৫ম শ্রেণীর গণিত সমাধান | অধ্যায় ১১ | পরিমাপ | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক গনিত বিষয়টির ১১ তম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিমাপ সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায়: ১১ (পরিমাপ)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
০১। ৭৬৫৪ কেজিতে কত কুইন্টাল?
ক. ৭৬৫৪০০ কুইন্টাল খ. ৭৬৫.৪ কুইন্টাল গ. ৭৬.৫৪ কুইন্টাল ঘ. ৭.৬৫৪ কুইন্টাল
০২। ৯ কিলোমিটার ২২৫ মিটারে কত মিটার?
ক. ৯০২২৫ মিটার খ. ৯২২৫ মিটার গ. ৯২২৫০০ মিটার ঘ. ৯২২৫০০০ মিটার
০৩। ১৫ কিলোগ্রামে কত গ্রাম?
ক. ০.১৫ গ্রাম খ. ০.০১৫ গ্রাম গ. ১৫০০ গ্রাম ঘ. ১৫০০০ গ্রাম
০৬। ০.০০৭ মিটার = কত সেমি?
ক. ০.৭ খ. ৭ গ. ০.০৭ ঘ. ৭০
০৭। ৭ কিলোমিটার ৫ মিটারকে মিটারে প্রকাশ করলে কোনটি হবে?
ক. ৭০৫০ খ. ৭০৫ গ. ৭০০৫ ঘ. ৭৫
০৮। ২০ কেজি ২৫০ গ্রামকে কেজিতে রূপান্তর করলে নিচের কোনটি হবে?
ক. ২০২৫০ কেজি খ. ২০২.৫০ কেজি গ. ২০.০২৫ কেজি ঘ. ২০.২৫ কেজি
০৯। ৮ কেজি ২৫০ গ্রামকে গ্রামে প্রকাশ করলে কোনটি হবে?
ক. ৮২৫০ খ. ৮০২৫০ গ. ৮২৫ ঘ. ৮২৫০০
১০। ১ মেট্রিক. টন সমান কত কিলোগ্রাম?
ক. ১০০ খ. ২০০ গ. ৫০০ ঘ. ১০০০
১১। ৭ কিলোমিটারকে মিটারে প্রকাশ করলে কত মিটার হবে?
ক. ৭০ খ. ৭০০ গ. ৭০০০ ঘ. ৭০০০০
১২। ১০ মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করলে কি হবে?
ক. ১০ খ. ১০০ গ. ১০০০ ঘ. ১০০০০
১৩। ৩০ সেন্টিমিটার ৬ মিলিমিটারকে মিলি মিটারে প্রকাশ করলে কত মিলিমিটার হবে?
ক. ৩০৬ খ৬৩৬ গ. ৬৩৩ ঘ. ৬০৬
১৪। ৯৯ মিটার ৩০ সেমি ৪ মিলিমিটারকে মিমি একত্রে প্রকাশ করলে কত মিমি হবে?
ক. ৩০৪৯৯ খ. ৪০৩৯৯ গ. ৯৯৩০৪ ঘ. ৯৯৪০৩
১৫। ওজন পরিমাপের মূল একক. কী?
ক. মিটার খ. গ্রাম গ. লিটার ঘ. কিলোগ্রাম
১৬। তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক. কী?
ক. মিটার খ. গ্রাম গ. লিটার ঘ. কেজি
১৭। ১ মিলিমিটার = কত মিটার?
ক. .১ মি. খ. ০.০১ মি. গ. ০.০০১ মি. ঘ. ০.০০০১ মি.
১৮। ১০০০ লিটারে কত ঘনমিটার?
ক. ০.১ খ. ১ গ. ০.০১ ঘ. ১০
১৯। ১ ঘনমিটার = কত লিটার
ক. ১০ লিটার খ. ১০০ লিটার গ. ১০০০ লিটার ঘ. ১০০০০ লিটার
২০। ডেসি শব্দের অর্থ হচ্ছে
ক. দশমাংশ খ. শতাংশ গ. শতগুণ ঘ. দশগুণ
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
০১। ১ হেক্টর = কত বর্গমিটার?
উত্তর : ১০,০০০ বর্গমিটার।
০২। ১৫০০ কেজিকে কুইন্টালে প্রকাশ করলে কত হবে?
উত্তর : ১৫ কুইন্টাল
০৩। একটি বেঞ্চের দৈর্ঘ্যে ১ মিটার ৫০ সেন্টিমিটার হলে, অনুরূপ ২টি বেঞ্চের মোট দৈর্ঘ্য কত হবে?
উত্তর : ৩ মিটার
০৪। ৫ কিলোমিটারকে সেন্টিমিটারে প্রকাশ কর।
উত্তর : ৫০০০০০ সেমি
০৫। এক. কিলোমিটার = কত মিলিমিটার?
উত্তর : ১০০০০০০ মিলিমিটার
০৬। ৯৮৭৬০০০ গ্রামে কত কুইন্টাল?
উত্তর : ৯৮.৭৬ কুইন্টাল
০৭।১০০০ ঘন সেন্টিমিটার = কত লিটার?
উত্তর : ১ লিটার
০৮। ১ ডেকামি ৮ মিটার = কত মিটার?
উত্তর : ১৮ মিটার
০৯। এক. কিলোমিটার = কত মিটার?
উত্তর : ১০০০ মিটার।
১০। কত কুইন্টালে ১ মেট্রিকটন?
উত্তর : ১০ কুইন্টাল।
১১। ৪২৩০০ গ্রাম = কত কুইন্টাল?
উত্তর : ০৪২৩ কুইন্টাল।
১২। ১ লিটার সমান কত ঘন সেমি?
উত্তর : ১০০০ ঘন সেমি।
১৩। ৯৮৭৫৪৩ কিলোগ্রামে কত মেট্রিকটন?
উত্তর : ৯৮৭৫৪৩ মেট্রিকটন।
১৪। তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক. কী?
উত্তর : লিটার
১৫। ওজন পরিমাপের মূল একক. কী?
উত্তর : গ্রাম
১৬। এক. মেট্রিক. টন = কত কিলোগ্রাম?
উত্তর : ১০০০ কিলোগ্রাম
১৭। তরল পদার্থের আয়তন পরিমাপের আন্তর্জাতিক. একক. কী?
উত্তর : ঘন মিটার।
১৮। দৈর্ঘ্য পরিমাপের মূল একক. কী?
উত্তর : মিটার
১৯। তরল পদার্থের আয়তন পরিমাপের আন্তর্জাতিক. একক. কী?
উত্তর : ঘনমিটার
২০। ১ কুইণ্টাল = কত কিলোগ্রাম?
উত্তর : ১০০ কিলোগ্রাম
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ একটি বড় বালতিতে ৪০ লিটার পানি ধরে।
(ক) অনুরূপ ৭৫টি বালতিতে কত লিটার পানি ধরবে? ৩
(খ) যদি তুমি অনুরূপ একটি খালি বালতি পানি দ্বারা পূর্ণ করতে চাও, তাহলে ৫০০ মিলি লিটার পানি ধরে এমন মগের কত মগ. পানি লাগবে? ৩
(গ) পানি ভর্তি বালতি থেকে ১৪ লিটার ৫০০ মিলিলিটার পানি ফেলে দিলে ঐ বালতিতে আর কি পরিমাণ পানি থাকবে? ২
প্রশ্ন \ ২ \ একটি বড় কক্ষে ২০০ বস্তা আলু আছে। প্রতি বস্তায় ১০০ কেজি করে আলু আছে। [প্রা. কি গ. প. ’১৫]
(ক) ঐ কক্ষে মোট কত মেট্রিক. টন আলু আছে? ৩
(খ) যদি প্রতি বস্তা আলু ২১০০ টাকা দরে বিক্রয় করা হয়, তাহলে প্রতি কেজি আলুর দাম কত টাকা? ২
(গ) যদি কোনো ব্যক্তি ২৫ কুইন্টাল আলু রাখতে চায় তাহলে অনুরূপ কয়টি বস্তা লাগবে? ৩
প্রশ্ন \ ৩ \ একজন দর্জির কাছে ৩৭৫ সেন্টিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এ কাপড় দিয়ে ১৫টি শার্ট তৈরি করতে চান।
(ক) কাপড়ের পরিমাপকে মিলিমিটারে প্রকাশ কর। ১
(খ) তিনি প্রতিটি শার্টে কত সে.মি. কাপড় ব্যবহার করতে পারবেন? ২
(গ) প্রতিটি শার্টের মজুরী ২৫০ টাকা হলে দর্জির মোট মজুরী কত হবে? ২
(ঘ) কাপড়ের পরিমাপকে মিটারে প্রকাশ করলে ১০টি শার্ট তৈরিতে তার কী পরিমাপ কাপড় লাগবে? ৩
প্রশ্ন \ ৪ \ লতিফ মিয়া মালেকের কাছে ১২৭ কেজি ২৫৬ গ্রাম, খালেকের কাছে ১৩৪ কেজি ১২৫ গ্রাম এবং লিটনের কাছে ৮৯ কেজি ৩৪৮ গ্রাম আলু বিক্রি করলেন।
(ক) খালেক. লিটন অপেক্ষা কী পরিমাণ আলু বেশি কিনলেন? ২
(খ) তিনি মোট কতটুকু আলু বিক্রি করলেন? ২
(গ) বিক্রিত আলুর পরিমাণকে গ্রামে প্রকাশ কর। ২
(ঘ) তিনি কত কুইন্টাল আলু বিক্রি করলেন? ২
প্রশ্ন \ ৫ \ আজিজ সাহেব ৪৫ কিলোগ্রাম আলু থেকে ২৮ কিলোগ্রাম ৪২৫ গ্রাম আলু বিক্রি করলেন।
(ক) ৪৫ কিলোগ্রাম কত গ্রাম? ২
(খ) ২৮ কিলোগ্রাম ২৫ গ্রামকে কিলোগ্রাম এককে প্রকাশ কর। ২
(গ) আজিজ সাহেবের কাছে আর কতটুকু আলু রইল? ২
(ঘ) অবশিষ্ট আলুর পরিমাণকে কুইন্টালে প্রকাশ কর। ২
প্রশ্ন \ ৬ \ রহিমের ওজন ২৮ কিলোগ্রাম ৮ ঘে গ্রাম ৯ ডে. গ্রাম ৫ গ্রাম, জহিরের ওজন ৩৫ কিলোগ্রাম ৭ ডে. গ্রাম ৮ গ্রাম এবং চন্দনের ওজন ৩০ কিলোগ্রাম ৫ গ্রাম।
(ক) রহিমের ওজন কত গ্রাম? ২
(খ) জহিরের ওজন কত কিলোগ্রাম? ২
(গ) চন্দনের ওজন কত গ্রাম? ২
(ঘ) তিন জনের একত্রে ওজন কত? ২
প্রশ্ন \ ৭ \ ৬৭ কিলোগ্রাম ৯৮ গ্রাম ৬৭ সেন্টিগ্রাম ৮ মিলিগ্রাম।
(ক) ৬৭ সেন্টিগ্রাম ৮ মিলিগ্রামকে সেন্টিগ্রাম এককে প্রকাশ কর। ২
(খ) ৬৭ কিলোগ্রাম ৯৮ সেন্টিগ্রাম = কত কিলোগ্রাম? ২
(গ) প্রদত্ত রাশিটিকে কিলোগ্রাম এককে প্রকাশ কর। ২
(ঘ) ‘গ’ এ প্রাপ্ত ফলাফলকে কুইন্টালে প্রকাশ কর। ২
প্রশ্ন \ ৮ \ একটি গুদামে ৭৮৪০০০ গ্রাম চাল ও ৪৯০০ হেক্টোগ্রাম ডাল আছে।
(ক) চালের পরিমাণ কেজিতে প্রকাশ কর। ১
(খ) ডালের পরিমাণ কেজিতে প্রকাশ কর। ২
(গ) চাল ও ডালের মোট পরিমাণ কত? ২
(ঘ) ডাল অপেক্ষা চাল কত হেক্টোগ্রাম বেশি? ৩
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।