সপ্তম শ্রেণী | বাংলা ২য় | প্রমিত ভাষায় কথা বলি- ধ্বনির উচ্চারণ | PDF : সত্তম শ্রেণীর বাংলা ২য় পত্রের ১ম পরিচ্ছেদ হতে প্রমিত ভাষায় কথা বলি- ধ্বনির উচ্চারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পাবেন এই পোস্টে সুতরাং মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন ।
প্রমিত ভাষা কোথায় প্রয়োগ করা হয়?
১. অফিস আদালত
২. অনুষ্ঠান সঞ্চালনা
৩. সংবাদ পাঠ
৪. হারান বিজ্ঞপ্তি প্রচার
৫. যোকোন ধরনের ঘোষণা
৬. খেলার মাঠের বিবরণী
৭. শ্রেণিকক্ষে পাঠদান
৮. কোনো বিষয়ে বক্তৃতা বা আলোচনা
প্রমিত ভাষার প্রয়োগ (পৃষ্ঠা: ১৪)
যে শব্দটি প্রমিত হয়নি | শব্দটির প্রমিত রূপ |
পাঠকাটি | পাটকাঠি |
গইয়া | পেয়ারা |
কোলা | জমি |
জিবরা | জিহব্বা |
তেলাচোরা | আরশােলা |
পাতিহাল | খেকশিয়াল |
নাহৈল | নারিকেল |
অক্ত | রক্ত |
কশটিয়া | কৃপণ |
কৈতর | কবুতর |
ছাওয়াল | সন্তান |
হানি | পানি |
শব্দ খুঁজি (পৃষ্ঠা: ১৫)
আঞ্চলিক উচ্চারণ এবং প্রমিত উচ্চারণ এক হয় না। অঞ্চলভেদে একই শব্দের পরিবর্তন একেক রকম হয়ে থাকে। পরিবর্তনের ভিন্নতার আলোকে শব্দকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। যথা-
১. উচ্চারণগত পরিবর্তন
২. শব্দগত পরিবর্তন
আঞ্চলিক উচ্চারণ/শব্দ | প্রমিত শব্দ | উচ্চারণগত/শব্দগত পরিবর্তন |
খাইছি | খেয়েছি | উচ্চারণগত পরিবর্তন |
চঙ্গ | মই | শব্দগত পরিবর্তন |
হানি | পানি | উচ্চারণগত পরিবর্তন |
হাগল | পাগল | উচ্চারণগত পরিবর্তন |
তাংকু | তামাক | শব্দগত পরিবর্তন |
উশ্যি | শিম (সবজি) | শব্দগত পরিবর্তন |
টাহি | টাকি (মাছ) | উচ্চারণগত পরিবর্তন |
কাহই | কাকরোল (সবজি) | শব্দগত পরিবর্তন |
ওশ্যা | রান্নাঘর | শব্দগত পরিবর্তন |
আডু | হাটু | উচ্চারণগত পরিবর্তন |
কোলা | ক্ষেত | শব্দগত পরিবর্তন |
দামান | জামাই | শব্দগত পরিবর্তন |
পুরি | মেয়ে, কন্যা | শব্দগত পরিবর্তন |
- English | Playing With the Words Questions Answer | Chapter 2
- Class 7 | English | A Good Reader Questions Answer | Chapter 6
- Class 7 | English | IF Questions Answer | Chapter 3
- Class: 7 | English | The Frog and the Ox Questions Answers | Unit 4
উচ্চারণ ঠিক করি (পৃষ্ঠা: ১৯)
ঘোষ ধ্বনি : যে বর্ণগুলো উচ্চারণ করতে ফুসফুস থেকে অপেক্ষাকৃত অধিক বাতাস প্রবাহিত হয় তাদের ঘোষ ধ্বনি বলে।
উদাহারণ: গ ঘ ঙ জ ঝ ঞ ড ঢ ণ দ ধ ন ব ভ ম
অঘোষ ধ্বনি: যে বর্ণগুলো উচ্চারণ করতে ফুসফুস থেকে অপেক্ষাকৃত কম বাতাস প্রবাহিত হয় তাদের অঘোষ ধ্বনি বলে।
উদাহারণ : ক খ চ ছ ট ঠ ত থ প ফ
অল্পপ্রাণ ধ্বনি: যেসকল ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না অথবা ফুসফুস থেকে বের হওয়াা বাতাসের জোর কম থাকে, সেগুলোকে অল্পপ্রাণ ধ্বনি বলা হয়।
উদাহারণ : ক গ চ জ ট ড ত দ প ব
মহাপ্রাণ ধ্বনি : যেসকল ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় অর্থাৎ উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস জোরে বের হয়, সেগুলোকে মহাপ্রাণ ধ্বনি বলে।
উদাহারণ : খ ঘ ছ ঝ ঠ ঢ থ ধ ফ ভ
শব্দ | অঞ্চলভেদে বর্ণটির উচ্চারণ যেমন হতে পারে | বর্ণটির প্রমিত উচ্চারণ যা হবে | এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে | উচ্চারণ ঠিক হলে টিক চিহ্ন দাও |
সবচেয়ে | প | ব | ঘোষ ধ্বনি অঘোষ হয়েছে | ✓ |
পিঁড়ি | ফ | প | অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ হয়েছে | ✓ |
ছোটো | ড | ট | অঘোষ ধ্বনি ঘোষ হয়েছে | ✓ |
পেতে | ফ | প | অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ হয়েছে | ✓ |
ভাত | ব | ভ | মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ হয়েছে | ✓ |
বাড়ি | ভ | ব | অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ হয়েছে | ✓ |
ঘুচেছে | ছ | চ | অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ হয়েছে | ✓ |
পুঁতি | ফ | প | অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ হয়েছে | ✓ |
আঁধার | দ | ধ | মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ হয়েছে | ✓ |
ঘর | ঘ | গ | অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ হয়েছে | ✓ |
চাবি | ছ | চ | অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ হয়েছে | ✓ |
ছাদ | ত | দ | ঘোষ ধ্বনি অঘোষ হয়েছে | ✓ |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।