পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়টির ৩য় অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ৩ – বাংলাদেশের ঐতিহাসিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক
১. শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ে লোকশিল্প যাদুঘর তৈরি করেছিলেন কেন?
ক. অর্থ উপার্জনের জন্য
খ. নিজেকে জনপ্রিয় করার জন্য
গ. দেশীয় শিল্প নিয়ে গর্ব করার জন্য
ঘ. সোনারগাঁর সৌন্দর্য বর্ধনের জন্য
২. অনেক বিদেশি নাগরিক প্রতি বছর পাহাড়পুর যায় কেন?
ক. বিশেষ খাদ্য খাবার জন্য
খ. উপভোগ করার জন্য
গ. বাচ্চাদের শিক্ষার জন্য
ঘ. ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য
৩. মনে কর তুমি ঐতিহাসিক দালান পরিদর্শনে যাচ্ছ। তুমি সেখানে গিয়ে কী করবে?
ক. দালানে উপরে উঠব
খ. কোনো আগ্রহ দেখাবো না
গ. দালানটির প্রতি শ্রদ্ধাশীল হব
ঘ. দালানের কিছু অংশ নিয়ে আসব
৪. তুমি বাংলাদেশের প্রত্মতাত্তি¡ক নিদর্শন সম্পর্কে জানবে কেন?
ক. ঐ সকল স্থানে ভ্রমণের উদ্দেশ্যে
খ. পরীক্ষায় ভাল ফলাফলের জন্য
গ. আমাদের ইতিহাসকে জানা ও বুঝার জন্য
ঘ. আমাদের সংস্কৃতি সম্পর্কে আগ্রহ প্রকাশের জন্য
৫. তুমি তোমার দেশের ঐতিহাসিক নিদর্শনসমূহের প্রতি সম্মান দেখাবে কেন?
ক. দেখতে অনেক চমৎকার বলে
খ. আর্থিকভাবে অনেক মূল্যবান বলে
গ. আমাদের ইতিহাস ও সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে বলে
ঘ. বিদেশীগণ এ ব্যাপারে অনেক আগ্রহ প্রকাশ করে বলে
৬. সোনারগাঁওয়ের গুরুত্ব ধীরে ধীরে লোপ পায় কেন?
ক. নদীয়া রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পেলে
খ. মুর্শিদাবাদ রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পেলে
গ. সিলেট রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পেলে
ঘ. ঢাকা রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পেলে
৭. সোয়েব তাঁর চাচার সাথে বুড়িগঙ্গার তীরে অবস্থিত একটি জাদুঘরে বেড়াতে যায়। সোয়েবের দেখা জাদুঘরটি আসলে কী?
ক. জাতীয় জাদুঘর
খ. লালবাগ কেল্লা
গ. পানাম নগর
ঘ. আহসান মঞ্জিল
৮. আজাদ ময়নামতিতে শিক্ষা ও শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থার নিদর্শন দেখতে পেল। এ থেকে সে বুঝতে পারবে-
ক. এখানে বিদ্যাচর্চার সুব্যবস্থা ছিল
খ. এখানে জীবনব্যবস্থা ভালো ছিল
গ. এখানে অর্থনৈতিক অবস্থা ভালো ছিল
ঘ. এখানে ধর্ম চর্চার সুব্যবস্থা ছিল
৯. বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রাপ্ত ঐতিহাসিক নিদর্শনগুলোর মাধ্যমে আমরা কী জানতে পারি?
ক. ক্ষদ্র জাতিসত্তার পরিচয়
খ. ভৌগোলিক অবস্থান
গ. বাংলাদেশ ও বহির্বিশ্বের সম্পর্ক
ঘ. প্রাচীন বাংলার ধর্ম ও সংস্কৃতি
১০. তুমি নরসিংদী জেলাতে জন্মগ্রহণ করলে কোনটি নিয়ে অধিক গর্ববোধ করতে পারবে?
ক. পাহাড়পুর প্রতস্থল
খ. ময়মনসিংহ প্রত্নস্থল
গ. উয়ারী-বটেশ্বর প্রতস্থল
ঘ. সোনারগাঁও প্রতস্থল
১১. অহিন, শাহীন ও রুমা তাদের স্কুল থেকে রাজশাহীতে অবস্থিত বৌদ্ধদের এক বিশাল শিক্ষাকেন্দ্রে পিকনিকে যায়। উদ্দীপকে আলোচিত শিক্ষা কেন্দ্রটি কোন জেলায়?
ক. যশোর খ. রাজশাহী গ. নওগাঁ ঘ. পাবনা
১২. সোমপুর বিহারে কিসের নিদর্শন পাওয়া গেছে?
ক. মৌর্য সভ্যতার
খ. জৈন সভ্যতার
গ. বৌদ্ধ সভ্যতার
ঘ. মুসলিম সভ্যতার
১৩. বাংলাদেশের কোন প্রততাত্তি¡ক স্থানে বৌদ্ধ সভ্যতার নিদর্শন পাওয়া গেছে?
ক. মহাস্থানগড়
খ. আহসান মঞ্জিল
গ. ময়নামতি
ঘ. লালবাগ দুর্গ
১৪. কোন প্রাচীন প্রত্নস্থলে বেজির সঙ্গে যুদ্ধরত গোখরা সাপ, আগুয়ান হাতির নিদর্শন পাওয়া গিয়েছে?
ক. মহাস্থানগড়
খ. উয়ারী-বটেশ্বর
গ. সোমপুর বিহার
ঘ. ময়নামতি
১৫. উয়ারি ও বটেশ্বর নরসিংদী জেলার পাশাপাশি দুটি গ্রাম। তাহলে ‘উয়ারী-বটেশ্বর’ কী?
ক. প্রত্নতাত্তি¡ক নিদর্শন
খ. ঐতিহাসিক নিদর্শন
গ. প্রাচীন নিদর্শন
ঘ. স্থাপত্য নিদর্শন
১৬. শিমুলের দাদু বলল, বাংলাদেশের একটি বিশেষ খ্যাতনামা স্থান আছে যা খ্রিষ্টপূর্ব চার শতক থেকে পরবর্তী পনেরো শত বছরের বেশি সময়কালের ইতিহাসের সাক্ষ্য বহন করে। উক্ত স্থানটির নাম কী?
ক. মহাস্থানগড়
খ. লালবাগ দুর্গ
গ. উয়ারী-বটেশ্বর
ঘ. পাহাড়পুর
১৭. ১৯৮৫ সালে বাংলাদেশ সরকার আহসান মঞ্জিলের তত্ত¡াবধানের ব্যবস্থা করেন। এর কারণ-
ক. পর্যটন কেন্দ্রে পরিণত করা
খ. অর্থনৈতিকভাবে লাভবান হওয়া
গ. ঐতিহাসিক গুরুত্ব ধরে রাখা
ঘ. দুর্গ হিসেবে ব্যবহার করা
১৮. কুমিল্লা শহরের কাছে প্রত্ন নিদর্শন দেখতে যেতে তুমি যাবে বাংলাদেশের
ক. দক্ষিণ-পূর্বে
খ. উত্তর-পূর্বে
গ. দক্ষিণ-পশ্চিমে
ঘ. উত্তর-দক্ষিণে
১৯. মোগল আমলে ঢাকার এ দুর্গটি নির্মিত হয়। দুর্গটি কিসের তৈরি?
ক. পাথর খ. লোহা গ. ইট ঘ. কাঠ
২০. ‘খোদাই পাথর’ নামক বিশেষ এক ধরনের পাথর কোথায় পাওয়া গেছে?
ক. পাহাড়পুর
খ. মহাস্থানগড়
গ. ময়নামতি
ঘ. সোনারগাঁও
২১. কুমিল্লায় কোন সভ্যতার নিদর্শন রয়েছে বলে তুমি মনে কর?
ক. হিন্দু সভ্যতা
খ. মুসলিম সভ্যতা
গ. বৌদ্ধ সভ্যতা
ঘ. খ্রিষ্টীয় সভ্যতা
২২. ময়নামতি স্থানটির সাথে কার কাহিনী জড়িত?
ক. রাজা ধর্মপালের স্ত্রী
খ. রাজা মানিকচন্দ্রের স্ত্রী
গ. ঈসা খা
ঘ. পরী বিবি
২৩. তুমি ‘ সোমপুর মহা বিহার’ দেখতে কোথায় যাবে?
ক. ময়নামতি খ. পাহাড়পুর গ. মহাস্থানগড় ঘ. বগুড়া
২৪. লালবাগ দুর্গ প্রতিষ্ঠা করেন
ক. আওরঙ্গজেব
খ. আকবর
গ. মোহাম্মদ আযম
ঘ. খান মির্জা
২৫. সময় বিবেচনায় উয়ারী-বটেশ্বরের সঙ্গে মিল আছে
ক. ময়নামতি
খ. সোনারগাঁও
গ. পাহাড়পুর
ঘ. মহাস্থানগড়
২৬. সাদিয়া ‘মহাস্থান গড়’ পরিদর্শনে গিয়েছে। সেখানে সে কোন নদীর তীরে বেড়াবে?
ক. করতোয়া খ. আত্রাই গ. ধলেশ্বরী ঘ. গড়াই
২৭. পাহাড়পুরে ভ্রমণকারীদের কৌত‚হল মেটাতে রয়েছে
ক. জাদুঘর খ. রূপবান মুড়া গ. খোদাই পাথর ঘ. রানির বাংলা
২৮. পুন্ড্রনগর গড়ে তুলতে পৃষ্ঠপোষকতা করেন
ক. পাল রাজাগণ
খ. সেন রাজাগণ
গ. মৌর্য রাজাগণ
ঘ. খড়বা রাজাগণ
২৯. ফরাসিগণ ছিলেন আহসান মঞ্জিলের
ক. নির্মাতা
খ. প্রতিষ্ঠাতা
গ. ক্রেতা
ঘ. নকশা প্রণয়নকারী
৩০. ১৭৭টি কুঠুরি সংবলিত বিহার আরিফকে মুগ্ধ করে। সে কোথায় ভ্রমণ করছে?
ক. শালবন বিহারে
খ. ভোজ বিহারে
গ. ময়নামতির ঢিবিতে
ঘ. সোমপুর বিহারে
৩১. রাজা মানিক চন্দ্রের কাহিনীর সঙ্গে কোন প্রত্নস্থলটি জড়িত?
ক. সোনারগাঁও
খ. ময়নামতি
গ. আহসান মঞ্জিল
ঘ. লালবাগ দুর্গ
৩২. কারুকার্যমণ্ডিত মন্দির দেখতে সহপাঠীদের সাথে তুমি কোথায় বেড়াতে যাবে?
ক. মহাস্থানগড়
খ. পাহাড়পুর
গ. ময়নামতি
ঘ. উয়ারী-বটেশ্বর
৩৩. লালবাগ দুর্গের বিশেষ বৈশিষ্ট্য কী?
ক. তিন গম্বুজ বিশিষ্ট
খ. পরী বিবির মাজার আছে
গ. ইটের তৈরি
ঘ. উঁচু প্রাচীর আছে
৩৪. সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠার কারণ হিসেবে কোন তথ্যটি সঠিক?
ক. পর্যটন শিল্পের উন্নয়ন
খ. লোকশিল্পের চর্চা করা
গ. অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা
ঘ. গৌরব ধরে রাখা
সাধারণ
৩৫. ওয়ারী বটেশ্বর খননকার্য পরিচালিত হয়েছিল কেন?
ক. বহুতল ভবন নির্মাণের জন্য
খ. খনিজসম্পদ আবিষ্কারের জন্য
গ. ভ‚গর্ভস্থ সুড়ঙ্গপথ নির্মাণের জন্য
ঘ. প্রত্নতাত্তিক নিদর্শন আবিষ্কারের জন্য
৩৬. মহাস্থানগড়ে বাংলার কোন প্রাচীন নগরের ধ্বংসাবশেষ রয়েছে?
ক. পানাম নগর
খ. পুন্ড্রনগর
গ. পাড়য়া
ঘ. ভাসুবিহার
৩৭. কোন রাজার শাসন আমলে “সোমপুর মহাবিহার” নির্মিত হয়?
ক. গোপাল
খ. দেবপাল
গ. ধর্মপাল
ঘ. মহিপাল
৩৮. সোনারগাঁয়ে বাংলাদেশের লোকশিল্প যাদুঘর প্রতিষ্ঠা কে করেন?
ক. শিল্পী হাসেম খান
খ. শিল্পী কাইয়ুম চৌধুরী
গ. শিল্পাচার্য জয়নুল আবেদিন
ঘ. শিল্পী এস এম সুলতান
৩৯. লোকশিল্প যাদুঘর প্রতিষ্ঠা করা হয় কবে?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
৪০. ‘শালবন বিহার’ কোথায় অবস্থিত?
ক. মহাস্থানগড়
খ. পাহাড়পুর
গ. ময়নামতি
ঘ. লালবাগ দুর্গ
৪১. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক. তিস্তা খ. মানস গ. যমুনা ঘ. করতোয়া
৪২. উয়ারী-বটেশ্বর কোন জেলাতে অবস্থিত?
ক. রাজশাহী খ. কুমিল্লা গ. বগুড়া ঘ. নরসিংদী
৪৩. ঢাকা শহর থেকে কোন দিকে সোনারগাঁও অবস্থিত?
ক. দক্ষিণ পশ্চিম
খ. উত্তরপর্বু
গ. উত্তর পশ্চিম
ঘ. দক্ষিণ-পূর্বে
৪৪. ঈসা খাঁর রাজধানী কোথায় ছিল?
ক. লালবাগে
খ. ময়নামতিতে
গ. সোনারগাঁওয়ে
ঘ. রাজশাহীতে
৪৫. আহসান মঞ্জিল কাদের প্রাসাদ ছিল?
ক. ঢাকার রাজাদের
খ. ঢাকার জমিদারদের
গ. ঢাকার নবাবদের
ঘ. ঢাকার সম্রাটদের
৪৬. মুসা খাঁর পিতার নাম কী?
ক. আলবর্দী খাঁ
খ. ঈসা খাঁ
গ. শায়েস্তা খাঁ
ঘ. ফতেহ খাঁ
আরো পড়ুনঃ
-
- ৫ম শ্রেণি | বাংলা | প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ঘাসফুল কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ভাবুক ছেলেটি গল্প প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | অবাক জলপান নাটকটির প্রশ্ন উত্তর | PDF
৪৭. মুঘল আমলে সোনারগাঁও প্রসিদ্ধ ছিল
ক. যুদ্ধক্ষেত্র হিসাবে
খ. সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হিসাবে
গ. ব্যবসা কেন্দ্র হিসাবে
ঘ. প্রশাসনিক কেন্দ্র হিসাবে
৪৮. মহাস্থানগড়ের জন্য কোনটি প্রযোজ্য?
ক. শালবন বিহার
খ. চওড়া খাদবিশিষ্ট দুর্গ
গ. পরী বিবির মাজার
ঘ. ভোজবিহার
৪৯. শাসকগণ তাঁবু খাটিয়ে বাস করতেন কোথায়?
ক. লালবাগ দুর্গে
খ. আহসান মঞ্জিলে
গ. সোনারগাঁয়ে
ঘ. মহাস্থানগড়ে
৫০. মৌর্য আমলের নিদর্শন কোনটি?
ক. উয়ারী-বটেশ্বর
খ. পাহাড়পুর
গ. সোনারগাঁও
ঘ. ময়নামতি
৫১. উয়ারী ও বটেশ্বর কী?
ক. দুটি গ্রামের নাম
খ. দুটি নদীর নাম
গ. বটবৃক্ষের নাম
ঘ. দুটি উপজেলার নাম
৫২. বাংলার সুলতানদের রাজধানী কোথায় ছিল?
ক. সোনারগাঁওয়ে
খ. লালবাগে
গ. আহসান মঞ্জিলে
ঘ. মহাস্থানগড়ে
৫৩. গিয়াসউদ্দিন আযম শাহ -এর মাজার কোথায় অবস্থিত?
ক. লালবাগ দুর্গে
খ. পানাম নগরে
গ. সোনারগাঁওয়ে
ঘ. মহাস্থানগড়ে
৫৪. লালবাগ দুর্গে গোপন প্রবেশপথ কোন দিকে?
ক. দক্ষিণ
খ. উত্তর
গ. পূর্ব
ঘ. পশ্চিম
৫৫. ফরাসিদের কাছ থেকে আহসান মঞ্জিল কে ক্রয় করেন?
ক. আলিমুল্লাহ
খ. আহসানউল্লাহ
গ. মতিউল্লাহ
ঘ. এনায়েতউল্লাহ
৫৬. পাহাড়পুরের প্রত্নস্থলটি কত মিটার উঁচু?
ক. ২৪ খ. ২৫ গ. ১২৪ ঘ. ২২০
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।