতিরিক্ত জনসংখ্যা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার মান ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে বিধায় জনসংখ্যা সমস্যা সমাধান করা প্রয়োজন।
জনসংখ্যা সমস্যা সমাধানের উপায় : জনসংখ্যা সমস্যা সমাধানের তিনটি উপায় হলো :
১. প্রধান খাদ্যের কৃষি উৎপাদন বাড়াতে হবে।
২. স্বাক্ষরতা এবং শিক্ষার মান বাড়াতে শিশুদের লেখাপড়ায় উৎসাহিত করতে হবে।
৩. রোগ প্রতিরোধে বিভিন্ন টিকা এবং স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি সহায়তা বাড়াতে হবে।
প্রশ্ন-২ : আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ফলেÑ ব্যাখ্যা কর।
উত্তর : আমাদের চারপাশের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ নিয়েই আমাদের পরিবেশ। কিন্তু অতিরিক্ত জনসংখ্যার কারণে একদিকে আমাদের প্রাকৃতিক পরিবেশ যেমন দূষিত হয়ে পড়ছে, অন্যদিকে সামাজিক পরিবেশেও দেখা দিয়েছে নানা ধরনের বিশৃঙ্খলা। অতিরিক্ত জনসংখ্যার কারণে অধিক ফসল ফলাতে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এগুলো পুকুর ও নদীর পানি নষ্ট করছে এবং বনের গাছপালা কেটে বাড়িঘর তৈরি করায় বন ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে সামগ্রিকভাবে আমাদের বসবাসের পরিবেশ দূষিত হয়ে পড়ছে।
প্রশ্ন-৩ : অতিরিক্ত জনসংখ্যা আমাদের জীবনযাত্রার মানে কীরূপ প্রভাব ফেলছে। এক্ষেত্রে যানবাহনের উপর প্রভাব কী? চারটি বাক্যে বুঝিয়ে বল।
উত্তর : জীবনযাত্রার মানের ওপর রয়েছে জনসংখ্যা বৃদ্ধির নেতিবাচক প্রভাব। জনসংখ্যা বৃদ্ধির প্রভাবে আমাদের জীবনযাত্রার মান ক্রমশ নিম্নস্তরে পৌঁছে যাচ্ছে। এক্ষেত্রে যানবাহনের উপরও নেতিবাচক প্রভাব পড়ে। যেমন : অতিরিক্ত জনসংখ্যার কারণে অতিরিক্ত যানবাহন চলাচল করছে। ফলে যানজট হচ্ছে। মানুষ অতিরিক্ত যাত্রী হয়ে যানবাহনে চলাচল করছে। ফলে দুর্ঘটনা বাড়ছে।
প্রশ্ন-৪ : বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বেড়েই চলছে। এতে তাদের কী কী মৌলিক অধিকার খর্ব হচ্ছে। বাসস্থানের ওপর জনসংখ্যা বৃদ্ধির চারটি প্রভাব লিখ।
উত্তর : বাংলাদেশের জনসংখ্যা বেড়ে যাওযার কারণে তাদের খাদ্য, বাস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা ইত্যাদি মৌলিক অধিকার খর্ব হচ্ছে।
বাসস্থানের ওপর জনসংখ্যা বৃদ্ধির চারটি প্রভাব হলো :
১. জাতিসংঘের তথ্য মতে, বাংলাদেশে প্রায় দশ লাখ মানুষ গৃহহীন।
২. বর্তমানে যে হারে জনসংখ্যা বাড়ছে তাতে প্রতিবছর প্রায় তিরিশ লাখ মানুষের জন্য অতিরিক্ত বাসস্থান প্রয়োজন।
৩. সম্পদের সীমাবদ্ধতার কারণে সরকারের পক্ষে অতিরিক্ত জনগোষ্ঠীর বাসস্থান দেওয়া সম্ভব হচ্ছে না।
৪. বাসস্থানের অভাবে শহরের ছিন্নমূল মানুষেরা মানবেতর অবস্থায় বসবাস করছে।
প্রশ্ন-৫ : মানবসম্পদ রপ্তানি বলতে কী বুঝ? মানবসম্পদ উন্নয়নে শিক্ষার গুরুত্ব উল্লেখ কর।
উত্তর : পৃথিবীর বহুদেশে মূলধন বা প্রাকৃতিক সম্পদ থাকলেও জনসম্পদের অভাব থাকায় দক্ষ মানবসম্পদের প্রচুর চাহিদা রয়েছে। সেসব দেশে জনসম্পদ পাঠানোকে মানবসম্পদ রপ্তানি বলে। মানবসম্পদ উন্নয়নের মূল উপাদান হচ্ছে শিক্ষা। শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নয়ন এবং কর্মমুখী ও কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে জনসম্পদকে দক্ষ করে তোলা যায়। এতে অল্প সময়েই জনসংখ্যা মানবসম্পদে রূপান্তরিত হবে।
প্রশ্ন-৬ : অর্থনৈতিক উন্নয়ন কীভাবে জনসংখ্যা বৃদ্ধির হার কমায়? জনসংখ্যা সমস্যা সমাধানে শিক্ষা কীভাবে ভ‚মিকা রাখে?
[তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা]
উত্তর : দেশের প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, দ্রæত শিল্পায়ন, কৃষির আধুনিকীকরণ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করে, অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করে জীবনযাত্রার মান উন্নত করা যায়। উন্নত জীবনের ছোঁয়া পেলে সাধারণ মানুষ জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে আগ্রহী হয়। শিক্ষিত জনগোষ্ঠী জীবনযাত্রার মান উঁচু রাখার জন্য পরিবারের জনসংখ্যা সীমিত রাখে। এভাবে শিক্ষা জনসংখ্যা সমস্যা সমাধানে কার্যকর ভ‚মিকা পালন করে।
সাধারণ
প্রশ্ন-৭ : জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাঁচটি উপায় লিখ।
উত্তর : জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার ৫টি উপায় হলো :
১. শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করা।
২. প্রশিক্ষণ ও স্বাস্থ্য সেবার মাধ্যমে শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধি করা।
৩. উপযুক্ত খাদ্য ও পুষ্টি, পরিবেশসম্মত আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
৪. সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা।
৫. কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা।
আরো পড়ুনঃ
-
- ৫ম শ্রেণি | বাংলা | প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ঘাসফুল কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ভাবুক ছেলেটি গল্প প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | অবাক জলপান নাটকটির প্রশ্ন উত্তর | PDF
প্রশ্ন-৮ : খাদ্যের ওপর জনসংখ্যা বৃদ্ধির পাঁচটি প্রভাব লিখ।
উত্তর : খাদ্যের ওপর জনসংখ্যা বৃদ্ধির পাঁচটি প্রভাব হলো :
১. খাদ্য ঘাটতি দেখা দেয়।
২. বসতি স্থাপনের জন্য কৃষি জমির পরিমাণ কমে যায়।
৩. খাদ্য চাহিদা পূরণের জন্য বিপুল পরিমাণ খাদ্য বিদেশ থেকে আমদানি করতে হয়।
৪. খাদ্যের অভাবে শিশুসহ দরিদ্র জনগোষ্ঠী পুষ্টিহীনতায় ভোগে।
৫. খাদ্যের মূল্য বেড়ে যায়।
প্রশ্ন-৯ : জনসংখ্যা বেড়ে যাওয়ায় সমাজ ও পরিবেশে কী কী সমস্যার সৃষ্টি হয়?
উত্তর : জনসংখ্যা বেড়ে যাওয়ায় আমাদের সমাজ ও পরিবেশে অনেক সমস্যার সৃষ্টি হয়। যেমন : ১. অপরিচ্ছন্ন রাস্তাঘাট, ২. আবর্জনা সমস্যা, ৩. বস্তি সমস্যা, ৪. যানবাহনজনিত সমস্যা, ৫. বেকার সমস্যা ইত্যাদি।
প্রশ্ন-১০ : জনসংখ্যা বেড়ে যাওয়ায় পরিবেশের উপর কী প্রভাব পড়ছে?
উত্তর : জনসংখ্যা বেড়ে যাওয়ায় পুকুর ও নদীর পানি নষ্ট হয়ে পরিবেশ দূষণ ঘটছে। বনের গাছপালা কেটে ফেলা হচ্ছে। বাড়তি জনসংখ্যার জন্য বসতবাড়ি নির্মিত হচ্ছে। অতিরিক্ত ভ‚গর্ভের পানি উত্তোলন করা হচ্ছে। এতে পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন ঘটছে।
প্রশ্ন-১১ : স্বাস্থ্যের ওপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর : জনসংখ্যা বৃদ্ধির জন্য আমাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। অতিরিক্ত জনসংখ্যার পুষ্টির চাহিদা মেটানো বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করাও সম্ভব হচ্ছে না। এদেশের প্রায় অর্ধেক জনসংখ্যাই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। হাসপাতালগুলোতে চাহিদার তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি এবং চিকিৎসক সংখ্যা অপ্রতুল। ফলে অনেকেই উপযুক্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
প্রশ্ন-১২ : খাদ্যের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব ৫টি বাক্যে লেখ।
উত্তর : অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে কৃষি জমির পরিমাণ কমে যায়। ফলে উৎপাদন ঘাটতি দেখা দেয়। খাদ্য আমদানি করতে হয়। খাদ্যের মূল্য অস্বাভাবিক বেড়ে যায়। পুষ্টিহীনতায় ভুগতে হয়।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।