হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ৫৯-৬০ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৫৯. যশোর সরকারি মহিলা কলেজ বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৭০
ক বিভাগ
১. যমুনা কোম্পানি লিমিটেড-এর ২০১৩. সালের ৩১. ডিসেম্বর তারিখের রেওয়ামিল নিæরূপ:
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৩
বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা
পণ্য ক্রয় ও পণ্য বিক্রয় ৪,৫০,০০০ ৭,৯৬,০০০
ফেরত ২২,০০০ ২২,০০০
ক্রয়ের ওপর বাট্টা ১০,০০০
মজুদ পণ্য (১.১.২০১৩)৪৫,০০০
মজুরি৪০,০০০
নগর শুল্ক১৫,০০০
বেতন৩০,০০০
মনিহারি২৪,০০০
বিজ্ঞাপন৩০,০০০
বিক্রয় পরিবহন১৫,০০০
ছাপা খরচাবলি২০,০০০
অনাদায়ি পাওনা ও অনাদায়ি পাওনা সঞ্চিতি ১২,০০০ ১৮,০০০
নগদ ও ব্যাংক উদ্বৃত্ত৩,৫০,০০০
বিবিধ দেনাদার ও বিবিধ পাওনাদার ৮৫,০০০ ১,০০,০০০
প্রাথমিক খরচাবলি৬০,০০০
আসবাবপত্র১,৫০,০০০
শৈয়ার মƒলধন (পণ্ঠতি শৈয়ার ৫০ টাকা কএর ১০,০০০ শৈয়ার) ৪০,০০০
১৩,৪৮,০০০৯,৮৬,০০০
সমন্বয়সমূহ: ১. সামপনী মজুদ পণ্যের ক্রয়মূল্য ৬০,০০০ টাকা এবং বাজার মূল্য ৭৫,০০০ টাকা। ২. ধারে পণ্য ক্রয় ১৫,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি। তবে সমাপনী মজুদ পণ্যের মধ্যে ধরা হয়েছে। ৩. ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ ১০,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি। মোট বিজ্ঞাপন খরচের তিন-চতুর্থাংশ বিলম্বিত করতে হবে। ৪. অব্যবহৃত মনিহারি ৪,০০০ টাকা। ৫. অনাদায়ী পাওনা সঞ্চিতি ১৫,০০০ টাকায় হ্রাস করতে হবে। ৬. আসবাপত্রের ওপর ৫% হারে অবচয় ধার্য করতে হবে এবং প্রাথমিক খরচাবলি ৫০% অবলোপন করতে হবে।
ক. নিট ক্রয়ের পরিমাণ কত? ২
খ. ২০১৩. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের আয় বিবরণীতে মোট লাভ নির্ণয় করো। ৪
গ. ২০১৩. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের মোট লাভ নিয়ে নিট লাভ দেখাও। ৪
২. ঢাকা কোম্পানি লিমিটেড-এর অনুমোদিত মূলধন ৫,০০,০০০ টাকা। এ অনুমোদিত মূলধন প্রতিটি ১০০ টাকা মূল্যের ৫,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানির রেওয়ামিল নিচে দেওয়া হলো:
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৩
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
শেয়ার মূলধন: প্রতি শেয়ার ১০০ টাকা মূল্যের ৪,০০০ শেয়ার
৪,০০,০০০
দেনাদার ও পাওনাদার ৬০,০০০ ৪০,০০০
কলকব্জা ও যন্ত্রপাতি৩,০০,০০০
আসবাবপত্র১,০০,০০০
প্রাপ্য বিল ও প্রদেয় বিল ৩০,০০০ ২০,০০০
প্রারম্ভিক মজুদ পণ্য৩৪,০০০
ক্রয় ও বিক্রয় ৪,৫০,০০০ ৬,৬০,০০০
মজুরি৩০,০০০
বেতন৫০,০০০
প্রাথমিক খরচাবলি৩০,০০০
রপ্তানি শুল্ক১৬,০০০
বিমা সেলামি২৬,০০০
আয়কর প্রদান১৫,০০০
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ২১,০০০
লভ্যাংশ প্রদান২৩,০০০
সংরক্ষিত আয় বিবরণী (১.১.২০১৩) ৭০,০০০
১২% ঋণপত্র (১.১.২০১৩) ৬০,০০০
সঞ্চিতি তহবিল ৩৫,০০০
নগদ তহবিল ও ব্যাংক উদ্বৃত্ত১,০০,০০০
১২,৮৫,০০০১২,৮৫,০০০
সমন্বয় তথ্য: ১. মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে ৪৫,০০০ টাকা। ২. বকেয়া মজুরি ১০,০০০ টাকা। ৩. অগ্রিম বিমা সেলামি ২,০০০ টাকা। ৪. ২৫,০০০ টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। ৫. প্রাথমিক খরচাবলি ২৫% অবলোপন করতে হবে। ৬. আসবাপত্রের ওপর ১০% এবং কলকব্জা ও যন্ত্রপাতির ওপর ৫% হারে অবচয় ধার্য করতে হবে।
ক. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ২
খ. নিট লাভ ৫১,৩০০ টাকা ধরে সমাপ্ত বছরের সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। ৪
গ. ২০১৩. সালের ৩১. ডিসেম্বর তারিখের জন্য আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। ৪
খ বিভাগ
৩. খুলনা ক্লাব-এর ২০১৩. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রদান হিসাব নিচে দেওয়া হলো:
খুলনা ক্লাব
প্রাপ্তি ও প্রদান হিসাব
২০১৩. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের
পণ্ঠাক্রি¦সমƒহ টাকা পণ্ঠদানসমƒহ টাকা
উ্রঙ্কল্ফে (১.১.২০১৩) ২৫,৫০০ বৈতন ২০,০০০
চাঁদা ২০১২ ২,০০০ ভাড়া ১৮,০০০
২০১৩৫৫,৫০০খাদঞ্ঝসামগণ্ঠী ও ঠাল্পা পানীয় কত্থয়২১,৫০০
২০১৪৩,৫০০৬১,০০০কর ও অভিকর৩,৬০০
অনুদান পণ্ঠাক্রি¦ ২৫,০০০ আসবাবপষ্ণ কত্থয় (১.১০.২০১৩) ২৫,০০০
খাদঞ্ঝসামগণ্ঠী ও পানীয় বিকত্থয় ৩০,০০০ উ্রঙ্কল্ফে (৩১.১২.২০১৩) ৫৭,৪০০
১৫% হাএর সৈভিংস সাটিট্টফিএকএটর সুদ৪,৫০০
১,৪৫,৫০০১,৪৫,৫০০
২০১৩. সালের ১. জানুয়ারি তারিখে ক্লাবের অন্যান্য সম্পদ ছিল : আসবাবপত্র ৩০,০০০ টাকা; খাদ্যসামগ্রী ও পানীয় উদ্বৃত্ত ১২,৫০০ টাকা।
অন্যান্য তথ্যাবলি: ১. ক্লাবের প্রত্যেক সদস্যের বার্ষিক চাঁদার হার ১,০০০ টাকা। ক্লাবের মোট সদস্য সংখ্যা ৬০ জন। ২. বেতন বাবদ ৩,০০০ টাকা; ভাড়া বাবদ ২,০০০ টাকা এবং খাদ্যসামগ্রী ও পানীয় ক্রয় বাবদ ৩,৫০০ টাকা এখনও পর্যন্ত বকেয়া রয়েছে। ৩. কর ও অভিকর প্রত্যেক বছরে ৩১. মার্চ প্রদত্ত হয়। বার্ষিক কর ও অভিকরের পরিমাণ ৩,৬০০ টাকা। ৪. প্রাপ্ত অনুদানের অর্ধাংশ দ্বারা ‘বন্যা তহবিল’ তৈরি করতে হবে এবং অবশিষ্টাংশ মুনাফা হিসেবে গণ্য করতে হবে। ৫. ৩১.১২.২০১৩. তারিখে খাদ্যসামগ্রী ও ঠাণ্ডা পানীয় ৭,৫০০ টাকা মজুদ ছিল। ৬. আসবাবপত্রের উপর ৫% অবচয় ধার্য করতে হবে।
ক. সেভিংস সার্টিফিকেটের ক্রয়মূল্য নির্ণয় করো। ২
খ. ২০১৩. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য খুলনা ক্লাবের আয়-ব্যয় হিসাব প্রস্তুত করো। ৪
গ. ২০১৩. সালের ৩১. ডিসেম্বর তারিখের জন্য খুলনা ক্লাবের উদ্বর্তপত্র প্রস্তুত করো। ৪
৪. রিয়াজ, তনু ও তš§য় একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তাদের লাভ-ক্ষতি বণ্টনের অনুপাত যথাক্রমে ২. ঃ ২. ঃ ১। ২০১৩. সালের ৩১. ডিসেম্বর তারিখে অংশীদারগণের বার্ষিক উত্তোলন, বেতন ও মুনাফা সমন্বয়ের পর তাদের মুলধন পাওয়া গেল যথাক্রমে ৭৫,৮০০ টাকা; ৫৮,৫০০ টাকা ও ৪৯,৮০০ টাকা। পরে দেখা গেল অংশীদারি চুক্তিপত্র মোতাবেক মূলধনের ওপর ১০% হারে সুদ প্রাপ্য হবে; কিন্তু হিসাব হতে সম্পূর্ণ বাদ পড়েছে। অংশীদারগণ সারা বছরে নগদ উত্তোলন করে যথাক্রমে ৭,২০০ টাকা; ৬,০০০ টাকা এবং ৪,৮০০ টাকা।
তš§য়-এর বার্ষিক বেতন ৪,০০০ টাকা বাদ দেওয়ার পর ২০১৩. সালের ৩১. ডিসেম্বর তারিখে ব্যবসায়ের মুনাফার পরিমাণ দাড়ায় ৩০,০০০ টাকা। অংশীদারগণ তাদের ভবিষ্যৎ মূলধন লাভ-লোকসান বণ্টন অনুপাতে ব্যবসায়ের মোট মূলধন ১,৮০,০০০ টাকায় রাখতে রাজী হয়।
ক. অংশীদারগণের মূলধনের সুদ নির্ণয় করো। ২
খ. লাভ-লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করো। ৪
গ. অংশীদারগণের পুনঃসমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করো। ৪
৫খুলনা সিটি কোম্পানি লিমিটেড-এর ২০১৩. ও ২০১৪. সালের তুলনামূলক আর্থিক বিবরণীর আংশিক অংশ নিæরূপ:
হিসাবের নাম ২০১৪. টাকা ২০১৩. টাকা
জমি ২০,০০,০০০ ১৫,০০,০০০
সরঞ্জাম ৬,৫০,০০০ ৪,০০,০০০
দালানকোঠা ৩০,০০,০০০ ২২,০০,০০০
পুঞ্জিভ‚ত অবচয়-সরঞ্জাম ৯,৬০,০০০ ৬,৬০,০০০
প্রদেয় বন্ড ১৫,০০,০০০ ১০,০০,০০০
সাধারণ স্টক ৩০,০০,০০০ ২০,০০,০০০
সংরক্ষিত আয় ৬,৫০,০০০ ৩,৫০,০০০
অতিরিক্ত তথ্যাবলি: ১. লভ্যাংশ ঘোষণা এবং পরিশোধ ২,৫০,০০০ টাকা। ২. নগদে সরঞ্জাম ক্রয় ২,৫০,০০০ টাকা। ৩. প্রদেয় বন্ড ইস্যু করে অতিরিক্ত ৫,০০,০০০ টাকা জমি ক্রয় করা হয়। ৪. দালানকোঠা নির্মাণ ব্যয় নগদে পরিশোধ করা হয়। ৫. সাধারণ স্টক ইস্যু করে অতিরিক্ত ১০,০০,০০০ টাকা নগদে পাওয়া গেল।
ক. চলতি বছরে নিট লাভের পরিমাণ নির্ণয় করো। ২
খ. বিনিয়োগ কর্মকাণ্ড দ্বারা নিট নগদ প্রয়োগ/ব্যবহার নির্ণয় করো। ৪
গ. অর্থসংস্থান কর্মকাণ্ড দ্বারা নিট নগদ প্রয়োগ/ব্যবহার নির্ণয় করো। ৪
৬. ন্যাশনাল কোম্পানি লিমিটেড-এর অনুমোদিত মূলধন ৩০,০০,০০০ টাকা। এই অনুমোদতি মূলধন প্রতি শেয়ার ১০০ টাকা মূল্যের ৩০,০০০ খানি শেয়ারে বিভক্ত ছিল। কোম্পানি প্রতি শেয়ার ১০. টাকা অধিহারে ৩০,০০০ খানি শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করল। সর্বমোট ৩৫,০০০ খানি শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল এবং কোম্পানি ৩০,০০০ খানি শেয়ার আবেদনকারীদের মধ্যে বণ্টন করল। অতিরিক্ত আবেদনের ৫,০০০ খানি শেয়ার ফেরত দেওয়া হলো।
ক. বিলিকৃত শেয়ারের ভিত্তিতে জাবেদা দাখিলা দাও। ২
খ. আবেদন গ্রহণের ভিত্তিতে জাবেদা দাখিলা দাও। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণীতে স্টকহোল্ডার ইক্যুইটি অংশ দেখাও। ৪
৭. খাজা কোম্পানি লিমিটেড-এর ২০১৩. সালের ৩১. ডিসেম্বর তারিখে উদ্বর্তপত্র ও অন্যান্য তথ্যাবলি নিচে প্রদত্ত হলো:
উদ্বর্তপত্র
৩১. ডিসেম্বর, ২০১৩. সাল
মূলধন ও দায় টাকা পরিসম্পদ সমূহ টাকা
শেয়ার মূলধন ৪,০০,০০০ স্থায়ী সম্পদ ৬,৫০,০০০
সঞ্চিতি তহবিল ১,৪০,০০০ সমাপনী মজুদ পণ্য ৮০,০০০
দীর্ঘমেয়াদী জামানত ঋণ ২,৬০,০০০ বিবিধ দেনাদার ৬০,০০০
বিবিধ পাওনাদার ৭০,০০০ নগদ ও ব্যাংক উদ্বৃত্ত ৯০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ঋণ ৩০,০০০ বিলম্বিত বিজ্ঞাপন ২০,০০০
৯,০০,০০০৯,০০,০০০
কোম্পানি বিক্রয়মূল্যের উপর ১৫% হারে লাভে পণ্য বিক্রয় করে। বিক্রীত পণ্যের ব্যয় ৮,৫০,০০০ টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য ছিল ৯০,০০০ টাকা।
ক. বিক্রয়মূল্য ও নিট ক্রয় নির্ণয় করো। ২
খ. চলতি অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। ৪
গ. মজুদ আবর্তন অনুপাত ও পাওনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
৮. মডার্ন স্যানিটারির ৩১. ডিসেম্বর ২০১৩. তারিখে সমাপ্ত বছরের উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যসমূহ নিæরূপ:
বিবরণ টাকা
প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় ১,২০,০০০
প্রত্যক্ষ মজুরি ১,০০,০০০
কারখানা উপরিখরচ ৬০,০০০
প্রশাসনিক ও বিক্রয় উপরিখরচ ৪২,০০০
মুনাফা ৮০,৫০০
২০১৩. সালে কিছু স্যানিটারি দ্রব্য সরবরাহের একটি ফরমায়েশ পাওয়া গেল। এ দ্রব্য তৈরির জন্য প্রয়োজন হবে:
প্রত্যক্ষ কাঁচামাল ১২,০০০ টাকা
প্রত্যক্ষ মজুরি ৮,০০০ টাকা
২০১৩. সালে দরপত্রের প্রশাসনিক ও বিক্রয় উপরিখরচ ১০% বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে।
২০১৩. সালে বিক্রয়ের ওপর যে হারে মুনাফা হয়েছে ২০১৩. সাল একই হারে বিক্রয়মূল্যের ওপর মুনাফা ধরে দরপত্র মূল্য নিরূপণ করতে হবে এবং প্রত্যক্ষ মজুরির ওপর কারখানা উপরিখরচের শতকরা হার এবং কারখানা ব্যয়ের ওপর প্রশাসনিক ও বিক্রয় উপরিখরচের শতকরা হার ভিত্তিতে দরপত্রের কারখানা ও প্রশাসনিক উপরি খরচ নির্ধারণ করতে হবে।
ক. মূখ্য ব্যয় দেখাও। ২
খ. প্রয়োজনীয় শতকরা হার নির্ণয় করো। ৪
গ. একটি দরপত্র মূল্যায়ন করো। ৪
৯. একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় বাজেট নিরূপণ:
বিকত্থয়-পরিবতট্টনশীল বঞ্ঝয়=ক´িŸণ্টবিউশন মাজিট্টন=র্’ায়ী বঞ্ঝয়+লাভ
র ২৫,০০,০০০ – ১৮,০০,০০০ = ? = ৩,০০,০০০ + ?
রর ৩০,০০,০০০ – ? = ১০,০০,০০০ = ৪,৮০,০০০ + ৫,২০,০০০
ররর ? – ৩০,০০,০০০ = ১৫,০০,০০০ = ৬,০০,০০০ + ?
ক. র, রর ও ররর এর বিলুপ্তি সংখ্যা নির্ণয় করো। ২
খ. র এর কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, রর এর সমচ্ছেদ বিন্দু পরিমাণ ও নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। ৪
গ. ররর এর সমচ্ছেদ বিন্দু অনুপাত ও নিরাপদ প্রান্ত অনুপাত নির্ণয় করো। ৪
১০. তাসফিয়া কোম্পানির ক্রয়-বিক্রয় সংক্রান্ত প্রাপ্ত তথ্য নিæরূপ:
২০১৩
জুলাই ১ প্রারম্ভিক জের ২,০০০ কেজি, প্রতি কেজি ৫. টাকা দরে।
” ৩ ক্রয় ১,৫০০ কেজি, প্রতি কেজি ৬. টাকা।
” ৫ কারখানায় ইস্যু করা হলো ১,৮০০ কেজি।
” ১২ ক্রয় ১,০০০ কেজি, প্রতি কেজি ৭. টাকা।
” ১৫ কারখানায় ইস্যু করা হলো ১০০ কেজি।
” ২০ কারখানায় ইস্যু করা হলো ২,২০০ কেজি।
” ২৫ ঘাটতি ৫০ কেজি।
ক. জুলাই মাসে ক্রয়কৃত মালের মোট মূল্য কত? ২
খ. খওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
গ. ঋওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
১১. নর্থ বেঙ্গল কোং লিমিটেড-এর অফিস কর্মী জয়নাল ও আমির-এর ২০১৫. সালের মার্চ মাসের বেতন সংক্রান্ত তথ্য নিæরূপ:
উপাদান জয়নাল আমির
র. মূল বেতন ৩,০০০ টাকা ২,০০০ টাকা
রর. মহার্ঘ ভাতা (মূল বেতনের) ২০% ২০%
ররর. বাড়ি ভাড়া ভাতা (মূল বেতনের) ৫০% ৫০%
রা. নগর ভাতা ২৫০ টাকা ২৫০ টাকা
া. চিকিৎসা ভাতা ২০০ টাকা ২০০ টাকা
ার. আপ্যায়ন ভাতা ১০০ টাকা ১০০ টাকা
ারর. অতিরিক্ত সময়ের কাজ ২০ ঘণ্টা ২৫. ঘণ্টা
াররর. ভবিষ্যৎ তহবিলে চাঁদা (মূল বেতনের) ১০% ১০%
রী. কল্যাণ তহবিল (মূল বেতনের) ২% ২%
ী. যৌথ বিমা তহবিলে চাঁদা (মূল বেতনের) ১% ১%
উক্ত মাসের স্বাভাবিক কার্য ঘণ্টা ছিল ২০০ ঘণ্টা। অতিরিক্ত সময় কাজ করার জন্য মূল বেতনের দ্বিগুণ হারে বেতন দেওয়া হবে।
তাদের বেতন বিবরণী তৈরির সময় অন্যান্য কর্তনগুলো নিæরূপ: ১. ভবিষ্যৎ তহবিল থেকে আমিরের নেওয়া অগ্রিম পরিশোধ মাসিক ১৫০ টাকা। ২. অগ্রিম বেতন কর্তন: জয়নাল ৩০০ টাকা এবং আমির ১০০ টাকা।
ক. প্রত্যেক কর্মচারীর স্বাভাবিক বেতন হার নির্ণয় করো। ২
খ. মোট উপার্জন নির্ণয় করো। ৪
গ. নিট প্রদেয় বেতন নির্ণয় করো। ৪.
৬০. মেহেরপুর পৌর ডিগ্রী কলেজবিষয় কোড:২৫৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৭০
ক বিভাগ
১. নিচের তথ্যাবলি জনাব সালামের হিসাব বই থেকে সংগ্রহ করা হয়েছে।
জনাব সালাম
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৪
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
হাতে নগদ৪০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৮৫,০০০
দালানকোঠা২,৬০,০০০
প্রারম্ভিক মজুদ৩৫,০০০
ক্রয় ও বিক্রয় ৩,৬০,০০০ ৪,৫০,০০০
ফেরত ১০,০০০ ১২,০০০
মজুরি১৯,০০০
অফিস খরচ২০,০০০
বাড়ি (১০. মাস)৩০,০০০
বেতন (৯. মাস)২৭,০০০
মূলধন ২,০০,০০০
১২% ঋণ (১.১০.১৪) ১,৭৪,০০০
১০% বিনিয়োগ১,২৪,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ৮৫,০০০ ৭৫,০০০
কুঋণ সঞ্চিতি ১৪,০০০
সমন্বয়সমূহ: ক. সমাপনী মজুদ পণ্য ৪৮,০০০ (বাজার মূল্য ৫,২০০) খ. দালানকোঠার ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে। গ. প্রাপ্য হিসাবের ৫,০০০ টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট্য প্রাপ্য হিসাবে উপর ৫% কুঋণ সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। ঘ. ক্যাশিয়ারের নিকট থেকে ২,০০০ টাকা ছিনতাই হয়েছে। যা এখনও হিসাবভুক্ত করা হয়নি। ঙ. বকেয়া মজুরি ১,০০০ পক্ষান্তরে অফিস খরচ অগ্রিম পরিশোধ করা হয়েছে ২,০০০ টাকা।
ক. বিক্রীত পণ্যের ব্যয় কত? ২
খ. পরিচালন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. আয় বিবরণী প্রস্তুত করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২. আদিল কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার ১০. টাকা মূল্যের ১০,০০০ শেয়ারে বিভক্ত ১,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। ২০১৪. সালের ৩১. ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিæে দেয়া হলো।
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৪
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
শেয়ার মূলধন (১০,০০০ শেয়ার বিলিকৃত) ১,০০,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ৩০,০০০ ১৭,০০০
ইজারা সম্পদ (১০. বছর)৩০,০০০
ক্রয় বিক্রয় ৬০,০০০ ১,২৫,০০০
কমিশন প্রাপ্তি ৬,০০০
কলকব্জা৯০,০০০
মজুরি৬,০০০
বেতন১৭,০০০
ভাড়া৫,৫০০
ব্যাংক চার্জ ও শিক্ষানবিশ সেলামি ১,৩০০ ৪,০০০
আয়কর৫,০০০
লভ্যাংশ প্রদান১৫,০০০
সংরক্ষিত আয় বিবরণীর জের (১-১-১৪) ৫০,০০০
ব্যাংক জমা৫১,৭০০
সঞ্চিতি তহবিল ১০,০০০
৩,১৫,৫০০৩,১৫,৫০০
নিæলিখিত সমন্বয়গুলো সাধন করা প্রয়োজন: ক. সমাপনী মজুদ পণ্য ৩৫,০০০ টাকা এর মধ্যে ৫,০০০ টাকার পণ্য ক্রয় অন্তর্ভুক্ত আছে। যা হিসাবভুক্ত হয়নি। খ. প্রদেয় হিসাবের ৭,০০০ টাকা চেকে পরিশোধ করা হয়েছে কিন্তু হিসাবভুক্ত হয়নি। গ. কলকব্জার উপর ১০% অবচয় ধার্য করতে হবে। ঘ. সঞ্চিতি তহবিলে ৫,০০০ টাকা স্থানান্তর করতে হবে।
ক. নিট প্রদেয় হিসাবের পরিমাণ নির্ণয় করো। ২
খ. মোট লাভ ৮৮,৫০০ টাকা ধরে নিট লাভ বা ক্ষতি নির্ণয় করো। ৪
গ. সংরক্ষিত আয় বিবরণী জের ৮৭,৫০০ টাকা ধরে, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
খ বিভাগ
৩. উত্তরা টাউন ক্লাব এর প্রাপ্তি ও প্রদান হিসাব নিæরূপ:
উত্তরা টাউন ক্লাব
প্রাপ্তি ও প্রদান হিসাব
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
নগদ উদ্বৃত্ত (১.১.১৩) ৪,০০০ বেতন ১০,০০০
ভর্তি ফি ১,৫০০ ডাক খরচ ১৫০
চাঁদা ১৫,০০০ বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয় ১,৪০০
হল ভাড়া ১,০০০ প্রাঙ্গণ কর ২৫০
উইলকৃত ধন সম্পদ ১০,০০০ দুস্থদের শীত বস্ত্র প্রদান ১,৩০০
আসবাবপত্র ক্রয়৫,০০০
নগদ উদ্বৃত্ত (৩১.১২.১৩)১৩,৪০০
৩১,৫০০৩১,৫০০
বছরের শুরুতে ক্লাব এর সম্পদ ছিল: আসবাবপত্র ৬,০০০ টাকা বিনোদন সরঞ্জাম ১০,০০০ টাকা।
অন্যান্য তথ্যাবলি: ১. প্রাপ্ত চাঁদার মধ্যে ১,৫০০ টাকা বিগত বছরের এবং ৮০০ টাকা পরবর্তী বছরের। চলতি বছরের চাঁদা ১,২০০ টাকা এখনও অনাদায়ী রয়েছে। ২. হল ভাড়া ৫০০ টাকা বকেয়া আছে। পক্ষান্তরে, প্রাঙ্গন কর বিগত বছরের বকেয়া ছিল ৫০ টাকা। ৩. প্রদত্ত বেতনের ১,০০০ টাকা বিগত বছরের বকেয়া ও চলতি বছরের বেতন বকেয়া ৮০০ টাকা। ৪. ভর্তি ফি কে মূলধন জাতীয় আয় হিসাবে গণ্য করতে হবে পক্ষান্তরে উইলকৃত ধন সম্পদের অর্ধেক মুনাফা জাতীয় আয় হিসাবে গণ্য করতে হবে।
ক. মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় (প্রাপ্তি ও প্রদান হিসাবের ভিত্তিতে) ২
খ. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ৪
গ. ২০১৩. সালের ৩১. ডিসেম্বর সমাপ্ত বছরের আয়-ব্যয় হিসাব প্রস্তুত করো। ৪
৪. ২০১৩. সালের ১লা জানুয়ারি তারিখে ফাহিম ও সিয়াম নিæ লিখিত শর্ত সাপেক্ষে একটি অংশীদারি ব্যবসায় শুরু করে। ফাহিম ৪,০০,০০০ টাকা ও সিয়াম ৩,০০,০০০ টাকা মূলধন হিসাবে আনায়ন করে। এ মূলধনের উপর ১০% হারে সুদ পাবে। ফাহিম মূলধন ছাড়াও ১,০০,০০০ টাকা ঋণ স্বরূপ প্রদান করে। সিয়াম বাড়িতে ব্যবসায়টি চালু থাকার কারণে সে এর জন্য প্রতি মাসে ৫০০ টাকা ভাড়া পাবে। তারা উভয়ে প্রতি মাসে ব্যবসায় হতে যথাক্রমে ৫,০০০ ও ৬,০০০ টাকা বেতন পাবে। ফাহিম তার বেতন প্রতি মাসে তুলে নেয়। তাছাড়া দুজনই ১০% হার সুদে প্রত্যেক মাসের প্রথম তারিখে ও শেষ তারিখে যথাক্রমে ১০,০০০ টাকা ও ৮,০০০ টাকা করে নগদ উত্তোলন করেছে। ব্যবসায়ে লাভ-লোকসান তাদের প্রারম্ভিক বিনিয়োজিত টাকার ওপর ভিত্তি করে বণ্টিত হবে। ফাহিম-এর বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে ব্যবসায়ের লাভ ২,৯৫,০০০ টাকায় উপনীত হয়।
ক. অংশীদারদের লাভ-লোকসান বণ্টন অনুপাত নির্ণয় করো। ২
খ. অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ ও ফাহিমের বার্ষিক বেতন এর পরিমাণ নির্ণয় করো। ৪
গ. লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করো। ৪
৫. হামিদ লি.-এর ২০১৩. সালের আর্থিক তথ্যাবলি নিরূপ:
বিবরণ টাকা
নিট মুনাফা (বিশদ আয় বিবরণী ২,৮০,০০০
অবলোপন ৩,০০০
প্রাপ্য হিসাব হ্রাস ৫০,০০০
প্রদেয় হিসাব বৃদ্ধি ২০,০০০
সরঞ্জাম বিক্রয় জনিত মুনাফা ২০,০০০
ভ‚মি ও দালান বিক্রয় ২,০০,০০০
অফিস ও সরঞ্জাম ক্রয় ১,০০,০০০
কলকব্জা ও যন্ত্রপাতি ক্রয় ১,৫০,০০০
অফিস সরঞ্জাম বিক্রয় ৫০,০০০
সাধারণ শেয়ার ইস্যু ২,০০,০০০
বন্ড ইস্যু ১,৫০,০০০
বন্ড পরিশোধ ৫০,০০০
লভ্যাংশ পরিশোধ ৩০,০০০
ঋণপত্রের আসল পরিশোধ ৮০,০০০
দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় ২,৫০,০০০
ক. পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করো। ২
খ. বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
গ. অর্থসংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
৬. ঢাকা ভেজিটেবল অয়েল কোম্পানি লি. প্রতি শেয়ার ১০০ টাকা মূল্যের ৬০,০০০ শেয়ারে বিভক্ত ৬০,০০,০০০ অনুমোদিত মূলধন নিবন্ধিত হলো। কোম্পানি প্রতি শেয়ার ১০% অধিহারে ৫০,০০০ শেয়ার বিক্রীর জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করল।
সর্বমোট ৭৫,০০০ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। আবেদনকারীদের মধ্যে ৫০,০০০ শেয়ার বণ্টিত হলো। অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো।
ক. প্রয়োজনীয় জাবেদা। ২
খ. ব্যাংক হিসাব। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণী। ৪
৭. মেহেরুন কোম্পানি লি.-এর নিæোক্ত তথ্যাবলি দেওয়া হলো:
বিবরণ টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য ৮,০০,০০০
সমাপনী মজুদ পণ্য ২,০০,০০০
প্রাপ্য হিসাব ১৪,০০,০০০
হাতে নগদ ৮০,০০০
প্রদেয় হিসাব ১,৮০,০০০
প্রাপ্য নোট ৩,২০,০০০
প্রাথমিক খরচাবলি ৮০,০০০
বকেয়া খরচাবলি ১০,০০০
মোট লাভ ১,২০,০০০
নিট লাভ ৮০,০০০
নিট বিক্রয় ৪,৩০,০০০
ক. চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। ২
খ. কোম্পানির মুনাফা অর্জনের ক্ষমতা যাচাইয়ের মোট লাভ অনুপাত ও নিট লাভ অনুপাত নির্ণয় করো। ৪
গ. উপযুক্ত নির্ণীত অনুপাতগুলোর উপর মন্তব্য করো। ৪
৮. প্রগতি সু কোম্পানির ৬০ জোড়া জুতা তৈরি করতে খরচগুলি করেছে।
চামড়া ব্যয় ৩০,০০০ টাকা
মজুরি ৭,০০০ টাকা
কারখানার উপর মজুরির ৩০%
বিক্রয় খরচ কারখানা উপরিব্যয়ের ২০%
বিক্রয়ের উপর লাভের হার ২৫%
মোট ৪০ জোড়া জুতা বিক্রয় হয়েছে।
ক. মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. প্রতি জোড়া জুতার লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ৪
৯. ২০১৩. সালের জুন মাসের জন্য ওহি ও সুমির মজুরি সম্পর্কে নিæরূপ তথ্য পাওয়া গেল।
বিবরণ ওহি সুমি
মূল মজুরি ৬,০০০ ৭,০০০
মহার্ঘ ভাতা (মূল মজুরি) ৫০% ৫০%
চিকিৎসা ভাতা ১৫০ ১৫০
যাতায়াত ভাতা ১০০ ১০০
প্রভিডেন্ড ফান্ডে কর্মির দান ১০% ১০%
ওভার টাইম প্রতি শ্রম ঘণ্টা ১০ ১০
ওভার টাইম শ্রম ঘণ্টা ২৫ ৩০
মজুরি হতে অগ্রিম কর্তন ২০০ ৩০০
ক. ওহি ও সুমির ওভারটাইম মজুরি নির্ণয় করো। ২
খ. শ্রমিকদের মোট মজুরি নির্ণয় করো। ৪
গ. শ্রমিকদের মোট কর্তনের পরিমাণ নির্ণয় করো। ৪
১০. ফখরুল এন্ড সন্স ক্রয়ক্রীত পণ্যের প্রারম্ভিক মজুরি ক্রয়-বিক্রয় সংক্রান্ত তথ্য নিæে প্রদত্ত হলো:
২০১৪
মার্চ ১ প্রারম্ভিক উদ্বৃত্ত ৪০০ কেজি প্রতি কেজি ১০. টাকা দরে।
” ৭ ক্রয় ৬০০ কেজি প্রতি কেজি ১২. টাকা।
” ২০ বিক্রয় ৮০০ কেজি।
” ২৫ ক্রয় ১০০ কেজি, প্রতি কেজি ১৪. টাকা দরে।
” ৩০ বিক্রয় ৭০০ কেজি।
ক. মার্চ মাসের মোট ক্রয়ক্রীত পণ্যের মূল্য নির্ণয় করো। ২
খ. আগের মাল আগে ছাড়া (ফাইফো) পদ্ধতিতে মজুদ খতিয়ান প্রস্তুত করো। ৪
গ. শেষের মাল আগে ছাড়া (লাইফো) পদ্ধতি মজুদ খতিয়ান প্রস্তুত করো। ৪
১১. ক্রিকেট ব্যাট উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান ২০১৩. সালের মে ও জুন মাসের উৎপাদন সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ:
বিবরণ মে জুন
উৎপাদন (একক) ১০,০০০ ১৪,০০০
প্রত্যক্ষ মজুরি (টাকা) ৩৫,০০০ ৪৭,০০০
উৎপাদন উপরি খরচ (টাকা) ২৮,০০০ ৩৬,০০০
ক. একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। ২
খ. স্থায়ী ব্যয়। ৪
গ. জুলাই মাসের সম্ভাব্য উৎপাদন ১৬,০০০ এককের মোট ব্যয় নির্ণয় করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।