তৃতীয় শ্রেণি: বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৭ প্রশ্ন-উত্তর PDF ২০২৪ ।। প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । তৃতীয় শ্রেণি: বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৭ প্রশ্ন-উত্তর PDF ২০২৪ এর অধ্যায়-৭: পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা ২০২৪ সালের নতুন বই থেকে নেওয়া প্রশ্নোত্তর সহ তৃতীয় শ্রেণির সকল বিষয় এর উপর প্রশ্ন উত্তর, সর্ট প্রশ্ন উত্তর, সাজেশন, এমসিকিউ, বোর্ড প্রশ্ন উত্তর রচনামুলক প্রশ্ন উত্তর শিক্ষার্থীদের জন্য জাগোরিক এ নিয়মিত আপডেট করে থাকি।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর ৩য় শ্রেণি এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়-৭: পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা
বাকি অংশ
৪-পরিচ্ছন্নতা রক্ষায় আমি
ক) উপরে ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি-
১. এগুলো কীসের ছবি?
উত্তর: এগুলো বাড়ির আঙ্গিনা এবং বিদ্যালয় প্রাঙ্গণের ছবি।
২. এখানে কাদের দেখা যাচ্ছে?
উত্তর: এখানে প্রতিবেশি এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছে।
৩. তার কী করছে?
উত্তর: তারা বাড়ির আঙ্গিনা এবং বিদ্যালয় প্রাঙ্গণ পরিস্কার করছে।
৪. এর ফলে কী হতে পারে?
উত্তর: এর ফলে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন থাকবে। দুর্গন্ধ ছড়াবে না, আমরা রোগমুক্ত থাকব।
খ) আমার নিকট পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য আমার করণীয় নিচের ছকে লিখি-
ক্রমিক নং করণীয় কীভাবে করা হবে?
১ আগাছা পরিস্কার করা ছুটির দিন বড়োদের সহায়তায় বন্ধুবান্ধব মিলে আগাছা কেটে/উপড়ে ফেলে এক জায়গায় জড়ো করা।
২ বাড়ির উঠোন পরিস্কার করা প্রতিদিন বিকালে ঝাড়– দিয়ে উঠোন ঝাড়– দেব।
৩ গর্তে পানি জমে থাকলে তা দূর করা মগ-বালতি দিয়ে পানি উঠিয়ে দূরে ফেলে দেব এবং সেই জায়গা শুকিয়ে ফেলব।
৪ পুকুর ঘাটে ময়লা থাকলে পরিস্কার করা বড়োদের সহায়তায় প্রতিবেশিরা মিলে পরিস্কার করব।
তৃতীয় শ্রেণি: বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৭ প্রশ্ন-উত্তর PDF ২০২৪
খ) আমার বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার জন্য করণীয় নিচের ছকে লিখি- ক্রমিক নং করণীয় কীভাবে করা হবে?
১ আগাছা পরিস্কার করা শিক্ষকের সহায়তায় বন্ধুবান্ধব মিলে আগাছা কেটে/উপড়ে ফেলে এক জায়গায় জড়ো করা।
২ শ্রেণিকক্ষ পরিস্কার করা সহপাঠীরা মিলে শ্রেণিকক্ষের দেয়াল, বেঞ্চ, মেঝে পরিস্কার করব।
৩ খেলার মাঠ পরিস্কার করা সহপাঠীরা মিলে খেলার মাঠে ময়লা-আবর্জনা দূর করব, কোথাও কোনো ইটের টুকরো থাকলে পরিস্কার করব।
৪ বিদ্যালয়ের ফুলের বাগান পরিস্কার করা ফুলের বাগানে আগাছা এবং অন্যান্য আবর্জনা তৈরি হলে সহপাঠীরা মিলে পরিস্কার করব।
ঘ) শিক্ষকের সহায়তায় একটি নির্দিষ্ট দিনে বিদ্যালয়ে পরিচ্ছন্নতার ব্যবহারিক কাজ করি।
- আরো পড়ুন: ৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২৪, আমাদের জাতির পিতা প্রশ্নোত্তর
- আরো পড়ুন: ৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়, আমাদের সংস্কৃতি প্রশ্নোত্তর ২০২৪
- আরো পড়ুন: ৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২৪, আমাদের ইতিহাস প্রশ্নোত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ২০২৪, পাঠ-৯ আনন্দের দিন প্রশ্ন-উত্তর
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।