হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ২৭-২৮ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
২৭. ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১ উত্তরা লিমিটেড ২০,০০০ শেয়ার প্রতিটি ২০ টাকা মূল্যে নিবন্ধিত হলো। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে ঐ কোম্পানির রেওয়ামিল নিæরূপ ছিল:
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৪৪
বিবরণ ডেবিট টাকা বিবরণ ক্রেডিট টাকা
সুনাম ৫০,০০০ ঋণপত্র ১০% ৬০,০০০
মজুদ পণ্য ৭০,০০০ বিক্রয় ৫,০০,০০০
আয়কর ২৫,০০০ আয়কর সঞ্চিতি ১৫,০০০
দেনাদার ৬২,০০০ অনাদায়ী পওনা সঞ্চিতি ৩,০০০
বেতন ৪৪,০০০ রক্ষিত আয় (১.১.১৪) ৭০,০০০
১০% বিনিএয়াগ (১.৭.১৪) ৬০,০০০ শেয়ার মূলধন
(৮,০০০ শৈয়ার পণ্ঠতিটি ২০ টাকা মƒএলঞ্ঝর) ১,৬০,০০০
কলকব্জা ৮০,০০০
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ৩০,০০০
আসবাবপত্র ৯০,০০০ ভ্যাট চলতি হিসাব ১০,০০০
ক্রয় ২,৮০,০০০
অনাদায়ী পাওনা ২,০০০
মজুরি ২৫,০০০
৮,১৮,০০০ ৮,১৮,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ৮০,০০০ টাকা যার মধ্যে ১০,০০০ টাকার আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে। বিমা কোম্পানি ৮,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। ২. প্রাপ্য হিসাবের ২,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ১০% কুঋণ সঞ্চিতি রাখতে হবে। ৩. নিট লাভের ২০,০০০ টাকা দ্বারা লভ্যাংশ সমতাকরণ তহবিল তৈরি করো। ৪. ১০% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ক. আগুনে বিনষ্ট পণ্য জনিত ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ২
খ. ২০১৪ সালের নিট মুনাফা ১,৪৯,০০০ টাকা ধরে উক্ত বছরের রক্ষিত আয় বিবরণী তৈরি করো। ৪
গ. ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। ৪
২ হাল্দা লি. প্রতিটি ১০০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানির ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুকৃত রেওয়ামিল নিচে দেয়া হলো:
৩১ ডিসেম্বর, ২০১৫
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
নগদ তহবিল ৫,৪৮,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ১,৮৬,০০০ ১,১৪,০০০
মজুদ পণ্য (০১-০১-১৫) ৮০,০০০
পণ্য ক্রয় ও পণ্য বিক্রয় ৪,২৬,০০০ ৭,৩০,০০০
মজুরি ৪৬,০০০
বেতন (১১ মাস) ৩৩,০০০
সংরক্ষিত আয়ের জের ৬৮,০০০
দাবিহীন লভ্যাংশ ২০,০০০
ভাড়া খরচ ৫৬,০০০
অনাদায়ী পাওনা ৫,০০০
অনাদায়ী পাওনা সঞ্চিতি ৮,০০০
১০% ঋণপত্র (০১.০৭.২০১৫) ৩,০০,০০০
আসবাবপত্র ৬,৪০,০০০
সঞ্চিতি তহবিল ৮০,০০০
শেয়ার মূলধন (৭,০০০ শেয়ার, প্রতিটি ১০০ টাকা করে)
৭,০০,০০০
২০,২০,০০০ ২০,২০,০০০
সমন্বয়সমূহ: র. সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছে ১,৯০,০০০ টাকা, যার বাজারমূল্য ৫% বেশি। রর. অনাদায়ী পাওনা সঞ্চিতি হ্রাস করে ৭,০০০ টাকা রাখতে হবে। ররর. ভাড়া প্রদানের মাসিক হার ৪,০০০ টাকা। রা. আয়কর সঞ্চিতি রাখতে হবে ৩২,০০০ টাকা। া. শেয়ার মূলধনের ওপর ১০% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ক. সমাপ্ত বছরে প্রতিষ্ঠানের বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ২
খ. মোট লাভ ২,৯৯,০০০ টাকা ধরে প্রতিষ্ঠানের নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ৪
গ. সংরক্ষিত আয়ের সমাপনী জের ১,৬০,০০০ টাকা ধরে তফসিল-১১ ছকে মালিকানা স্বত্ব ও দায়ের পরিমাণ নির্ণয় করো। ৪
খ বিভাগ
৩ কুমিলা স্টেশন ক্লাবের ২০১৪ সালের প্রাপ্তি ও প্রদান নিæরূপ:
বিবরণ টাকা
প্রাপ্তিসমূহ:
প্রারম্ভিক হাতে নগদ ২,০৫০
চাঁদা : ২০১৩ ৮০
২০১৪ ৪,২২০
২০১৫ ১৬০ ৪,৪৬০
অনুদান ৬,০০০
চা চক্র হতে আয় ৩,১০০
বিনিয়োগের সুদ ১,৫০০
১৭,১১০
প্রদানসমূহ :
বেতন ৪,০০০
মনিহারি ৮০০
অভিকর ১,৬০০
টেলিফোন বিল ৩০০
আসবাবপত্র ২,০০০
১০% বিনিয়োগ ২,৫০০
বিবিধ খরচ ১,০০০
ব্যালেন্স সি/ডি ৪,৯০০
১৭,১১০
২০১৪ সালের ১ জানুয়ারি নিæোক্ত উদ্বৃত্ত পাওয়া যায়: ১০% বিনিয়োগ ৪,০০,০০০ টাকা; ভ‚মি ও দালানকোঠা ১,৫০,০০০ টাকা; আসবাবপত্র ৫,০০০ টাকা।
অন্যান্য তথ্য : ১. ক্লাবের মোট সদস্য সংখ্যা ৪৫০ জন এবং প্রত্যেকের বার্ষিক চাঁদার হার ১০ টাকা। ২. ভ‚মি ও দালানকোঠার ওপর ৫% অবচয় ধার্য করতে হবে।
ক. ক্লাবের চলতি বছরের বকেয়া চাঁদার পরিমাণ নির্ণয় করো। ২
খ. ক্লাবের মূলধন তহবিল নির্ণয় করো। ৪
গ. ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ক্লাবের আয়-ব্যয় বিবরণী তৈরি করো। ৪
৪ রাফি, রিপন এবং কাফি একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তাদের লাভ-লোকসানের অনুপাত যথাক্রমে ১/২, ১/৩, ১/৬। ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে অংশীদারদের মূলধন ছিল: রাফি ২,০০,০০০ টাকা, রিপন ১,৫০,০০০ টাকা এবং কাফি ২,০০,০০০ টাকা। রাফি এবং কাফি তাদের সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসায় হতে যথাক্রমে ৪,০০০ টাকা এবং ৩,০০০ টাকা করে মাসিক বেতন পাবেন। মূলধন ও উত্তোলনের ওপর বার্ষিক ৫% হারে সুদ ধার্য করতে হবে। প্রত্যেক মাসের শেষ তারিখে রাফি, রিপন এবং কাফি ব্যবসায় হতে যথাক্রমে ৬,০০০ টাকা, ৩,০০০ টাকা এবং ৩,০০০ টাকা নগদ উত্তোলন করেছিলেন। রাফি ২০১৫ সালের ১ জুলাই তারিখে ২০,০০০ টাকা কারবারে ঋণস্বরূপ প্রদান করেন। রাফি এবং রিপন যৌথভাবে কাফিকে এ মর্মে নিশ্চয়তা প্রদান করেছিলেন যে, কাফি তার বেতন এবং মূলধনের সুদ ছাড়াও লাভের অংশ বাবদ বছরে কমপক্ষে ৩৫,০০০ টাকা পাবেন। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের লাভ ২,০০,০০০ টাকায় উপনীত হয়।
ক. অংশীদারদের বার্ষিক উত্তোলনের সুদ এবং রাফির ঋণের সুদ নির্ণয় করো। ২
খ. লাভ-লোকসান বণ্টন হিসাব তৈরি করো। ৪
গ. রাফি এবং রিপনের মূলধন হিসাব তৈরি করো। ৪
৫ রুবেল লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ২,০০,০০০ সাধারণ শেয়ার অনুমোদিত। কোম্পানি ১,৫০,০০০ শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে এবং শেয়ারগুলো নিæোক্তভাবে বিক্রয় করা হয়:
জানু. ৫ ৫০,০০০ শেয়ারের (প্রতিটি ২ টাকা অধিহারসহ) বিনিময়ে জমি ক্রয় করা হয়।
” ১৫ অবশিষ্ট শেয়ারগুলো ২ টাকা অধিহারে বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়।
” ২০ ১,২০,০০০ শেয়ারের আবেদন পাওয়া যায়।
” ২৫ অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেয়া হয়।
” ৩১ শেয়ার বিক্রয়ের জন্য ১০,০০০ টাকা কমিশন প্রদান করা হলো।
ক. মোট শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো। ২
খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা প্রদান করো। ৪
গ. ৩১ জানুয়ারি তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৬ ইমা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ-এর ২০১৭ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মজুরি সংক্রান্ত তথ্যাবলি নিæে দেওয়া হলো:
ঘণ্টা প্রতি নিয়মিত মজুরি ১২ টাকা
প্রতি ২০ মিনিটে প্রমাণ উৎপাদন ৫ একক
প্রতি সপ্তাহে কাজ চলে ৪৮ ঘণ্টা
মঞ্জুরিকৃত মজুরি:
প্রমাণ উৎপাদনের কার্যহার ১০০%
প্রমাণ উৎপাদনের উর্ধ্বে কার্যহার ১২০%
প্রমাণ উৎপাদনের নিæে কার্যহার ৭৫%
শ্রমিক কর্তৃক সাপ্তাহিক প্রকৃত উৎপাদন:
সালাম ৭৪০ একক
কালাম ৭০০ একক
জামাল ৭২০ একক
আলম ৭৫০ একক।
ক. সপ্তাহের প্রমাণ উৎপাদন একক কত? ২
খ. প্রদেয় মজুরির হার নির্ণয় করো। ৪
গ. শ্রমিকদের নিট প্রদেয় মজুরি নির্ণয় করো। ৪
৭ সানি লিমিটেড-এর ৩১ ডিসেম্বর, ২০১১ ও ২০১২ সালের আর্থিক অবস্থার বিবরণী প্রদত্ত হলো:
হিসাবের নাম ২০১২ (টাকা) ২০১১ (টাকা)
সম্পদসমূহ :
নগদ ৪,০০০ ৩,০০০
প্রাপ্য হিসাব ৮,৮০০ ১১,০০০
অনাদায়ী পাওনা সঞ্চিতি (৮০০) (১,০০০)
মজুদ ২২,০০০ ২০,০০০
সরঞ্জমাদি ১৯,০০০ ১৫,০০০
প্রাথমিক খরচ ১,০০০ ২,০০০
পুঞ্জীভ‚ত অবচয় (৫,৫০০) (৪,৫০০)
৪৮,৫০০ ৪৫,৫০০
দায় ও শেয়ারহোল্ডার স্বত্ব :
প্রদেয় হিসাব ৪,০০০ ৬,৫০০
প্রদেয় কর ২,০০০ ১,০০০
সাধারণ শেয়ার (১০ টাকা মূল্যের) ২৭,০০০ ২৫,০০০
শেয়ার অধিহার ১,০০০
সংরক্ষিত আয় ১৪,৫০০ ১৩,০০০
৪৮,৫০০ ৪৫,৫০০
সমন্বয়সমূহ : ১. ২০১২ সালে ৫,০০০ টাকার সরঞ্জামাদি ক্রয় করা হয়। ২. সম্পূর্ণ অবচয়কৃত সরঞ্জমাদি অকেজো হয়েছে যার ক্রয়মূল্য ছিল ১,০০০ টাকা। ৩. ২০০ সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে প্রতি শেয়ার (৫ টাকা অধিহারসহ) ১৫ টাকা। ৪. ২০১২ সালে লভ্যাংশ প্রদান করা হয় ৬,০০০ টাকা এবং নিট আয় ৭,৫০০ টাকা।
ক. ২০১২ সালের অবচয় খরচ নির্ণয় করো। ২
খ. পরিচালন কার্যক্রম বাবদ নিট নগদ সরবরাহ/ব্যবহার নির্ণয় করো। ৪
গ. বিনিয়োগ ও অর্থসংস্থান কার্যক্রম হতে নগদ সরবরাহ/ব্যবহার নির্ণয় করে বছর শেষে নগদ প্রবাহ বিবরণী তৈরি করো। ৪
৮ ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে সাকুরা এন্ড কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী দেওয়া হলো:
সাকুরা এন্ড কোম্পানি
আর্থিক অবস্থার বিবরণী
৩১ ডিসেম্বর, ২০১৩
দায় ও মালিকানা স্বত্ব টাকা সম্পদ টাকা
শেয়ার মূলধন ৩,০০,০০০ দালানকোঠা ২,৫০,০০০
সাধারণ সঞ্চিতি ১,৫০,০০০ কলকব্জা ১,৫০,০০০
১০% ঋণপত্র ১,০০,০০০ আসবাবপত্র ৫০,০০০
সংরক্ষিত আয় ৫০,০০০ মোটরগাড়ি ১,০০,০০০
বকেয়া খরচ ২৫,০০০ মজুদপণ্য ৫০,০০০
প্রদেয় বিল ৩৫,০০০ প্রাপ্য হিসাব ৯০,০০০
প্রদেয় হিসাব ৮০,০০০ ব্যাংক জমা ৬০,০০০
অনুপার্জিত আয় ১০,০০০
৭,৫০,০০০ ৭,৫০,০০০
উক্ত বছরে বিক্রয়ের পরিমাণ ছিল ১০,০০,০০০ টাকা, যার ৭৫% ধারে। বিক্রয়ের ৭৫% বিক্রীত পণ্যের ব্যয়।
ক. মালিকানা তহবিলের পরিমাণ নির্ণয় করো। ২
খ. চলতি অনুপাত ও অগ্নিপরীক্ষা অনুপাত নির্ণয় করো। ৪
গ. মজুদ আবর্তন ও দেনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
৯ ফুয়াদ কোম্পানি লি.-এর ২০১৪ সালের উৎপাদন সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ:
বিবরণ টাকা
তৈরি মজুদ পণ্য (০১-০১-২০১৪) ৪,০০০ একক ২০,০০০
ব্যবহৃত কাঁচামাল ১,২০,০০০
মজুরি ৭২,০০০
কারখানা উপরিখরচ ২৪,০০০
প্রশাসনিক খরচ ৪৮,০০০
বিক্রয় খরচ একক প্রতি ১.২০ টাকা।
২০,০০০ একক দ্রব্য বিক্রয় করা হয়। ব্যবসায়ের অর্জিত লাভ বিক্রয়ের উপর ২০%। তৈরি পণ্যের সমাপনী মজুদ (৩১-১২-২০১৪) ৮,০০০ একক।
ক. উৎপাদিত পণ্যের একক নির্ণয় করো। ২
খ. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ৪
গ. আয় বিরবণী প্রস্তুত করো। ৪
১০ উর্বশী ট্রেডার্স-এর সেপ্টেম্বর মাসের মজুদ পণ্য ক্রয়সমূহ এবং বিক্রয়সমূহ নিচে দেওয়া হলো:
২০১৪
সেপ্টে. ১ প্রারম্ভিক উদ্বৃত্ত প্রতি একক ১০ টাকা দরে ৮০০ একক।
” ৭ ক্রয় প্রতি একক ১০.৫০ টাকা দরে ৫০০ একক।
” ১২ ক্রয় প্রতি একক ১১ টাকা দরে ৬৫০ একক।
” ১৪ ‘খ’ বিভাগে ইস্যুকৃত ৭০০ একক।
” ১৫ ক্রয় প্রতি একক ১২ টাকা দরে ৬০০ একক।
” ২০ ‘ক’ বিভাগকে ইস্যুকৃত ৯০০ একক।
” ২৫ ‘খ’ বিভাগ হতে ‘ক’ বিভাগে স্থানান্তর ২০ একক।
” ৩০ ‘খ’ বিভাগ থেকে ফেরত ৫০ একক।
উবর্শী ট্রেডার্স নিত্য মজুদ পদ্ধতিতে হিসাবে সংরক্ষণ করে থাকে।
ক. সেপ্টেম্বর মাসের নিট ইস্যুকৃত পণ্যের একক নির্ণয় করো। ২
খ. মাল খতিয়ান প্রস্তুত করো ঋওঋঙ পদ্ধতিতে। ৪
গ. ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
১১ একটি কোম্পানি পেন্সিল উৎপাদন করে বিক্রয় করে। কোম্পানির বিক্রয় ও ব্যয় সংক্রান্ত তথ্য নিæরূপ:
প্রতিটি পেন্সিলের বিক্রয়মূল্য ৫.০০
প্রতিটি পেন্সিলের ব্যয় :
প্রত্যক্ষ কাঁচামাল ১.০০
পরিবর্তনশীল কারখানা উপরিব্যয় ০.৫০
পরিবর্তনশীল বিক্রয় উপরিব্যয় বিক্রয়মূল্যের ১০%
বার্ষিক স্থির ব্যয় ৬০,০০০
ক. একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করো। ২
খ. সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো (টাকায় ও এককে)। ৪
গ. কোম্পানি বছরে ৩০,০০০টি পেন্সিল বিক্রয় করলে নিরাপত্তা প্রান্ত (টাকায়) ও মুনাফা (টাকায়) নির্ণয় করো। ৪
২৮. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১মেঘনা সিমেন্ট কোম্পানি লি. ৫০,০০০ শেয়ার প্রতিটি ২০ টাকা করে নিবন্ধিত ছিল। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে ঐ কোম্পানিটির রেওয়ামিল ছিল নিæরূপ:
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৪
বিবরণ ডেবিট টাকা বিবরণ ক্রেডিট টাকা
মজুদ পণ্য (১/১/১৪) ১,৪০,০০০ ঋণপত্র ১০% হবে ১,২০,০০০
প্রাপ্য হিসাব ৪০,০০০ বিক্রয় ৩,০০,০০০
ঋণপত্রের অবহার ২০,০০০ শেয়ার হস্তান্তর ফি ৫,০০০
নিকর সম্পত্তি ১,৫০,০০০ ক্রয়ের উপর বাট্টা ১০,০০০
লীজ হৈাত্র£ পণ্ঠপাটিট্ট (১৮ বছর পযট্ট¯¦) ১,৮০,০০০ সঞ্চিতি তহবিল ৭০,০০০
বেতন ৪৮,০০০ কমিশন ৫,০০০
ক্রয় ১,৬০,০০০ আয়কর সঞ্চিতি ৭,০০০
প্রাথমিক খরচ ৯০,০০০ অনাদায়ী পাওনা সঞ্চিতি ৬,০০০
আয়কর ২০,০০০ শেয়ার মূলধন (১৬,০০০
বিজ্ঞাপন ৫০,০০০ শৈয়ার পণ্ঠতিটি ২০ টাকা হিসাএব) ৩,২০,০০০
অবলেখকের কমিশন ৫৪,০০০ প্রদেয় হিসাব ১০,০০০
অন্তবর্তীকালীন লভ্যাংশ ২০,০০০ সংরপ্টিত আয় বিবরণী বঞ্ঝাএল´্র ১,৪০,০০০
মজুরি ২১,০০০
৯,৯৩,০০০ ৯,৯৩,০০০
সমন্বয়সমূহ: র. ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে সমাপনী মজুদ পণ্য ১,৫০,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে। উক্ত মজুদ পণ্যের ১০,০০০ টাকা মূল্যের পণ্য আগুনে বিনষ্ট হয়েছে যা বিমা দ্বারা নিশ্চিত ছিল না। রর. সমাপনী মজুদের মধ্যে ৫,০০০ টাকা মূল্যের ক্রীত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, যা হিসাবভুক্ত হয়নি। ররর. প্রাপ্য হিসাবের ৪,০০০ টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবের ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। রা. নিট লাভের ২০,০০০ টাকা সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে ও আয়কর সঞ্চিতি ১০,০০০ টাকা রাখতে হবে। া. শেয়ার মূলধনের ওপর ১০% লভ্যাংশ ঘোষণা করতে হবে।
করণীয়:
ক. সমাপনী মজুদের প্রকৃত পরিমাণ নির্ণয় করো। ২
খ. নিট লাভ ২,৪০০ টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. ৩১ ডিসেম্বর তারিখে মোট সম্পত্তি ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। ৪
২ কর্ণফুলী কোম্পানি লিমিটেড-এর অনুমোদিত মূলধন ৭,০০,০০০ টাকা যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ৭,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে প্রস্তুতকৃত রেওয়ামিলটি নিæরূপ:
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৪
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
শেয়ারমূলধন (৩,০০০ শেয়ার) ৩,০০,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ৬০,০০০ ৪৬,০০০
বেতন ৩৩,০০০
১২% প্রদত্ত ঋণ (১/৪/১৪) ১,২০,০০০
মজুদ পণ্য (১/১/১৪) ২৩,০০০
ক্রয় ও বিক্রয় ২,৫০,৫০০ ৩,৮৭,০০০
কারবারি বাট্টা ৫,০০০
ব্যবসায়িক খরচাবলি ২৫,০০০
নিরীক্ষা ফি ৩০,০০০
নগর শুল্ক ১০,০০০
ভাড়া ২৮,০০০
যোগাযোগ খরচ ৯,০০০
যন্ত্রপাতি ১,০০,০০০
নগদ তহবিল ৩৯,৫০০
৭,৩৩,০০০ ৭,৩৩,০০০
সমন্বয়সমূহ: র. সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে ৫০,০০০ টাকা। ২৮ ডিসেম্বর আগুনে বিনষ্ট ৮,০০০ টাকা। বিমা কোম্পানি ক্ষতিপূরণ বাবদ ৫,০০০ টাকা চেকে নিষ্পত্তি করেছে। রর. একটি নতুন যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় ৫,০০০ টাকা ব্যবসায়িক খরচাবলির মধ্যে অন্তর্ভুক্ত আছে। যন্ত্রটি ১-৪-২০১৪ তারিখে সংস্থাপন করা হয়েছে। যার ক্রয়মূল্য ছিল ৩০,০০০ টাকা। ররর. যন্ত্রপাতিটির ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে। রা. ভাড়া দুই মাসের অগ্রিম প্রদান করা হয়েছে। া. কর্মচারীদের প্রত্যেক মাসের বেতন পরবর্তী মাসের প্রথম কার্য দিবসে প্রদান করা হয়।
করণীয়:
ক. যন্ত্রপাতির পুস্তকমূল্য নির্ণয় করো। ২
খ. মোট লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ৪
গ. নিট লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ৪
খ বিভাগ
৩ ১ জানুয়ারি, ২০১৬ তারিখে অইঈ কোম্পানি লি.-এর নগদ উদ্বৃত্ত ছিল ৭৫,০০০ টাকা। উক্ত বছরে অইঈ কোং লি.-এর কার্যক্রম সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ:
বিবরণ টাকা
নগদ মেশিন ক্রয় ৩,৩০,০০০
লভ্যাংশ প্রদান ৮০,০০০
অবচয় ১,০০,০০০
মেশিন বিক্রয়জনিত লাভ ৮০,০০০
প্রদেয় হিসাব হ্রাস ৫০,০০০
প্রাপ্য হিসাব বৃদ্ধি ৬০,০০০
ঋণপত্র বিক্রয় ৮০,০০০
আসবাবপত্র বিক্রয় ৪০,০০০
ব্যাংক ঋণ পরিশোধ ১,০০,০০০
নিট আয় ২,৭৫,০০০
মজুদ পণ্য হ্রাস ২০,০০০
ধারে কলকব্জা ও যন্ত্রপাতি ক্রয় ১,৩০,০০০
করণীয়:
ক. অর্থসংস্থান কার্যক্রমের নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। ২
খ. পরোক্ষ পদ্ধতিতে ব্যবসায় পরিচালন সংক্রান্ত কার্যকলাপ হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. নগদ প্রবাহ বিবরণী তৈরি করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৪ পারটেক্স অয়েল মিলস লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ সাধারণ শেয়ার এবং ১০ টাকা মূল্যের ৪,০০,০০০ টাকা ১২% অগ্রাধিকারের শেয়ারে নিবন্ধিত। কোম্পানি ১০% অধিহারে ৬০,০০০ সাধারণ শেয়ার এবং ৫% অবহারে ২,৫০,০০০, ১২% অগ্রাধিকার শেয়ার জনসাধারণের মধ্যে বিক্রয়ের জন্য প্রচারপত্র ইস্যু করে। কোম্পানি ৭৫,০০০ সাধারণ শেয়ার এবং ৩,৭৫,০০০ অগ্রাধিকার শেয়ারের জন্য আবেদন পায়। নির্ধারিত সংখ্যক শেয়ার যথারীতি বিলি করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা যথাযথ আবেদনকারীদের মধ্যে ফেরত দেয়া হয়।
ক. শেয়ার ইস্যু সংক্রান্ত ব্যাংক বহিভর্‚ত জাবেদা দেখাও। ২
খ. কোম্পানির হিসাব বইতে ব্যাংক হিসাব দেখাও। ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। ৪
৫ সোমা, তমা ও কনা অংশীদারি ব্যবসায়ে তিনজন অংশীদার। ২০১৬ সালের ১ জানুয়ারি তাদের মূলধন ছিল সোমা ৯০,০০০, তমা ৬০,০০০ ও কনা ৩০,০০০ টাকা। তারা লাভ-লোকসান মূলধন অনুপাতে বণ্টন করে নেয়। অংশীদারি চুক্তি অনুযায়ী প্রত্যেক অংশীদার মূলধন ও উত্তোলনের ওপর ১০% হারে সুদ পাবে। ব্যবসায়ে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য কনা প্রতিমাসে ১,৫০০ টাকা করে বেতন পাবে।
২০১৬ সালের ১ অক্টোবর তারিখে তমা ব্যবসায়ে ২০,০০০ টাকা ঋণ প্রদান করেন। সম্ভাব্য লাভের প্রত্যাশায় সারা বছর ব্যবসায় হতে সোমা ১৫,০০০ টাকা উত্তোলন করে। তমা ও কনার বার্ষিক উত্তোলনের পরিমাণ ছিল ১০,০০০ টাকা ও ৮,০০০ টাকা। কনা নগদ উত্তোলন ছাড়াও ৫,০০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করেছেন, যা হিসাবভ‚ক্ত হয়নি। উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে ব্যবসায়ের লাভ ১,১৯,২৭৫ টাকায় উপনীত হয়েছিল।
ক. উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো। ২
খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করো। ৪
গ. সোমা ও কনার মূলধন হিসাব প্রস্তুত করো। ৪
৬ ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখের সামির লি.-এর আর্থিক অবস্থার বিবরণী নিæরূপ:
দায়সমূহ টাকা সম্পদসমূহ টাকা
শেয়ার মূলধন ১৬,০০,০০০ আসবাবপত্র ১০,০০,০০০
সাধারণ সঞ্চিতি ৩,৫০,০০০ যন্ত্রপাতি ১২,৫০,০০০
রক্ষিত আয় বিবরণী ৩,০০,০০০ সমাপনী মজুদ পণ্য ১,৫০,০০০
ঋণপত্র ৪,৫০,০০০ দেনাদার ২,০০,০০০
পাওনাদার ২,৩০,০০০ নগদ তহবিল ৩,০০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৪৫,০০০ প্রাপ্য বিল ১,০০,০০০
বকেয়া খরচ ২৫,০০০
৩০,০০,০০০ ৩০,০০,০০০
ক. চলতি মূলধন নির্ণয় করো। ২
খ. চলতি অনুপাত ও অগ্নিপরীক্ষা অনুপাত নির্ণয় করো। ৪
গ. দায় মালিকানা অনুপাত নির্ণয় করো এবং মন্তব্য দাও। ৪
৭ সায়হাম গার্মেন্টস লি.-এর গুদামের তথ্যাবলি নিæে উপস্থাপন করা হলো:
২০১৬
মার্চ ১ প্রারম্ভিক মজুদ ৫০০ এককপ্রতি একক ২০০ টাকা দরে।
” ৩ প্রাপ্তি ২৫০ এককপ্রতি একক ১৮০ টাকা দরে।
” ১০ কারখানায় ইস্যু ৪০০ একক।
” ১৩ কারখানায় ইস্যু ২১০ একক।
” ১৫ প্রাপ্তি ২৪০ এককপ্রতি একক ২২০ টাকা দরে।
” ১৭ কারখানা হতে ফেরত প্রাপ্তি ১৫ একক ১৩ তারিখের ইস্যু হতে।
” ২০ কারখানায় ইস্যু ১০০ একক।
” ২১ ঘাটতি ১০ একক।
” ২৫ প্রাপ্তি ৩৩০ এককপ্রতি একক ২৫০ টাকা দরে।
” ২৯ ২৫ তারিখের ক্রয়কৃত মালের ১০০ একক পাওনাদারকে ফেরত দেয়া হল।
ক. নিট ক্রয়কৃত মালের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ১, ৩, ১০, ১৫, ২০ ও ২১ তারিখের লেনদেন অবলম্বনে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
গ. ১, ১৩, ১৫, ১৭, ২০, ২৫ ও ২৯ তারিখের লেনদেন অবলম্বনে ঋওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
৮ অ, ই ও ঈ তিনজন শ্রমিক। নিæে তাদের কাজের তথ্যাবলি দেয়া হলো:
সাপ্তাহিক কর্ম সময় ৪৮ ঘণ্টা
ঘণ্টা প্রতি প্রমাণ উৎপাদন ১২ একক
ঘণ্টা প্রতি নিয়মিত মজুরি ৬ টাকা
মঞ্জুরিকৃত মজুরির হার
প্রমাণ উৎপাদনের নিচে কার্যহারের ৮০%
প্রমাণ উৎপাদনের সমান কার্যহারের ১০০%
প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে কার্যহারের ১২০%।
অ, ই ও ঈ-এর প্রকৃত উৎপাদন অ = ৫৮০ একক
ই = ৫৭৬ একক
ঈ = ৫৭০ একক
ক. এককপ্রতি স্বাভাবিক মজুরি নির্ণয় করো। ২
খ. এককপ্রতি মঞ্জুরিকৃত মজুরির হার নির্ণয় করো। ৪
গ. মজুরি বিবরণী তৈরি করে শ্রমিকদের মোট মজুরি নির্ণয় করো। ৪
৯ ষ্টেশন ক্লাবের ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তিও প্রদান হিসাব নিæরূপ:
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
উদ্বৃত্ত (১.১.১৬) ২,০০০ বেতন ৬,০০০
চাঁদা ১৬,০০০ মনিহারি ২,৫০০
অনুদান (৫০% মুনাফা জাতীয়) ১২,৫০০ প্রাঙ্গণ কর ১,০০০
২,০০০ সংবাদপত্র ও জার্নাল ৫০০
লৈকচার সৈশন ^ৈএক আয় পাঠাগারের বই ক্রয় ৫,০০০
আসবাপষ্ণ কত্থয় (১.০৭.১৬) ১০,০০০
দান খয়রাত ২,৫০০
উদ্বৃত্ত (৩১.১২.১৬) ৫,০০০
৩২,৫০০ ৩২,৫০০
২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে সম্পদের পরিমাণ ছিল:
আসবাবপত্র ২০,০০০ টাকা, দালানকোঠা ১,০০,০০০ টাকা, ১০% বিনিয়োগ ২৫,০০০ টাকা।
অন্যান্য তথ্যাবলি নিæরূপ: র. মোট প্রাপ্ত চাঁদার ১,৫০০ টাকা বিগত বছরের এবং ১,০০০ টাকা পরবর্তী বছরের জন্য পাওয়া গিয়েছে। পক্ষান্তরে চলতি বছরের চাঁদা বকেয়া রয়েছে ২,৫০০ টাকা রর. প্রারম্ভিক মনিহারি মজুদ ৫০০ টাকা এবং সমাপনি মনিহারি মজুদ ৩০০ টাকা। আসববাপত্রের ওপর অবচয় ৫%।
ক. চলতি বছরের চাঁদা বাবদ আয়ের পরিমাণ কত? ২
খ. মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত? ৪
গ. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে মোট সম্পদ কত হবে? ৪
১০ বিশ্বাস বিল্ডার্স-এর উৎপাদন সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ:
ব্যবহৃত কাঁচামালের ব্যয় ৫,০০,০০০০ টাকা
মজুরি ৩,০০,০০০ টাকা
কারখানা উপরিব্যয় ১,৪০,০০০ টাকা
প্রশাসনিক উপরিব্যয় ৪০,০০০ টাকা
বিক্রয় উপরিব্যয় ১০,০০০ টাকা
মুনাফা ২০,০০০ টাকা
ক. উপরোক্ত তথ্যের আলোকে উৎপাদান ব্যয় বিবরণী প্রস্তুত করো। ২
খ. উপরিব্যয়গুলোর শতকরা হার নির্ণয় করো ও মুনাফার হার নির্ণয় করো। ৪
গ. উদ্দীপকের আলোকে প্রতিষ্ঠানটি একটি নতুন কাজ সম্পাদন করতে যাচ্ছে, যার জন্য কাঁচামাল ব্যয় ৬০,০০০ টাকা ও প্রত্যক্ষ শ্রম ব্যয় ৪০,০০০ টাকা। দরপত্রের মূল্য নিরূপণ করো। ৪
১১ নিæলিখিত তথ্যাবলি সানি এন্ড সন্স-এর হিসাব বই থেকে নেয়া হয়েছে।
বিক্রয় ১,৫০,০০০ টাকা।
এককপ্রতি বিক্রয় মূল্য ২০ টাকা।
এককপ্রতি পরিবর্তনশীল উপরি খরচ ১৫ টাকা।
স্থায়ী খরচ ১৫,০০,০০০ টাকা।
ক. সমচ্ছেদ বিক্রয় বিন্দু টাকায় নির্ণয় করো। ২
খ. নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। ৪
গ. মুনাফা ১০,০০,০০০ টাকা করতে হলে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।