নবম ও দশম শ্রেণী | বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | SSC পরিক্ষা : নবম ও দশম শ্রেণী জন্য বাংলা ২য় পত্রের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ো আলোচনা করা হলো । সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমুহ নিচে দেওয়া হলো :
অধ্যায় :১. “এ এক বিরাট সত্য”- এখানে ‘সত্য’ কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. অব্যয়
ঘ. বিশেষণের বিশেষণ
০২. অভিযাত্রী, মানুষ, কল্পনা, রাজ্য – কোন পদ?
ক. বিশেষ্য পদ
খ. অব্যয় পদ
গ. ক্রিয়াপদ
ঘ. বিশেষণ পদ
০৩. বাক্যের অপরিহার্য পদ কোনটি?
ক. ধিয়াপদ
খ. বিশেষ্য পদ
গ. অব্যয় পদ
ঘ. বিশেষণ পদ
০৪. কাল বা পুরুষবাচক ক্রিয়া বিভক্তির সাথে কী যোগ করলে ক্রিয়াপদ গঠিত হয়?
ক. ধাতু
খ. প্রকৃতি
গ. প্রত্যয়
ঘ. সন্ধি
বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | নবম ও দশম শ্রেণী | SSC
০৫. ব্যক্তিবাচক কর্মপদটিকে কোন কর্ম বলে?
ক. মুখ্য কর্ম
খ. গৌণ কর্ম
গ. সমধাতুজ কর্ম
ঘ. ধাত¦র্থক কর্ম
০৬. ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার?
ক. এক প্রকার
খ. দশ প্রকার
গ. তিন প্রকার
ঘ. পাঁচ প্রকার
০৭. কিসের ভেদে ক্রিয়ার রূপে পার্থক্য দেখা যায়?
ক. প্রয়োগভেদে
খ. পুরুষভেদে
গ. বচনভেদে
ঘ. অর্থভেদে
০৮. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না?
ক. বচনভেদে
খ. পুরুষভেদে
গ. অর্থভেদে
ঘ. প্রয়োগভেদে
০৯. সমাপিকা ক্রিয়া গঠিত হয়-
ক. ধাতুর সঙ্গে বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে
খ. ধাতুর সঙ্গে কাল-নিরপেক্ষ হয়ে
গ. ধাতুর সঙ্গে বর্তমান কালের বিভক্তি যুক্ত হয়ে
ঘ. ধাতুর সঙ্গে অতীত কালের বিভক্তি যুক্ত হয়ে
১০. প্রভাতে সূর্য উঠলে আঁধার দূর হয়- বাক্যটি কিসের উদাহরণ?
ক. সমাপিকা ক্রিয়া
খ. অসমাপিকা ক্রিয়া
গ মৌলিক ক্রিয়া
ঘ. যৌগিক ক্রিয়া
১১. গঠন অনুযায়ী সমাপিকা ক্রিয়া কত প্রকারের হতে পারে?
ক. ২ প্রকারের
খ. ৩ প্রকারের
গ. ৪ প্রকারের
ঘ. ৫ প্রকারের
১২. অনুজ্ঞা কোন কালে ব্যবহৃত হয়?
ক. বর্তমান ও ভবিষ্যৎ
খ. ভবিষ্যৎ ও অতীত
গ. বর্তমান ও অতীত
ঘ. নিত্যবৃত্ত ও ঘটমান অতীত
১৩. কোন কালে বাংলা অনুজ্ঞার ব্যবহার নেই?
ক. বর্তমান
খ. অতীত
গ. ভবিষ্যৎ
ঘ. ঘটমান অতীত
১৪. ধাতুর ‘গণ’ বলতে কী বোঝায়?
ক. ধাতুর বানানের ধরন
খ. ধাতুর গঠন অনুসারে
গ ক্রিয়া বিভক্তি যোগের নিয়ম
ঘ. ক্রিয়াপদ গঠনের নিয়ম
বাংলা ২য় | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ভাষা ও সাহিত্য | নবম ও দশম
১৫. বাংলা ভাষার সমস্ত ধাতুকে কয়টি ‘গণে’ ভাগ করা হয়েছে?
ক. বাইশটি
খ. একুশটি
গ. বিশটি
ঘ. উনিশটি
১৬. বাক্যের প্রতিটি শব্দের সাথে অন¦য় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে কী বলে?
ক. সমাস
খ. কারক
গ. বিভক্তি
ঘ. সম্বন্ধ পদ
১৭. “বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?”- এ বাক্যে ‘বিনা’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?
ক. সঙ্গে
খ. প্রয়োজনে
গ. নিমিত্তে
ঘ. ব্যতিরেকে
১৮. ‘উদ্যম বিহনে কার পুরে মনোরথ’ বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহার হয়েছে?
ক. হেতু
খ. পরে
ঘ. ব্যতিরেকে
ঘ. সঙ্গে
১৯. লাঙ্গলে জমি চাষ করা হয়- এখানে, ‘লাঙ্গলে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে ৭মী
খ. কর্মকারকে ৭মী
গ. করণ কারকে ৭মী
ঘ. সম্প্রদান কারকে ৭মী
২০. ‘মন দিয়ে পড়’- বাক্যের অনুজ্ঞাভাব কোন অর্থদায়ক?
ক. অনুরোধসূচক
খ. উপদেশাত্মক
গ. আদেশাত্মক
ঘ. আশীর্বাদক
উত্তর মালা:
১ | ক | ২ | ক | ৩ | ক | ৪ | ক | ৫ | খ |
৬ | গ | ৭ | খ | ৮ | ক | ৯ | ক | ১০ | ক |
১১ | খ | ১২ | ক | ১৩ | খ | ১৪ | ক | ১৫ | গ |
১৬ | গ | ১৭ | ঘ | ১৮ | ঘ | ১৯ | গ | ২০ | থ |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।