পঞ্চম শ্রেণি | ইসলাম শিক্ষা | অধ্যায় ৩ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির ৩য় অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
তৃতীয় অধ্যায় – আখলাক
অনুশীলনীর প্রশ্ন ও সমাধান
ক নৈর্ব্যক্তিক প্রশ্ন : বহুনির্বাচনি প্রশ্নোত্তর :
সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন (চ) দাও :
১. আখলাক অর্থ কী?
ক. আচরণ খ. সদাচার গ. সুন্দর ঘ. উত্তম
২. আমরা বেকার লোকদের কিসের ব্যবস্থা করে দেব?
ক. কাজের খ. সেবার গ. মুক্তির ঘ. বস্ত্রের
৩. দেশপ্রেম অর্থ কী?
ক. দেশের গান করা
খ. দেশে বাস করা
গ. দেশকে দেখা
ঘ. দেশকে ভালোবাসা
৪. মহানবি (স) কোথায় হিজরত করেছিলেন?
ক. কুফায় খ. তায়েফে গ. মদিনায় ঘ. মিশরে
৫. মানুষ অন্যায় করার পর অনুতপ্ত হলে আল্লাহ তাকে কী করেন?
ক. স্মরণ করেন
খ. ক্ষমা করেন
গ. শাসন করেন
ঘ. ত্যাগ করেন
৬. ভালো কাজে একে অপরকে কী করবে?
ক. ধমক দেবে
খ. মারবে
গ. শাসন করবে
ঘ. সহযোগিতা করবে
৭. সততা মানে কী?
ক. ধৈর্যধারণ খ. সরলতা গ. সাধুতা ঘ. বিরোধিতা
৮. হযরত বায়েজিদ বোস্তামী (র) কোথাকার অধিবাসী ছিলেন?
ক. ইরান খ. ইরাক গ. মিশর ঘ. লিবিয়া
৯. মানুষ যা চেষ্টা করে তাই পায়, এটি কার উক্তি?
ক. মানুষের
খ. ফেরেশতার
গ. মহানবি (স)-এর
ঘ. আল্লাহর
১০. মানুষের অধিকারকে কী বলা হয়?
ক. মানবতা
খ. মানবাধিকার
গ. মানবধর্ম
ঘ. মানব জাতি
১১. প্রাকৃতিক পরিবেশ কোনটি?
ক. জানালা খ. দালান গ. দরজা ঘ. গাছপালা
১২. কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়?
ক. বন্যা খ. ভূমিকম্প গ. অগ্নিকাণ্ড ঘ. ঘূর্ণিঝড়
উত্তরমালা
১. খ ২. ক ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ঘ
৭. গ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. গ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক
১. রাস্তায় চলার সময় পরিচিত কেউ তোমাকে গালি দিলে কী করবে?
ক. পাল্টা গালি দেবে
খ. বাবা মাকে জানাবে
গ. প্রতিবেশীকে জানাবে
ঘ. ভুলে যেতে চেষ্টা করবে
২. স্কুলে আসার পথে এক সহপাঠী তোমার জামায় কাদা ছুড়ে মারলে তুমি কী করবে?
ক. বকা দেবে
খ. কান্না করবে
গ. ক্ষমা করে দেবে
ঘ. তাকেও কাদা দেবে
৩. প্রাকৃতিক দুর্যোগে কেন দুর্গতদের সাহায্য করব?
ক. নৈতিকতার কারণে
খ. অর্থ আয়ের আশায়
গ. প্রতিদান পাওয়ার কারণে
ঘ. প্রশংসা পাওয়ার আশায়
৪. আমরা বিদ্যুৎ অপচয় করব না কেন?
ক. দেশের সম্পদ নষ্ট হবে
খ. প্রতিবেশী মন্দ বলবে
গ. সরকারকে জরিমানা দিতে হবে
ঘ. বেশি বিল পরিশোধ কষ্টকর হবে
৫. একজন বৃদ্ধলোক রাস্তায় হাঁটতে গিয়ে হঠাৎ পড়ে গেল, তখন তুমি-
ক. ভয় পাবে
খ. চিৎকার দেবে
গ. দ্রæত চলে যাবে
ঘ. দাঁড়াতে সাহায্য করবে
৬. রাস্তার পাশে লাগানো চারা গাছ একটি ছাগলে খাচ্ছে, তখন তুমি-
ক. শিক্ষককে বলবে
খ. দেখে চলে যাবে
গ. ছাগলটিকে তাড়িয়ে দিবে
ঘ. ছাগলটিকে প্রহার করবে
৭. শ্রমের উপার্জনকে উত্তম উপার্জন বলার কারণ-
ক. উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়
খ. নিজে শ্রম দিয়ে উপার্জন করে
গ. মালিকের অনুগ্রহ পাওয়া যায়
ঘ. পরিবারের আদর-স্নেহ পাওয়া যায়
৮. তোমার এলাকার ভাঙা রাস্তাঘাট মেরামতে সকলে অংশ নিয়েছে, তুমি কী করবে?
ক. বাধা দিবে
খ. এগিয়ে যাবে
গ. সহযোগিতা করবে
ঘ. বাবাকে গিয়ে বলবে
৯. আমানত ফেরত দিলে কোন গুণটি প্রকাশ পায়?
ক. দয়া খ. ক্ষমা গ. সততা ঘ. দেশপ্রেম
১০. দেশের প্রতি ভালোবাসা প্রকাশে তুমি কী করবে?
ক. যত্রতত্র ময়লা ফেলব
খ. নদী ভরাট করে দেব
গ. রাস্তার গাছ কেটে ফেলব
ঘ. নিজ বিদ্যালয় পরিষ্কার রাখব
১১. বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজটি তুমি কীভাবে করবে?
ক. বড়দের দিয়ে
খ. সকলে মিলে
গ. ছোটদের দিয়ে
ঘ. শ্রেণি নেতা দিয়ে
১২. মিনা জন্মগত সমস্যার কারণে প্রতিদিন ক্রাচে ভর দিয়ে বিদ্যালয়ে আসে। তার সহপাঠীদের কী করা উচিত?
ক. পথ চলতে সহায়তা করা
খ. মিলাদ পড়ে দোয়া করা
গ. নামাজ পড়ে দোয়া করা
ঘ. চাঁদা তুলে রিকশা ভাড়া করে দেয়া
১৩. মানবাধিকারের উত্তম দৃষ্টান্ত কোনটি?
ক. পিতামাতার সাথে বসবাস করা
খ. নিজের পড়াশোনা শেষ করা
গ. এতিমের খাদ্য ও শিক্ষার সুব্যবস্থা করা
ঘ. পরিবারের সকলের সাথে বসবাস করা
১৪. মানুষ হিসেবে ভালোবাসা ও শ্রদ্ধা পাবে যার আছে ভালো-
ক. চরিত্র খ. চেহারা গ. সম্পদ ঘ. শরীর
১৫. নিজের কাজ নিজে করব কেন?
ক. কাজটি ভালো হবে বলে
খ. মানবিক দিক বিবেচনায়
গ. অন্যে কী বলবে সে কারণে
ঘ. কোনো কাজেই মর্যাদাহানি হয় না
১৬. নবি-রসুলগণের মূল শিক্ষা অনুযায়ী তুমি নিচের কোনটি কর?
ক. পড়ালেখা
খ. বাগান পরিচর্যা
গ. ভালো ব্যবহার
ঘ. কথা কম বলা
১৭. করিম বিদ্যালয়ে যাবার পথে একটি জিনিস কুড়িয়ে পেল এখন সে কী করবে?
ক. বন্ধুকে দিয়ে দেবে
খ. শিক্ষককে দিয়ে দেবে
গ. নিজের কাছে রেখে দেবে
ঘ. প্রকৃত মালিককে ফেরত দেবে
১৮. প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষার জন্য সহপাঠীদের কী পরামর্শ দেবে?
ক. শুকনা খাবার মজুদ রাখতে
খ. নিয়মিত বাড়ির কাজ করতে
গ. বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে
ঘ. দুর্যোগ সম্পর্কে চিন্তা করতে নিষেধ করতে
১৯. ডানা ভাঙা একটি পাখি গাছের নিচে দেখতে পেলে তুমি কী করবে?
ক. জবাই করব
খ. পরিচর্যা করব
গ. ফেলে রেখে আসব
ঘ. গাছের ডালে রাখব
২০. তোমার ছোট ভাই তোমার সঙ্গে একটি মন্দ আচরণ করছে। তুমি কী করবে?
ক. সাথে সাথে শাস্তি দেব
খ. ঘর থেকে বের করে দেব
গ. তার প্রতি সহনশীল হব
ঘ. কখনই কিছুই বলব না
২১. তুমি তোমার বন্ধুকে মনে মনেও মন্দ গালি দেবে না কারণ
ক. তোমার বন্ধু টের পেয়ে যাবে
খ. তোমার মুখ দেখে সব বুঝে ফেলবে
গ. আল্লাহ তায়ালার কাছে তা গোপন থাকবে না
ঘ. তাতে বন্ধুর কিছু হবে না
২২. শিক্ষক ধরতে না পারলেও তুমি পরীক্ষার হলে নকল করবে না, কারণ
ক. এতে বেশি নম্বর পাওয়া যায় না
খ. মহান আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না
গ. ফাঁকি দিয়ে বড় হওয়া যায় না
ঘ. শিক্ষককে ঠকালে অভিশাপ পাওয়া যায়
২৩. তোমার পিতামাতা অসুস্থ, তোমার আচরণ কেমন হবে?
ক. স্বাভাবিক ব্যবহার করব
খ. আদেশ অমান্য করব
গ. তাঁদের সাথে ঝগড়া করব
ঘ. তাঁদের সেবাযতœ করব
২৪. প্রাকৃতিক সৃষ্টি থেকে আমরা প্রমাণ পাইÑ
ক. প্রাকৃতিক সৃষ্টি নিজে নিজে হয়
খ. পরিবেশবাদীরাই প্রকৃতিকে সৃষ্টি করে
গ. মানুষ প্রকৃতি সৃষ্টি করে
ঘ. মহান সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টি করেন
২৫. তোমার চারপাশের সবাই মিথ্যা বলে, মন্দ কাজ করে। তুমি কী করবে?
ক. কথা বলা বন্ধ করে দেবে
খ. কখনোই তাদের সাথে মিশব না
গ. কখনোই তাদের মতো কাজ করব না
ঘ. তাদেরকে প্রত্যাখ্যান করব
২৬. পরিমাপের ক্ষেত্রে একজন মুসলমানের আচরণ কেমন হওয়া উচিত?
ক. নিজের লাভের দিকে সতর্ক থাকা
খ. ব্যবসায়ী কাজে পারদর্শী হওয়া
গ. ওজনে কখনোই কমবেশি না করা
ঘ. মানুষের বুদ্ধিমত্তার সাথে পরিমাপ করা
২৭. কোনটি সুন্দর চরিত্র গঠনে সহায়ক?
ক. নিজের জন্য অন্যকে ব্যবহার করা
খ. যত পার তত লও
গ. প্রচুর টাকা পয়সা
ঘ. মানুষকে সাহায্য করা
২৮. সালাম সত্যকথা বলে, পিতামাতার কথা শোনে এবং শিক্ষককে সম্মান করে। তার এরূপ কাজের দ্বারা কী প্রকাশ পায়?
ক. উত্তম চরিত্র
খ. মন্দ চরিত্র
গ. বিনয়
ঘ. দুর্বলতা
২৯. ফুয়াদ রবিনের গাড়িটি ঠেলে খাদ থেকে রাস্তার ওপর উঠিয়ে দিল। তার এ কাজকে কী বলে?
ক. সাহায্য খ. সেবা গ. কাজ ঘ. সম্মান
৩০. মহানবি (স) মক্কা ছেড়ে চলে যাওয়ার সময় মক্কার দিকে বার বার তাকিয়ে বলেন, ‘হে মক্কানগরি তুমি কত সুন্দর! আমি তোমাকে ভালোবাসি। মহানবি (স)-এর এ কথার দ্বারা কী প্রকাশ পেয়েছে?
ক. মমতা খ. ভালোবাসা গ. দেশপ্রেম ঘ. হাদিস
৩১. মহানবি (স) তাঁর শত্রæদের হাতের মুঠোয় পেয়েও কোনো দিন তাদের প্রতিশোধ নেননি। এ কাজের দ্বারা কোনটি প্রকাশ পেয়েছে?
ক. মমতা খ. দুর্বলতা গ. দয়া ঘ. ক্ষমা
৩২. জামিল বাজারে যাওয়ার সময় টাকার একটি বাক্স কুঁড়িয়ে পায়। পরে প্রকৃত মালিকের সন্ধান করে তাকে তা দিয়ে দেয়। তার এ কাজের দ্বারা কোনটি প্রকাশ পেয়েছে?
ক. সততা খ. বদান্যতা গ. বোকামি ঘ. ভালোবাসা
৩৩. সাজিদ পানির গ্যাস হাতে নিয়ে মায়ের শিয়রে সারারাত দাঁড়িয়ে কাটিয়ে দেয়। তার কাজের দ্বারা কোনটি প্রকাশ পেয়েছে?
ক. দয়া
খ. মায়া
গ. মায়ের খেদমত
ঘ. দায়িত্ব
৩৪. আজাদ সাহেব লোকদের দ্বারা কাজ করায়। কর্মচারীগণ মজুরি চাইলে কেবল ঘুরায়। তার এরূপ কাজের দ্বারা কোনটি লঙ্ঘিত হয়েছে?
ক. মানবাধিকার
খ. শ্রমের মর্যাদা
গ. মজুরি
ঘ. বদান্যতা
৩৫. আমরা বর্ণ-গোত্র নির্বিশেষে সকল ভেদাভেদ ও কলহ-বিবাদ ভুলে যাব। এতে কোনটি প্রকাশ পাবে?
ক. মমতা খ. ভালোবাসা গ. দয়া ঘ. বিশ্বভ্রাতৃত্ব
৩৬. বাংলাদেশে প্রায়সময়ই বন্যা, জলোচ্ছ্বাস, নদীভাঙন প্রভৃতি দেখা দেয়। এগুলোকে কী বলে?
ক. বিপর্যয়
খ. জলোচ্ছ্বাস
গ. প্রাকৃতিক দুর্যোগ
ঘ. মহামারি
৩৭. “তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক যার চরিত্র সবচেয়ে সুন্দর।” বাণীটি
ক. হযরত মুহাম্মদ (স)-এর
খ. আল্লাহর
গ. হযরত ওমর (রা)-এর
ঘ. ইমাম গাজালীর
৩৮. পিতামাতার খেদমত ও সেবাযত করার ফলে আমরা কী লাভ করব?
ক. জাহান্নামের চির অশান্তি
খ. কবরের আজাব
গ. দুনিয়ার কল্যাণ
ঘ. দুনিয়া ও আখিরাতের পরম সুখ-শান্তি
৩৯. ‘যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় না, আল্লাহও তার প্রতি দয়া দেখান না।’ একথা কে বলেছেন?
ক. আল্লাহ
খ. মহানবি (স)
গ. ফেরেশতা
ঘ. জীন
৪০. ‘তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার কর।’ কার উক্তি?
ক. মহানবি (স)
খ. আল্লাহ তায়ালার
গ. ফেরেশতার
ঘ. হযরত মুসা (আ)-এর
৪১. স্কুল থেকে বাড়ি ফেরার পথে মুনির দেখল তার সমবয়সী দুজন বালক ঝগড়া করছে এবং পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচার করছে। এক্ষেত্রে মুনিবের কী করা উচিত?
ক. ঝগড়া ও মিথ্যাচার থেকে বিরত থাকতে বলবে
খ. নিজে এ ধরনের কাজে জড়িয়ে পড়বে
গ. এ ধরনের কাজে উৎসাহ দেবে
ঘ. এড়িয়ে যাবে
৪২. ‘পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর প্রতি দয়া দেখাও’ এটি কার কথা?
ক. ফেরেশতাদের
খ. মানুষের
গ. রাসুলুল্লাহ (স)-এর
ঘ. বিজ্ঞানীদের
৪৩. মিজান সাহেব ক্ষমাশীল। তাকে সবাই কী করে?
ক. খারাপ জানে খ. ভালোবাসে গ. ঘৃণা করে ঘ. জিজ্ঞাসা করে
৪৪. তোমাকে শ্রেণিকক্ষ পরিষ্কার করতে বলা হলো। এক্ষেত্রে কী করা উচিত নয়?
ক. পরিশ্রম খ. ঝগড়া গ. লজ্জাবোধ ঘ. লাফালাফি
৪৫. তুমি একজন মুসলিম। তুমি কাকে ভয় করবে?
ক. ক্ষমতাসীনকে
খ. শিক্ষককে
গ. গুরুজনকে
ঘ. আল্লাহকে
৪৬. মালিহার চরিত্র সুন্দর। তাকে সবাই কী করে?
ক. মন্দ বলে
খ. আদর করে
গ. ভালোবাসে
ঘ. চিকিৎসা করে
সাধারণ
৪৭. রাহমাতুল্লিল আলামীন মানে
ক. সমগ্র বিশ্বের রহমত স্বরূপ
খ. সমগ্র বিশ্বের স্রষ্টা
গ. সমগ্র বিশ্বের দেখাশুনা করেন
ঘ. সমগ্র বিশ্বের চলাচলকারী
৪৮. আব্দুল কাদির জিলানীর মা তাঁকে কতটি স্বর্ণমুদ্রা দিয়েছিলেন?
ক. ৪০ খ. ৩০ গ. ২০ ঘ. ১০
৪৯. হযরত আব্দুল কাদির জিলানী (র) শিক্ষার জন্য কোথায় রওনা হয়েছিলেন?
ক. বাগদাদ খ. সিরিয়া গ. মদিনা ঘ. ইরান
৫০. সকলেই বলে রহিমের আখলাক ভালো, আখলাক অর্থ
ক. সদাচার
খ. মহৎ গুণ
গ. হিংসা
ঘ. সাধারণ গুণ
৫১. “তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক যার চরিত্র সবচেয়ে সুন্দর”-এটি কার বাণী?
ক. আল্লাহর খ. মহানবি (স) গ. সাহাবিদের ঘ. ওলিদের
৫২. একজন শ্রমিককে সমাজে কী দিতে হবে?
ক. মর্যাদা খ. বেতন গ. খাবার ঘ. পোশাক
৫৩. যেকোনো ভালো কাজে আমরা অন্যকে কী করব?
ক. কাজ করা দেখব
খ. সাহায্য করব
গ. বাধা দেব
ঘ. কোনো কিছু করব না
৫৪. তোমার বৃদ্ধ পিতামাতার জন্য যা কর
ক. সালাম দাও
খ. সেবা যত কর
গ. অগোচরে কথা বলো
ঘ. বৃদ্ধ আশ্রমের ব্যবস্থা কর
৫৫. ‘ দেশপ্রেম ইমানের অঙ্গ’উক্তিটি কার?
ক. মহানবি (স)
খ. জ্ঞানীদের
গ. হযরত আবু বকর (রা)
ঘ. হযরত ওমর (রা)
৫৬. কখন শ্রমিকের পারিশ্রমিক দেবে?
ক. দুই দিন পর
খ. ঘাম শুকানোর পূর্বে
গ. কাজ ভালো হলে
ঘ. কাজ শেষে যাচাই করে
৫৭. আমাদের সত্য বলা উচিত কেন?
ক. পরীক্ষায় পাস করার জন্য
খ. আল্লাহর সন্তুষ্টির জন্য
গ. টাকা পাবার জন্য
ঘ. সবার কাছে ভালো হওয়ার জন্য
৫৮. সৃষ্টিকুলের মধ্যে কোনটি আল্লাহর নিকট সেরা?
ক. সূর্য খ. ইবলিস গ. ফেরেশতা ঘ. মানুষ
৫৯. কোন ব্যক্তি আল্লাহ তায়ালার কাছে উচ্চতর ব্যক্তিত্বের মর্যাদা লাভ করবেন?
ক. সাওম পালনকারী
খ. ঘুষখোর
গ. সত্যবাদী
ঘ. হজ পালনকারী
৬০. প্রাকৃতিক দুর্যোগ সিডরের কারণে সুন্দরবনের কত ভাগ নষ্ট হয়ে গিয়েছিল?
ক. প্রায় দুইভাগের একভাগ
খ. প্রায় পাঁচ ভাগের একভাগ
গ. প্রায় তিন ভাগের একভাগ
ঘ. প্রায় চার ভাগের একভাগ
৬১. মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটি?
ক. চোখ খ. জীবন গ. চরিত্র ঘ. ধন-সম্পদ
৬২. পিপাসায় কাতর কুকুরটির প্রতি মহিলার কী হলো?
ক. দয়া খ. রাগ গ. গোসা ঘ. হিংসা
৬৩. দয়াময় আল্লাহ কুকুরকে পানি খাওয়ানো মহিলাকে কী করলেন?
ক. ধন-সম্পদ দিলেন
খ. ক্ষমা করে দিলেন
গ. একটি সন্তান দিলেন
ঘ. সুস্থ করে দিলেন
৬৪. গাছ বাতাস থেকে কী গ্রহণ করে?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. হাইড্রোজেন
ঘ. নাইট্রোজেন
৬৫. কার পায়ের নিচে সন্তানের বেহেশত?
ক. বাবার খ. মায়ের গ. স্বামীর ঘ. রাসুলের
৬৬. আল্লাহর ইবাদতের পর তোমার দায়িত্ব কী?
ক. সালাত পড়া খ. সাওম পালন গ. মানবসেবা ঘ. হজ করা
৬৭. আমরা একে অপরের প্রতি কী করব?
ক. নিষ্ঠুরতা দেখাব
খ. দয়া করব
গ. অনুকম্পা করব
ঘ. মারব
৬৮. কোনটি সাফল্যের চাবিকাঠি?
ক. সময় খ. অর্থ গ. শ্রম ঘ. শিক্ষা
৬৯. ময়লা কোথায় ফেলতে হয়?
ক. নদীতে
খ. ডাস্টবিনে
গ. মাটিতে
ঘ. বাগানে
৭০. ক্ষমার আরবি প্রতিশব্দ কী?
ক. আদুউন খ. আফুউন গ. আফউন ঘ. সাইয়্যিদুন
৭১. জুলুম ও অন্যায়কে ঘৃণা করা কার স্বভাব?
ক. মুনাফিকের খ. মুমিনের গ. কাফিরের ঘ. সাহাবির
৭২. অন্যায়ের নিকট মাথানত করে না কে?
ক. বাদশাহ খ. শক্তিমান গ. মুসলিম ঘ. কাফির
৭৩. জিহŸাকে মিথ্যা থেকে হেফাজত করা কার চরিত্র?
ক. মহিলাদের খ. শিশুর গ. আলিমের ঘ. মুসলিমের
৭৪. পরিবেশ সংরক্ষণ করবে কে?
ক. পশু খ. পাখি গ. মানুষ ঘ. পরিবার
৭৫. বৃক্ষরোপণ করবে কে?
ক. পরিবার
খ. মানুষ
গ. শিক্ষক
ঘ. পরিবেশ বিজ্ঞানী
৭৬. কাজ করলে কী উপার্জন হয়?
ক. অলসতা খ. খাদ্য গ. শ্রম ঘ. অর্থ
৭৭. কীভাবে মানুষ পাপ থেকে বিরত থাকবে?
ক. সততার মাধ্যমে
খ. গুণাবলির মাধ্যমে
গ. ক্ষমাশীলতার মাধ্যমে
ঘ. দায়িত্বশীলতার মাধ্যমে
৭৮. কাউকে গালি দেওয়া কী?
ক. মোবাহ খ. সাওয়াব গ. জায়ের ঘ. গুনাহ
৭৯. দ্বিতীয় খলিফা হিসেবে কে রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন?
ক. হযরত আবু বকর (রা)
খ. হযরত ওমর (রা)
গ. হযরত উসমান (রা)
ঘ. হযরত আলী (রা)
৮০. রাতে হযরত ওমর (রা) কোথায় আসলেন?
ক. টিলার নিকট
খ. নদীর নিকট
গ. কুঁড়েঘরের নিকট
ঘ. মসজিদের নিকট
৮১. আমরা কাদের মাধ্যমে পৃথিবীতে এসেছি?
ক. জন্মের মাধ্যমে
খ. ছোট বেলায়
গ. পিতামাতার মাধ্যমে
ঘ. বিজ্ঞানীদের মাধ্যমে
৮২. আমরা কীভাবে আল্লাহর সন্তুষ্টি লাভ করব?
ক. আশ্রয়হীন করে
খ. ক্ষুধার্ত রেখে
গ. রোগীর সেবা করে
ঘ. শাস্তি দিয়ে
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
৮৩. দেশকে উন্নত করা ও শত্রর আক্রমণ থেকে রক্ষা করা কী?
ক. সুন্দর চরিত্র খ. সততা গ. উদারতা ঘ. দেশপ্রেম
৮৪. বন্যার হাত থেকে বাঁচার জন্য কী করা উচিত?
ক. যথাযোগ্য কৌশল অবলম্বন করা
খ. তাড়াহুড়া করা
গ. চুপচাপ থাকা
ঘ. দৌড়ে পালানো
৮৫. রাস্তার ওপর থরথর করে কাপছিল কে?
ক. বালক খ. বালিকা গ. বৃদ্ধ ঘ. বৃদ্ধা
৮৬. আল্লাহ তায়ালার একটি বিশেষ গুণ কী?
ক. বিচার করা খ. ক্ষমা গ. শাস্তি করা ঘ. প্রশংসা করা
৮৭. মানুষের নৈতিক দায়িত্ব কী?
ক. গুনাহ করা খ. মিথ্যা বলা গ. ক্ষমা করা ঘ. জুলুম করা
৮৮. বসতভিটা বানাতে হয় কীরূপ জায়গায়?
ক. উঁচু খ. নিচু গ. নির্জন ঘ. ব্যস্ত
৮৯. কার সততায় ডাকাত দলের বিবেক খুলে যায়?
ক. আবু বকরের
খ. আব্দুল কাদির জিলানীর
গ. বায়েজিদ বোস্তামীর
ঘ. বৃদ্ধ মহিলাটির
৯০. শ্রমের উপার্জন কেমন উপার্জন?
ক. মন্দ খ. উত্তম গ. ভাল ঘ. খুব খারাপ
৯১. কাজের লোককে কীরূপ মনে করা উচিত?
ক. আমাদের গোলাম
খ. আমাদের শ্রমিক
গ. আমাদের প্রতিবেশী
ঘ. আমাদের ভাইবোন
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।