শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১০ বহুনির্বাচনি | PDF : চতুর্থ শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির দশম অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
দৈনন্দিন আবহাওয়া
সাধারণ
১. আবহাওয়া প্রতিদিনের কিসের অবস্থা?
ক.আকাশ ও বায়ুমণ্ডলের
খ.আকাশ ও ভূপৃষ্ঠের
গ.মহাবিশ্ব ও ভূপৃষ্ঠের
ঘ.আয়তনমণ্ডল ও বায়ুমণ্ডলের
২. বাংলাদেশে কোন ঋতুতে বজ্রবৃষ্টি বেশি হয়?
ক.গ্রীষ্ম
খ.বর্ষা
গ.শরৎ
ঘ.হেমন্ত
৩. বাংলাদেশে কোন ঋতুতে বৃষ্টি বেশি হয়?
ক.গ্রীষ্ম
খ.বর্ষা
গ.শরৎ
ঘ.হেমন্ত
৪. বাংলাদেশে সাধারণত কোন ঋতুতে বৃষ্টি হয় না?
ক.বসন্ত
খ.শীত
গ.হেমন্ত
ঘ.শরৎ
৫. বাংলাদেশে কোন ঋতুতে সাধারণত কুয়াশা দেখা যায়?
ক.গ্রীষ্ম
খ.বর্ষা
গ.শরৎ
ঘ.শীত
৬. প্রতীকটি আবহাওয়ার কোন অবস্থা প্রকাশ করে?
ক বর্ষণমুখর
খ. রৌদ্রোজ্জ্বল
গ. আংশিক মেঘাচ্ছন্ন
ঘ. বজ্রবৃষ্টি
৯. বাতাসের ঠাণ্ডা বা গরমের অবস্থাকে কী বলা হয়?
ক.তাপ
খ.আর্দ্রতা
গ.বায়ুপ্রবাহ
ঘ.তাপমাত্রা
১০. আর্দ্রতা বাতাসের কী?
ক.তাপের পরিমাণ
খ.তাপমাত্রার পরিমাণ
গ.জলীয় বাষ্পের পরিমাণ
ঘ.কুয়াশার পরিমাণ
১১. আর্দ্র আবহাওয়ায় কোনটি বেশি থাকে?
ক.জলীয় বাষ্প
খ. তাপমাত্রা
গ. অক্সিজেন
ঘ. মিথেন
১২. কোনটি কম থাকলে বায়ু শুষ্ক হয়?
ক.তাপমাত্রা
খ. চাপ
গ. জলীয় বাষ্প
ঘ. নাইট্রোজেন
১৩. বায়ুপ্রবাহ বায়ুর কী?
ক.অচল অবস্থা
খ.সচল অবস্থা
গ.দীর্ঘস্থায়ী অবস্থা
ঘ.ক্ষণস্থায়ী অবস্থা
১৪. কোনটি দ্বারা বায়ুপ্রবাহ পরিমাপ করা যায়?
ক.রং
খ.তীব্রতা
গ.দিক ও গতি
ঘ.নড়াচড়া
যোগ্যতাভিত্তিক
শিখনফল : বায়ুর আর্দ্রতা সম্পর্কে জানতে পারব।
১৫. রানা গাছের ছায়ায় বসেও ঘামছে। এর কারণ কী?
ক.বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি
খ.বাতাসে আর্দ্রতার পরিমাণ কম
গ.বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি
ঘ.বাতাসে নাইট্রোজনের পরিমাণ বেশি
১৬. আমাদের দেশে শীতের সকালে গাড়ি ধীরে চালানো উচিত। কারণ শীতকালের সকালে
ক.আর্দ্রতা বেশি থাকে
খ.তাপমাত্রা কম থাকে
গ.কুয়াশা বেশি থাকে
ঘ.জলীয় বাষ্প বেশি থাকে
আবহাওয়া পর্যবেক্ষণ
সাধারণ
১৭. বায়ুর তাপমাত্রা পরিবর্তনের কারণ কী?
ক.আকাশে সূর্যের অবস্থানের পরিবর্তন
খ.চাঁদে অবস্থানের পরিবর্তন
গ.বায়ুর উপাদানের পরিবর্তন
ঘ.আর্দ্রতার পরিবর্তন
১৮. তাপমাত্রার পার্থক্যের কারণে কোনটি সৃষ্টি হয়?
ক.আর্দ্রতা
খ.বায়ুপ্রবাহ
গ.তাপ
ঘ.বৃষ্টিপাত
মেঘ. ও বৃষ্টি
১৯. সাইক্লোন সৃষ্টির মূল কারণ কী?
ক.আর্দ্রতার পার্থক্য
খ.তাপমাত্রার পার্থক্য
গ.বৃষ্টিপাত
ঘ.ভূমিকম্প
২০. জলীয় বাষ্প ক্ষুদ্র পানি-কণায় পরিণত হওয়ার জন্য কোনটি দরকার?
ক.তাপ বর্জন
খ. তাপ গ্রহণ
গ. বায়ুপ্রবাহ
ঘ. সূর্য তাপ
২১. কোনটি থেকে শিশির তৈরি হয়?
ক.জলীয় বাষ্প
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. মিথেন
ঘ. অক্সিজেন
২২. আবছায়া অবস্থা সৃষ্টি হয় কোনটি থেকে?
ক.জলীয় বাষ্প
খ. কুয়াশা
গ. ধূলিকণা
ঘ. শিশির
২৩. কোনটি থেকে শিলার সৃষ্টি হয়?
ক.জমাটবদ্ধ শিশির
খ.জমাটবদ্ধ বৃষ্টি
গ.উত্তপ্ত বৃষ্টি
ঘ.তুষার
যোগ্যতাভিত্তিক
শিখনফল : মেঘ. ও বৃষ্টির বিভিন্ন অবস্থা সম্পর্কে জানতে পারব।
২৪. শীতের সকালে ঘাসের পাতায় বিন্দু বিন্দু পানি-কণা জমে। এগুলো আসলে কী?
ক.জলীয় বাষ্প
খ. কুয়াশা
গ. শিশির
ঘ. বৃষ্টি
২৫. গ্রীষ্মকালে বৃষ্টির সাথে ছোট ছোট বরফখণ্ড পড়ে। এগুলোর নাম কী? জ
ক.শিশির
খ.কুয়াশা
গ.শিলা
ঘ.তুষার
আমাদের জীবনে আবহাওয়া ও জলবায়ু
২৬. বন্যা সৃষ্টির কারণ কী?
ক.ভারী বৃষ্টিপাত
খ. কুয়াশা
গ. শিলা
ঘ. আর্দ্রতা
২৭. পানির অন্যতম প্রধান উৎস কোনটি?
ক.নদী
খ.পুকুর
গ.খাল
ঘ.বৃষ্টি
২৮. বর্ষাকালে যদি ফসল ও ঘরবাড়ি পানিতে তলিয়ে যায় তখনকার অবস্থাকে আমরা কী বলি? জ
ক.ঝড়
খ.জলোচ্ছাস
গ.বন্যা
ঘ.খরা
জলবায়ু
২৯. আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারা কোনটি?
ক.জলবায়ু
খ. তুষারপাত
গ. বিরূপ আবহাওয়া
ঘ. ঘূর্ণিঝড়
৩০. ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
ক.২০
খ.২৬
গ.৩০
ঘ.৩৫
৩১. রাশিয়া বাংলাদেশ থেকে কোন দিকে অবস্থিত?
ক.পূর্ব
খ.পশ্চিম
গ.উত্তর
ঘ.দক্ষিণ
৩২. বাংলাদেশের জলবায়ু কীরূপ?
ক.শীতল
খ. উষ্ণ ও আর্দ্র
গ. মরূদেশীয়
ঘ. মেরুদেশীয়
৩৩. রাশিয়ার জলবায়ু কীরূপ?
ক.শীতল
খ. উষ্ণ ও আর্দ্র
গ. মরুদেশীয়
ঘ. উত্তপ্ত
৩৪. রাশিয়ার মস্কোর গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
ক.৬
খ.১২
গ.১৮
ঘ.২৪
৩৫. বিষুবরেখা থেকে কোনো স্থানের দূরত্বকে কী বলে?
ক.দ্রাঘিমাংশ
খ. কৌণিক দূরত্ব
গ. অক্ষাংশ
ঘ. লম্ব দূরত্ব
৩৬. ভূপৃষ্ঠের আকার কীরূপ?
ক.অর্ধবৃত্তাকার
খ. উপবৃত্তাকার
গ. গোলাকার
ঘ. বৃত্তাকার
৩৭. অক্ষাংশের মান বেশি হলে জলবায়ুর অবস্থা কীরূপ হবে?
ক.গরম হবে
খ.শীতল হবে
গ.আর্দ্র হবে
ঘ.নাতিশীতোষ্ণ হবে
৩৮. বাংলাদেশে ঋতু কয়টি?
ক.৩
খ.৪
গ.৫
ঘ.৬
৩৯. উত্তর গোলার্ধে বাংলাদেশ ছাড়া অন্য দেশে কয়টি ঋতু আছে?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫
আরো পড়ুনঃ
- শ্রেণি ৪র্থ | ইসলাম শিক্ষা | তৃতীয় অধ্যায় – আখলাক বহুনির্বাচনি | PDF
- ৪র্থ শ্রেণির ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায় – ইবাদত প্রশ্ন উত্তর | PDF
- শ্রেণি ৪র্থ | ইসলাম শিক্ষা | অধ্যায় পঞ্চম | প্রশ্ন ও উত্তর | PDF
৪০. বাংলাদেশে কার্তিক ও অগ্রহায়ণ মাস কোন কাল?
ক.গ্রীষ্ম
খ.শরৎ
গ.হেমন্ত
ঘ.বসন্ত
৪১. বাংলাদেশের কোন ঋতুটি সবচেয়ে উষ্ণ?
ক.গ্রীষ্ম
খ.বর্ষা
গ.শরৎ
ঘ.বসন্ত
৪২. বার্মাতে ঋতু কয়টি?
ক.৩
খ.৪
গ.৫
ঘ.৬
৪৩. জলবায়ু কী?
ক.আবহাওয়ার অল্প সময়ের অবস্থা
খ.আবহাওয়ার দীর্ঘ. সময়ের সামগ্রিক ফল
গ.আবহাওয়ার তিন মাসের সামগ্রিক ফল
ঘ.আবহাওয়ার দুই বছরের সামগ্রিক ফল
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।