পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৯ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়টির ৯ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ৯ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক
১. স্কুল মাঠে ফুটবল খেলার সময় তোমার একজন বন্ধু সামান্য আঘাত পেয়েছে। তুমি তখন কী করবে?
ক. তাকে প্রাথমিকিকিৎসা দেব
খ. তাকে বাড়ি পাঠিয়ে দেব
গ. শিক্ষককে বিষয়টি জানা
ঘ. তাকে হাসপাতালে নিয়ে যাব
২. অপরিচিত ব্যক্তি তোমাকে কিছু খেতে দিলে তুমি কী করবে?
ক. ছোট ভাইকে নিয়ে খাব
খ. কৌশলে এড়িয়ে যাব
গ. খাবারটি অন্য শিশুকে দেব
ঘ. বন্ধুদেরকে নিয়ে খাব
৩. বিদ্যালয়ের আসবাবপত্র ব্যবহারে আমাদের যতœশীল হওয়া প্রয়োজন কেন?
ক. এটি আমাদের দায়িত্বচ
খ. শিক্ষককে খুশি করার জন্য
গ. পিতামাতাকে খুশি করার জন্য
ঘ. শিক্ষার প্রসার ঘটানোর জন্য
৪. তোমার বয়স ১০ বছর। আর কত বছর পর তুমি ভোট দিতে পারবে?
ক. ৬ খ. ৭ গ. ৮ ঘ. ৯
৫. স্কুলের মাঠে খেলতে গিয়ে তোমার বোন গুরুতর আঘাত পেয়েছে। তুমি কী করবে?
ক. ঝাঁড়ফুক দেয়া লোকের কাছে নিয়ে যাব
খ. আমি নিজেই তারিকিৎসারেষ্টা করব
গ. তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব
ঘ. প্রাথমিকিকিৎসা দিয়ে ডাক্তারের কাছে নেব
৬. তোমার এক সহপাঠী স্কুলে টিফিন আনতে ভুলে গেছে। তুমি কী করবে?
ক. তাকে প্রতিদিন টিফিন আনতে বলব
খ. নিজ টিফিন তার সাথে ভাগ করে খাব
গ. নিজ টিফিন খেয়ে নেব
ঘ. বিষয়টি এড়িয়ে যাব
৭. রাস্তা পারাপারের জন্য আইন মেনেলার প্রধান কারণ
ক. যানজট এড়ানো
খ. দুর্ঘটনা এড়ানো
গ. জরিমানা এড়ানো
ঘ. দ্রুত রাস্তা পার হওয়া
৮. তুমি ও তোমার ছোটভাই বাড়িতে বসে আছ, সে সময়ে তোমার ছোটভাই এর ডায়রিয়া শুরু হলো। তুমি সর্বপ্রথম কী করবে?
ক. হাসপাতালে নিয়ে যাব
খ. ওরস্যালাইন খেতে দেব
গ. প্রতিবেশীদের খবর দেব
ঘ. পিতামাতাকে খবর দেব
৯. তোমার প্রতিবেশী একজন মুক্তিযোদ্ধা বর্তমানে অসুস্থ এবং আর্থিকভাবে অসচ্ছল। এখন তুমি কী করবে?
ক. বিষয়টি এড়িয়ে যাব
খ. সাহায্যের উদ্যোগ নেব
গ. শিক্ষকের সাহায্যাইব
ঘ. নিজ বাড়িতে নিয়ে আসব
১০. তোমার একজন বন্ধু প্রাথমিক সমাপনী পরীক্ষায় তোমারেয়ে বেশি নম্বর পেয়েছে। তুমি কী করবে?
ক. তাকে বকা দেব
খ. তাকে ঈর্ষা করব
গ. তাকে বিদ্রƒপ করব
ঘ. তাকে অভিনন্দিত করব
১১. একজন নাগরিক কীভাবে শাসন কাজে অংশগ্রহণ করেন?
ক. ভোটদানের মাধ্যমে
খ. শিক্ষা লাভের মাধ্যমে
গ. কর প্রদানের মাধ্যমে
ঘ. দরিদ্রদেরকে সাহায্য করার মাধ্যমে
১২. প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখার প্রধান কারণ হলো
ক. আমরা একই এলাকায় বাস করি বলে
খ. আমাদের ব্যবহার ভলো হওয়া উচিত বলে
গ. তাদের সাথে আমাদের প্রতিদিন দেখা হয় বলে
ঘ. আমরা অসুবিধায় পড়লে তারা এগিয়ে আসেন বলে
১৩. তোমার বিদ্যালয়ে যাতায়াতের পথে একটা সাঁকো ভেঙে গেছে। এক্ষেত্রে তুমি কী করবে?
ক. অন্য বিদ্যালয়ে যাব
খ. বড়দের সহায়তায় মেরামত করব
গ. বিকল্প পথে বিদ্যালয়ে যাব
ঘ. মেরামতের জন্য নিজেই অর্থ সংগ্রহ করব
১৪. দেশে সুশাসন প্রতিষ্ঠায় কী ধরনের লোককে ভোট দেওয়া উচিত?
ক. সৎ ও যোগ্য ব্যক্তি
খ. ধনী ও নামকরা ব্যক্তি
গ. নিজ দলের লোক
ঘ. প্রভাবশালী ব্যক্তি
১৫. রাস্তায়লার সময় একজন অপরিচিত ব্যক্তিকোলেট দিয়ে তোমার সাথে খাতির জমাতোইল। তুমি কী করবে?
ক. আমিকোলেটটি নেব
খ. আমিকোলেটটি নেব না
গ. আমিকোলেটটি ফেলে দেব
ঘ. আমিকোলেটি নেব এবং পরে খাব
১৬. তুমি দেশসেবার জন্য তোমাকে প্রস্তুত করতোও। সেক্ষেত্রে তোমাকে কীভাবে প্রস্তুত করবে?
ক. অর্থ উপার্জন করব
খ. অন্যকে সাহায্য করব
গ. পিতা-মাতাকে কাজে সাহায্য করব
ঘ. বিদ্যালয়ে ভালোভাবে লেখাপড়া করব
১৭. রাসেলের মা প্রতিদিন রাসেলের স্কুল ছুটির পর নিয়ে আসে। হঠাৎ একদিন রাসেলের মায়ের আসতে দেরি হলে রাসেলের করণীয় কী?
ক. একটি বাসায় যাওয়া
খ. খেলতে যাওয়া
গ. অন্য কারো সাথে যাওয়া
ঘ. মায়ের জন্য অপেক্ষা
১৮. বাবুল সাহেব প্রত্যেক নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেন। এর মাধ্যমে তিনি রাষ্ট্রের কোন কাজে অংশগ্রহণ করেন?
ক. বিচার কাজে
খ. সামাজিক কাজে
গ. শাসন কাজে
ঘ. নিরাপত্তার কাজে
১৯. রাস্তাঘাটেলাচলের সময় আমাদের কী করা উচিত?
ক. রাস্তার মাঝ পথ দিয়ে হাঁটা
খ. সংকেত অনুসরণ না করা
গ. জেব্রাক্রসিং ব্যবহার না করা
ঘ. ফুটপাথ ব্যবহার করা
২০. সবকিছুর ঊর্ধ্বে আমরা কোনটিকে গুরুত্ব দেব?
ক. পরিবারের স্বার্থকে
খ. সরকারের স্বার্থকে
গ. সমাজের স্বার্থকে
ঘ. দেশের স্বার্থকে
২১. আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য আছে
ক. পরিবার ও রাষ্ট্রের প্রতি
খ. সমাজ ও রাষ্ট্রের প্রতি
গ. পরিবার ও সমাজের প্রতি
ঘ. পরিবার ও নাগরিকের প্রতি
২২. সমাজজীবন আরও সুন্দর হলে সমাজের সদস্যরা ভালভাবে জীবনযাপন করতে পারবে নিচের কোনটি অনুসরণ করলে?
ক. সমাজে শান্তি হয় এমন কাজ করলে
খ. অসুবিধাগ্রস্ত মানুষকে সাহায্য না করলে
গ. সমাজের উন্নয়নে কাজ করলে
ঘ. ছোটদের ভাল না বাসলে
২৩. রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব নয় কোনটি?
ক. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
খ. আইন মেনেলা
গ. নিয়মিত কর প্রদান করা
ঘ. রাষ্ট্রের কাজে সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা না করা
২৪. আমরা সবাই রাষ্ট্রের কী হিসেবে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা এবং অধিকার ভোগ করি?
ক. নেতা খ. বিচারক গ. নাগরিকচ ঘ. সদস্য
২৫. আমরা কখন ভোট দেওয়ার অধিকার লাভ করব?
ক. শিক্ষা জীবন শেষ হলে
খ.াকরি পেলে
গ. বয়স ১৮ বছর হলে
ঘ. যে কোনো সময়
২৬. আমরা কীসের উন্নয়নের জন্য কাজ করব?
ক. সমাজের
খ. নিজের
গ. পরিবারের
ঘ. আত্মীয়ের
২৭. আমরা সমাজের বিভিন্ন নিয়ম মেনেলব কেন?
ক. স্বাধীনতা রক্ষায়
খ. ধর্ম পালনের জন্য
গ. জীবনকে সুন্দর করতে
ঘ. টাকা উপার্জনের জন্য
২৮. অসুবিধাগ্রস্ত মানুষের প্রতি আমরা কেমন আচরণ করব?
ক. সুন্দর ব্যবহার করব
খ. সহমর্মিতা ও সহযোগিতা করব
গ. মিলেমিশে থাকব
ঘ. ভালো খাবার দেব
২৯. তোমার বিদ্যালয়টি একটি মহসড়কের পাশে অবস্থিত। বিদ্যালয় ছুটির পর তুমি এবং তোমার বন্ধুরা কীভাবে রাস্তা পার হবে?
ক. একাকী দৌড়ে
খ. সবাই একযোগে হেঁটে
গ. সবাই একযোগে দৌঁড়ে
ঘ. সবাই ডানে ও বামে তাকিয়ে সাবধানে
৩০. তুমি তোমার বাবার সাথে স্কুলে যাওয়ার সময় দেখলে যে অনেক লোক রাস্তায়লার নিয়ম মানছে না। তারা ওভারব্রীজ দিয়ে রাস্তা পার না হয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছে। এক্ষেত্রে তুমি কী করবে?
ক. অন্যদের মত দৌড়ে রাস্তা পার হবে
খ. তোমার বাবা দৌড়ে এবং তুমি ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হবে
গ. দুজনেই ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হবে
ঘ. বাড়ি ফিরে আসবে
৩১. আমরা সকলে কোন সংগঠনের সদস্য?
ক. সমাজের খ. দেশের গ. বাজারের ঘ. স্কুলের
৩২. শারমিন রান্না করতে গিয়ে হাত পুড়ে ফেলে। এক্ষেত্রে প্রথমে তার করণীয় কী?
ক. ডাক্তার ডেকে আনা
খ. প্রাথমিকিকিৎসা নেওয়া
গ. কোনো ব্যবস্থা গ্রহণ না করা
ঘ. হাসপাতালে যাওয়া
৩৩. শিক্ষাক্ষেত্রে আমরা কীভাবে দায়িত্ব পালন করব?
ক. বিদ্যালয়ে বেতন পরিশোধ করে
খ. খেলার সময় লেখাপড়া করে
গ. মা-বাবার কথা মেনেলে
ঘ. মনোযোগের সাথে লেখাপড়া করে
৩৪. আমরা কীভাবে সমাজের উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখতে পারি?
ক. খাদ্য দিয়ে
খ. উপদেশ দিয়ে
গ. অংশগ্রহণ করে
ঘ. টাকা-পয়সা দিয়ে
৩৫. শাওন টেবিল ফ্যানের প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে তার বড় ভাই তাকে বাঁচাতে যা করে
ক. মেইন সুইচ বন্ধ করে দেয়
খ. হাত দিয়ে ধাক্কা দেয়
গ. কাথা দিয়ে ঝাপটে ধরে
ঘ. মাথায় পানি ঢালতে থাকে
৩৬. আব্দুল্লাহ প্রতিদিন স্কুলে হেঁটে যায়। স্কুলে যাওয়ার সময় আব্দুল্লাহর করণীয় কী?
ক. রাস্তার মাঝখান দিয়ে হাঁটা
খ. ফুটপাত দিয়ে হাঁটা
গ. আনমনে রাস্তা পার হওয়া
ঘ. ওভার ব্রিজের নিচ দিয়ে হাঁটা
৩৭. অধিকারের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে
ক. কর্তব্যের
খ. অবহেলার
গ. ফাঁকিবাজির
ঘ. মৌলিক অধিকারের
৩৮. রাষ্ট্রের প্রতি আনুগত্য আবশ্যক কেন?
ক. রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা ও উন্নতির জন্য
খ. আন্দোলন-সংগ্রাম প্রতিরোধ করার জন্য
গ. হরতাল-প্রতিরোধের জন্য
ঘ. মানবিক গুণাবলি বিকাশের জন্য
৩৯. রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন
ক. অর্থের
খ. সম্পদের
গ. জনবলের
ঘ. সামরিক বাহিনীর
৪০. সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য কোনটি?
ক. ভোট প্রদান থেকে বিরত থাকা
খ. উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করা
গ. নির্বাচনের আইন অমান্য করা
ঘ. নির্বাচনের আচরণ বিধি না মানা
৪১. আইন অমান্য করলে ভোগ করতে হয়
ক. শান্তি খ. শাস্তি গ. সুখ ঘ. দুঃখ
৪২. দেশের উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজন
ক. শিক্ষিত নাগরিক
খ. অশিক্ষিত নাগরিক
গ. নির্বাচন
ঘ. সবগুলো
৪৩. ওভারব্রিজ ব্যবহার করতে হবে কেন?
ক. দুর্ঘটনা এড়াতে
খ. ভাড়া বাঁচাতে
গ. সময় বাঁচাতে
ঘ. ব্যায়াম করতে
৪৪. রাষ্ট্রের আইন মেনেলা উচিত কেন?
ক. শৃঙ্খলার জন্য
খ. পুরস্কারের আশায়
গ. শাস্তির ভয়ে
ঘ. ধর্মের কারণে
৪৫. সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে কেন?
ক. ক্ষমতা ধরে রাখতে
খ. রাজনৈতিক কারণে
গ. রাষ্ট্র পরিচালনা করতে
ঘ. নির্বাচন করার জন্য
৪৬. গণতান্ত্রিক ব্যবস্থায় প্রাপ্তবয়স্ক প্রত্যেক নাগরিকের যে অধিকার রয়েছে তা হলো
ক. জীবন রক্ষার
খ. ভোটের
গ. শিক্ষা লাভের
ঘ. ধর্ম পালনের
৪৭. নিয়মিত কর দেওয়া নাগরিকের কর্তব্য কেন?
ক. করের অভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হয়
খ. নাগরিক হিসেবে পরিচিত হতে
গ. প্রাপ্ত অর্থ সরবরাহ সহায়তা করে
ঘ. নাগরিকুক্তিবদ্ধ বলে
৪৮. সুশাসন প্রতিষ্ঠা করতে সৎ ও যোগ্য ব্যক্তি কী পাবার অধিকার রাখে?
ক. অর্থ খ.চাদা গ. অনুদান ঘ. ভোট
৪৯. বিদ্যালয়ে আমাদের প্রধান দায়িত্ব কী?
ক. মিলেমিশে থাকা
খ. বিদ্যালয় পাঙ্গণে ঘুরে বেড়ানো
গ. মন দিয়ে লেখাপড়া করা
ঘ. গাছ লাগানো
৫০. স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে তুমি কী করবে?
ক. ফুটপাথ দিয়ে রাস্তা পার হবে
খ. লেভেলক্রসিং দিয়ে রাস্তা পার হবে
গ. জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হবে
ঘ. রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পার হবে
৫১. প্রাথমিকিকিৎসার বাক্স কেন বাড়িতে রাখতে হবে?
ক. বাড়িতে সাময়িকিকিৎসা পেতে
খ. বাড়িতে পরিপূর্ণিকিৎসা পেতে
গ. অবস্থার উন্নতিতে সহায়তা করতে
ঘ. হাসপাতালে নেয়ার উপযোগী করতে
৫২. দুর্ঘটনায় কোনো ব্যক্তি আহত হয়ে প্রচুর রক্তপাত হলে করণীয় কী?
ক. প্রাথমিকিকিৎসা দেওয়া
খ. হাসপাতালে নিয়ে যাওয়া
গ. মাথায় পানি দেওয়া
ঘ. আহত ব্যক্তির ঠিকানা জানা
৫৩. সমাজের প্রতি দায়িত্বের অবহেলা নিচের কোনটি থেকে বোঝা যায়?
ক. নিয়ম অমান্য করা
খ. সম্পদ নষ্ট করা
গ. অসহযোগিতা করা
ঘ. অন্যের ক্ষতি করা
সাধারণ
৫৪. কোনটি সমাজের প্রতি আমাদের দায়িত্বের অবহেলা?
ক. নিয়ম মানা
খ. সম্পদ সংরক্ষণ
গ. সহযোগিতা করা
ঘ. অন্যের ক্ষতি করা
৫৫. রাস্তায়লার সময় আমাদের কী করা উচিত নয়?
ক. জেব্রা ক্রসিং ব্যবহার
খ. ওভারব্রীজ ব্যবহার
গ. ফুটপাত ব্যবহার
ঘ. রাস্তার মাঝ দিয়ে হাঁটা
৫৬. নিচের কোন কাজটি করা তোমার জন্য ঝুঁকিপূর্ণ?
ক. আচার খাওয়া
খ. অপরিচিত লোকের কাছ থেকে কিছু খাওয়া
গ. শ্রেণিকক্ষে বসে টিফিন খাওয়া
ঘ. খাবারের দোকানে বসে কিছু খাওয়া
৫৭. আমাদের দেশে সর্বনিম্ন কত বছর বয়সের নাগরিক ভোট দিতে পারে?
ক. ১৮ খ. ২০ গ. ২২ ঘ. ২৪
৫৮. রাজনৈতিক অধিকার কোনটি?
ক. শিক্ষার অধিকার
খ. সম্পদের অধিকার
গ. ভোটের অধিকার
ঘ. উপরের সবগুলো
আরো পড়ুনঃ
-
- ৫ম শ্রেণি | বাংলা | প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ঘাসফুল কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ভাবুক ছেলেটি গল্প প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | অবাক জলপান নাটকটির প্রশ্ন উত্তর | PDF
৫৯. নাগরিকদের ওপর কী আরোপ করে রাষ্ট্র অর্থ সংগ্রহ করে?
ক. শক্তি খ. আইন গ. শান্তি ঘ. কর
৬০. সরকারের আয়ের অন্যতম উৎস কী?
ক. বৈদেশিক ঋণ
খ. কর
গ. ব্যাংক লোন
ঘ. জনগণেরাঁদা
৬১. দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য কী আছে?
ক. পুলিশ বাহিনী
খ. সেনাবাহিনী
গ. নিয়মকানুন
ঘ. আইনকানুন
৬২. কোনটি সমাজের সম্পদ?
ক. পাহাড় খ. সমুদ্র গ. বায়ু ঘ. পার্ক
৬৩. কোনটি সমাজের প্রতি আমাদের দায়িত্বের অবহেলা?
ক. নিয়ম মানা খ. সম্পদ সংরক্ষণ গ. নিয়ম ভাঙাচ ঘ. সম্পদ সংগ্রহ
৬৪. নাগরিক হিসেবে আমাদের কর্তব্য নয় কোনটি?
ক. ভোট দান
খ. নিয়মিত কর প্রদান
গ. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
ঘ. গোপনে অন্য রাষ্ট্রের পক্ষে কাজ করা
৬৫. কোনটিকে সুন্দর ও সুশৃঙ্খল রাখা আমাদের সবার দায়িত্ব?
ক. পরিবারকে খ. সমাজকেচ গ. রাষ্ট্রকে ঘ. সরকারকে
৬৬. রাস্তায় কীভাবে দুর্ঘটনা ঘটতে পারে?
ক. ট্রাফিক আইন মেনেললে
খ. রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিলে
গ. জেব্রাক্রসিং ব্যবহার করলে
ঘ. ওভারব্রিজ ব্যবহার করলে
৬৭. সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বাবা মার দায়িত্ব ও কর্তব্য কী?
ক. আইন মেনেলা
খ. সন্তানদের শিক্ষালাভের সুযোগ প্রদান করা
গ. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
ঘ. নিয়মিত কর প্রদান
৬৮. নিজ ধর্মের অনুষ্ঠান উৎসব পালন করা কোন ধরনের অধিকার?
ক. রাষ্ট্রীয় অধিকার
খ. পারিবারিক অধিকার
গ. সামাজিক অধিকার
ঘ. মৌলিক অধিকার
৬৯. নিচের কোনটি সামাজিক সম্পদ নয়?
ক. রাস্তাঘাট
খ. যানবাহন
গ. গাছপালা
ঘ. ঘরবাড়ি
৭০. দেশের শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য সরকার কী করে?
ক. কর ধার্য করে
খ. আইনকানুন প্রণয়ন করে
গ. কর্মচারী নিয়োগ দেয়
ঘ. নির্বাচন পরিচালনা করে
৭১. সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখার দায়িত্ব কাদের?
ক. দেশের নেতাদের
খ. সাধারণ মানুষের
গ. আমাদের সবার
ঘ. রাষ্ট্রের
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৯ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।