পঞ্চম শ্রেণি | ইসলাম শিক্ষা | অধ্যায় ৪ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির ২য় অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
কুরআন মজিদ শিক্ষা
নৈর্ব্যক্তিক প্রশ্ন : বহুনির্বাচনি প্রশ্নোত্তর :
সঠিক উত্তরের পাশে টিকিহ্ন (চ) দাও :
১. কণ্ঠনালির মাঝখান থেকে উচ্চারিত হয়
ক. ﮦ ﺀ খ. ﺥ ﻍ গ. ﺡ ﻉ ঘ. ﻒ
২. কণ্ঠনালির শেষ অংশ থেকে উচ্চারিত হয়
ক. ﺡ ﻉ খ. ﺥ ﻍ গ. ﻱ ﺶ ﺝ ঘ. ﮦ ﺀ
৩. জিহব্বার অগ্রভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়
ক. ﻝ খ. ﻚ গ. ﻦ ঘ. ﺾ
৪. জিহব্বার অগ্রভাগ সামনের নিচের দুই দাঁতের অগ্রভাগে লাগিয়ে উচ্চারিত হয়
ক. ﺖ ﺪ ﻃ খ. ﺯ ﺲ ﺺ গ. ﮦ ﺀ ঘ. ﻒ
৫. জিহব্বার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়
ক. ﮦ ﺀ খ. ﻖ গ. ﺥ ﻍ ঘ. ﻚ
৬. জিহব্বার মধ্যভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়
ক. ﻱ ﺶ ﺝ খ. ﺮ
গ. ﺖ ﺪ ﻃ ঘ. ﺯ ﺲ ﺺ
৭. জিহব্বার অগ্রভাগ ওপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়
ক. ﺙ ﺫ ﻇ খ. ﻦ গ. ﺯ ﺲ ﺺ ঘ. ﺖ ﺪ ﻃ
উত্তরমালা
১. গ ২. খ ৩. গ ৪. খ ৫. খ ৬. ক ৭. ঘ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক
১. মহান আল্লাহ তায়ালা কুরআন মজিদ আমাদের ওপর নাজেল করেছেন কেন?
ক. আমাদের পাপ থেকে নিরাপদে থাকার জন্য
খ. আমাদের প্রার্থনায় সাহায্য করার জন্য
গ. আমাদের আল্লাহর পথ দেখানোর জন্য
ঘ. অর্থ উপার্জন ও আরামআয়েশে থাকার জন্য
২. মানবজাতির জীবনবিধান হিসেবে আল্লাহ তায়ালা মহানবি হযরত মুহাম্মদ (স)-এর ওপর একটি কিতাব নাজেল করেন। তার নাম কী?
ক. কুরআন
খ. আসমানি কিতাব
গ. তাওরাত
ঘ. যাবুর
৩. জহির নবি-রসুল, ফেরেশতা, এমনকি শরিয়তের বিধানবলি সম্পর্কে জেনেছ। সে কোন কিতাব থেকে জেনেছে?
ক. হাদিস খ. কুরআন গ. ইতিহাস ঘ. মানতিক
৪. রাবেয়া সঠিক ও শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে জানে না। এর কারণ কী?
ক. তাজবিদ জানা
খ. মাখরাজ না শেখা
গ. তাজবিদ না জানা
ঘ. ওযু না করা
৫. জাবের একটি আরবি শব্দ উচ্চারণ করার সময় নাকের বাঁশির সঙ্গে মিলিয়ে এক আলিফ পরিমাণ দীর্ঘ করে পাঠ করে। সে কোনটি পাঠ করেছে?
ক. গুন্নাহ খ. মাদ্দ গ. ইখফা ঘ. যবর
৬. ‘তোমাদের দীন তোমাদের আর আমার দীন আমার জন্য।’ কোন সূরায় আছে?
ক. কাউসার খ. কাফিরুন গ. মাউন ঘ. কুরাইশ
৭. শিক্ষক ক্লাসে বললেন, আল্লাহ পাক কুরআন মজিদে একটি বিষয়ের কথা ঘোষণা করেছেন। সেটি কী?
ক. কল্যাণ লাভের কথাচ
খ. সব অনিয়মের কথা
গ. রাজনীতির কথা
ঘ. অকল্যাণের কথা
৮. জিহব্বার অগ্রভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয় সেটি কী?
ক. লাম খ. কাফ গ. নুনচ ঘ. শিন
৯. ‘আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্ম সফরে’-কোন সূরার আয়াতে বলা হয়েছে?
ক. ফীল খ. কুরাইশচ গ. ইখলাস ঘ. নাস
১০. রহিম স্যার বললেন শেষ নবির ওপর সর্বশেষ আসমানি কিতাব নাজেল হয়েছে। সেটি হলো
ক. তাওরাত
খ. কুরআন মজিদ
গ. যাবুর
ঘ. ইনজিল
১১. কুরআন মজিদ শুদ্ধ করে তিলাওয়াতের নিয়মকে বলে
ক. ব্যাকরণ খ. তাজবিদ গ. গ্রামার ঘ. কিতাব
১২. সব প্রশংসা একমাত্র আল্লাহর যিনি সারা বিশ্বের পালনকর্তা।’ এটি কোন সূরার আয়াত?
ক. সূরা ফীল
খ. সূরা ফাতিহাচ
গ. সূরা কাউসার
ঘ. সূরা মাউন
১৩. নাজিব কুরআন মজিদ থেমে থেমে না পড়ে মিলিয়ে পড়ে যায়। এরূপ পড়লে তার কী হওয়ার আশঙ্কা আছে?
ক. আল্লাহর অসন্তুষ্টির
খ. বিপদ হওয়ার
গ. অর্থ বিকৃত হওয়ার
ঘ. গুনাহ হওয়ার
১৪. কুরআন শরিফ তিলাওয়াতে কোন কোন হরফ দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়?
ক. ﻮ ﺐ ﻡ খ. ﺙ ﻧ ﻅ গ. ﺭﺯ ঘ. ﻉﻍ
১৫. হাবিব হাসিবকে বলল করআন মজিদের একটি সূরায় কুরবানি করতে বলা হয়েছে সেটি কোন সূরা?
ক. সূরা ফীল
খ. সূরা মাউন
গ. সূরা কাউসারচ
ঘ. সূরা কাফিরুন
১৬. ইমান সাহেব বললেন কুরআন মজিদের একটি সূরায় হাতিওয়ালাদের কথা বলা হয়েছে। সেটি কোন সূরা?
ক. সূরা ফীল খ. সূরা মাউন গ. সূরা কুরাইশ ঘ. সূরা কাউসার
১৭. তিলাওয়াতের সময় জারিফ আয়াতের ওপর ‘ص’ দেখতে পেল। এটি কোন ওয়াকফ?
ক. ওয়াকফে তাম
খ. ওয়াকফে মুতলাক
গ. ওয়াকফে মুজাওয়াজ
ঘ. ওয়াকফে মুরাখখাস
১৮. কুরআন মজিদ শুদ্ধভাবে তিলাওয়াত করার জন্য আমরা কী করব?
ক. তাজবিদ শিখব
খ. বাংলা পড়ব
গ. খাতায় লিখব
ঘ. আরবি হরফ মুখস্থ করব
১৯. কুরআন শরিফের একটি আয়াতের শেষে ‘ﻁ’চিহ্নটি দেখতে পেলে। এখানে কোন ধরনের ওয়াক্ফ হবে?
ক. ওয়াকফে মুতলাক
খ. ওয়াকফে জায়েজ
গ. ওয়াকফে মুজাওয়াজ
ঘ. ওয়াকফে মুরাখখাস
২০. তুমি গুন্নাহর নিয়মকানুন শিখলে। এখানে তুমি কয়টি হরফের কথা জানবে?
ক. ২ খ. ৩ গ. ৫ ঘ. ৬
২১. আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে কিতাব নাজেল করেছেন। তিনি কোন ফেরেশতা?
ক. হযরত জিবরাইল (আ)
খ. হযরত মিকাইল (আ)
গ. মুনকার
ঘ. নাকির
২২. জাবেদ সূরা ফীল তিলাওয়াত করছে। তার তিলাওয়াতকৃত আয়াতগুলো কোথায় নাজেল হয়?
ক. সিরিয়ায় খ. মক্কায় গ. ওহুদে ঘ. মদিনায়
২৩. একটি কিতাবে রাসুলদের জ্ঞান দেওয়া হয়েছে তাকে কী বলে?
ক. ওহি
খ. মানুষের কিতাব
গ. রিসালাত
ঘ. আল্লাহর কিতাব
২৪. কুরআন মজিদের বিকৃতি সম্ভব নয়। কারণ এর হেফাজতকারী
ক. মহানবি (স)
খ. আল্লাহ
গ. জিবরাইল (আ)
ঘ. মিকাইল (আ)
২৫. কল্যাণ লাভ করতে হলে তোমাদের একটি গ্রন্থের অনুসরণ করতে হবে। গ্রন্থ কোনটি?
ক. হাদিস খ. ইজমা গ. কিয়াস ঘ. কুরআনচ
২৬. তুমি পবিত্র কুরআন তিলাওয়াত করছ। ওয়াক্ফ করার সময় শব্দের হরকত যুক্ত শেষ হরফে কী দেবে?
ক. যবর খ. যের গ. পেশ ঘ. সাকিন
২৭. তুমি ব্যাকরণে বিরামচিহ্ন সম্পর্কে জেনেছ। কুরআনে পাক তিলাওয়াতে এরূপিহ্নকে কী বলে? [বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা]
ক. তানবিন খ. সাকিন গ. ওয়াক্ফচ ঘ. হরকত
সাধারণ
২৮. আরবি অক্ষর উচ্চারণের স্থানকে বলে
ক. গুন্নাহ খ. মাখরাজ গ. ইদগাম ঘ. তাজবিদ
২৯. কুরআন মজিদ কার কিতাব?
ক. নবি-রসুলের
খ. আল্লাহর
গ. ফেরেশতাদের
ঘ. মানুষের
৩০. সর্বশেষ আসমানি কিতাব কোনটি?
ক. তাওরাত খ. যাবুর গ. ইনজিল ঘ. কুরআন
৩১. ﺐ ٲ -এর উচ্চারণ কী হবে?
ক. আম খ. আন্ গ.আখ ঘ. আব্
৩২. সূরা মাউন এর আয়াত সংখ্যা কয়টি?
ক.ার খ. পাঁচ গ. সাত ঘ. নয়
৩৩. ‘০’ একে কী বলে?
ক. ওয়াক্ফ লাজিম
খ. ওয়াক্ফ তাম
গ. ওয়াক্ফ মুতলাক
ঘ. ওয়াক্ফ জায়েজ
৩৪. সূরা আল কাউসারের আয়াত সংখ্যা কত?
ক. ৬টি খ. ৫টি গ. ৪টি ঘ. ৩টি
৩৫. আরবি হরফ কয়টি?
ক. ২৯ খ. ৪০ গ. ১১ ঘ. ২৮
৩৬. কুরআন মজিদের ভাষা
ক. ফার্সি
খ. উর্দু
গ. আরবি
ঘ. ইংরেজি
৩৭. দুই অক্ষরের যুক্ত উচ্চারণকে কী বলে?
ক. তাজবীদ খ. ইদগাম গ. মাদ্দ ঘ. ওয়াক্ফ
৩৮. ﺏ বর্ণের মাখরাজ কী হবে?
ক. কণ্ঠনালি খ. নাসা গহব্বর গ. জিহব্বার ঘ. দুই ঠোঁট
৩৯. ‘ওয়াক্ফ’ অর্থ কী?
ক. বিরতি দেওয়া
খ. বিরতিহীন
গ. আস্তে আস্তে পড়া
ঘ. স্পষ্ট করে পড়া
৪০. ‘ইদগাম’ অর্থ
ক. যুক্ত উচ্চারণ
খ. বিরতি দেওয়া
গ. সুন্দর করা
ঘ. পৃথক করা
৪১. সর্বপ্রথম কুরআনের কয়টি আয়াত নাজেল হয়?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
৪২. ওয়াক্ফ বা বিরামচিহ্ন প্রথম ব্যবহার করেন কে?
ক. হাজ্জাজ বিন ইউসুফ
খ. আবু আবদুল্লাহ মুহম্মদ ইবনে তাইফুর
গ. হযরত ওসমান (রা)
ঘ. হযরত ওমর (রা)
৪৩. গুন্নাহ করা কী?
ক. ফরজ খ. সুন্নাত গ. ওয়াজিব ঘ. নফল
৪৪. গুন্নাহর স্থলে কী পরিমাণ লম্বা করে পড়তে হয়?
ক. এক আলিফ
খ. দুই আলিফ
গ. তিন আলিফ
ঘ.চার আলিফ
৪৫. সূরা ফীল এর আয়াত কয়টি?
ক. ৪ খ. ৫চ গ. ৬ ঘ. ৭
৪৬. সূরা কাফিরুন কোথায় অবতীর্ণ হয়েছে?
ক. মক্কায় খ. মদিনায় গ. সিরিয়ায় ঘ. তায়েফে
৪৭. কুরআন মজিদ হেফাজতকারী কে?
ক. ফেরেশতা খ. আল্লাহ গ. নবি-রসুল ঘ. মানুষ
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
৪৮. কুরআন মজিদ কোথায় সংরক্ষিত আছে?
ক. পৃথিবীতে
খ. পাতালে
গ. লাওহে মাহ্ফুজে
ঘ. আকাশের মাঝখানে
৪৯. আরবি হরফ উচ্চারণের স্থান কয়টি?
ক. ১৮ খ. ১৭ গ. ১৩ ঘ. ১৯
৫০. আমরা কোন ভাষায় কথা বলি?
ক. বাংলা খ. উর্দু গ. ফারসি ঘ. হিন্দি
৫১. ‘গুন্নাহ’ অর্থ কী?
ক. মুক্ত অক্ষর
খ. বিচ্ছেদ
গ. বিরত হওয়া
ঘ. নাসিকার অনুরণন
৫২. ‘ﺡ’ বর্ণের মাখরাজ কোনটি?
ক. কণ্ঠনালি
খ. জিহব্বার গোড়া
গ. নাসিকা গহব্বর
ঘ. তালু
৫৩. ‘ﻡ’ এিহ্নকে কী বলে?
ক. ওয়াক্ফে লাযিম
খ. ওয়াক্ফে তাম
গ. ওয়াক্ফে মুতলাক
ঘ. ওয়াক্ফে জায়িয
৫৪. কুরআন মজিদ কার ওপর নাজেল হয়?
ক. হযরত আদম (আ)
খ. হযরত ইবরাহীম (আ)
গ. হযরত মহানবি (স)
ঘ. হযরত ইয়াকুব (আ)
৫৫. মাদ্দের হরফ কোথা থেকে উচ্চারিত হয়?
ক. মুখের খালি জায়গা থেকে
খ. দুই ঠোঁট থেকে
গ. জিহব্বার প্রথম ভাগ
ঘ. জিহব্বার শেষভাগ থেকে
৫৬. কুরআন মজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি?
ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৭
৫৭. কোথায় না থামা ভালো?
ক. ওয়াক্ফ মুতলাফ
খ. ওয়াক্ফ জায়েজ
গ. ওয়াক্ফ মুজাওয়াজ
ঘ. ওয়াক্ফ লাযিম
৫৮. আল্লাহ হযরত ঈসা (আ)-এর ওপর কোন কিতাব নাজেল করেন?
ক. কুরআন খ. তাওরাত গ. ইনজিল ঘ. যাবুর
৫৯. সূরা কাউসার কোথায় অবতীর্ণ হয়?
ক. মদিনায় খ. জিদ্দায় গ. মিনায় ঘ. মক্কায়
৬০. কোনটি অপবিত্র অবস্থায় ধরা যায় না?
ক. হাদিস খ. ফিকাহ গ. মসজিদ ঘ. কুরআন
৬১. কুরআন মজিদ শুদ্ধভাবে তিলাওয়াতের জন্য তাজবিদ জানা কী?
ক. দরকার নেই
খ. আবশ্যকচ
গ. অর্থহীন
ঘ. আংশিক প্রয়োজন
৬২. সূরা মাউন কোথায় নাজেল হয়?
ক. আরাফা খ. মক্কা গ. ইরাক ঘ. শাস
৬৩. ‘কালাম’ অর্থ কী?
ক. শব্দ খ. বর্ণ গ. অক্ষর ঘ. বাণী
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।