৫ম শ্রেণীর গণিত সমাধান | অধ্যায় ১৩ | উপাত্ত বিন্যস্তকরণ | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক গনিত বিষয়টির ১৩ তম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাত্ত বিন্যস্তকরণ সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায়: ১৩ (উপাত্ত বিন্যস্তকরণ)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
০১। একটি গ্রামের আয়তন ৪ বর্গকিলোমিটার। সে গ্রামে ৪০০০ জন লোক. বাস করে। ঐ গ্রামের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে কত জন?
ক. ১০০ খ. ১০০০ গ. ৪০০০ ঘ. ১৬০০০
০২। ৪০ – ৪৯ শ্রেণি ৭ জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরের শ্রেণি। এখানে ৭ জন ছাত্র হল ঐ শ্রেণির
ক. গণসংখ্যা খ. শ্রেণি সংখ্যা গ. ট্যালি সংখ্যা ঘ. উপাত্ত সংখ্যা
০৩। নিচের কোন সংখ্যাটি ৬০ – ৬৯ শ্রেণিতে পড়বে?
ক. ৫৮ খ. ৬৮ গ. ৭৮ ঘ. ৪৮
০৪। ঘটনসংখ্যা ৬ এর সঠিক. ট্যালি চিহ্ন কোনটি?
ক. খ. গ. ঘ.
০৫। নিচের কোনটি ১০ শ্রেণি ব্যবধানের?
ক. ৪০ Ñ ৫০ খ. ৪০ Ñ ৪৯ গ. ২০ Ñ ৩০ ঘ. ৩০ Ñ ৪০
০৬। ১৫ জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর দেওয়া হলো। শ্রেণি ব্যবধান হিসেবে সারণি তৈরি করলে তার ঘটন সংখ্যা কত হবে?
ক. ১০ খ. ১২ গ. ১৩ ঘ. ১৫
০৭। উপাত্তগুলোকে যে কয়টি ভাগে বিভক্ত করা হয়, তাদেরকে কী বলে?
ক. শ্রেণি খ. শাখা গ. বিভাগ ঘ. জাতি
০৮। নিচের কোনটি সঠিক?
ক. জনসংখ্যা = জনসংখ্যার ঘনত্ব আয়তন
খ. আয়তন = জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যা
গ. জনসংখ্যা = জনসংখ্যার ঘনত্ব আয়তন
ঘ. জনসংখ্যা = আয়তন জনসংখ্যার ঘনত্ব
০৯। খুলনা বিভাগের জনসংখ্যা ১৫,৫৬৩০০০ এবং আয়তন ২২,২৭২ বর্গ. কিলোমিটার হলে প্রতি বর্গ. কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত?
ক. ৭৭২ খ. ৭০২ গ. ৬৯৯ ঘ. ৬৫২
১০। শাহজাহানপুর গ্রামের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ. কি.মি. এ ৯৬৪ জন এবং মোট আয়তন ১৪৮ বর্গ. কি.মি. হলে মোট জনসংখ্যা কত?
ক. ১৫২৪২০ খ. ১৪৫৩১৯ গ. ১৪২৬৭২ ঘ. ১৩৯৩১৯
১১। ৩০Ñ৩৯ শ্রেণি ৯ জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরের শ্রেণি। এখানে ৩০Ñ৩৯ হলো ঐ শ্রেণির
ক. ট্যালিসংখ্যা খ. গণসংখ্যা গ. শ্রেণিব্যবধান ঘ. উপাত্ত সংখ্যা
১২। কোনো উপাত্তের একটি শ্রেণির সর্বনিম্নমান ১৫ এবং শ্রেণি ব্যবধান ১০ হলে ঐ শ্রেণির সর্বোচ্চমান কত?
ক. ২৪ খ. ২৫ গ. ১৯ ঘ. ২০
১৩। ২০১১ সালের জনসংখ্যা এবং আবাসন শুমারী অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত?
ক. ৯৫১ খ. ৯৫৯ গ. ৯৬৪ ঘ. ৯৫৯
১৪। বাংলাদেশের মোট এরিয়া কত?
ক. ১,৪৭,৪৭০ বর্গ. কিলোমিটার খ. ১,৪৭,৫৭০ বর্গ. কিলোমিটার গ. ১,৪৭,৬৭০ বর্গ. কিলোমিটার ঘ. ১,৪৭,৭০০ বর্গ. কিলোমিটার
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
০১। ৩০ ৩৯ শ্রেণির শ্রেণি ব্যবধান কত?
উত্তর : ১০
০৪। রতনপুর গ্রামের এরিয়া ৫ বর্গ. কিলোমিটার। সেই গ্রামে ৩০০০ লোক. বাস করলে জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর : প্রতি বর্গ. কিলোমিটারে ৬০০ জন।
০৫। কোনো গ্রামের আয়তন ৪ বর্গ. কিলোমিটার এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৮০০ জন হলে ঐ গ্রামের কতজন লোক. বাস করে?
উত্তর : ৩২০০ জন।
০৬। শ্রেণি ব্যবধান কী?
উত্তর : প্রত্যেক. শ্রেণির দুইটি মানের মধ্যকার পার্থক্যই শ্রেণি ব্যবধান।
০৭। চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে যে চিত্র আঁকা হয় তাকে কী বলে?
উত্তর : লেখচিত্র।
০৮। উপাত্ত কত প্রকার ও কী কী?
উত্তর : ২ প্রকার। অবিন্যস্ত উপাত্ত ও বিন্যস্ত উপাত্ত।
০৯। শ্রেণি ব্যবধান বলতে কী বোঝায়?
উত্তর : প্রত্যেক. শ্রেণির সর্বোচ্চ ও সর্বনি¤œ মানের মধ্যে পার্থক্য ব্যবধানই হলো শ্রেণি ব্যবধান।
১০। বিন্যস্ত উপাত্ত কাকে বলে?
উত্তর : যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে সাজানো থাকে সেগুলো বিন্যস্ত উপাত্ত।
১১। অবিন্যস্ত উপাত্ত কাকে বলে?
উত্তর : যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না সেগুলো অবিন্যস্ত উপাত্ত।
১২। কত বছর পর পর আদমশুমারী হয়ে থাকে?
উত্তর : ১০ বছর।
১৩। বাংলাদেশের মোট এরিয়া কত বর্গকিলোমিটার?
উত্তর : ১,৪৭,৫৭।
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ একটি ওয়ানডে ক্রিকেট খেলায় একজন বোলার দশ ওভার বল করলেন। বিভিন্ন ওভারে তাঁর দেয়া রান সংখ্যা (অর্থাৎ, বিপক্ষের ব্যাটসম্যানদের সংগৃহীত রান সংখ্যা) নিচের স্তম্ভ লেখে দেখানো হলো। লেখচিত্র দেখে নিচের প্রশ্নগুলোর জবাব দাও।
(ক) তিনি কোন ওভারে সবচেয়ে বেশি কত রান দিয়েছেন? ২
(খ) তিনি কোন ওভারে সবচেয়ে কম কত রান দিয়েছেন? ২
(গ) তিনি দশ ওভারে মোট এবং প্রতি ওভারে গড়ে কত রান দিয়েছেন? ২
(ঘ) রানের সংখ্যাগুলো মানের নিম্নক্রমে সাজাও এবং রানের সংখ্যার নিচে সংশ্লিষ্ট ওভারের ক্রমবাচক. সংখ্যা লেখ। ২
প্রশ্ন \ ২ \ বার্ষিক. পরীক্ষায় জাফরের বিভিন্ন বিষয়ের প্রাপ্ত নম্বর নিচে স্তম্ভলেখের সাহায্যে দেখানো হলো। লেখচিত্র দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
(ক) কোন বিষয়ে সে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে? ২
(খ) কোন বিষয়ে সে সবচেয়ে কম নম্বর পেয়েছে? ২
(গ) সে গণিত বিষয়ে কত নম্বর পেয়েছে? ২
(ঘ) সে মোট কত নম্বর পেয়েছে? ২
প্রশ্ন \ ৩ \ পঞ্চগড় জেলার লোকসংখ্যা ৯ লক্ষ ৮১ হাজার এবং এর এরিয়া ১৪০৫ বর্গকিলোমিটার।
(ক) জনসংখ্যা ঘনত্ব বলতে কী বুঝ? ২
(খ) জনসংখ্যা ঘনত্ব কীভাবে নির্ণয় করা যায়? ২
(গ) পঞ্চগড় জেলায় জনসংখ্যার ঘনত্ব কত? ২
(ঘ) বর্তমানে ঐ শহরে প্রতি বর্গকিলোমিটারে ৭৫০ জন বাস করে তবে মোট জনসংখ্যা কত? ২
প্রশ্ন \ ৪ \ ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বাসা থেকে বিদ্যালয়ে আসতে কত মিনিট সময় লাগে তার উপর করা জরিপের উপাত্তের উপর ভিত্তি করে নিচের আয়তলেখ. তৈরি করা হলো।
বাসা থেকে বিদ্যালয়ে আসার সময়
(ক) কোন শ্রেণি ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? ২
(খ) ৫ম শ্রেণির কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে? ৩
(গ) শতকরা কতজন শিক্ষার্থীর বিদ্যালয়ে আসতে ৩০ মিনিটের বেশি সময় লাগে? ৩
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।