সিলেটের তরুণ প্রজন্মের সফল একজন এসইও এক্সপার্ট জুন্নুন চৌধুরী > যিনি মাত্র ২১ বছর বয়সে একজন দক্ষ এসইও বিশেষজ্ঞ হিসেবে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন আন্তর্জাতিক বাজারে। যুক্ত রয়েছেন আন্তর্জাতিক মানের তিনটির ও অধিক আইটি কোম্পানির সাথে।
বলছিলাম,
সিলেটের দক্ষ এবং সফল এসইও এক্সপার্ট জুন্নুন চৌধুরীর কথা, ছোটবেলা থেকেই যার ছিল কম্পিউটারের প্রতি এক অন্যরকম ঝোঁক। সুযোগ পেলেই লুকিয়ে তিনি কম্পিউটারে গেম খেলতে বেশিই পছন্দ করতেন। এই পছন্দ লাগা থেকে কম্পিউটারের সাথে কাজ করতে গিয়ে বর্তমানে তিনি একজন সফল ফ্রিল্যান্সার।
শুরু করা যাক এই দক্ষ এসইও এক্সপার্টের পিছনের গল্প নিয়ে-
জুন্নুন চৌধুরীর জন্ম স্থান সিলেট জেলার জগন্নাথপুর থানার আশারকান্দি নামক একটি গ্রামে। যার শৈশব পুরাটাই কেটেছে ওই গ্রামের সাধারণ মানুষের সাথে। ছোটবেলা থেকেই তিনি একটু দুষ্ট প্রকৃতির ছিলেন।
প্রথমে তার ফ্রিল্যান্সিং শুরুর অভিজ্ঞতা খুব একটা সহজ ছিল না বলে তিনি জানান। যখন তিনি ফ্রিল্যান্সিং শুরু করেন প্রাথমিক দিকে অনেক বিড়ম্বনা সহ থাকে অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তবে দীর্ঘ এই ৩ বছর অসংখ্য চ্যালেঞ্জের মোকাবেলার পর বর্তমানে তিনি একজন সফল এসইও এক্সপার্ট।
তবে তার ফ্রিল্যান্সিং গল্প শুরু হয়, ২০১৯ সালে কোনো এক বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে তিনি জানতে পারেন যে ফ্রিল্যান্সিং নামে অনলাইনে কিছু একটা আছে। যা দিয়ে অনলাইনে ঘরে বসেই কাজ করা যায় আন্তর্জাতিক মার্কেটে। তারপর তার মাথায় ছড়ে বসলো ফ্রিল্যান্সিং নামক এক নেশা।
কিছুদিন ফ্রিল্যান্সিং বিষয়ে তিনি খোঁজাখুঁজি করার পর উপলব্ধি করতে পারেন যে ফ্রিল্যান্সিং একটি বিশাল সম্রাজ্যে। শুধু প্রয়োজন দক্ষতা। নিজেকে সঠিক ভাবে দক্ষ করে তুলতে পারলেই টিকে থাকা যাবে এই বিশাল সম্রাজ্যে।
সিদ্ধান্ত নিলেন কাজ করবেন ডিজিটাল মার্কেটিং নিয়ে। কিছুদিন ডিজিটাল মার্কেটিং নিয়ে অনুসন্ধান করার পর বুঝতে পারলেন যে নিজেকে দক্ষ করার জন্য প্রয়োজন তার একজন প্রফেশনাল মানের দক্ষ মেন্টরের। যার হাত ধরে তিনি লিড করার স্বপ্ন দেখেন আন্তর্জাতিক বাজারে।
(2023) 25 Best Free SEO Tools
তার কিছুদিন পর তিনি বাংলাদেশী কর্তৃক প্রদত্ত একটি আইটি কোম্পানীর (ডিজিটাল মার্কেটিং) কোর্সে ভর্তি হন। কিন্তু সেই কোর্স থেকে তিনি সন্তোষজনক তেমন কিছুই শিখতে পারেন নাই বলে জানান। তিনি আরো বলেন যে সেটি ছিল একদম নিম্ন মানের বেসিক একটি কোর্স।
কিন্তু তিনি ওই ডিজিটাল মার্কেটিং কাজ শিখতে গিয়ে জানতে পারলেন যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এসইও (SEO) নামে একটি সেক্টর রয়েছে। যার আন্তর্জাতিক মার্কেট ভ্যালু বছরের এর পর বছর দ্বিগুণ বেড়েই চলেছে।
তার কিছুদিন পর এসইও নিয়ে রিসার্চ করার পাশাপাশি ধীরে ধীরে তার এসইওতে ভালো লাগা কাজ করতে শুরু করে। এসইও এর প্রতি তার এক অন্য রকম আগ্রহ জন্ম নেয়। তখন তিনি সিদ্ধান্ত নিলেন SEO (Search Engine Optimization) এর অপর আন্তর্জাতিক মানের একটি কোর্স সম্পন্ন করবেন।
কিছুদিন পর তিনি আন্তর্জাতিক মানের একটি (IT) কোম্পানী থেকে তিনি তার এসইও কোর্সটি সম্পন্ন করেন। এবং কোর্সটি শেষ করার পর ধীরে ধীরে তিনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেকে একটি জায়গা নিয়ে পৌঁছান। যার ফল রূপ দেখতে পাওয়া যায় দক্ষ একজন সফল এসইও এক্সপার্ট।
তিনি আরো উল্লেখ করেন যে ,,যে তখন এসইও এর গ্লোবাল মার্কেট ভ্যালু ছিলো ৪১.৯৭ মার্কিন বিলিয়ন ডলার যা ২০২২ সালে এটি ব্রদ্ধি পেয়ে ৫১.২৫ বিলিয়ন ডলার হয়। এক বছরে যার গ্রোথ রেট ছিল ২২.১%. এর ও বেশি এবং তার পাশাপাশি ফিনান্স ইয়াহু এক প্রতিবেদনে জানায় যে তারা আশা করছে ২০৩০ সালের ভিতরে এসইও এর গ্লোবাল মার্কেট ভ্যালু গিয়ে দাঁড়াবে 234.8 বিলিয়ন মার্কিন ডলার।
তিনি বর্তমানে ফাইভার এবং আপওয়ার্ক এর পাশাপাশি কাজ করছেন একজন দক্ষ এসইও স্পেশালিস্ট হিসাবে তিনটির ও অধিক আন্তর্জার্তিক মানের আইটি কোম্পানির সাথে। এবং যুক্ত রয়েছেন একজন মার্কেটিং হেড হিসাবে আরো একটি ডিজিটাল কোম্পানীর সাথে। তার পাশাপাশি নিয়ন্ত্রণ করছেন তার নিজের তৈরী করা দুটি (Special) এক্সপার্ট টিমকে।
নতুনদের জন্য কিছু SEO এর ধারণা (SEO কি?)
তিনি আরো বলেন যে, আমাদের দেশে অনেক মেধাবি তরুণ রয়েছেন, যারা আইটি সেক্টরে কাজ করছে। এবং অসংখ্য অসংখ্য তরুণ রয়েছে যারা আইটি সেক্টরকে নিজের ক্যারিয়ার হিসেবে নেয়ার স্বপ্ন দেখছে। তিনি আরো জানান যে তার ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে এসব স্বপ্নবাজ তরুণদের জন্য একটি তথ্যপ্রযুক্তিনির্ভর আইটি প্রতিষ্টান স্থাপন করার। যেখান থেকে তৈরি করা হবে মানসম্পন্ন প্রযুক্তিবিশ্লেষক, এক্সপার্ট ফ্রিল্যান্সার।
সবার শেষে তার নতুনদের উদ্দেশ্যে দুটি কথা ছিল যে –
১) দক্ষ না হয়ে কোনো ভাবেই মার্কেট প্লেস আসা যাবে না। যতটুকু পারা যায় যেকোনো একটি (Specific) কাজের ওপর হলেও নিজেকে প্রফেইসনাল ভাবে দক্ষ করে তুলতে হবে।
২) অবশ্যই অবশ্যই ইংরেজিতে ভালো হতে হবে। ( এর কোন বিকল্প নাই)
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। সিলেটের তরুণ প্রজন্মের সফল একজন এসইও এক্সপার্ট জুন্নুন চৌধুরী